নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. রংপুরের বোকা লোকদের 'মফিজ' বলার প্রচলন আছে। যদিও এটা বলা ঠিক নয়। কারণ, কোন অঞ্চলের মানুষকে ছোট করা উচিত নয়। তবে লেখার খাতিরে এই শব্দটা টেনে আনলাম।
২. লেখার উদ্দেশ্য সদ্য সমাপ্ত রংপুর সিটি কর্পোরেশন এর নির্বাচন নিয়ে। যেখানে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন বিপুল ভোটে। আর এ নির্বাচন নিয়ে কিছু সাংঘাতিক, কলামিস্ট, চুশীলের সুনাম করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে। সবাই ইসি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সুনাম করছেন। আহাহা! এত ভালো নির্বাচন। আহাহা! আওয়ামী লীগের আমলে নির্বাচনে আওয়ামী লীগ হারে! আহাহা! ইসি চাইলে কত সুন্দর নির্বাচন উপহার দিতে পারে ব্লা ব্লা ব্লা...
৩. আরে আবাল, জ্ঞানপাপী, বেকুবের দল ঐ এলাকা হলো জাতীয় পার্টির ঘাঁটি। ওখানে এরশাদ ছাড়াও অন্য প্রার্থীর শেখ হাসিনাকে হারানোর রেকর্ড আছে। সাধারণত বড় দুই দল ক্ষমতায় থাকতে স্থানীয় নির্বাচনে প্রভাব খাটায় না। এর আগে বি এন পি আমলে ঢাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হয়েছিল। আবার আওয়ামী লীগ আমলে চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, রাজশাহী, সিলেটে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিল। 'আইওয়াশ' করার জন্য খারাপ লোকও মাঝে মাঝে ভালো কাজ করে দেখায়। চোর সন্ত্রাসীও যদি কমিশনার, চেয়ারম্যান হয় তাহলে এলাকার উন্নয়ন করে...
৪. সবাই জানে এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলে না। তাহলে কেন একটা ভালো নির্বাচন হলেই সবাই অতীত ভুলে যায়? কেন এই নির্বাচনের মূলা দেখিয়ে 'নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা'র দাবি থেকে ইনিয়ে বিনিয়ে পিছিয়ে আসার কথা বলা হয়? কেন আর্মি বিহীন নির্বাচনের কথা বলা হয় এই এক আসনের নির্বাচনকে দেখিয়ে? এগুলো কি সুস্থ রাজনৈতিক চিন্তা? সবাই কি বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগের কাছে?
৫. বিচারপতি খায়রুল হকের রায়, এমকিাস কিউরিদের মতামত উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ১০% ভোট দিয়ে নির্বাচন করার পরও জনগণ কি শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারছে? জনগণ কি বিশ্বাস করে যে, শেখ হাসিনার অধীনে নির্বাচনে সবাই নিজের ভোট দিতে পারবে? দেশে কি সেই পরিবেশ সৃষ্টি হয়েছে যে, দলীয় সরকারের(এমন কি বিএনপি থাকলেও) অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন হবে? যদি এসব প্রশ্নের উত্তর 'না' হয় তাহলে বলি রংপুরবাসী নয়, কাদের, হাসান, হানিফ, সোহরাব রাই মফিজ...
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া মারা না গেলে উনার রাজনীতিবিদ হওয়ার কথা ছিল না...
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২
আবু তালেব শেখ বলেছেন: রং বদলানো রংপুর
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম ফলাফল এবারই প্রথম নয় বাংলাদেশে...
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
সিআইএ শেখ সাহেবকে সরানোর পাশ্বক্রিয়া হিসেবে এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষের মুল্যবান সময় নষ্ট করেছে, তাঁদেরকে বিশ্বের কাছে ভিক্ষুক থেকে শুরু করে নৌকার রিফিউজী বানায়ে হেয় করেছে।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে দেশ অনেক পিছিয়ে আছে...
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
৫ই জানুয়ারী ২০১৪ ১০% ভোট দিয়ে নির্বাচন করার পরও জনগণ কি শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারছে?
বিশ্বাস করে বা না করে, এসব আপেক্ষিক কথা। বাস্তবতা হচ্ছে -
৫ই জানুয়ারী নির্বাচনে যত পার্সেন্টই ভোটই পড়ুক, নির্বাচনের ফলাফলকে মানুষ ১০০% আস্থা জানিয়েছিল।
ফলাফল জানার পর ৬ ই জানুয়ারী সকালেই জনগন হরতাল আগুনসন্ত্রাসকে বুড়ো অঙ্গুল দেখিয়ে সবাই কাজে যোগ দিয়েছিল, সকল স্কুল কলেজ এমনকি মাদ্রাসাও, জামাতি মালিকানার স্কুলও ছাত্রছাত্রিদের কলকাকলিতে মুখর ছিল।
সকল মার্কেট এমনকি ফুটপাতও
দীর্ঘ বন্ধ থাকার পর্যটন স্পট, পিকনিক স্পটগুলোও মাইকের গানে মুখরিত।
অফিসিয়ালী বিম্পি-জামাতের বিরোতিহীন অবোরোধ-হরতাল তখনো প্রত্যাহার করা হয় নি। তখন বলতে এখনো পর্যন্ত কোন ঘোষনা হয়নি।
কারন প্রত্যাহারের আগেই মানুষ ১০০% ভাবে প্রত্যাখ্যান করেছিল।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ঠিক। শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি পরাজিত। পরপর দুই বছর অনেক আন্দোলন (আমি নিজেও হরতাল অবরোধ বিরোধী) করেও আওয়ামীলীগকে হঠাতে পারেনি। তবে আর্মি, পুলিশ দিয়ে দেশ চালিয়ে, ভোটাধিকার না দিয়ে, জোর জবস্তি দেশ চালিয়ে কতদিন মানুষের আস্থা নিয়ে থাকবে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ...
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে যতটুকু ভোটাধিকার আছে পৃথিবীর কোন মুসলিম দেশে তার শিকি ভাগও নেই।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি শুধু আরব দেশের কথা বলেন তাহলে আপনার সাথে একমত। তবে অনেক মুসলিম দেশেই সুন্দর ভাবে ভোট হয় ও সরকার পরিবর্তন হয়। আমাদের দেশেও এক সময় হত!...
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫
আটলান্টিক বলেছেন: আমিতো এইসব কিছু বুঝিনা। আমাকে দিয়ে কিসু হবে না
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৎভাবে টাকা কামাই করেন। সুন্দর জীবন কাটান...
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: এই ইলেকশনের সাথে জাতীয় ইলেকশনের কোন সম্পর্ক নাই।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা বোঝার পরও কিছু জ্ঞানপাপী না জানার ভান করছে...
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
আমি চির-দুরন্ত বলেছেন: মাগার ইলেকশন হইছে পুরা আয়নার লাহান স্বচ্ছ। না হইলে পাংখু এরশাদের কি ক্ষমতা আছিল আওয়ামীলীগ এর সামনে দিয়া জিত্তা যাওনের!! ইসি ১০০% হালাল নির্বাচন দিসে। যারা এই কথা মানবে না ,ওরা তো পাকিস্তানী!!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। মানতেই হবে। 'তিনি' যেহেতু বলেছেন...
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আম্লীগ যতই সুষ্ঠু নির্বাচনের দাবি করুক, বিম্পি যতই বলুক আইওয়াশ; বাস্তবতা হচ্ছে, রংপুরে হাসিনা-খালেদা দাঁড়ালেও এরশাদের কাছে হারবে। গোপালগঞ্জ ও বগুড়ায় যেমন হাসিনা, খালেদা অবধারিতইভাবেই জিতবে।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। তবে এখানে কেন এই নির্বাচনকে মূলা হিসাবে ব্যবহার করে ক্ষমতাসীন দলের নেতা বা কতিপয় সাংবাদিক এত সুনামের ফুলঝুড়ি ছড়াচ্ছেন তা বোধগম্য নয়...
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
কেন্টনমেন্ট যদি বেগম জিয়ার পেছনে না থাকে, বেগম জিয়া মানে আসল বেগম জিয়া, জেনারেল জিয়ার বিধবা স্ত্রী, কোন রাজনীতিবিদ নন, কেহ নন।