নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. অনেক বছর আগে ইত্যাদিতে একটা কৌতুক দৃশ্য ছিল এরকম। এক বগিতে দুই জন যাত্রী ছিল। একজন সুস্থ, আরেকজন একটু অসুস্থ(ঠান্ডা লেগেছে)। সুস্থ মানুষ বাতাসের জন্য ট্রেনের জানালা তুলে দেয় তখন অসুস্থ ব্যক্তির কাশি শুরু হয়ে যায়। এবার অসুস্থ ব্যক্তি জানালা নামিয়ে দেয় তখন সুস্থ ব্যক্তির গরম লাগা শুরু হয়, হাঁসফাঁস করে অস্বস্তিতে। এভাবে একজন উঠালেই আরেকজনের কাশি শুরু হয়, আর নামালে আরেকজনের হাঁসফাঁস বন্ধ হয়। এবার শুরু হয় ঝগড়া। তখন টি.টি চলে আসে। টি.টি. সব শুনে জানালাতে দেখতে পেলেন আসলে জানালার কোন কাঁচই নেই...
২. বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে এক পক্ষের গর্বের শেষ নাই। ঐটা হবে, এইটা হবে, বহুত ফায়দা হবে লিখে লিখে কীবোর্ড নষ্ট হওয়ার জোগাড়। আবার আরেক পক্ষ এইটার দরকার ছিল না, খরচ বেশী হবে, লাভ হবে না, ভাড়া হবে না ইত্যাদি যুক্তি দিচ্ছেন। এখন কথা হলো, যদি লাভও হয় সেটা যেমন আমাদের জীবনমানের উপর কোন প্রভাব ফেলবে না আবার লস হলেও আমাদের জীবনমানের উপর কোন প্রভাব ফেলবে না। কারণ, ৪ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, বেসিক ব্যাংক, ফারমার্স ব্যাংক, পদ্মা সেতুর ব্যপক খরচের পরও জীবনমান আগের পর্যায়েই আছে। বরং খরচ বাড়ার কারণে মধ্যবিত্তের এখন সঞ্চয় ভেঙে খেতে হয়...
৩. আচ্ছা ধরে নিলাম এখন আমরা গর্বিত জাতি যাদের নিজস্ব স্যাটেলাইট আছে। ধরে নিলাম, দেশের জন্য ২০ টা ট্রান্সপন্ডার ভাড়া দেয়া গেল। আবার বিদেশের জন্য বাকী ২০ টাও ভাড়া হয়ে গেল। তো আমরা কি আদৌ জানতে পারব এসব? ভাড়া কি সরকার পাবে নাকি সালমান এফ রহমান পাবে আমরা জানতে পারব? বিদেশের গুলো ভাড়া হয়েছে নাকি হয়নি সেটা কি জানা সম্ভব? বাংলাদেশে কি তথ্য অধিকার আইন সচল আছে? জিপি, রবি, বাংলালিংক কি বলেছে এই স্যাটেলাইটের কারণে ইন্টারনেটের গতি বাড়বে?
৪. আবার ধরে নিলাম এটা পুরোই একটা উচ্চভিলাসী প্রকল্প। গরীব দেশের মানুষের টাকা নষ্ট। কিন্তু তাতেও বা কী আসে যায়? আমরা কি বেসিক ব্যাংকের বাচ্চুকে জেলে ভরতে পেরেছি? আমরা কি মহিউদ্দিন খান আলমগীরকে জেলে ভরতে পেরেছি? আমরা কি সালমান এফ রহমানকে আইনের আওতায় আনতে পেরেছি? তাহলে যেই লাউ হেই কদু...
৫. এখন প্রশ্ন করতে পারেন আমি কোন পক্ষের? আমি বলব, আমি স্বচ্ছতার পক্ষে। আমাদের সরকারগুলোর সমস্যা হলো, priority basis - এ কাজ করে না। কখন কী লাগবে তা নির্ধারণ করা উচিত। এখন দরকার শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল, কিন্তু তেনারা প্ল্যান করছেন নতুন বিমানবন্দরের। দরকার রাজধানী ঢাকার রাস্তা প্রশস্ত করা, বাস সার্ভিসের উন্নয়ন করা, ফুটপাথ দখলমুক্ত করা, রাস্তায় গাড়ী পার্কিং বন্ধ করা, বিকেন্দ্রীকরণ করা। কিন্তু তেনারা করছেন নতুন ফ্লাইওভার(তাও আবার অপ্রোয়জনীয় পরিকল্পনায় সিগনাল লাইট সহ)। এভাবে লিস্ট লম্বা হবে। কাজেই লাভ/ক্ষতি যাই হোক আমাদের অবস্থা একই থাকবে। কারণ, জানালাতে কোন কাঁচই নেই...
১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...
২| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:২৬
সফেদ বিহঙ্গ বলেছেন: শেষের লাইনটি বেশ ভালো লেগেছে কারন জানালাতে কোন কাঁচই নেই।
১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমজনতার সময় নষ্ট এসব নিয়ে মাতামাতিতে...
৩| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
সরকারের কোন প্ল্যান নেই, কোন রোডম্যাপ নেই; একটা ব্যাপারে ঠিক আছে, মাহাথিরকে অনুরোধ করবে, বেশী বাংগালী নিতে।
১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর বলবে, এটা সরকারের উদ্যোগেই সম্ভব হয়েছে...
৪| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩১
শহীদ আম্মার বলেছেন: এটার যারা বিরোধীতা করছে তাদের পোস্টগুলো আবার পড়েন। তারপর নিজেরটা পড়েন । তখন ভাল বুঝবেন আপনি কোন দলে।
১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি দুই দলেই সমতা রাখতে চাই। স্যাটেলাইট নিয়ে অন্যদের পোস্টে আমার মন্তব্য পড়লেও বুঝতে পারবেন আমি কোন দলে
৫| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্যাটেলাইট এর লাভ/ক্রেডিট সরকারের, বিদেশী নির্মাণকারী কোম্পানির, সাল এফ রহমান গংদের।
জণগণের লাভ?
আমাদের একটা স্যাটেলাইট আছে!
তারপর?
আমি আপনি যেই লাউ সেই কদু।
অত:পর ১২ থেকে ১৫ বছর পর শেষ ডায়ালগ: ২৯০০০/৫০০০ কোটি কিছুই ছিলো না।
এখন বেশি করে ট্যাক্স দেন। দেশের উন্নয়ন করুন।
১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উগান্ডার এখনো স্যাটেলাইট নাই...
৬| ১৩ ই মে, ২০১৮ রাত ১:৫১
কলাবাগান১ বলেছেন: উগান্ডার এখনো স্যাটেলাইট নাই..কিন্তু উগান্ডার জিকা/ইবোলা ভাইরাস আছে...তা আমদানি করা যাইতে পারে....
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের যা সম্পদ আছে তাতে উগান্ডারে পালতেও পারব...
৭| ১৩ ই মে, ২০১৮ ভোর ৫:৫৫
কাওছার আজাদ বলেছেন: সুন্দর যুক্তিযুক্ত উপস্থাপন করেছেন ভাই।
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৮| ১৩ ই মে, ২০১৮ সকাল ৭:৫৩
তার ছিড়া আমি বলেছেন: চাল নাই চুলা নাই, বন্ধু কালও এসো। দেশের জনগণ ফুটপাথে ঘুমায়, বিদেশে কামলা খাটে, মল পরিস্কার করে আর সরকার বাহাদুর স্যাটেলাইটের বিলাশিতা করে। ভাত পায়না চা খায়, হোনডা চালায় হাগতি যায়।
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতে নাকি আমাদের বুক আরো ফুলে উঠবে...
৯| ১৩ ই মে, ২০১৮ সকাল ৭:৫৭
রুদ্র নাহিদ বলেছেন: দুর্নীতি ছাড়া তিন হাজার কোটি টাকা যদি শুধু মাত্র শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হইতো। তবে ১০/১৫ বছর পরে একটা গোল্ডেন জেনারেশন পেতাম যারা পুরো দেশটাকে বদলে দিতে পারতো। প্রকৃত শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, দূরদৃষ্টিসম্পন্ন আমলা আরও কত কিছু। থাক বাদ দেই এসব।
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই তো বাদ দিতে হবে। এসব বলতে গেলেই শুনতে হবে, আপনি কী করেছেন দেশের জন্য?
১০| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: আমাদের নিজস্ব স্যাটেলাইট হয়েছে অনেক গর্বের বিষয়। এটা অবশ্যই খুবই সাহসী উদ্যোগ....। আমার দেশের নিজেদের প্রথম স্যাটেলাইট নিয়া আমার উৎসাহের কোন সীমা পরিসীমা নাই। ঈদ ঈদ লাগতেছে।
সমুদ্র বিজয় থেকে শুরু করে এ পর্যন্ত যা করেছেন তার অনেক কিছুই যুগান্তকারী পদক্ষেপ। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
সারা বিশ্ব দেখে যাও, মহাকাশে আমরাও...
সমালোচনা সকল কাজের গতি আনে, তবে তা যদি হয় গঠন মুলক।
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। তবে বড় খরচ গুলো দিয়ে যদি সময়ের কাজ সময়ে করা যেত তাহলে মৃত্যুর আগে একটা সুন্দর রাজধানী দেখে যেতে পারতাম...
১১| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: সুন্দর লাগছে।
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ,..
১২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:০৭
খাঁজা বাবা বলেছেন: নিজেদের রকেট কবে যাবে?
১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিদেশের মেধাবীরা যখন দেশে আসবে তখন...
১৩| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২
নতুন বলেছেন: খুবই খাটি কথা বলেছেন।
দেশের জনগন যদি তার নিজের স্হান থেকে দেশের জন্য কাজ না করে তবে দেশ এগিয়ে যাবেনা।
দূনিতি যদি না কমে তবে স্যাটেলাই থেকে উপকার আসবেনা। লাভ হবেনা। অল্প কিছু মানুষের পকেট ভারি হবে।
বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই স্যাটেলাইট হচ্ছে সেটা ভালোই হচ্ছে।
কিন্তু আমাদের দেশের জনগন দলীয় ভাবনা থেকে বের হয়ে দেশের ভাবনা ভাবতে পারেনা।
এটা যেহেতু আয়ামীলীগ করেছে তাই অন্যদল একে ভালো বলতে পারেনা।
দেশের জনগনের উচিত নিজের স্হানে থেকে দুনিতি বন্ধের জন্য সচ্চার হউয়া.... তবে দেশের সম্পদ চুরি বন্ধ হবে দেশের উন্নয়ন হবে।
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতিবিদদের যে চরিত্র বিএনপি স্যাটেলাইট পাঠালেও অনেক দুর্নীতি করত...
১৪| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিকেন্দ্রীকরণ, শিক্ষা ও যোগাযোগব্যবস্থায় উন্নতি এবং দুর্নীতির মূল উৎপাটন এখন জরুরী। দেশ পরিচালকদের সেটা অনুধাবন করতে হবে।
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো অনুধাবন করলে স্যাটেলাইট আরো ২০ বছর আগেই উৎক্ষেপণ হয়ে যেত...
১৫| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:২২
মুশফিক মুন্না বলেছেন: দারুণ লিখেছেন
১৩ ই মে, ২০১৮ রাত ১০:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ...
১৬| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৫
ইমরান আশফাক বলেছেন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
১৩ ই মে, ২০১৮ রাত ১০:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই ধীর প্রক্রিয়ায় এগুচ্ছে। আবার মাঝে মাঝে খবর বের হয় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের জন্যও জায়গা খোঁজা হচ্ছে...
১৭| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:৫০
ঢাবিয়ান বলেছেন: আমরা গরীব দেশ, কিন্তু আমদের সরকার বড়লোক। উন্নত দেশে সরকার গরীব কিন্তু জনগন স্বচ্ছল। গরীব এইসব সরকারদের জনগনের পাই পসার হিসাব দিতে দিতে জান শেষ।
অফ টপিক ঃ ফেসবুকে দেকালাম এরশাদ চাচ্চু আবার বিয়ে করেছে।৯২ বছর বয়সে মাহাথির দেশের সেবা করে আর আমাদের রাজনীতিবিদ বিবাহ করে।
১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতিবিদদের দায়বদ্ধতা নেই বলেই এরকম সংস্কৃতি তৈরি হয়েছে। দেশের উন্নয়নের চেয়ে লোক দেখানো খরচের দিকেই নজর বেশী দেয় তারা...
১৮| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:০০
আবু হাসান লাবলু বলেছেন: অনেক দামি কথা বলেছেন আমি আপনার মত থাকাই চেষ্টা করি।
১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
১৯| ১৪ ই মে, ২০১৮ রাত ১:০২
কলাবাগান১ বলেছেন: বাজারে টোমাটো র দাম ১ পাউন্ড প্রায় ২ ডলার...কিন্তু বাজার থেকে ৩ ডলার দিয়ে একটা গাছ কিনলাম.সাথে মাটি/সার/টব সবমিলিয়ে ১২-১৩ ডলার খরচ...কিন্তু তিনমাস পরে সর্বসাকুল্যে ৩ পাউন্ড টমাটো ও পাই নাই (তিন মাস পানি সার দিয়ে যত্ন আত্মি করার পরও)।
ছাত্র দের সবাই লাইব্রেরী থেকে টেক্সক্ট বুক ২ সপ্তাহের জন্য ধার নিতে পারে কিন্তু প্রায় সবাই টেক্সক্ট বুক টা নিজে বুক স্টোর থেকে কিনে থাকে..।লাল কালির দাগ দেওয়া যায়....পাশে নোট লিখা যায়
বাংলাদেশ যখন ক্রিকেট টেস্ট এ স্ট্যটাস পেল..তখন অন্য দেশগুলির তুলনায় খুবই পিছিয়ে ছিল.. এখন সমানে সমানে ..।
১৪ ই মে, ২০১৮ ভোর ৪:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুক্তি মন্দ নয়। সময় বলে দিবে সব কিছু...
২০| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যু্ক্তিসহ সুন্দর উপস্থাপন।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:২২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: যুক্তিগুলি একেবারেই অযুক্তিক নয়।