নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ষুষ, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি, অগণতান্ত্রিকতা সব একযোগে চালু থাকার পরও দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের খবর শোনার জন্য এক সময় বিটিভি'র সংবাদের প্রথম ৭/৮ মিনিট দেখতাম। কারণ এই ৭/৮ মিনিটে থাকবে কোন বড় প্রজেক্টের উদ্বোধন কিংবা বিনিয়োগের খবর। এখন প্রতিদিন ই-জনকন্ঠ পড়ি। জানি কোন না কোন উন্নয়নের খবর পাব। হোক সেটা বিশাল লুটপাটের পদ্মা সেতুর স্প্যান বসানোর খবর কিংবা অলাভজনক ৩০০০ কোটি টাকার বঙ্গবন্ধু স্যাটেলাইটের খবর অথবা পরিকল্পনাহীন সিগনাল বাতি ওয়ালা ফ্লাইওভারের খবর নতুবা নতুন লুটপাটের হাতছানি ওয়ালা পূর্বাচল প্রজেক্টের খবর ...
২. চাঁদগাজী হোক বা ঢাবিয়ান, বিদ্রোহী ভৃগু হোক, কট্টর কলাবাগান হোক বা হাসান কালবৈশাখী হোক - সবাই স্বীকার করে যে দেশ যেভাবে চলছে সেটা ঠিকভাবে নয়। যে সরকারই ক্ষমতায় থাকুক কোন ব্লগারই বলে না ঘুষ, দুর্নীতি চলুক। কোন ব্লগারই বলে না খুন করে কেউ পার পেয়ে যাক। আমাদের তর্ক হলো সরকারে কে থাকবে বা কার থাকা উচিত কিংবা কীভাবে আসা উচিত, কীভাবে চলা উচিত এসব নিয়ে। কিন্তু আইনের সাথে কেউই আপোস করতে রাজি নয়।
৩. ক্রিকেট দল জিতলে আমরা খুশী হই। আবার যখন একের পর এক হারে তখন আমরা দুঃখ পাই। এল এন জি জাহাজ আসলে খুশী হই। আবার যখন দেখি প্রতিদিন লস দিচ্ছে কিন্তু সাপ্লাই দিতে পারছে না অবকাঠামের অভাবে তখন দুঃখ পাই। ৩ বছর পর যখন ছোট একটা রাস্তা বাড্ডা ইউ লুপ শেষ হল আমরা খুশী হয়েছি কিন্তু পরদিনই যখন বিমানবন্দরের সামনে স্কুল শিক্ষার্থীদের উপর বাস উঠে ২ জন মারা গেল আমরা দুঃখ পেয়েছি।
৪. শেখ হাসিনা প্রমাণের আগেই যদি আবুল হোসেনকে পদত্যাগ করাতে পারেন, যদি সুরঞ্জিত সেনকে পদত্যাগ করাতে পারেন তাহলে কেন তিনি প্রশ্নফাঁসের জন্য নাহিদকে পদত্যাগ করাতে পারছেন না? কেন তিনি ড্রাইভারদের দিয়ে আন্দোলনের হুমকি দানকারী মন্ত্রী শাহজাহানকে পদত্যাগ করাতে পারছেন না? কীসের এত ভয় উনার? কাকে ভয়? লুটপাটের উসিলায় হলেও তো উনার দলের কাউকে দিয়েই আনিসুল হকের স্বপ্নের ৪ হাজার বাস ঢাকায় নামাতে পারেন। ৫০০০ শিক্ষিত বেকারকে ট্রেনিং দিয়ে ড্রাইভার বানাতে চাইলে কি বিএনপি বাধা দিবে? এটা একটা মধ্যম আয়ের দেশের রাজধানী? এটা একটা রাজধানীর পরিবহন ব্যবস্থা?
৫. আজকেই আরো তিনটি সিটি কর্পোরেশনের দখল আওয়ামী লীগ নিবে। গত মেয়াদের বদলা নিবেন তিনি। নিন, সমস্যা নেই। কিন্তু অদক্ষ মন্ত্রীদের আল্লাহর ওয়াস্তে শাস্তি দিন। যিনি ব্যর্থ হবেন তার বদলে আরেকটা অদক্ষরে সুযোগ দেন তবুও মনে করব মন্ত্রীদের বিচার হয়...
রাজতন্ত্র, স্বৈরতন্ত্রে মন্ত্রীদের সাজা হয়...
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'তেনাকে' যখন সরাতে পারছি না তখন আর না মেনে উপায় কি? খালেদা জিয়ার কারাবাস হাসিনার আমলে সম্ভব হলেও খালেদার আমলে হাসিনার কারাবাস সম্ভব নয়। যেখানে বিএনপি মেনে নিয়েছে সেখানে আমরা কে?
২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথক বাস লেন দরকার।
ঢাকার রাস্তা এমনিতেই জ্যাম। লেন করলে যানজট আরেকটু বাড়বে কিন্তু বাসযাত্রী সাধারন পাবলিক দ্রুত যেতে পারবে। ফিক্সড দুএকটি কম্পানীকে চান্স দিলে তারা সরকারি দলের ছত্রছায়ায় মাফিয়া হয়ে ভাড়া লাগামহীন করেদিতে পারে।
তাই বর্তমান বাস মালিকদেরই অফার দেয়া যায়। শুধু দোতালা নতুন বাস প্রশিক্ষিত গ্রাজুয়েট চালক সহ যারা দিতে পারবে তারাই শুধু বাস লেনে চলতে পারবে।
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনো চাইলে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার রাস্তাকে যানজটমুক্ত রাখা যায়। বাস কোম্পানী কমিয়ে আনতে হবে। ড্রাইভারদের পয়েন্ট সিস্টেমের আওতায় আনতে হবে। শিক্ষিত তরুণদের একটা অংশ যারা কখনোই অড জব 'ড্রাইভিং' পেশায় আসতে চায় না তাদের গ্রুমিং করে ভালো বেতনে চাকুরির ব্যবস্থা করতে হবে। টাকার তো কোন সমস্যা নেই। সমস্যা হল লুটপাটের ভাগ বাটোয়ারা নিয়ে...
৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন:
শাহজাহান, মুহিত সাহেব, লোটাস কামাল, মেনন ইত্যাদিরা কেন উনার কেবিনেটে আছে, বুঝা বেশ মুশকিল।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার ধারণা বেশী বেশী মন্ত্রী বাদ দিলে বিএনপি বলার সুযোগ পাবে মন্ত্রীদের ব্যর্থতা ছিল মানে সরকারের ব্যর্থতা। আরে বিএনপি বা কারো কি সেই শক্তি আছে নাকি উনাকে সরানোর? আমার কথা হল, উনি শুরু করলেই তো পরবর্তী অন্যদের জন্য উদাহরণ হত...
৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
কাঁচায় না নোয়ালে বাশ, পাকলে করে ঠাশ ঠাশ.....
রাজধানীরর পরিবহনে ঘোড়াকে বসিয়ে গাধাকে নামিয়ে দেওয়া হয়েছে!
৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধুমাত্র লুটপাট জারি রাখার জন্য রাজধানীর পরিবহন নিয়ে কেউ কাজ করতে পারছে না বা করতে দিচ্ছে না...
৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭
অর্থনীতিবিদ বলেছেন: দেশের রাস্তাঘাট আর পরিবহনের অবস্থা ভয়াবহ। ড্রাইভাররা যে শুধু বেপরোয়া গাড়ি চালায় তা নয়, তাদের ব্যবহারও জঘন্য।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ড্রাইভিং পেশায় বেশীরভাগ অমানুষ ঢুকে গিয়েছে। যারা মদ, নারী, জুয়াতে মত্ত থাকে। আগে বেকার যুবকদের 'মিশুক' চালাতে উদ্বুদ্ধ করা হত। এখন বেকার যুবকদের ট্রেনিং, গ্রুমিং করিয়ে ড্রাইভিং পেশায় নিয়ে আসা উচিত...
৬| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: পিনা হারাম নেহি হে
পিলানাও হারাম নেহি হে
পিকে হুশমে আনা হারাম হে।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ড্রাইভিং পেশায় আসতে চাচ্ছেন?
৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩১
ল বলেছেন: সেলুকাস
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী বিচিত্র এই দেশ...
৮| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: এখন দেশ এক পা এগিয়ে দু'পা পেছাচ্ছেনা, পেছাচ্ছে দশ পা। প্রশ্নপত্র ফাঁস জেনারেশনের নেতৃত্ব যখন দেশ পেতে শুরু করবে, তখন এখন যেটুকু এগোচ্ছে, সেটুকুও এগোবেনা।
দেশ চলে অনেকগুলো ডিনামিক্সের উপর। বড় কোন ভেক্টর না এলে পরিবর্তন আসবেনা, দেশ এভাবেই চলবে।
১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই আশংকার কথা। বর্তমান জেনারেশন দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। তাদের হাতে দেশ কীভাবে চলবে তাই ভাবার বিষয়। এখন থেকে একটা কাঠামে ঠিক করতে হবে, অসৎ, দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে হবে। তারপরই সমাজে আমূল পরিবর্তন হবে। অন্যথায়, আরো খারাপের দিকে যাবে...
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬
ঢাবিয়ান বলেছেন: অনেকটা চাঁদ্গাজী স্টাইলের লেখা। আপনাদের লেখায় এমন এক প্রধানমন্ত্রীর চেহারা ফুটে ওঠে যিনি অবুঝ শিশু, মন্ত্রিদের হাতের পুতুল !! !!!