নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার ফেসবুকে সবাই বন্ধু হয় না। আমার বন্ধু হয় তারাই যাদের আমি বাস্তবেও চিনি। যে কারণে আমার বন্ধু সংখ্যা খুবই সীমিত। এই বন্ধুদের মধ্যেও আবার কিছু আবেগী ফেসবুকার আছে যেনারা আমিন, সুবহানাল্লাহ টাইপ রেডিও মুন্নার পোস্ট শেয়ার করে। অনেক ফিল্টারিং করে সেই সব গ্রুপকেও ক্লিয়ার করেছি। তাই নিউজফিডে তেমন আজাইরা পোস্ট দেখা যায় না...
২. তবুও মাঝে মাঝে কিছু পোস্ট চলে আসে। ইদানিং প্রবাসীদের কিছু লাইভ ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকে। বিষয় - অর্থমন্ত্রী নাকি প্রবাসীদের রেমিট্যান্স থেকে ভ্যাট আদায় করবে বলেছেন (যদিও খবরটা মিথ্যা)। কিছুদিন আগে এয়ারপোর্টে কোন এক পুলিশ নাকি আনসার প্রবাসীদের কামলা বলেছিল। ঐ সময়ও প্রবাসীদের কিছু লাইভ/পোস্ট আসত নিউজফিডে...
৩. তো এসব ভিডিওর মূল ব্ক্তব্য(বেশীরভাগই খিস্তি খেউড়) প্রায় একই (অগা, মগারা ফেসবুক ব্যবহার করলে যা হয় আর কী!)। প্রবাসীরা অনেক কষ্ট করে, তেনাদের ঈদ নেই, তেনাদের ঘাম ঝরা টাকা দিয়ে দেশ চলছে, তেনারা দেশপ্রেমিক, তেনারা টাকা না পাঠালে দেশ গরীব হয়ে যাবে, এয়ারপোর্টে/এম্বেসিতে সম্মান পায় না ইত্যাদি ইত্যাদি। এসব কথার ব্যাখ্যা হয়তো মন্তব্যর উত্তরে দেয়া যাবে...
৪. বিচ্ছিন্নভাবে এই ব্লগে বিভিন্ন মন্তব্যে আমি সহ অন্য কয়েকজন ব্লগার যেসব বিষয় তুলে এনেছি তা হল -
* প্রবাসীরা নিজের প্রয়োজনেই দেশের বাইরে গিয়েছে। তেনাদের কেউ জোর করে পাঠায় নি।
* তেনারা দেশের উন্নয়নে কোন অর্থ দেয় না। শুধুই নিজের পরিবারের জন্য অর্থ পাঠায়।
* কিছু প্রবাসীদের কারণে দেশের সুনাম যেমন হয়, তেমনি কিছু প্রবাসীর কারণে দুর্নামও হয়।
* তেনাদের অনেকেই 'টাকা দ্রুত পৌঁছবে'/'রেট বেশী' - এসব অজুহাতে হুন্ডিতে টাকা পাঠায়(এর নাম দেশপ্রেম!)।
* তেনারা অন্য বাংলাদেশীদের মতই পেশাজীবি। কিন্তু কিছু ক্ষেত্রে 'এক্সট্রা খাতির' দাবী করে...
৫. এসব নেকা প্রবাসীরা দেশে কিছু করতে না পেরে প্রবাসী হয়েছে। কেউ ভালো আছে, কেউ খারাপ। এটা পুরো দুনিয়ার নিয়ম। এনারা না গেলে অন্যরা যাবে। এনারা সব চলে এলেও অন্য বিকল্প তৈরি হয়ে যাবে। দেশের জন্য এনাদের যেমন অবদান আছে তেমন অন্য পেশাজীবিদেরও অবদান আছে। আমি নিজেও একজন প্রবাসী। আমিও নিজেকে ব্যর্থ মনে করি যে নিজ দেশে কিছু করতে পারিনি। আমি বৈধ পথে রেমিট্যান্স পাঠাই। আমি আমার পরিবার চালানোর জন্যই এখানে আছি। সৎ আছি। কিন্তু দাবী করি না, দেশের জন্য অনেক কিছু করছি...
১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আপনার মালয়েশিয়া থেকেও ইদানীং কিছু প্রবাসীর ভিডিও আসে ...
২| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সিগন্যাস বলেছেন: সুন্দর কথা বলেছেন।বিশেষ করে এসব নেকা প্রবাসীরা দেশে কিছু করতে না পেরে প্রবাসী হয়েছে
কথাটা ভালো লেগেছে।প্লাস দিলাম।
১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই যার যার প্রয়োজনেই গিয়েছে। এদের লোভের কারণে দালালরাও লোভী হয়েছে। ৫০ হাজার টাকার ভিসা ৫ লাখ হয়েছে...
৩| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়াতে এক পন্ডিত আছেন। আমি তার নাম বলতে চাই না। বিরাট জ্ঞানী। আমার সাথে এক দিন কথা হয়েছে। বেশী জ্ঞানী লোক ভালো না।
১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এ সমস্ত জ্ঞানী লোকদের এড়িয়ে চলি। যে কারণে বাংলাদেশীদের মধ্যে অনেকে আমাকে অহংকারী ভাবে...
৪| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনি যে জিনিষটি ভুলে গেছেন, সেটা হলো প্রবাসীদের পাঠানো "হার্ড কারেন্সী" সরকার সুলভে কিনে। সরকার যদি ১৮ বিলিয়ন ডলারের "হার্ড কারেন্সী" প্রবাসীদের থেকে কিনতে না পারতো, বাংলাদেশে গাড়ী একটাও চলতো না।
১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ভুলিনি। আমি যেটা বলতে চেয়েছি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ছাড়া দেশের জন্য আর কোন অবদান নেই তেনাদের। আর তেনারা না থাকলে অন্যরা যাবে প্রবাসে। সেটা নিয়মিত ব্যপার...
৫| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০০
রিফাত হোসেন বলেছেন: vat আর tax এক না। আয় থেকে tax কাটা যায়, vat মনে হয় না। যে দেশের মন্ত্রীর মুখে ১ লক্ষ টাকাকে... থাক আর বললাম না তথ্য প্রযুক্তি আইন আছে না।
আমিও আপনার মত ই মনে করি, ফেবুতে চিলে কান নেবার মত কাহিনী ঘটেছে। তবে tax ধরলেও অবাক হব না, দেশটার মন্ত্রী যেমন আর কি।
১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভ্যাট হোক, ট্যাক্স হোক এত ভয় পাওয়ার কিছু দেখি না আমি। সক্ষমতা থাকলেই তো ভ্যাট, ট্যাক্স দিতে পারবে!...
৬| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৯
কাইকর বলেছেন: আবেগ...... ভাল লাগলো
১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৭| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে যে পরিমাণ মানুষ ও সম্পদ ছিলো, কোনদিনই বিদেশ যাবার দরকার ছিলো না; বাংলাদেশের ২ কোটী মানুষ পরিবার নিয়ে বিদেশে যায় বেড়াতে; আরেক কোটী বউকে বাড়ীতে একা রেখে ঐ ২ কোটীর জন্য কাজ করতে যায়; এগুলো আপনার লেখায় নেই।
পাকীরা যাক, নাইজেরিয়ার লোক যাক, থাইল্যান্ডের লোক যাক কাজ করতে; কিন্তু বাংগালীদের বাইরে না গিয়ে, ১০ গুণ বেশী আয় করার কথা ছিলো দেশে।
১৪ ই জুন, ২০১৮ রাত ১০:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের ব্যর্থ নেতৃত্বের কারণে এই দশা। সাধারণ জনগণের কিছুই করার নেই...
৮| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...
৯| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩৮
কাওসার চৌধুরী বলেছেন: ভাই চমৎকার পোস্ট। আসলেই আমরা তো নিজেদের জন্য, পরিবারের সুখের জন্য প্রবাসী হই, রেমিটেন্স পাঠাই। আপনার সৎ পর্যবেক্ষণ দেখে ভাল লাগলো। পোস্টে লাইক +++ দিলাম।
১৫ ই জুন, ২০১৮ রাত ১২:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাইকে নিজ অবস্থান বুঝতে হবে। অতি আবেগী হলে চলবে না...
১০| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভাল অবজারভেশন। কিছুটা ব্যাথা আছে। কিন্তু কি আর করা যাবে। না মেনে উপায় নেই যে। তবে প্রিয় কাওসার ভায়ের পোষ্টটি থেকে কিছু যে দেশ লাভ করে জেনে ভালো লাগলো।
আপনাকে অনেক শুভেচ্ছা।
১৫ ই জুন, ২০১৮ রাত ১২:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তবতা মানতে হবে। ৫ লাখ খরচ করে এসে পরদিন থেকেই হা হুতাশ শুরু করে দেয়, আমার আসতে অনেক খরচ হয়েছে। এই বেতনে পোষাবে না, চলে যাব...
১১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:০০
অর্থনীতিবিদ বলেছেন: সময়ের সাহসী উচ্চারণ। সবগুলোই উচিত কথা। কিন্তু সত্যি কথা সবার সহ্য হয় না। চিন্তা করি প্রবাসীরা এই পোস্ট দেখে ফেসবুকে না আবার খিস্তি খেউড়ের ঝড় তুলে দেয়।
১৫ ই জুন, ২০১৮ রাত ১২:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা যতদিন আয়নাতে নিজের চেহারা না দেখব ততদিন উন্নত হতে পারব না...
১২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১:৩৬
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: আপনার পর্যবেক্ষণটা খুবই বাস্তবিক।
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
১৫ ই জুন, ২০১৮ রাত ১:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য...
১৩| ১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৫
মায়াবী ঘাতক বলেছেন: ভালো লিখেছেন। অতিরিক্ত আবেগ পরিহার করা উচিৎ। তারপরেও প্রবাসীদের অবদান অস্বীকার করার কোন উপায় নেই। গার্মেন্টস স্রমিক এবং প্রবাসীরাই মূলত দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবদানকে অস্বীকার করা যাবে না। আর সবাইকে দেশপ্রেমিক হতে হবে...
১৪| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে যে পরিমাণ মানুষ ও সম্পদ ছিলো, কোনদিনই বিদেশ যাবার দরকার ছিলো না; বাংলাদেশের ২ কোটী মানুষ পরিবার নিয়ে বিদেশে যায় বেড়াতে; আরেক কোটী বউকে বাড়ীতে একা রেখে ঐ ২ কোটীর জন্য কাজ করতে যায়; এগুলো আপনার লেখায় নেই।
পাকীরা যাক, নাইজেরিয়ার লোক যাক, থাইল্যান্ডের লোক যাক কাজ করতে; কিন্তু বাংগালীদের বাইরে না গিয়ে, ১০ গুণ বেশী আয় করার কথা ছিলো দেশে।
এই পোষ্টে সেরা মন্তব্য।
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পোস্টের আগেও উনি এটা অনেক বার বলেছেন। আমাদের আরো ভাল অবস্থানে থাকার কথা...
১৫| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৭
সৈয়দ তাজুল বলেছেন: কিছু প্রবাসীর জন্য আমরা এদের ছাড় দিতে পারি!
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাইকে বুঝতে হবে নিজের অবস্থান...
১৬| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন।
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা...
১৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২৫
সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন ।
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ ও ঈদ মোবারক...
১৮| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:০৭
জোকস বলেছেন: ঈদ মোবারক।
১৬ ই জুন, ২০১৮ রাত ১২:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঈদ মোবারক...
১৯| ১৬ ই জুন, ২০১৮ রাত ২:৫৯
কিশোর মাইনু বলেছেন: "বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা যতদিন আয়নাতে নিজের চেহারা না দেখব ততদিন উন্নত হতে পারব না।"-খুবই দামি এবং মারাত্বক সত্যি কথা।
ঈদ মোবারক।
১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ঈদ মোবারক...
২০| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক প্রবাসী আছেন যারা ভাইরালে বিশ্বাস করেন।
২২ শে জুন, ২০১৮ রাত ১২:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু প্রবাসীরা না। এখন অনেকেই ভাইরালে বিশ্বাস করে...
২১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১:৩৩
রাকু হাসান বলেছেন: ভাল পর্যবেক্ষণ ......।ছবিতে মোটা লোকটি মাঝে মাঝে দেখি লাইভে আসে ..কিছু বিরুক্তিকর দেয় । হাসাতে গিয়ে অন্যকে আঘাত ও করে ...অথচ হাজার হাজার ভিউ
০১ লা জুলাই, ২০১৮ রাত ১:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুক/ইউটিউব এখন অনেক অশিক্ষিতদের কাছে চলে গিয়েছে। যে কারণে, নকল সুরের গানও এখন হিট হয়...
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আবেগী পোস্ট । কিন্তু খুবই ভালো লাগলো।