নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

তুম আচ্ছা নেহি তো, কাশ্মীর ক্যায়সে আচ্ছা হোগা...

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১



১. আমাদের কোম্পানীতে এক কাশ্মিরী(ইন্ডিয়ান) আছে। মোটামুটি বলা যায় ৯৯% লোক তাকে দেখতে পারে না। কারণ, সে বিশাল মাপের একজন চামচা। ইন্ডিয়ান হয়েও (যদিও অন্য কাশ্মিরীদের মত ইন্ডিয়ান সরকার বিরোধী) পাকিস্তানীদের পেছন পেছন ঘুরে। চামচামী করে অবশ্য অনেক সুযোগও আদায় করে নিয়েছে তুর্কী বসদের কাছ থেকে। স্টিল ফিক্সার থেকে হয়েছে সিকিউরিটি গার্ড, আবার সেখান থেকে লিফটিং সুপারভাইজার। তার একটা বদ অভ্যাস হলো, প্রায় সবার কাছে সিগারেট খুঁজে খাওয়া। ডিউটিতে ফাঁকি দেয়া, দেরি করে আসা আর প্যাঁচ লাগানোর অভ্যাস তো আছেই...

২. তার উপস্থিতি যে কারো জন্যই বিরক্তিকর। এমনকি আমার অফিসের টি বয়(বাংলাদেশী)-এর কাছেও সে বিরক্তের পাত্র। কারণ, সে ডিউটির সময় অফিসে এসে রেস্ট নিবে না হয় চা খাবে। ওদিকে বাইরের কাউকে চা দেয়া নিষেধ। একদিন কাশ্মিরী টি বয়-এর সাথে একটু খাতির করতে চাইলো। তাদের মধ্যে কথোপকথন ছিল অনেকটা এরকম ঃ

: তুমি আমাকে দেখতে পারো না কেন? আমি কাশ্মিরের। এই দেখ, কাশ্মির কত সুন্দর জায়গা! তোমাকে নিয়ে যাবো কাশ্মিরে(মোবাইলে কাশ্মিরের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাল)
: কাশ্মির ভালো না।(না দেখেই টি বয় অশুদ্ধ হিন্দীতে)
: কী বলছো তুমি? কাশ্মিরের মত জায়গা আর কয়টা আছে?
: তুম আচ্ছা নেহি তো, কাশ্মির ক্যায়সে আচ্ছা হোগা(তুমি যেখানে ভালো না সেখানে কাশ্মির কীভাবে ভালো হবে!?)

৩. অল্প শিক্ষিত টি বয় সরল মনে যে কথাটি বললো তার কিন্তু অনেক বড় অর্থ দাঁড়ায়। এই যে, সারা বিশ্বের অনেক জায়গায় বাংলাদেশীদের ছোট করে দেখা হয় তার কারণ তো আমরাই। আমাদের খারাপ আচরণের কারণে অনেকে আমাদের দেখতে পারে না। শুধুমাত্র চরিত্রের কারণে ঐ কাশ্মিরীকে পৃথিবীর ভূস্বর্গ বলে খ্যাত কাশ্মির নিয়ে বাজে কথা শুনতে হলো। ঠিক একই ভাবে আমাদের খারাপ আচরণের কারণে আমাদের এই সোনার বাংলাদেশকেও বিদেশীরা অবচেতন মনে অপছন্দ করতে পারে। এ ব্যপারে সবার সচেতন হওয়া দরকার...

মন্তব্য ৪৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

জীবন সাগর বলেছেন: একমত আপনার সাথে।

আমরা নিজেদের আচার আচরণেই কলঙ্কিত করি- ঘর বাড়ি সমাজ দেশ....।

পোষ্টে ভালো লাগা

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু দেশ না, আমাদের ব্যক্তিগত আচরণের কারণে আমরা নিজেদের জেলাকেও খারাপ করে ফেলি। ধন্যবাদ...

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে অনেক ভাল লাগা রইল , সবাই পড়ুন এবং খারাপ অভ্যাসগুলো ঝেড়ে ফেলুন ।

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই। বিশেষ করে যারা বিদেশে আছেন। অবশ্য তাদের কয়জন ব্লগ পড়ে সেটাও একটা কথা। কিন্তু আমরা সবাইকে সচেতন করতে পারি...

৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

শাহিন-৯৯ বলেছেন: আমাদের মূল সমস্যা হল-আমরা অন্যের ভাল একদম দেখতে পারি না।

তাছাড়া বিদেশে বেশীভাগ বাংলাদেশীরা শ্রমিক বা হকারের কাজ করে এতে বিদেশীরা আমাদের খুবই অভাবী ভাবে, তাদের দৃষ্টি ভংঙ্গি ও আমাদের দেখলে বদলায়ে যায়।

কাশ্মীর!!!! আমার স্বপ্নের মত লাগে ছবিতে, যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু স্বাধ ও সাধ্য এক হচ্ছে না।

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শ্রমিকের কাজ করুক সমস্যা নাই। কিন্তু আচরণে তো ভালো থাকতে দোষ নেই। বাথরুম পরিস্কার রাখা, পরিপাটি থাকা, কাজে ফাঁকি না দেয়া, ঝগড়া থেকে দূরে থাকা - এসব করলেই তো অন্যরা আমাদের ভালো বলবে...

৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

দৃষ্টিসীমানা বলেছেন: ছবিটির ঠাই ঠিকানা জানতে চাই ।

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুগল থেকে পাওয়া। তবে কাশ্মির আসলেই সুন্দর...

৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে মানুষ ভালো হওয়ার জন্য চেস্টা করার সুযোগ সহজে পায় না, নিয়মিত খারাপদের সাথে সংগ্রাম করতে করতে মানুষ নিজের অজান্তে নিজেই সমস্যা হয়ে যায়।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাও জানি। তবে যখন খারাপদের সংখ্যা বেশী হয়ে যায় তখন দেশের বদনাম হয়...

৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

আখেনাটেন বলেছেন: অাপ ভালো তো জগত ভালো। দেশের বাইরে অন্যদের নাক সিঁটকানো দেখে মেজাজ চরম তিরক্ষি হয়ে যায়। আমরাই নিজেদের অবস্থান হারিয়ে ফেলছি।



২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাক সিঁটকানো এক দিনে তৈরি হয়নি। আমাদের আচরণগত দীর্ঘদিনের ফসল হলো এই বদনাম। তাছাড়া বিদেশে ভালো মানুষের পাশাপাশি চোর, ডাকাতও চলে যায়। কারণ, আমরা দক্ষ ভাবে লোক বাছাই করতে পারি না...

৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: খুবই সত্যি ;
চমৎকার লিখেছেন ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। নিজ নিজ জায়গা থেকে আচরণের উন্নতি ঘটাতে হবে...

৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের খারাপ আচরণের কারণে আমাদের এই সোনার বাংলাদেশকেও বিদেশীরা অবচেতন মনে অপছন্দ করতে পারে। এ ব্যপারে সবার সচেতন হওয়া দরকার...

প্রবাসীদের দায়িত্ব যেমন তেমনি দেশীয় নাগরিকদের দায়ও কম নয়।
বিদেশী আসলেই ছোক ছোক করা, চালািকর নােম ঠকানো সহ নানা অভিযোগ তো রয়েছেই।
সবার সচেতনতাই দেশকে উজ্জ্বল করতে পারে।
++++

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতো বটেই! কক্সবাজারে বিদেশীদের সাথে কী করা হয় সেটা তো সবাই জানি কম বেশী। জাতিগত ভাবে আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ আমাদের আচরণগত অবনমন। এটা অবশ্য উপর থেকেই(বিশেষ করে দুই পরিবার) শুরু করতে হবে...

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

তারেক ফাহিম বলেছেন: তুম আচ্ছা নেহি তো, কাশ্মীর ক্যায়সে আচ্ছা হোগ

শিরোনামের সাথে বর্ণনা যথার্থ।

কাশ্মীর সুন্দর হলেও ঐখানকার মানুষগুলো নাকি একটু জারুয়া টাইপের =p~

নোয়াখালীর মনুষ কয়, কাশ্মীরের জাইরবা :P

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জাইরবা কেমনে পড়ে গেছে আমাদের এখানে কে জানে। ঢালাওভাবে সবাইকে বলা যাবে না। ফিলিস্তিনীদের নিয়েও সমালোচনা শুনেছি। অথচ এদের জন্য আমাদের কত দরদ!...

১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

তারেক ফাহিম বলেছেন: তা তো কই, বিচার মানি তালগাছ আমার, বাক্যটি নোয়াখাইল্যাই বেশি বলে।

আমার বলাতে বুঝতে পারলাম, আপনি আমার একই জেলার।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই জেলার নই। তবে বৃহত্তর নোয়াখালীর(ফেনী) বলতে পারেন। যদিও জীবনেও ওখানে থাকিনি(গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া ছাড়া)..,

১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

আবু তালেব শেখ বলেছেন: আমার সোনার বাংলাদেশ।
আমার কাছে আমার দেশই শ্রেষ্ট

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই। কিন্তু আমাদের কিছু লোকের আচরণ খুবই খারাপ যা আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না...

১২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

ধুতরার ফুল বলেছেন: আরবের এক ৬/৭ তলা বাড়ির পুরোটাতেই বাংলাদেশের লোক ভাড়া থাকত। এক সিলেটি মটর বা এরকম কিছু জিনিস চুরি করে। এরপর অই বাড়িওয়ালা সবাইকে বাসা থেকে নামিয়ে দেয়।পরে আর কোনো বাংলাদেশিদের ভাড়া দেয় নি। শোনা ঘটনা।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম অনেক ঘটেছে। কত বাংলাদেশী যে মধ্যপ্রাচ্যে দোকানের হিসাব মেরে দিয়ে দেশে চলে গিয়েছে তার হিসাব নেই। গুটিকয়েক আরব বাদে বাকীরা বাংলাদেশীদের দেখতে পারে না...

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:




ব্যবহারে মানুষের পরিচয় । ব্যবহার অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে ।ভাল লেগেছে লেখাটা ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পৃথিবীটা সুন্দর। আর তার চেয়ে সুন্দর আমার বাংলাদেশ। আমরা যেন নিজের দেশকে ছোট না করি...

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন।
প্রবাসে একজন বাংলাদেশি নিজেই দেশের প্রতিনিধি। এই প্রতিনিধিদের অবশ্যই সচেতন হওয়া দরকার।
যারা দেশে আছেন তাদেরও সতর্কতার প্রয়োজন ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারের উচিত বাছাই করে ভালো লোককে দেশের বাইরে পাঠানো। অবশ্য সেটা করতে গেলে তাদের ৫/৬ লাখ টাকার ভিসার ব্যবসা বন্ধ হয়ে যাবে...

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

নাঈম ০০৯ বলেছেন: সহমত।
প্রত্যেক প্রবাসির বিষয়টা মাথায় রাখা উচিৎ । বিদেশে তারা তাদের কাজের মাধ্যমে নিজের দেশকে উপাস্থাপন করে।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর জন্য বেশী কষ্টও করতে হয় না। একটু স্বভাব ভালো করতে হবে - আর কিছু না...

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬

রাসেল উদ্দীন বলেছেন: বাঙালী স্বভাবকে পজেটিভভাবে নিলে অনেক ভাল গুণ খুজে পাওয়া যাবে!

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সার্বজনীন ভালো গুণ ফলো করলে অটোমেটিকলি সবাই পজেটিভলি নিবে...

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: দেশ সুন্দর তখন হবে যখন দেশের মানুষ মন ও মননে সুন্দর হবে।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর ব‌লে‌ছেন...

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯

নিয়াজ সুমন বলেছেন: একটি দেশের কর্মরত প্রশাসন যত বেশি রুচিশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে ঐ দেশের মানুষ ও ততবেশি চরিত্রবানও সুন্দর মন মানসিকতার হবে। আজকের যে শিশুটি জম্মগ্রহণ করছে তা আমাদের আজকের কলুষিত সমাজ ব্যবস্থার কারনে তার মান মানসিকতা বড় হওয়ার পথে প্রভাবিত করছে। সুন্দর পরিবেশ পেলে এমনটি কখনো হতো না। ধন্যবাদ আপনাকে।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। সরকারও দা‌য়িত্ব এড়া‌তে পা‌রেনা। তা‌দের সুশাসন আর মৌ‌লিক অ‌ধিকার নি‌শ্চিত কর‌তে হ‌বে...

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

হাফিজ হুসাইন বলেছেন: অনেক অনেক সুন্দর লিখেছেন। অবিরত লিখে যান। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপন‌া‌কেও ধন্যবাদ পড়ার জন্য...

২০| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১০০% ঠিক বলেছেন।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব‌াই‌কে আপনার মত দেশ‌প্রে‌মিক হ‌তে হ‌বে...

২১| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর উপস্থাপন । +++++

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। প্র‌তি‌টি ঘটনা থে‌কেই আমরা শিক্ষা নি‌তে পা‌রি...

২২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো একটা বিষয়ে আলোচনা করলেন। ভালো লাগলো।

আমাদের রেপুটেশন আমাদেরই রক্ষা করতে হবে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা রেডিমেড একটা সুন্দর দেশ পেলাম। তার মর্যাদা আমাদেরকেই রাখতে হবে...

২৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ভালো একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার এই দেশকে কেউ হেয় করে কথা বলুক সেই সুযোগ আমি দিতে চাই না...

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার লেখাটা অনেক ভাল লাগল।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.