নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কিছু বাংলাদেশী মুসলমানের বর্তমান অবস্থা

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫



১. আমার এক বন্ধু ছোট একটা কোম্পানীর ম্যানেজার। পুরো কোম্পানী তার হাতের মুঠোয়। মালিকও তার উপর নির্ভরশীল। বন্ধু আমার পারিবারিক জীবনে অসুখী। স্ত্রীর সাথে বনিবনা হয় না। ঝগড়া তো নিত্যদিনের সঙ্গী। এই অবস্থায় সে তার সুন্দরী সেক্রেটারির সাথে বন্ধুত্ব গড়ে তোলে। সেক্রেটারিও চাকুরির স্বার্থে বস(আমার বন্ধু)-কে সময় দেয়, সঙ্গ দেয়। ভুল বুঝবেন না। so far they are just friend! কোম্পানীর সবাই সহ এলাকাতেও সবাই কানাঘুষা করে ওদের নিয়ে...

২. ঘটনাচক্রে সেক্রেটারিও পারিবারিক জীবনে স্বামীর সাথে অসুখী ছিল এবং ডিভোর্সী। তাই তাদের বন্ধুত্ব ক্রমেই বৈবাহিক সম্পর্কের ভিত্তি তৈরি করে। যদিও বন্ধু সেক্রেটারিকে বিয়ের চিন্তা করে বন্ধুত্ব করেনি। আমি বললাম, বিয়ে করলে করতে পার। সে বলল, "তাকে(সেক্রেটারি) বিয়ে করলে মান ইজ্জত কিছু থাকবে না, চাকুরি ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে। সম্ভব না।" আমি বললাম, "অথচ তার সাথে ঘোরাঘুরি, টাইম পাস করা যাবে, কিন্তু বিয়ে করা যাবে না!...

৩. কথার শেষে বন্ধুকে বললাম, "যাই হোক বন্ধু রমজান আসছে। এখন এসব বন্ধ কর।" বন্ধু ধমক দিয়ে বলল, " রমজানে বন্ধ করতে হবে কেন বলছ? এসব(পরকীয়া) তো সবসময়ের জন্যই বন্ধ করা উচিত। রমজানের পরে কী হারাম কাজ করার বৈধতা আছে?" আমি বললাম, "তুমি ঠিকই বলেছ। আমরাই এসব বানিয়েছি নিজেদের মত করে।"

৪. বর্তমান মুসলমানদের অবস্থা হচ্ছে এরকমই। আল্লাহর ভয়ও আছে আবার সুযোগ পেলে খারাপ কাজ করার লোভও সামলাতে পারে না। আর আমরা খালি বলি, "আমার সাথেই কেন এমন হয়?" সবার রমজান ভালো কাটুক, সুস্থ ভাবে কাটুক - এই কামনায়...

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আবু আফিয়া বলেছেন: সুন্দর লেখা, ধন্যবাদ আপনাকে।
আসলে মন্দকে মন্দই বলতে হবে আর মন্দ কেবল রমজানের জন্য নয় বরং সব সময়ের জন্যই পরিত্যাগ করতে হবে।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই। আমাদের জীবনযাপনে আরো সতর্ক হতে হবে...

২| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

ক্স বলেছেন: কার মধ্যে আল্লাহর ভয় আছে বলছেন? আপনার বন্ধুর? মোটেও নেই। ইসলামে ব্যভিচারির জন্য সবচেয়ে কষ্টদায়ক শাস্তি নির্ধারণ করা আছে। আর ব্যাভিচার কেবল যৌনাঙ্গ দিয়ে নয়, চোখ হাত কান ও মুখ দিয়েও করা যায়।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সতর্ক করেছি। আল্লাহ হেদায়েত করুক...

৩| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আবু আফিয়া বলেছেন: ক্স- চমৎকার মন্তব্য করেছেন। ধন্যবাদ জানাচ্ছি।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও উনার পক্ষ থেকে ধন্যবাদ...

৪| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রমজান মাসে আল্লাহপাক শয়তানকে বন্ধি করে রাখে
বিধায়পাপাচার কম হয়। সবার মনে একটি পূত পবিত্র
ভাব এসে যায়। কিন্তু রমজানের পরে শয়তান পূর্ণউদ্যমে
তার কাজ চলিয়ে যায় তাই মানুষ তার ধোকায় পরে
অন্যায় কাজে লিপ্ত হয়। মুমিন বান্দা সবসময় শয়তানকে
প্রতিহত করতে পারে। আল্লাহ আমারে সবাইকে শয়তানের
ধোকা হতে হেফাজত করুন। আমিন-

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। আমিন...

৫| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে দারুন হয়েছে ;)


@"ক্সবলেছেন: কার মধ্যে আল্লাহর ভয় আছে বলছেন? আপনারবন্ধুর? মোটেও নেই।"
--- মোটেও নাই????:(
--- ক্স? আপনি একটু বেশী বেশী!!!!X(


বি. দ্রঃ তাল গাছের ভাগ চাই:P

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক একজনের এক এক রকম অনুভূতি প্রকাশের রীতি...

৬| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: তালগাছ ভাই বেশ ভালো লাগলো।

শুভ কামনা রইল।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ...

৭| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: সবার রমজান ভালো কাটার সুযোগ নাই, কেনাকাটা করতে গেলেই পকেটের দুর্দশায় ফিরে আসতে হয়.........তবু ভালো কাটুক আমাদের সব সময়।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে রোজার মাসে সবাই চেষ্টা করে ভালো করে চলতে। পুরো পরিবেশটাই অন্যরকম। দোকানীদের কোন ইফতারি ফেলে দিতে হয় না...

৮| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্মকে এরকম সিজনাল করার শতভাগ দায় কাঠ মোল্লাদের!
যারা মসজিদে দান করলেই পাপ মোচনের শর্টকাট ফর্মুলা দিয়ে মানুষকে পাপে উৎসাহিত করছে।
সারা জীবন অবৈধ আয়ের মানুষটির টাকার লোভে তাকে জান্নাতে লোভ দেখাচ্ছে!
ফলে মানুষ খুব সহজেই ভাবছে- সারাজীভন যমেন তেমন আয় করে নিই- শেষ বয়সে হজ্বে গিয়েেআর েএকটা মসজিদ বানিয়ে দিলেই হল! ব্যাস!
ঈমানহীন পোষাকী লোভী কথিত আলেম শ্রেনীর জন্যই আজ এই চেতনা সমাজে ছড়িয়ে গেছে!

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দারুণ মন্তব্য করেছেন। আবার একটা শ্রেণীর মানুষের ধারণা সাধারণ মানুষ অতিরিক্ত ধর্ম কর্ম করতে পারবে না। এ শুধুই হুজুর, ইমামদের কাজ! টাকার লোভে হুজুরেরা অনেক ফতোয়া(দাড়ি, বেপর্দা, নামাজ) দেয়া থেকে বিরত থাকে অনেক সময়...

৯| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


শিক্ষাই শক্ত নৈতিকতার ভিত্তি, ধর্ম ভয় দেখায়ে সুবিধে করতে পারেনি।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতটুকু এখন নৈতিকতা আছে ততটুকু ধর্মের কারণেই আছে। ধর্ম না থাকলে এটুকুও থাকত না। আর তাছাড়া এটা এখনো প্রমাণিত তথ্য নয় যে, শিক্ষা নাকি ধর্ম নৈতিকতার ভিত্তি মজবুত করছে...

১০| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: ঘৃণা করি পরকিয়া

১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই ঘৃণা করতে হবে...

১১| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: ধর্ম এখন কেবল লোক দেখানো কর্মে, অন্তরে নয়।

১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক তাই হয়ে গিয়েছে...

১২| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:১৫

করুণাধারা বলেছেন: মুসলমানদের অবস্থা খুবই শোচনীয়, তারা আখেরাতের বদলে দুনিয়া ক্রয় করেছে, সততার বদলে তাদের মনে কপটতা বাসা বেধেছে।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ জন্য কষ্টও পাচ্ছে তারা...

১৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৫

অর্ক বলেছেন: কোন যুগের মুসলমানরা সবচেয়ে ভালো ছিল? বা হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন পার্সি? সব যুগেও এসব ছিল, আগে আমরা সব খবর পেতাম না। এখন তথ্যপ্রযুক্তিরর যুগ, গ্লোবাল ভিলেজ! তাই এসব বেশি চর্চা হয়। সময়ের দাবী আরকি। একশো বছর পর এগুলো ডালভাতের মতো সাধারণ। আপনি বেঁচে থাকলে তখন আর এতো তুচ্ছ ফালতু বিষয় নিয়ে পোস্ট লিখবেন না! আমি যারপরনাই উদার মনোভাবযুক্ত মানুষ। সমাজ রাষ্ট্রের কোনও ক্ষতি না করে, আইন ভঙ্গ না করে যে যেমন থাকতে চায়, তাকে তেমনই থাকতে দেয়া উচিৎ।

ধন্যবাদ।

১৭ ই মে, ২০১৮ রাত ১২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মচর্চা পুরোপুরি বিলীন হতে আরো সময় লাগবে...

১৪| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৩

নতুন বলেছেন: এই জন্যই বলি বাংলাদেশে ভন্ডামী প্রধান সমস্যা।

এই রকমের অনেক মানুষই সমাজে পাবেন যারা শিক্ষিত কিন্তু নিজেই নৈতিকতা মানে না।

নামে ধামিক কিন্তু কাজে ধম` মানেনা।

১৭ ই মে, ২০১৮ রাত ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ জন্য ইহকালীন সুখও পাওয়া যাচ্ছে না...

১৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

গাছেরও খাবে, তলা কুড়োবে
যদি এমন কাটাও দিন,
শেষে লোটা-কম্বল সব হারিয়ে
তোমায় শুধ্-তে হবে ঋণ।।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো বলেছেন...

১৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যাক, লোকটা তাও জানে যে এটা পাপ। আল্লাহ তাকে এর থেকে বের আসার মত শক্তি দিন। আপনি তাকে তাগাদা দিয়ে যান। জোর করার দরকার নাই।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। এটাই সমস্যা। সব জানি তবুও মানি না...

১৮| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


গত ৫০ বছরে, মানুষ ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশী জানার সুযোগ পেয়েছে, সবচেয়ে কম বয়সী ছেলেমেয়রা ইসলামের প্রতি ঝুঁকেছে, সবচেয়ে বেশী মানুষ ফ্রি কুরান পেয়েছে, সবচেয়ে বেশী মসজিদ হয়েছে।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। এ কারণে বলা যায় এত সহজে ইসলাম বিলীন হবে না...

১৯| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৯

আবু ছােলহ বলেছেন:



যাপিত জীবনের এরকম নানাবিধ অসঙ্গতি যেমন মুসলিম সমাজে পাবেন, বিপরীতে ভাল কাজের দৃষ্টান্তও যে পাবেন না, তা হলফ করে বলতে পারি না। চোখ মেলে একটু তাকালেই নজরে পড়বে হয়তো। যদি দু'টো কম্পেয়ার না করেন, দু'টোকেই যদি আলোচনায় না আনেন তাহলে একটি দিক তো অন্ধকারে রয়ে যাবে। কারন, মুসলমানদের বর্তমান অবস্থা মানেই বর্নিত উপমা নয়। এর ব্যতিক্রমও রয়েছে। এটা খন্ডচিত্র মাত্র। সুতরাং, শিরোনামটি যথার্থ নয়।

ধরে নিলাম আপনি অবক্ষয়গুলো তুলে ধরতে চান, হয়তো আপনার উদ্দেশ্য, জাতির সংশোধন। তো সে ক্ষেত্রেও তো শিরোনামটা হওয়া উচিত নৈতিক মূল্যবোধের অবক্ষয়; মুসলমানদের বর্তমান দুরবস্থা টাইপ কিছু। মুসলমানদের বর্তমান অবস্থা টা ভাল মানানসই মনে হয় না।

দু'টি পর্বই পড়েছি। ভাল লাগলো। সুন্দর লিখেছেন।

ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। আমিও ভেবেছি এটা বদল করা যায় কিনা। কিন্তু আসলে বাংলাদেশের মানুষদের সাথে এত বেশী মেশার পর আমার ধারণা পরিবর্তন হয়ে গিয়েছে। এত প্রতারণা, এত চুরি, এত ঘুষ, এত পরকীয়া। কীভাবে সম্ভব এই মুসলমানদের দ্বারা? অনেক ধন্যবাদ মতামতের জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.