নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. বেশ কয়েক বছর আগের ঘটনা। টেম্পুর জন্য দাঁড়িয়ে আছি চট্টগ্রামের চকবাজার মোড়ে। অনেক মানুষ অপেক্ষা করছে। রাস্তার ঐ পাশে টেম্পু থামার সাথে সাথেই ভরে যাচ্ছে। এ পাশে ঘুরে আসতে আসতে আর ২/১ সিট বাকী থাকে। সেটাতেও বসার জন্য যুদ্ধ করছে সবাই। আমি আবার যুদ্ধ পছন্দ করি না। অপেক্ষায় আছি ভীড় কমার। একের পর এক টেম্পু যাত্রী নিয়ে চলে যাচ্ছে। অনেক বীর পুরুষ ও বীর মহিলা যুদ্ধ জয় করে ভেতর থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে! ভাবখানার অর্থ দাঁড়ায়, পোজ নিয়ে দাঁড়িয়ে থাকলে আজকে আর টেম্পু পাবা না...
২. দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ উপভোগ করছি হঠাৎ একটা টেম্পুতে জটলা। এক লোক ভেতরে বসা কিন্তু বাইরে আরেক ছেলের(হিরোইঞ্চি টাইপ) কলার ধরে রেখেছে। আমি তাকিয়ে আছি। মাইক্রো সেকেন্ডের মধ্যে সব ঘটছে। ঐ লোক বলছে বসার সময় পকেট থেকে এই ছেলে মোবাইল নিয়েছে। আর ছেলে বলছে, আমি নেইনি। তবে বললে কী হবে, টুক করে যে ছেলেটা মোবাইলটা নীচে ফেলে দিয়ে পা দিয়ে ভেতরে ঠেলে দেয় সেটা তো আমার চোখের সামনেই ঘটেছে! লোকটা সম্ভবত মোবাইল সরানোর সময় টের পেয়েছিল ঐ ছেলেকে তাই ভেতর থেকে ঐ ছেলের কলার ধরে রাখে আবার ঐ ছেলের কাছে কোন মোবাইল না থাকাতে পাবলিকও কোন একশান(!)-এ যেতে পারছে না। সব দ্রুতই চলছে...
৩. আমি আর ঐ ছেলে ছাড়া কেউ জানেনা মোবাইল কিন্তু ছেলেটিই চুরি করেছে। জানলে ভদ্রলোকরা কি বসে থাকতো এতক্ষণে? এবার আমার মনে চলছে দ্রুত সিদ্ধান্ত নেয়ার তাড়না। ছোটবেলা থেকেই মসজিদের জুতা চোর, পকেটমার, ছিনতাইকারীদের পিটুনি দেখলে মায়া লাগতো। এখন যদি এই ছেলেকে ধরিয়ে দেই তাহলে ভদ্রলোকদের(আসলেই কি!) মাইর হবে সেইরাম। কিন্তু আবার যদি না ধরিয়ে দেই, তাহলে ঐ মধ্য বয়স্ক লোকটার মোবাইলটা আর পাওয়া হবে না। এদিকে টেম্পু ড্রাইভার ছাড়তেও পারছে না ঘটনা মীমাংসা না হওয়ার জন্য। সব দ্রুত ঘটছে। আমার মনে হলো, লোকটাকে মোবাইল না দিলে সারা জীবন অপরাধী থাকবো নিজের কাছে আবার ছেলেটাকেও মাইরের হাত থেকে বাঁচাতে ইচ্ছে করছে...
৪. আমি ভীড়ের কাছে গিয়ে কিছুই জানি না ভান করে একজনকে বললাম, আরে ঐ যে নীচে একটা মোবাইল পড়ে আছে! একজন মোবাইলটা নিয়ে দিল লোকটার কাছে। লোকটা বলল, এটা তারই মোবাইল। তারপর লোকটা ২/১ টা থাপ্পড় দিয়ে কলার ছেড়ে দিল। ভদ্রলোকেরাও উপযুক্ত প্রমাণের অভাবে তাদের খায়েশ পূরণ না করেই ছেড়ে দিল। ড্রাইভারও টেম্পু ছেড়ে দিল। যাক, ছেলেটাও বেদম মার খাওয়া থেকে বাঁচল আবার লোকটাও তার মোবাইল ফিরে পেল। মনটা ভালো হলো আমার। ভীড় কমার পর আমিও একটা টেম্পুতে চড়লাম। বসলাম ড্রাইভারের পাশে...
৫. টেম্পু চলছে আশকার দীঘির রাস্তার উপর দিয়ে। কাজীর দেউড়ির আগে রাস্তা উঁচু হওয়াতে টেম্পু আস্তে আস্তে চলে। টেম্পুর সামনে একটা যাত্রীবিহীন রিক্সা যাচ্ছে আস্তে আস্তে। ড্রাইভার হর্ন দেয়ার পরও রিক্সা সাইড দিচ্ছে না। ড্রাইভার রাগ করে টেম্পুর মাথা লাগিয়ে দিল রিক্সার পেছনে। এবারও সব দ্রুত ঘটছে। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে এল ড্রাইভারকে মারতে। উঁচু রাস্তার কারণে টেম্পু দ্রুত চালিয়েও নিতে পারছে না। রিক্সাওয়ালা এসে দুইবার ঘুষি মারল চলন্ত টেম্পুর ড্রাইভারকে উদ্দেশ্য করে। দুইবারই মিস হলো। আর লাগলো আমার হাতে। কারণ, আমি ছিলাম ড্রাইভারের পাশে বসা আর আমার হাত ছিল উঁচু করে ধরা। যাক, কী আর করা। টেম্পু ড্রাইভার আর কথা না বাড়িয়ে চলে গেল। এভাবেই আমি পেলাম সততার পুরস্কার...
১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমমম...দেশটা আরো ভালো চলতে পারত...
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: আ্পনার একদিনের অভিজ্ঞতা পড়ে গেলাম।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাও একটা বিচিত্র অভিজ্ঞতা। একটু আগে ভালো একটা কাজ করে পেলাম আরেকজনের মাইরের প্রক্সি...
৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩
অর্থনীতিবিদ বলেছেন: সেই রকম অভিজ্ঞতা।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী আর করা। হয়তো বা মোবাইল চোরের জন্য সহানুভূতি দেখিয়েছি এই জন্য পুরস্কার...
৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
কঠিন সময় পার করছেন। টেম্পর সামনের সিট!
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভেতরে বসার চাইতে সামনের সীটে অনেক কমফোর্টেবল। তবে ঢাকার ম্যাক্সির দুই রানের ভেতরে গিয়ার রেখে বসার মত না...
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩
হাফিজ হুসাইন বলেছেন: আপনি চোরের প্রতি সহানুভুতি দেখালেন। তা ভালো। তবে চোরেরা তো আমাদের প্রতি সহানূভুতি দেখায় না। আমার কথা হল মাটি কেটে খাব, কাঁধে বোঝা বহন করব কিন্তু তার পরেও চুরি করব না।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে চোরের প্রতি সহানুভূতি নয়। আমাদের দেশে পকেটমার, ছিনতাইকারী পেলে জনগণ যেভাবে পিটুনি দেয় এভাবে অনেকের মৃত্যুও হয়। এই ব্যপারটা খুবই অমানবিক। কেউ চুরি করলে তাকে দুই চারটা থাপ্পড় দিয়ে পুলিশের কাছে দেয়া উচিত। এভাবে মারা উচিত নয়...
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩
হাফিজ হুসাইন বলেছেন: অবশ্যই আপনার কথা সঠিক। আমিও এটাই করতাম। তবে এই চোরদের কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। এরা একবার ধরা খাইলে চিন্তা করে এই রকম ভুল যাতে আর না হয়। আপনার সামনেই যে মোবাইল সরিয়ে দিল এটাও কিন্তু তাদের প্রেকটিস করা। পরের বার সে চাইবে এরকম ভুল যাতে না হয়। এরা আসলে মাইর খাইলেও সংশোধিত হতে চায় না।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা আমাদের দেশের ক্ষমতাধরদের ব্যর্থতা। দেশটা আরো ভালো চলতে পারত। আইনের সঠিক প্রয়োগ হলে, আর পুলিশ ঘুষ না খেলে মানুষও নিজের হাতে আইন তুলে নিত না...
৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬
খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশের সাধারণ একটি দিন, সহনসীমার মাঝে - চাঁদগাজী এর এই চমৎকার মন্তব্যের বাইরে আর বলার কিছু নেই।
গল্প পড়ে বুঝা যাচ্ছে, আপনি নির্বিবাদী, নির্ঝন্ঝাট একজন মানুষ।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গল্প নয়। বাস্তবে ঘটেছিল। হ্যাঁ, আমি সব সময় ঝামেলা মুক্ত থাকতে চাই। যত অনিয়মই হোক আমি কোন ছোটলোকের সাথে প্রতিবাদ করি না।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
হাফিজ হুসাইন বলেছেন: আহহা ভাই রাগ করবেন না। ছোটলোক আসলে কারা। চোর পুলিশ পাবলিক ব্লগার সবাই নির্বিশেষে কি মানুষ নই। মানুষ সে যে স্তরেরই হোক তাকে ছোট মনে না করাই প্রকৃত মনুষত্বের পরিচয়।ধন্যবাদ
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: না না সেটা বোঝাইনি। আমি আসলে রিক্সাওয়ালা, বাসের কন্ডাক্টর, মাছওয়ালা, স্বপ্ন বা অনেক জায়গায় মানুষ যে ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া করে সেটা বোঝাতে চেয়েছি...
৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন যুদ্ধের নিত্যকার দৃশ্যের একদিনের চিত্রায়ন
প্রতিনিয়ত এভাবেই চলছে জীবন বোঝা না বোঝায়, পাওয়া না পাওয়ায়...
+++
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর মাঝেও আমরা সুখী থাকি বা থাকার চেষ্টা করি...
১০| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
প্রামানিক বলেছেন: মোবাইল ওয়ালা মোবাইল পেল, পকেট মার কিল থেকে বেঁচে গেল, কিল থেকে বেঁচে যাওয়ায় ভবিষ্যতে হাজার লোকের পকেট মারার সুযোগ পেল।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবার উল্টোটাও হতে পারে। হয়তো আর কখনো চেষ্টা করবে না...
১১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭
পবন সরকার বলেছেন: আপনি সব চেয়ে বড় উপকার কার করলেন?
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ লোকটার। মধ্যবিত্ত একজনের মোবাইল ফোন হারিয়ে আবার ফেরত পাওয়া যে কত আনন্দের সেটা সেই জানে। আর ঐ ছেলে জানেওনি যে, আমি জানতাম। তাই তার ভালো বা মন্দ হওয়ার ব্যপারটা তার উপরই ছেড়ে দিতে হবে...
১২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: টোকাই, পেশাদার চোর এরা সহজে ভালো হওয়ার নয়। আমি একবার লঞ্চে এক ছেলেকে হাউমাউ করে কাঁদতে দেখেছিলাম। সে সময় ঈদ সামনে ছিল। বাড়ি যাওয়ার পথে চোর জমানো এবং বেতনের সব নিয়ে নিয়েছে। এখন সেই ছেলেটি এবং তার পরিবার ঈদের আনন্দ কিভাবে উপভোগ করছে কে জানে!
আমাদের দেশে আইন দুর্বল এবং প্রয়োগ না হওয়ার কারণে চোরদের বা ডাকাতদের ধরে গণধোলাই দেয়।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইন দুর্বলের চেয়ে বড় কথা পুলিশকে বেশীরভাগ মানুষ বিশ্বাস করে না। তাইতো সবাই নগদে শাস্তি নিশ্চিত করে। আমার স্ত্রীও কিছুদিন আগে ছিনতাইকারীর হাতে টাকা খুইয়েছিল। আল্লাহর কাছে দোয়া করি কারো যেন এমন বিপদ না হয়...
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: এসব প্রতিদিনের ঘটনা দেশে।
আপনি একই দিনে দুইটা ঘটনার সাক্ষী হয়ে গেলেন।
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। কিন্তু পরের ঘটনাটা আমাকে এখনো ভাবায় যে একটা ভালো কাজ করার পরও কেনও এই পুরস্কার পেলাম...
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২২
উদাস মাঝি বলেছেন: ভালই পুরস্কার পাইছেন
১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো বুঝলাম...
১৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৬
খালিদ আহসান বলেছেন: আহা, চোরের প্রতি সহানুভুতি। একদিনের হিরোইন থেকে বেচারা বঞ্চিত হল নিজের দোষে।
আপনার সাথে যে কাজটি হল সেটি হয়তো পূর্বের ঘটোনার সাথে কোন যোগাযোগ নেই। এমনও হতে পারে অনেক আগের কোন ঘটনার পুরষ্কার(!) হিসেবে পেয়েছেন। অথবা অনেক পরের কোন ঘটোনার জন্য অনেক আগেই আপনাকে পুরষ্কার(!) দিয়ে দেওয়া হয়েছে। তবে একটা কথা আমি খুব বিশ্বাস করি তা হল এই দুনিয়ের সব ভাল কাজ এবং খারাপ কাজের হিসেব আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন।
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে সব ঘটনার মধ্যে কারণ খোঁজাও ঠিক নয়। আর সব কিছুর ব্যাখ্যাও নেই। ভালো থাকবেন...
১৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বাস্তব অভিজ্ঞতা, ভালো লাগলো পড়ে। আসলে আমাদের দেশে রেগুলার রাস্তাঘাটে চলাফেরা করলে প্রায়শই এমন ঘটনা আচ করা যায়।
তবে দুটো বিষয় নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা। কোনটাই একটা আরেকটার প্রতিদান বা প্রতিশোধ নয় (এটা আপনিও ভালো করেই জানেন) এ নিয়ে মন খারাপের কিছু নেই।
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ তাতো জানি। বিচিত্র এক অভিজ্ঞতা আর কি...
১৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯
ফয়সাল রকি বলেছেন: রিক্সাওয়ালার প্রতি কোনো মায়া দেখালেন না যে?
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তখন হতভম্ব...
১৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১
আখেনাটেন বলেছেন: চকবাজারের মোড়টাতে একবার এক চোর পিটুনি দেখে দু রাত ঘুমাতে পারি নি। এই জায়গা কি চোরের খনি নাকি।
আপনার একটি কোমল হৃদয় আছে বুঝা যাচ্ছে।
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে এলাকা যত বেশী ঘিঞ্জি সে এলাকায় তত বেশী চোর...
১৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২
Safin বলেছেন: আমার মোবাইলটা চুরি হয়েছে এই চকবাজার মোড়েই
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী আর করবেন? ভাগ্য! সতর্ক থাকবেন সব সময়। আমি তো বাসে বা ভীড়ে সবসময় কিছুক্ষণ পর পর পকেটে হাত দিয়ে দেখি সব ঠিক আছে কিনা...
২০| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
তারেক ফাহিম বলেছেন: চিনতাইকারীকে মাইরের হাত থেকে বাঁচানোর ভালো লজিকিই অবলম্বন করেছে।
বুঝা যাচ্ছে নির্বাবাদী মানুষ।
তবে ছিনতাইকারী কী বুঝতে পেরেছে যে, সে মোবাইল টেম্পুর নিচে ফেলে দিতে আপনি দেখছেন।
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: না। সেতো বুঝতেই পারেনি সে কত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছিল সেদিন...
২১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
পার্থ তালুকদার বলেছেন: ঐ রাস্তাটা আমার কাছে বেশ স্মৃতিময়। টেম্পুভিজ্ঞতা ভাল লাগলো।
আর হ্যাঁ, আমার পোস্টে আপনার মন্তব্যটা বেখেয়ালে মুছে গেল। রাগ করবেন না কিন্তু :-)
১৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা নেই। ধন্যবাদ...
২২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: আপনার হাতের ব্যথা কমছে?
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যথা লাগেনি। কারণ আমার বাহুতে লেগেছিল...
২৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সালেহ মাহমুদ বলেছেন: ভাইজান, হাতের ব্যথা কেমন এখন? শ্রমিকের হাত একটু শক্ত থাকে তো। ব্যথা কিছু পাওয়া বিচিত্র নয়। আপনার সততার জন্য অনেক ধন্যবাদ। এর পুরষ্কার আপনি অবশ্যই পাবেন। এর দশগুণ পাবেন ইনশাআল্লাহ।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেমন ব্যথা লাগেনি। দোয়া করবেন। ভালো থাকবেন...
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
মলাসইলমুইনা বলেছেন: বাংলাদেশের একটা টিপিক্যাল দিন কাটালেন সেদিন ! যদি দাঁড়াবার সাথে সাথেই একটা খালি টেম্পু এসে দাঁড়াতো আপনি আরামে গন্তব্যে পৌঁছে যেতেন সেটা খুবই অসাধারণ একটা দিন হতো | অসাধারণ দিনতো সবসময় আসে না | টিপিকাল দিনগুলোই ফিরে ফিরে আসে আমাদের কাছে | এই দিনগুলো নিয়েইতো আমাদের বাংলাদেশের জীবন ! ভালো থাকুন |
২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেদিনের প্রত্যাশায় তো জীবন চলে যাচ্ছে। যেদিন সব কিছু সুন্দর ভাবে হবে। যানজট থাকবে না, দুর্নীতি থাকবে না...
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সাধারণ একটি দিন, সহনসীমার মাঝে