নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

অহংকার করা বোল্ট, নেইমারের সাজে, মুশফিকের না...

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮



১. উসাইন বোল্টের আগে ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্টে অপ্রতিদ্বন্দ্বী ছিলো মাইকেল জনসন। ২০০০ সালের সিডনি অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালের আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমার সঙ্গে বাকীদের রাখা হয় শুধু প্রতিযোগীতার নিয়ম অনুসরণের জন্য! কারণ বাকীরা আমার পেছনেই থাকবে! দেখা গেল, তিনি সেবার গোল্ড মেডেল জিতেছিলেন। উসাইন বোল্ট যখন তাঁর শেষ অলিম্পিক ২০১৬ তে খেলতে যান তিনি বলেছিলেন, আমি কিংবদন্তি হতে এসেছি। তিনি ১০০, ২০০ এবং ৪*১০০ প্রতিটিতে স্বর্ন জিতে তার প্রমাণ দিয়েছেন। খেলোয়াড়দের এমন মন্তব্যকে আমরা মনে করি অহংকার হিসেবে কিন্তু বাইরের দুনিয়ার এসব হলো আত্মবিশ্বাস। যে কারণে তাদের দম্ভ তাদের আরো উপরে তুলে দেয়...

২. নেইমার যখন বার্সেলোনা ছেড়ে পি এস জি-তে যায় তখন তিনি সবচেয়ে দামী খেলোয়াড়। কয়েক ম্যাচ খেলার পরই সিনিয়র প্লেয়ার কাভানির সাথে ফ্রি কিক আর পেনাল্টি নিয়ে মনোমালিন্য শুরু হয়ে যায়। আমরা বলতে লাগলাম, নেইমার অহংকারী হয়ে গিয়েছে। কিন্তু দেখা গেল পরের এক ম্যাচে নেইমার ফ্রি কিক আর পেনাল্টি নিয়ে গোল করে তার আগ্রাসনের প্রমাণ দেয়। এখানেও কাজ করেছে আত্মবিশ্বাস...

৩. একে তো সাকিব নেই তার উপর বাউন্সি উইকেট সেখানে টস জিতে কেন ফিল্ডিং নেয়া? তাও আবার প্রথম টেস্টের এমন হারের পরও! আমরা কবে থেকে ফাস্ট বোলারদের দেশ হয়ে গেলাম? বার বার বিশষজ্ঞরা বলেছেন, আমরা দেশের মাটিতে স্পিন পিচে যতই সাফল্য পাই আসল পরীক্ষা হলো উপমহাদেশের বাইরের পিচে খেলা। তাই দেশেই বাউন্সি উইকেট বানানোর কথা প্রায়ই বলা হয়। কিন্তু স্পিন সাফল্য আর লোকাল সুবিধা নেয়ার জন্য আমরা বরাবরই স্পিন সহায়ক পিচে খেলি। যার খেসারত সাউথ আফ্রিকার সাথে এভাবে বাজে হারা।

৪. অামাদের আত্মবিশ্বাস অবশ্যই থাকতে হবে কিন্তু সেই সাথে বাস্তবতাও মানতে হবে। সাকিব, তামিম বিহীন একটা দল প্রথমে বোলিং নিলে বড় রানের পাহাড় গড়বে প্রতিপক্ষ সেটা বুঝতে হবে। আমাদের দলে ভালো ও ধারাবাহিক খেলোয়াড়ের অনেক অভাব। তাই কেউ সন্তান জন্ম হওয়ার সময় স্ত্রীর পাশে থাকা, কেউ বিশ্রামের কথা বলে সিরিজ থেকে ছুটি নেওয়া - এসব থেকে বিরত থাকতে হবে। আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে...

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, ক্রিকেট বাদে অনেক কিছু আছে চিন্তা করার। মানুষ শান্তিতে নাই।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও ঠিক বলেছেন। দেশের অবস্থাও খুব একটা ভালো না। তবুও এসব বিষয় নিয়ে মেতে থেকে সমস্যা ভুলে থাকার চেষ্টা আর কি...

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


এখন কি কোন খেলা চলছে?

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫ দিনের খেলা বাংলাদেশ ৩ দিনে হেরে গিয়েছে বাংলাদেশ। আপনি অবশ্য খেলা বিমুখ সেটা জানি...

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

মলাসইলমুইনা বলেছেন: এ'ভাবেই হবে | খেলতে খেলতেই | তবে বাংলাদেশের প্লেয়ারদের নিজেদের সম্পর্কে ঠিক ঠাক ধারণাটা থাকা খুব দরকার | আমাদের মাঠ- পিচ কেমন হবে সেটা কি আমাদের অধিনায়ক জানতেন না ? হোম কান্ট্রির অধিনায়কের কথা মতইতো বা তাদের শক্তি,ক্ষমতা অনুযায়ীইতো পিচ হবার কথা ! সাউথ আফ্রিকাতো আর অদৃশ্য কোনো প্লেয়ার নিয়ে আসেনি | আমরা নিশ্চই জানতাম ওদের খেলোয়াড়দের শক্তি বা দুর্বলতা ! আমাদের ওয়েদারওতো ইংল্যান্ডের মতো সকালে আর দুপুরে খুব ভ্যারি করে না | তাই টস জিতে কি করতে হবে ব্যাট না ফিল্ডিং সেটার মধ্যে গড়বড় কেন হবে এটা আমি আসলেই বুঝতে পারিনা |

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও আবার পর পর দুই টেস্টে টস জেতার পরও...

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ৫ দিনের খেলা বাংলাদেশ ৩ দিনে হেরে গিয়েছে বাংলাদেশ। আপনি অবশ্য খেলা বিমুখ সেটা জানি..."

-আমি ফুটবল দেখি; এ বছরও ২ দিন ফুটবল খেলেছি

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক অন্তত একটা খেলার উপর আপনার ভালোবাসা আছে। ক্রিকেটের চাইতে ফুটবল অনেক উপভোগ্য...

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: খারাপ বলেন নি !!

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের আরো পথ পাড়ি দিতে হবে...

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো আপনার আলোচনা সমালোচনা।

আসলে প্রথম টেষ্টে টস জিতে ফিল্ডিং নেয়াটাই বোকামি ছিল মুশফিকের। আত্ম বিশ্বাস যতটুকু ছিল, তারচেয়ে সম্ভবত মুশফিকের মনে বেশি ছিল ভয়, যেহেতু সাকিব ছিল না, হয়তো ভেবেছে প্রতিপক্ষকে সাধ্যের মধ্যে আটকে রাখতে পারলে একটা কিছু করা সম্ভব। কিন্তু সবই উল্টা হয়েছে। যাক, তাতে ভেঙে পড়লে আমাদের চলবে না।
আপনার সাথে আমি মনে করি, এখনো অনেক পথ আমাদের বাকি।

আপনার মনের কষ্টটা বুঝতে পারছি ভাই।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকেই ভাবতে পারে, বাংলাদেশ দল এত সাফল্য পেল আর ২/১ টা হার হলেই কেন আমরা সমালোচনা করি। আসলে ব্যপারটা তা না। বিশ্বের সব বড় দলই খারাপ খেললে সমালোচনা হয়। তবে আমাদের ব্যপারটা অনেক সময় আমরাই দায়ী থাকি বেশী। কারণ, এখানে প্রথম টেস্ট থেকে আমরা শিক্ষা নেইনি...

৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

আমার আব্বা বলেছেন: game valo lagena

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন সমস্যা নেই। সবার সব কিছু ভালো লাগতে হবে এমন কথা নেই...

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

মুহাম্মদ রিয়াদ হোসেন বলেছেন: আফ্রিকা ১ বার ব্যাট করছে আর বাংলাদেশ ২ বার। তাই বাংলাদেশ-ই জয়ী ।
এছাড়া আর বলার কিছু নাই আমার ।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো পরিপক্ক আচরণ করতে হবে খেলোয়াড়দের। দুইটা জিতেই মডেলিং করলে হবে না...

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

মার্কো পোলো বলেছেন:

৩ দিনেই শেষ। ভালই হয়েছে। প্লেয়ারদের খাটুনি কমায়ে দিয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক ওয়ান ডে তে কেমন করে...

১০| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: আমি যতটুকু জানি, ড্রেসিংরূমে আগেই টিম এবং "কোচারের" সাথে পরামর্শ করেই ব্যাটিং/ফিল্ডিং সিদ্ধান্ত নেওয়া হয়।।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাও জানি। তবে মনে হয় আত্মবিশ্বাস বেশী করতে গিয়ে বার বার ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত...

১১| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: গর্ডন গ্রিনীজের কথা ভুলে গেছেন!! সে কিন্তু বাংলাদেশকে প্রথমবারের মত বিশ্বআসরে নিয়ে গিয়েছিলো।। তারপরও কিন্তু আত্মবিশ্বাসের কথা এতদিনেতো বুঝেই গেছি।।
এবাার আসল কথা বলি, মুশফিকের দিন শেষ!! লক্ষন দেখে বুঝছেন না।।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই বিভক্ত। আমি নিজেও চাইছিনা মুশফিক কে সরাতে। কারণ, তামিম, সাকিবকে ক্যাপ্টেন্সি দিলে পারফরম্যান্স খারাপ হয়। ঐ যে বাংলাদেশীদের ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস ব্যপার। তাছাড়া এখনই কেন লিটনকে লাইমলাইটে আনতে হবে বুঝলাম না। মুশফিক তো কিপিং দিয়ে দলে জায়গা পাচ্ছেনই। আর রান তো সবাই পাচ্ছে না।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সঠিক কথা বলেছেন । বাংলাদেশ প্রধমে বোলিং নেয়ায় সাথে সাথে অনলাইনে খেলা দেখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম । কিছুতেই মাথায় আসছিলনা এমন উইকেটে কেন বাংলাদেশ প্রথমে আবারো বলিং নিল ।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানসিকভাবে আমরা দুর্বল হবো না ঠিক আছে তাই বলে একটা শক্তিশালী দলকে ব্যাটিং-এ পাঠানো? তাও নিজেদের কোন বিশ্ব মানের ফাস্ট বোলার নেই জেনেও...

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মুশফিক অপদার্থ ক্যাপ্টেন।

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় শেষের দিকে...

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

তারেক ফাহিম বলেছেন: বাংলা মায়ের দামাল ছেলের

কাউকে দুর্বল ভাবার মানসি তাদের নেই, তাই হয়ত শক্তিশালী বিপক্ষ দলকে ব্যাটিংয়ের সুযোগ দিলো।

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই কাল হলো। কিন্তু বাস্তবতা মেনে সাহস দেখানো ভালো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.