নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

গুন্ডা তৈরির কারখানা : ছাত্র রাজনীতি

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৯




১. হয়তো এখন আওয়ামী লীগ আছে বলে ছাত্রলীগের অপকর্ম আমাদের বেশী চোখে পড়ছে। প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি মানেই বেয়াদব আর গুন্ডা তৈরি করা। ছাত্রনেতাদের কাজ কী? জোর করে মিছিলে যেতে বাধ্য করা, ক্যান্টিনে ফাও খাওয়া, সালাম না দিলে মারধর করা, টেন্ডারবাজি, চাঁদা বা অন্যায় দাবী আদায়ের জন্য শিক্ষকদের সাথে বেয়াদবি এমনকি গায়ে হাত তোলা ইত্যাদি। কম বেশী এগুলো ছাত্রদল, ছাত্রশিবির আর ছাত্রলীগের ছেলেরা করে থাকে...

২. এবার আমরা নতুন জিনিস দেখতে পেলাম ছাত্রলীগের মেয়েরাও তাদের ছেলে সহকর্মীদের মত উগ্র হয়ে গিয়েছে। যদিও এতদিন এই বদনামের ভাগী ছিল ইডেন কলেজ। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রীরাও অমানুষে পরিণত হচ্ছে দিন দিন। যে নারীদের আমরা মা জাতি হিসেবে সম্মান করি সেই নারীদের মধ্যে এত হিংস্রতা কেন আসে তা বোঝার জন্য রিসার্চ করা লাগবে না। সব কিছুর মূলে ঐ একই ক্ষমতা, লোভ, প্রভাব, দল ক্ষমতায় গেলে দলীয় পুরস্কার-এসব কাজ করে...

৩. কিন্তু বিবেক বলে কি কিছু নেই? এই নেতা/নেত্রীদের ছেলে মেয়েরা কি এসব জানবে না? এদের সন্তানেরা কি বন্ধু বান্ধবদের সাথে তাদের বাবা/মায়ের কীর্তি নিয়ে বিব্রত হবে না? এদের অভিভাবকরাও কি বিব্রত হচ্ছেন না? অবশ্য এসব 'কীর্তিমান'দের ভদ্র ঘরের কেউ বিয়ে করবেও না। এরা "টিভি ক্যামেরার সামনে মেয়েটি" গল্পের মতই ব্যবহৃত হবে কিংবা স্বামীর সোহাগ না পেয়ে 'নারীবাদি' একা জীবন বেছে নিবে...

৪. ওহে নপুংসক ভিসিগণ। জীবনে তো অনেক খ্যাতি, সম্মান পেয়েছেন। এসব দেখে কী আপনাদের ভালো লাগে? আপনাদের ছাত্র/ছাত্রী কিংবা সহকর্মীদেরদের যে আপনাদেরই চোখের সামনে গুটি কয়েক গুন্ডা পান্ডা অত্যাচার করছে তবুও আপনারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলবেন না? তবুও দালালি করবেন উপাচার্য হওয়ার জন্য? এটাই আপনাদের বিবেক বলে?

৫. ম্যাডাম শেখ হাসিনা ও খালেদা জিয়া। দেখুন নারী হয়ে আপনাদের আশকারার ছাত্র রাজনীতি আজকে নারীদের কত ভয়ংকর করে তুলেছে। পরবর্তী প্রজন্ম এই হিংস্র নারীদের জনসমক্ষে কী করে বসে সেটার কথা ভেবে এখনই ছাত্র রাজনীতি বন্ধ করুন...

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২০

সৈয়দ তাজুল বলেছেন:

দেখুন সুফিয়া কামাল হলে ছাত্রীদের উপর ছাত্রলীগের কুকুরদের আক্রমণ।




ছত্রলীগের কুকুরেরা সবসময় আওয়ামীলীগের পালিত কুকুরের ভূমিকা রেখেছে। যেমনটা শিবিরও রাখেনি।

একদিন এরা ধ্বংস হবেই। মানবতা মুক্তি পাবেই।


১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবাক লাগে, কীভাবে নিজেদের বন্ধুদের এভাবে মারতে পারে? এই আন্দোলন সরকার পতনের আন্দোলনও নয়। একদিন এরা ধ্বংস হবেই। মানবতা মুক্তি পাবেই...

২| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৩

শেখ মিজান বলেছেন: আজ ৭১ টিভির শিরোনাম দেখে হতাশ হয়েছে, বিক্ষুব্দ ছাত্রীর পা কেঁটেছে গ্লাসে, রগ কাটে নাই।

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও তাইতো লোক দেখানো বহিস্কারও করা হয়েছে...

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৫

সৈয়দ তাজুল বলেছেন: ছাত্রলীগের মেয়েরাও ইদানীং তাদের ছেলেদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে।

আমাদের সরকার প্রধান হয়ত এখন সার্থকতারর ঢেকুর তুলবেন।

আমাকে তোমরা একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব

কিছুই বলার নাই...

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা সমাজে যখন ঘূণ ধরে তখন ছেলে মেয়ে সবাই খারাপ হয়। এরা ছাত্র রাজনীতির নিষিদ্ধ ফসল...

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৩

সৈয়দ তাজুল বলেছেন: এরা ছাত্র রাজনীতির নিষিদ্ধ ফসল হয় কিভাবে?

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিষিদ্ধ কাজ করতে করতে এদের আর বিবেক বলে কিছু নেই। এরা মনে করছে এটাই দেশপ্রেম...

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের বর্তমান অশিক্ষা ও দারিদ্রতার বিরাট কারণ গুলোর মাঝে অন্যতম হচ্ছে ছাত্ররাজনীতির ক্যাডারদের পেশী ও ডাকাতী

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন দিন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ছাত্র রাজনীতি। সাধারণ ছাত্র ছাত্রীরা কিন্তু বেশীদিন চুপ করে থাকবে না...

৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৬

ঢাবিয়ান বলেছেন: দেশের বেশিরভাগ মানূশ এখনও নিশ্চুপ হয়ে বসে আছে। ফেসবুকে এখনও কিছু মানুষ জন্মদিন বিয়ে স্বাদীর ছবি দিচ্ছে। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাছাত্রীরা জনগনের অধিকার আদায় করতে নেমে লাঞ্ছিত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে।

আমরা ঢাবিয়ানরা এমনই । রক্তে আমাদের আগুন একবার জ্বলে উঠলে আর নিভে না। সবাই সাথে থাকুক আর না থাকুক, লড়াই আমরা এককভাবেই চালিয়ে যেতে পারি। জয় আমাদের হবেই।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনশা আল্লাহ আপনাদের বিজয় হবেই...

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৪

ঢাবিয়ান বলেছেন: বিশ্ববিদ্যালয় ছেড়েছি আজ বিশ বছর হল।বহু দূরে বসেও টের পাচ্ছি এই উত্তাপ।উত্তেজনা ছড়িয়ে পরেছে প্রতিটি রক্তকনিকায়। আজকের ছাত্র ছাত্রিদের পাশে থাকার বয়স ও পরিস্থিতি আর নেই। কিন্তু মানসিকভাবে আছি প্রতিটি মুহুর্ত তাদের সাথে।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার মত আমাদেরও প্রত্যাশা তারা জিতবে...

৮| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এরশাদ ছাত্ররাজনীতি বন্ধ করেছিলে বলেই তার পতন হয়েছিল আর হাসিনা ছাত্রদের ব্যবহার করেই টিকে আছে।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাময়িকভাবে এটা টিকে থাকা হলেও দীর্ঘমেয়াদী কলংকের ভাগী হচ্ছেন তিনি...

৯| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

ক্স বলেছেন: ছাত্রলীগ এতদিন তাদের সব আতি নেতা পাতি নেতার কুকর্মকে জায়েয করেছে। কিন্তু এশার উপর রাগ দেখালো কেন? তার অপরাধ কি? যা করেছে তো পার্টির জন্যেই করেছে, নাকি নিজের জন্য? পার্টির জন্য স্রোতের বিপরীতে গিয়ে এতবড় রিস্ক নিল, আর পার্টি তার প্রতিদান এভাবে দিল?

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা তো লোক দেখানো। এখন মিডিয়া অনেক শক্তিশালী হওয়াতে মন না চাইলেও অনেক কিছু করতে হয়। দুইদিন পর সবাই সব কিছু ভুলে যাবে। আর সেও হয়ে যাবে বড় নেত্রী...

১০| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

হাঙ্গামা বলেছেন: ছাত্ররাজনীতি কতগুলা জানোয়ারের বাচ্চা পয়দা করে, মানুষ না।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

১১| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন:

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইটা দিয়ে কাটা পা জোড়া লাগবে না...

১২| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: এরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আন্দোলন করছে কিন্তু নিজেদের কলহেরে তো শেষ নাই - দেখছি এখানে একজন মেয়েকে বেশ কয়েকজন মেয়ে সহ ছেলেরা ও সুযোগে মারপিট করছে - খুবই নোংরা ও জঘন্য দৃশ্য ।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুর মূলে ছাত্র রাজনীতি। মূল দলগুলো যতদিন এটা নিষিদ্ধ না করবে ততদিন এভাবে বন্ধুতে বন্ধুতে মারামারি হবে...

১৩| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন:



অবস্থাদৃষ্টে মনে হয়, আওয়ামীলীগকে ধ্বংসের দায়িত্ব ছাত্রলীগ পুরোপুরিভাবেই নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। এখন বাকি শুধু পরবর্তী দৃশ্যগুলো সামনে আসা।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ ভাবছে বিএনপি দুর্বল বলে কেউ কিছু করতে পারবে না সরকারের। কিন্তু আওয়ামী লীগ ভুলে গিয়েছে জনতা যখন খেপে যায় তখন বিএনপি আওয়ামী লীগ দেখে না...

১৪| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: মনে হয় উনি সামনে পার্লামেন্টে বসবেন...

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি মতিয়া চৌধুরী, অপু উকিলদের শিষ্য...

১৫| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতির কাছে আহ্বান আপনারা ছাত্ররাজনীতিতে পেশাব করে দিন। ভেসে যাক এই সব বাজে রাজনীতি।

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতির বিশাল অংশ ছাত্র রাজনীতি চায় না। তবে মূল দলগুলো উদ্যোগ না নিলে আমরা এই সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে যাব...

১৬| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

ইলি বলেছেন: আমাকে তোমরা একজন গুন্ডি মা দাও, আমি তোমাদেরকে একটি গুন্ডা গুন্ডি জাতি উপহার দেব

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুন্ডি মা না বলে, 'ছাত্রলীগ নেত্রী' বলাই ভালো হবে...

১৭| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক দিনও অপেক্ষা করা লাগল না। পেয়ে গেল অপকর্মের শাস্তি নগদে। এখন এই অপমান বয়ে বেড়াতে হবে আমৃত্যু...

১৮| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৯

হাফিজ বিন শামসী বলেছেন:

আমি আপনি যেটাকে হিংস্রতা, উগ্রতা মনে করছি , স্বার্থান্বেষী নেতারা সেটাকে জেগে ওঠা মনে করছে। আমার আপনার সাধারণ মানুষের ভাবনার কি কোন মূল্য আছে এ দেশে?

১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই ঠিক। এই জন্যই তো যারা ছাত্র জীবনে বড় বড় সন্ত্রাসী, চাঁদাবাজ, ক্যাডার ছিল তারাই এখন বড় বড় নেতা হয়ে গিয়েছেন। তবে মেয়েদের বেলায় কতদূর যেতে পারবে কে জানে। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে অনেক অপমান নিয়ে বাকী জাীবন কাটাতে হবে...

১৯| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩২

বিদেশে কামলা খাটি বলেছেন: ছাত্ররাজনীতি মানে অবাধে চাঁদাবাজি করা লাইসেন্স। এটা থাকার কোন যুক্তি থাকতে পারেনা। অবিলম্বে এই সব নোংরামী বন্ধ করা সময়ের দাবী।

১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ছাত্ররাজনীতি করতে গিয়ে মায়ের বুক খালি হল, কত শিক্ষক লাঞ্চিত হল, তবুও রাজনীতিবিদদের স্বার্থে এটাকে চালু রাখা হয়েছে...

২০| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ছাত্ররাজনীতি আজ নেতা নয় বরং কুত্তা তৈরীর কারখানা।

১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক দিন আগে থেকেই...

২১| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৪

শাহ আজিজ বলেছেন: বীভৎস ছবির আর্কাইভ করে রেখে দিতে হবে। এরা বিয়ে শাদি করবে , বাচ্চা কাচ্চা পয়দা করবে তখন এই ছবিগুলো সবধরনের সামাজিক নেটওয়ার্কে ছেড়ে দিতে হবে । লাঞ্চনার বদলে লাঞ্চনা হবে উত্তম প্রতিশোধ , ওদের বাড়িতে, পাড়া মহল্লায় , সামাজিক অনুষ্ঠানে ।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকাল যা হল এরপর কোন নেত্রী এসব করতে দুই বার ভাববে যদি অন্তত নিজের ভবিষ্যত ছেলে মেয়ের কথা ভাবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.