নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আসলেই এদের আর মানুষ বলা যায় না...

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯



১ বছরও হয়নি প্রধান নৌ প্রকৌশলী গ্রেফতার হয়েছিল ঘুষের টাকা নিয়ে। এই বিষয়ে একটা ব্লগ লিখেছিলাম গত বছর।

সাইকেল চোর আর ঘুষখোর...

বছর ঘোরার আগেই সেই একই অভিযোগে একই পদের ভিন্ন মানুষ গ্রেফতার হলো ঘুষের টাকা নিয়ে। আ্চ্ছা, আগের জন ধরা খাওয়াতেই তো মনে হয় উনার পথ খুলে গিয়েছিল। আর এটা নিয়ে(প্রমোশন) নিশ্চয়ই উনার বন্ধু ও পরিচিত মহলে অনেক উল্লাসও হয়েছিল। হয়তো উনার স্ত্রী, সন্তানেরাও আশা করেছিল তাদের স্বামী বা পিতা আগের স্যারের মত লোভী হবে না!

কিন্তু 'বিবেকবোধ' মানুষের বেলায় খাটে, অমানুষের বেলায় না। এই অমানুষেরা এত দ্রুত অতীত ভুলে যায় যা কিনা মনুষ্যত্বকেই প্রশ্নবিদ্ধ করে বসে। আফসোস লাগে এদের স্ত্রী, সন্তানদের জন্য। আগের পোস্টেই বলেছি, এদের স্ত্রী, সন্তানরা হয়তো ষড়যন্ত্র ভেবেই নিজেদের সান্ত্বনা দেয়...

এখন হয়তো হবু প্রধান নৌ প্রকৌশলীর চোখ ও জিহবাও বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে...

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


এদের গড় চাকুরী ২৫/২৬ বছরের বেশী; এদেরকে নিয়োগ দেয়ার সময় সবই জানা থাকার কথা; এদেরকে নিয়োগ দেয়া হয়, আগে চুরি করেছে বলেই; এসব যায়গায় উপরের লোকেরা "চোর"কেই নিয়োগ দেয়।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েকটারে দীর্ঘমেয়াদে জেলখানায় রাখলে কিছুটা কমে আসত। কিন্তু এরা কয়েক মাস পরেই বের হয়ে যায় ঘুষ আর রাজনীতিবিদদের মাধ্যমে...

২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: এই লোক ঘুষ নেবে না কি করবে?
এযুগে যার টাকা আছে তার দাম আছে।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনিয়মই এখন নিয়মে পরিণত হয়ে গিয়েছে। তাইতো বছর না ঘুরতেই স্যারের কথা ভুলে গিয়েছেন তিনি...

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঘুষ খেয়ে হুশ নাই
বলরাম পোদ্দার।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই বলে ১ বছর না যেতেই ধরা!!

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: এগুলা বিনুদুন B-)

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লজ্জা নেই বলেই বিনুদুন হিসেবে ধরে নিচ্ছি...

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

সাহসী সন্তান বলেছেন: এইটা নিয়ে আসলে রাজনীতি করার কিছু নেই! বরং প্রথমেই দেখতে হবে এই ঘুষটা সে সহনীয় মাত্রায় খেয়েছে নাকি অসহনীয় মাত্রায় খেয়েছে। যদি সহনীয় মাত্রায় খায়, আমার কোন কথা নাই। কিন্তু যদি অসহনীয় মাত্রায় খায়, তাইলে দুইখান কথা আছে...

এবং এই অসহনীয় মাত্রায় খাওয়ার কারণেই কেবল তাকে আইনের আওতায় আনা যায়! তা না হলে তাকে আমি অপরাধী বলে মনে করতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত!

বিঃ দ্রঃ- "আমার ধারনা ঘুষ সম্পর্কে আপনি আমাদের রাষ্ট্র পরিচালনা অধিকর্তাদের বক্তব্য গুলো এখনো পর্যন্ত ভোলেন নাই?"

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। তা না হলে পূর্বসুরীর পদাঙ্ক অনুসরণ করতেন না। দেখা পরবর্তীজন এই দুইজনের থেকে আইডিয়া নিয়ে সহনীয় মাত্রায় ঘুষ খেয়ে টিকে থাকতে পারেন কিনা...

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

রসায়ন বলেছেন: ক্রসফায়ার করলেই বাকিরা ঠিক হয়ে যাবে

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২/১ টারে করলে মন্দ হত না। অন্তত সমাজে একটা ভয় কাজ করত...

৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:
দোষটা আসলে উনাদের না। পদটাই এমন। শুধু খেতে মন চায়। তারপরও পেট ভরে না।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই এখন যুক্তি দেখানো হবে। না খেলে সমস্যা হবে। উপরে ভাগ যায়। সব দোষ ঐ পদের...

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সময় বদলায় কিন্তু এদের চরিত্র বদলায় না।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবাক লাগছে একই পোস্টের ব্যক্তি মাত্র ১ বছরও ধৈর্য্য(!) ধরতে পারলনা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.