নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী ছাড়া আর সবাই খালেদার রায়কে তেমন আমলে নিচ্ছে না...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬


১. এমন কি আওয়ামীলীগাররাও খুব একটা আনন্দে নেই এই রায়ে। তারা ধরেই নিয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলার রায়। তারা বরং ভয়ে আছে শেখ হাসিনা জীবিত অবস্থায় খালেদা বা তারেক ক্ষমতায় আসলে তাদের নেত্রী শেখ হাসিনাকেও এভাবে জেলে ভরা হবে! এখন আবার নতুন করে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলোর অর্থের পরিমাণ ছিল আরো অনেক বেশী। সেগুলো চলতে পারে কিনা। পাশাপাশি আরো প্রশ্ন উঠছে, শেখ হাসিনার গত ১০ বছরে ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেংকারি সহ অন্যান্য দুর্নীতির বিচার করা উচিত...

২. আমার মনে হয়, এরশাদকে যতটা দুর্নীতিবাজ(অবশ্য এরশাদ ও তার সমর্থকেরা তা মনে করে না) মনে করা হয়, সেই পর্যায়ের দুর্নীতিবাজ শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেউ মনে করে না। হয়তো বা তেনারা নারী হওয়ার কারণেই! তার উপর এরশাদের বিপক্ষে চলে গিয়েছিল প্রায় পুরো জাতি, প্রায় সব বড় দল। নারী কেলেংকারীর কারণেও এরশাদের বদনাম হয়েছিল অনেক। তাই এরশাদের সাজাকে সবাই অবধারিত ভেবেছিল। যদিও সেটা সম্ভব হয়েছিল খালেদা জিয়ার সাথে ২০০১ সালের বেঈমানী করার কারণে!

৩. খালেদা জিয়ার রায়ের পর তেমন বড় আন্দোলন না হওয়ার কয়েকটা কারণ/দিক থাকতে পারে।
ক. বি এন পি নেতৃত্ব নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না(সোজা কথায় আওয়ামীলীগের ফাঁদে পা দিতে চায় না)।
খ. সাঈদী, নিজামী, হেফাজতের পর বিএনপি বুঝে গিয়েছে আন্দোলন করে কোন চুলও ছেঁড়া যায় না।
গ. সময় স্বল্পতার কারণে খালেদার মামলার চূড়ান্ত নিস্পত্তি ভোটের আগে হবে না। তাই তাঁর নির্বাচনে দাঁড়াতেও সমস্যা হবে না।
ঘ. হয়তো কিছুদিনের মধ্যেই খালেদা জামিন নিয়ে বের হবেন। তাই একটু পাবলিক সেন্টিমেন্ট নিচ্ছে বিএনপি।

৪. তবে শেখ হাসিনা যদি মনস্থির করেই থাকেন(২০১৪ সালের পরই বোঝা গিয়েছে) খালেদাকে নির্বাচনের বাইরে রাখবেন তাহলে খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি হয়ে যাবে। বিএনপি ভাঙলেও তেমন ক্ষতি হবে না। তারেকের বউকে পেলে(!) মওদুদরা মুখে ফেনা তুলে দল টিকিয়ে রাখবে। হয়তো বিএনপি ক্ষমতায় আসাটা আরো দীর্ঘায়িত হয়ে গেল।

৫. আমি প্রায় ব্লগারের পোস্টে দেশ নিয়ে মন্তব্য করার সময় লিখি, বাংলাদেশকে ঠিক লাইনে আনতে হলে দুই পরিবারমুক্ত হতে হবে দেশ। তবে এভাবে একজন ক্ষমতার জোরে আরেকজনকে সাজা দিবে সেটা কখনোই কাম্য নয়। কারণ, পাশা উল্টে গেলে হাসিনাকেও জেলে যেতে হবে! চাঁদগাজী ভাই প্রায় সব পোস্টে দুই দলের বিরুদ্ধে বলেন। কিন্তু গত কিছুদিন খালেদা জিয়াকে নিয়ে বেশী বলেছেন। তাই এই পোস্ট প্রসব করতে বাধ্য হলাম...

মন্তব্য ৬৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

আবু তালেব শেখ বলেছেন: আমি চাদগাজি সাহেব কে প্রশ্ন করি আপনার সাথে কি জিয়া পরিবারের ব্যক্তিগত কোন শত্রুতা আছে? কিন্তু উনি না রেগে সঠিক উঃ টাই সবসময় দেন। অপরাধ করলে বিচার অবশ্যই হওয়া উচিৎ। আইনের উর্ধে কেউ নয়।
চাঁদগাজি সাহেব নিঃসন্দেহে নিরপেক্ষ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই। কিন্তু মামলার মেরিট খুবই দুর্বল। তাই এত প্রশ্ন। সমস্যা হচ্ছে সময় বদলালে রায়ও বদলে যায় আমাদের দেশে। সুতরাং...

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

আবু তালেব শেখ বলেছেন: এবার জনগন হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিচার দেখতে চাই।

কে দেবে আশা?

কে দেবে ভরসা?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে খালেদাকে ক্ষমতায় আসতে হবে। সেটা কি সম্ভব?

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

মায়াবী ঘাতক বলেছেন: বাংলাদেশকে ঠিক লাইনে আনতে হলে দুই পরিবার মুক্ত করতে হবে। তা না হলে কখনোই এদেশের উন্নতি হবে না। এটাই আসল কথা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব কঠিন। তবে এই দুই চক্র ভাঙা উচিত...

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

সিফটিপিন বলেছেন: বেগম খালেদা জিয়া এবার জল্পাইর গাছ লাগাবে, পরবরতিতে শেখ হাসিনা তেঁতুলের গাছ লাগাবে। এভাবেই চলতে থাকবে, দুই পরিবার মুক্ত সেতো স্বপ্ন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্বপ্ন নিয়েই হয়তো দেহ ত্যাগ করতে হবে...

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমার বিশ্বাস ছিল ও আছে, একমাত্র শেখ হাসিনা ছাড়া বেগম জিয়া ও তারেককে কেহ থামাতে পারার কথা নয়; কারণ, ওদের সাথে মিলিটারী ছিল।

বিচার করে, শেখ হাসিনার সরকার সঠিক কাজ করেছে; কিন্তু দেরীতে করেছে; জাতির ক্ষতি যা হবার হয়ে গেছে। বড় বড় ৩ বিচারের পর, শেখ হাসিনার বিপক্ষে বাংলার আলো বাতাসও অবস্হান নিয়েছে, উনার পতন হওয়া সম্ভব। তবে, জাতি বিচার পেয়েছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে প্রকৃতির নিয়মে সব কিছুর শেষ হবে। দেখা যাক, এনাদের এই দ্বৈরথের ইতি হওয়ার পর দেশে কী অবস্থা বিরাজ করে...

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


২ পরিবারের পতন ঘটানো সম্ভব শুধু শেখ হাসিনার পক্ষে; সেটা শুরু হয়েছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো কথা। উনি চাইলেই করতে পারেন সেটা সন্দেহ নেই। এখন উনি যদি গণতান্ত্রিক পদ্ধতি চালু করেন দলের মধ্যে তাহলে অন্য দলও সেটা করতে বাধ্য থাকবে...

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


সব মামলার একটা কঠিন দিক হলো, মামলার বিষয় যাই হোক, হাকিম আসামীর পুরো-জীবনকে সামনে এনে বুঝার চেষ্টা করেন; সেটাই বেগম জিয়ার মামলার সবচেয়ে বড় মেরিট

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কি ধারণা, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও একই হাকিম একই ভাবে বুঝার চেষ্টা করতেন?

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু কইতাম না দেশ গোল্লায় যাক আমি বাঁচলেই হলো =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুড আইডিয়া...

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনার কি ধারণা, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও একই হাকিম একই ভাবে বুঝার চেষ্টা করতেন? "

বিচারের বেলায়, আইনবিদরা চায়, মামলার উপর ফোকাস করতে; বিচারক চায় আমসামীকে বুঝতে, এটা চিরন্তন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি সহমত হওয়া যাচ্ছে না...

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:১০

রাফা বলেছেন: সারা বাংলাদেশে যদি কারো গাটস থেকে থাকে সেটা শুধু শেখ হাসিনা।স্বয়ং আল্লাহ ২১শে আগস্টের বোমা হামলা থেকে রক্ষা করেছেন শেখ হাসিনাকে।আপনাদের মত দুর্বল হার্টের অধিকারী হোলে জিবনেও বাংলার মানুষ বঙ্গবন্ধু হত্যার বিচার দেখতে পারতোনা।যুদ্ধাপরাধীদের বিচারতো ছিলো সুদুর-পরাহত।জাতিকে কলংক মুক্ত করেছে শেখ হাসিনা ।সেই কারনেইতো চিরকৃতজ্ঞ থাকা উচিত শেখ হাসিনার প্রতি।

আমরা যে অশিক্ষিত আর অকৃতজ্ঞ জাতি তার প্রমাণও দিয়ে দিয়েছেন ।সব কিছুতে ২ দল,২পরিবার,২নেত্রী।আলাদা কিছু ভাবার বা চিন্তা করার শক্তি হারিয়ে ফেলছে আপনার মত মানুষরা।ব্যাক্তি হাসিনা আর ব্যাক্তি খালেদা কখনই এক নয়।একটি পরিবারের সবাইকে হতয়া করা হয়েছে।আর একটি পরিবারের সবাই দুর্ণীতিবাজ।এই পার্থক্যটুকু বোঝার ক্ষমতাও আপনাদের নেই এবং হবেওনা।

শেখ হাসিনার শক্তি তার তৃণমূল কর্মিরা ,তারা বার বার প্রমাণ করেছে।যদি প্রয়োজন হয় নিজের জিবন সেক্রিফাইস করে হোলেও তাকে রক্ষা করবে সেই অতি ক্ষুদ্র কর্মিরাই।আর খালেদা জিয়ার শক্তি হইতেছে তার চারপাশ ঘিরে থাকা লুটপাটকারিরা-এটুকুই পারথক্য।বড় বড় নেতারা বলছিলো খালেদা জিয়া গ্রেফতার হইলে তারাও স্বেচ্ছা কারাবরণ করবে।কিন্তু তারা এখন চকির তলায় লুকাইছে।কারন তারা জানে খালেদা জিয়া সত্যিকার অর্থেই একজন দুর্ণীতিবাজ।২জন দুর্ণীতিবাজের মা ।একজন দূর্ণীতিবাজের মেয়ে,একজন দুর্ণইতীবাজের বোন।সোজা কথায় খালেদা জিয়ার পুরো পরিবার কোন না কোন ভাবে বেনিফিশিয়ারি।

হাসিনা-বিহিন বাংলাদেশে আপনারা বেচে থাকুন,আমরা যেনো হাসিনার সাথে সাথে পৃথিবি থেকে বিদায় নিতে পারি ইংশা-আল্লাহ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো হলো আবেগের কথা, টক শো'র কথা। গণতন্ত্র, আইন, ভোটের কথা না। খালেদার চেয়ে আরো বেশী মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এবং তেনার বিরুদ্ধে সাক্ষ্যও এখনও আছে। সময় পাল্টালে তখন যদি একইভাবে জেলে যেতে হয় তেনাকে তখন আপনার এই আবেগ থাকবে কিনা সন্দেহ আছে। অবশ্য সেই ভয়েই তো জিয়া পরিবারের বিরুদ্ধে এত এত ক্ষোভ...

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৫

কলাবাগান১ বলেছেন: "একটি পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে।আর একটি পরিবারের সবাই দুর্ণীতিবাজ"

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথবা, একটি পরিবারের সবাইকে রাষ্ট্রযন্ত্র মিথ্যা মামলা ও রায় দিয়ে দৌড়ানির উপর রেখেছে...

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৮

আটলান্টিক বলেছেন: আপনাকে অনেকদিন পরে দেখলাম :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুদিন দেশে ছিলাম। ব্লগিং করার সময় হয়নি...

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

সৈয়দ ইসলাম বলেছেন:


দুশ্চিন্তা করে লাভ নাই, এদেশের মানুষ এ দু'পরিবারের হাত থেকে মুক্তি পাবে না। আপনারা বরং মাজারের দিকে যেতে পারেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই বটবৃক্ষ শেষ হওয়ার পর দেখা যাক কী হয়...

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: এখন আমাদের মন্দের ভালো খুঁজে বের করতে হবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুগ যুগ ধরে সেটাই করে যাচ্ছি আমরা...

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
যার যেটাতে স্বার্থ, সে সেটা নিয়েই লাফালাফি করবে। হুজুরেরা এই রায় নিয়ে কান্নাকাটি ফেলে দিয়েছিলেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই রায় শেখ হাসিনার বিপক্ষে যদি খালেদা জিয়ার আমলে হত, একই ভাবে মানুষ বলত এটা রাজনৈতিক রায়...

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী একজন অভিজ্ঞলোক। দেশের প্রতি তার অসীম ভালোবাসা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নো ডাউট...

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: মানুষজন বিহীন জেলে গিয়ে খালেদা মনে হয় কিছুটা বিষন্নতায় ভুগছেন। খালেদা জিয়া নিজেও তো আর ততটা মিশুক প্রকৃতির নন।

এর আগে তারেক যখন জেলে গিয়েছিলেন তখন তিনি ডিভিশন পান নি। ছিলেন বাকী তিন কয়েদীদের সাথে যারা চুরি সহ নানা অপরাধে শাস্তিপ্রাপ্ত। সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তারেকের সাথে বাকী কয়েদীদের। যার ফলে কয়েদীরা তাদের একমাত্র কম্বল তারেককে ব্যবহার করতে দেয়। তারেক মিশুক আর আলাপী হবার কারনে জেলে ভালই ছিলেন। কিন্তু তাকে নির্যাতন করা হয় রিমান্ডে নিয়ে গিয়ে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারেক কোন মন্ত্রী বা এমপি ছিলেন না। তাই তার ডিভিশন পাওয়ার কথাও নয়। তবে তারেকের সাথে যা করা হয়েছে তা একেবারেই আইনের বাইরে। এ কারণেই তারেক ও খালেদা জিয়ার প্রতি সহানুভূতি একটু বেশী...

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

রানার ব্লগ বলেছেন: চাঁদ ভাই অহেতুক কোন বিষয়ে অর্বাচীন করেছেন কি না জানা নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনিও একজন মানুষ...

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনি 'বিচার মানি তাল গাছ আমার'!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে আমরা সবাই কম বেশী এমন...

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

কানিজ রিনা বলেছেন: প্রধানমন্ত্রী শেখহাসিনার এমন সাজা হলেও
মানুষ সিম্প্যথী দেখাত। কারন অতি প্রবীন
দুইজন নেত্রী। জেলেই মৃত্যু ঘটবে কিনা।
অতি জন প্রিয় দুইজন নেতার উত্তরশুড়ি।
ফহিরুদ্দিন সরকারের দূর্নীতির মামলায় দুই
জনই জেল খেটেছেন। কিন্তু খালেদার মামলা
বলবত রেখে শেখহাসিনার মামলা অন্ধকারে
রাখা হয়েছে। এটাই কি ক্ষমতার অপব্যহার
নয়? চাঁদগাজী একথা বার বার এড়িয়ে
যাচ্ছেন। এব্যাপারে উনি দলকাঁনা গোছের
পোষ্ট দিয়ে যাচ্ছেন ও মন্তব্য করছেন কয়দিন।
আর বলছেন দুর্নীতির সাজা খালেদাকে দিয়ে
শুরু হোল। বর্তমান সরকারের আমলে ব্যাংক
লোপাট শেয়ার বাজার আরও অন্যান্য হাজার
কোটি টাকার দুর্নীতি কয়টা মামলা দুর্নীতির
আওতায় বিচার হচ্ছে চাঁদগাজী প্রমান দেখাতে
পারবেন? নিজের ঘু গুদায় না এটাই সত্য।
তবে হ্যা প্রধান মন্ত্রী যদি দুই দলের দুর্নীতি
বাজদের ধরে ধরে জেলে পূরতেন তাহলে
জনপ্রিয়তার শিখরে থাকতেন।
আমাদের দুই নেত্রী নারী প্রবীন দুই নেত্রী
যেন এমন অবস্থার সম্মুখিন না হয় ইহাই
কামনা। ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি সেটাই বলতে চেয়েছি। তর্ক করতে গেলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ও মামলা এবং তার দুর্নীতির পরিমাণ খালেদার চেয়ে অনেক বেশী। এমনকি তাঁর বিরুদ্ধে তাঁর নেতাদেরই সাক্ষ্য আছে। চাঁদগাজী বিজ্ঞ ও অভিজ্ঞ লোক। কিন্তু তিনি কেন হঠাৎ এই একটা সামান্য রাজনৈতিক রায়ে এত খুশী হয়ে গেলেন বোধগম্য নয়...

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

তারেক ফাহিম বলেছেন: চাঁদাগাজী ভাই'র মত অারো ৪/৫ জন ব্লগার সামুতে থাকলে সামু অারো বেশি প্রিয় হবে মনে করছি।
তিনি, নতুন পুরাতন নিক দেখেন না, চোখে পড়লেই মন্তব্য করেন, যদিও ভিন্নতা প্রকাশ পায় মন্তব্যে।

অনেক নতুন নিক অনুপ্রাণিত হয় তার মন্তব্যে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি উনাকে 'সেরা ব্লগার' উপাধি দিয়েছি...

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

সাইন বোর্ড বলেছেন: অাপনার লেখার শিরোনামের সাথে এক মত ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা খুব ভালোই লাগে সাবার পোস্ট আর কমেন্টগুলো দেখে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনের খোরাকের জন্য ব্লগিং করা। আলোচনা, সমালোচনা, তর্কতেই তো ব্লগ জমে উঠবে...

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

প্রথমকথা বলেছেন: চাদগাজী ভাইয়ের লেখা পড়েছি, আপনারটাও পড়েছি।
আমি যা বুঝি তা হল বাংলাদেশের বিচার বিভাগ আলাদা, বিচারক যা ভাল বুঝেন তা রায় দেন। তা মেনে নেওয়া আমাদের উচিৎ। তা মেনে বেগম জিয়া তার নেতা কর্মীদের বলেছেন দেশের ভিতরে বাহিরে কোন রকম বিশৃংখলা যেন না হয়। তার নেতারা তা রাখতে চেষ্টা করেছে। দলের প্রধান হিসেবে আইনের প্রতি যে সম্মান দেখিয়েছেন তা এক ভবিয্যত দৃষ্টান্ত। কাউকে দায়ী না করে মেনে নিয়েছেন আদালতের রায়, সম্মান দেখিয়েছেন আদালতের প্রতি। স্যালুট।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি সবসময়ই আওয়ামী লীগের চেয়ে অনেক বেশী সহনশীলতার পরিচয় দেয় তা বিরোধী দলে থাকলেই হোক কিংবা সরকারী দলে থাকলেই হোক(বিরোধী দলের ব্যপারে)...

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চাঁদগাজীর একটা এজেন্ডা আছে...................।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি দেশের কথা অনেক ভাবেন। উনার প্রায় লেখাই দেশের স্বার্থে থাকে...

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসল কথা হচ্ছে- বাংলাদেশের মানুষ রাজতন্ত্র পছন্দ করে। রাজাকে বা রাণীকে নিয়েই তারা সুখী থাকতে চায়। গণতন্ত্র তাদের জন্য নয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও এটা মনে করি। অবশ্য এর জন্য দায়ী দুই নেত্রী ও তেনাদের চামচারা। এনারা নতুন নেতৃত্ব আনতে পারেনি। যদিও এটা দক্ষিণ এশিয়ারই একটা সমস্যা...

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কিরমানী লিটন বলেছেন: বন্দী সিরাজকেও এ দেশের একটা শ্রেনী পঁচা ডিম নিক্ষেপ করেছিল, নিজের জীবন বিপন্ন করে হলেও তাঁর জানাজায় অংশগ্রহন করে দেশের প্রতি বঙ্গবন্ধুর অবদানের কৃতজ্ঞতা জানায়নি একজন বঙ্গবন্ধু প্রেমিকও। এই অতি উৎসাহী চাঁদগাজী ভাইদের কারনে। সুতরাং খালেদার রায়, তার বন্দী দশা নিয়ে কেউ কেউ বিশেষ প্রজাতির চার পাঁ ওয়ালা গৃহপালিত জন্তুর তৃতীয় সন্তানের নৃত্যের ভঙ ধরবে- বিশ্রি বারাবারি করবেই- ইতিহাস আমাদের সে শিক্ষাই দেয়। কিন্তু সত্যিকারের আওয়ামীলীগাররা এ ক'দিনের গুমোট বাংলাদেশের অবয়ব দেখে ঠিকই ঠাহর করেছে- হাতটা এখন সাঁপের মাথায়। ধরলে পেঁচিয়ে যাবে- ছাড়লে ছোবলে মৃত্য নিশ্চিত! ইচ্ছেটা
আর তাদের ইচ্ছের মধ্যে রইলো না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষটা দারুণ বলেছেন যেটা আমি প্রথমেই বলার চেষ্টা করেছি। রাজনীতিটা আরো অনেক দিনের জন্য নোংরা করে দিল...

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

সাদা মনের মানুষ বলেছেন: সবগুলো মন্তব্য পড়ে গেলাম..........আমার মন্তব্য হলো সব রকম অপরাধের বিচার বাংলার মাটিতে হোক।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরাও সেটা চাই। সব অপরাধের বিচার হলেই তো দেশটা ঠিক থাকবে...

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দলগুলো পরিবারমুক্ত হতে হলে, তার শুরু থাকতে হবে; শুরুকে না মানলে তো শুরু হবে না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুরুতো মেনেছি। এখন যে আর শেষ হয় না...

৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

আখেনাটেন বলেছেন: দুই পরিবারমুক্ত রাজনীতি বাংলাদেশে শীঘ্রই দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: sad but true...

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: আমি রাজনীতির পোষ্টে মন্তব্য করার চেয়ে মন্তব্য পড়তে ভালোবাসি। চাচা আপন পরাণ বাঁচা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তবে আমিও তাই...

৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

রাফা বলেছেন: হুমমম ,বুঝতে পারলাম বাংলাদেশে আপনিই একমাত্র ব্যাক্তি সব কিছু নির্মোহ আর নিরপেক্ষতার দৃষ্টিতে দেখেন।
তারেকের প্রতি অন্যায় আচরণ করা হইছে-আর তারেক ক্ষমতার অপব্যাবহার কোন অন্যায় আচরণ করেন নাই।বিচারের নামে প্রহসন করতেছে কোর্ট ।(কো্ট-তো না সরকার)

আসলে উচিত ছিলো ২১শে আগষ্টের পরিবর্তে একটা ২২শে আগষ্ট।১৫ই আগষ্টের পরিবর্তে আরেকটা ১৬ই আগষ্ট।

আবেগ না বাস্তবতায় বসবাস আমাদের।যা বলি তাই করি।ভয় করলে ,আপনাদের মত রাজাকারের সাথেই বসবাস হইতো আমাদেরও।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিডিয়া যা গেলাবে তাই যদি গিলেন তাহলে শেখ হাসিনার অভিযোগগুলো কেন গিলেন না? তেনার মন্ত্রীদের কেন বিচার হতে পারে না? তারেক জিয়া অপরাধ করার মানে এইটা না যে, জেলখানায় নিয়ে ঠ্যাং ভাঙতে হবে? আপনাদের নেত্রীকে নাকি বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছিল ১/১১'র সময়ে। কই আপনার নেত্রী তো মঈন ইউ কে সেনাপ্রধান থেকে বহিস্কার ও গ্রেফতার করেননি দেশে থাকতে। বরং মঈন ইউ স্বাভাবিক অবসরে গিয়েছিলেন। প্যান্ডোরার বাক্স খুললে নিজেদের লজ্জা ঢাকার কিছুই আর পাওয়া যাবে না আওয়ামীলীগারদের। তাইতো ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা চলছে...

কথা আর যুক্তিতে না পারলে রাজাকার, স্বাধীনতা বিরোধী - এসব বলা আওয়ামী লীগারদের জন্মগত সমস্যা। আর এসব ট্যাগিং-এর আসলে তেমন কোন মার্কেট ভ্যালু নেই। পথে ঘাটে, আশে পাশে কান পাতুন। শুনুন আপনাদের দল আর নেত্রী সম্পর্কে সাধারণ মানুষের কী ধারণা। তাছাড়া যদি সরকার পাল্টে যায়(যেটা হয়তো শেখ হাসিনা বা আওয়ামী লীগাররা হতে দিবে না নিজেদের দাবড়ানি খাওয়ার ভয়ে) তখন নতুন নতুন ইতিহাস দেখে অবাক হলেও কিছু করার থাকবে না...

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা শক্ত এজেন্ডা নিয়ে দেশে ফিরেছিলেন; যদিও জাতির ক্ষতি হয়েছে, উনি নিজের এজেন্ডা পুরোপুরি কার্যকরী করেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো বলি, জীবিত অবস্থায় একজন রাজনীতিবিদের যা যা পাওয়ার কথা(প্রতিশোধ/অন্যায়ের বিচার সহ) তা সবই পেয়েছেন। এখন যদি সুন্দর গণতন্ত্র উপহার দিয়ে যেতে পারেন তো ভালো হয়...

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


অনেকে মনে করেন যে, বেগম জিয়ার জন্য ভালো হয়েছে; আমি মনে করি যে, জাতির জন্য ভালো হয়েছে; ফলে, আমার সাথে অনেকের মিল হচ্ছে না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি ভুল সময়ে ভুলে থাকা জাতির সাথে ম্যাচ করতে পারছেন না। আমিও মনে করছি খালেদা জিয়ার জন্য ভালো হয়েছে। বেশীরভাগ মানুষ মনে করছে না খালেদা জিয়া দোষী!! একই মিডিয়া, একই সরকার(১/১১) দুইজনের বিরুদ্ধে যেসব মামলা দিয়েছিল তার একটাতে খালেদার রায় হলো। তাহলে শেখ হাসিনার মামলাগুলো কেন চলতে পারবেনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.