নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

এক দম্পতিকে উপকারের প্রতিদান দিচ্ছেন শেখ হাসিনা...

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১১



১. ১৯৮১ সাল। ১৯ টা ক্যু ঠেকিয়ে জিয়াউর রহমান তখন প্রবল প্রতাপশালী। দেশের অবস্থাও স্থিতিশীল। ততদিনে বহুদলীয় গণতন্ত্র চলছে মানে বাকশাল পূর্ববর্তী অবস্থার মত সব রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার ফেরত পেয়েছে। আওয়ামী লীগও চলছে কোন রকমে জোহরা তাজউদ্দিন, কামাল হোসেন, আবদুর রাজ্জাকদের দিয়ে। দলের ঐক্য ও গৌরব ফেরত আনার জন্য শেখ হাসিনাকে উনার অনুপস্থিতিতে (তখন তিনি নির্বাসিত) সভাপতি করা হয়। জিয়াউর রহমান ভাবলেন যেখানে গোলাম আজম, শর্সিনার পীরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন সেখানে বঙ্গবন্ধুর কন্যাকেও ফেরত আনার উদ্যোগ নিলেন।

২. যদিও তখন শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া সহ আওয়ামী লীগের অনেকে রাজি ছিল না শেখ হাসিনার প্রত্যাবর্তনে(view this link)। কারণ, বঙ্গবন্ধু সহ ৪ নেতার মৃত্যুর পর তাদের ভয় ছিল শেখ হাসিনাকেও হত্যা করা হতে পারে। এদিকে জিয়াউর রহমানকেও অন্যরা পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনাকে(আপদ দূরে থাকলেই তো ভাল!) ফেরত না আনার জন্য। কিন্তু উনি কারো কথা শোনেননি। স্ত্রী খালেদা জিয়াও হয়তো পরামর্শ দিয়েছেন ফেরত আনার জন্য। কারণ, তারা ছিল পারিবারিক বন্ধুর মত। খালেদা জিয়া যদি জানতেন তিনি সতীন আনতে যাচ্ছেন তাহলে জিয়াকে মানা করতেন! পরে জিয়া নিজের লোক পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যবস্থা করেন। তাদের পৈত্রিক বাড়ি ধানমন্ডির ৩২ নং বুঝিয়ে দেন। শেখ হাসিনা বাড়ি বুঝিয়া পাইলাম বলে তা গ্রহণ করেন(view this link)।

৩. ২০০৭/২০০৮ সাল। ১/১১ সরকারও তখন প্রবল প্রতাপশালী। শেখ হাসিনা ও খালেদা জিয়া দুইজনই জেলের ভাত খেয়ে জামিনে বের হয়েছেন। তারেক রহমান আর্মির মার খেয়ে পা ভেঙে চিকিৎসার জন্য সাদা কাগজে সাইন করে লন্ডনে চলে যান। শেখ হাসিনা জামিনে বের হয়ে চলে যান বোন শেখ রেহানার কাছে লন্ডনে। খালেদা জিয়া দেশেই থাকেন। ভোটের সময় এগিয়ে আসছে। শেখ হাসিনা ও খালেদা জিয়া দুইজনই প্রস্তুতি নিচ্ছিলেন নির্বাচনের...

৪. তলে তলে মাইনাস টু ফর্মূলা এগিয়ে যাচ্ছিল। শেখ হাসিনাকে টিকেট দিতে অপরাগতা প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। তিনি দেশে আসতে পারছিলেন না। কয়েকবারই তাঁকে টিকেট দেয়া হয়নি। অন্যদিকে দেশে 'খালেদা জিয়া অসুস্থ' এই অজুহাতে তাঁকে চিকিৎসার নামে বিদেশ যেতে বলা হয় ১/১১ সরকার কর্তৃক। খালেদা জিয়া টের পান তাঁকে দেশ থেকে বের করে শেখ হাসিনার মত আর ফেরত না আসতে দেয়ার পাঁয়তারা করছে সরকার। খালেদা জিয়া রাজি হননি বিদেশ যেতে। তিনি দেশেই চিকিৎসা করাবেন বলে স্থির করেন। একদিকে দেশী ও বিদেশী মিডিয়াতে শেখ হাসিনাকে দেশে আসতে দেয়ার চাপ বেড়েই চলেছে, অন্যদিকে খালেদাকে বাইরে না পাঠালে মাইনাস টু বাস্তবায়ন করা যাচ্ছে না। খালেদা জিয়ার অাপোষহীনতার কারণেই সেই সরকার পরে বাধ্য হয় শেখ হাসিনাকেও দেশে আসার অনুমতি দিতে...

৫. জিয়াউর রহমানের কারণেই আওয়ামী লীগ-এর পূনর্জন্ম, শেখ হাসিনার উত্থান। খালেদা জিয়ার কারণেই শেখ হাসিনার দ্বিতীয়বারের মত রাজনৈতিক জীবন লাভ। আর আজকে জিয়াউর রহমান পাকিস্তানের চর, বাই চান্স মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর খুনী। খালেদা জিয়া হিসাব গরমিলের মামলায় জেলে। ইচ্ছাকৃত ভাবে জামিন দেয়া হচ্ছে না। এভাবেই স্বামী স্ত্রীকে প্রতিদান দিচ্ছেন শেখ হাসিনা...

মন্তব্য ৮১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

সনেট কবি বলেছেন: রাজনীতিতে ক্ষমতাই শেষ কথা। এ বস্তুর জন্য আওরঙ্গজেব তিন ভাইকে শেষ করেন।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। রা__জনীতি! আওরঙ্গজেব-এর ঐ ইতিহাস নিয়ে মতভেদ আছে অবশ্য...

২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোই ত্যানা পেচাইলেন,
যে বঙ্গবন্ধু খালেদা-জিয়ার ঘর
ভাংগনের হাত থেকে রক্ষা করলেন
সেই খালেদা (বেখাজি) বঙ্গবন্ধুর
মৃত্যুদিবসে ভূয়া জন্মদিন পালন করেন।
লজ্জা! লজ্জা !! লজ্জা !!!

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা! সেই কমন ডায়ালগ। মুখরোচক কথা।

৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ইতিহাস মানি না; তালগাছ আপনি নিয়া নেন।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...

৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী; এর বাইরে, বাকীসব রূপকথা

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া চাইলে কি বাধা দিতে পারত?

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের হত্যাকান্ডের পর, বাংলাদেশ সরকার মিলিটারী তত্বাবধানে, আমেরিকা, পাকিস্তানের সাহায্যে চলতে থাকে; শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ছিল ভয়ংকর এক চ্যালন্জ, পেছনে ছিলো ইন্দিরা গান্ধী। বাংলাদেশ সরকার কিভাবে চলতো মানুষের খুব আল্প ধারণা ছিলো

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১৯৭৫-এর পর আরও ৬ বছরে দেশের অগ্রযাত্রা থেমে থাকেনি। সবই স্বাভাবিক ছিল...

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধের পর, জিয়া ও বেগম জিয়া মিলে দম্পতি ছিলেন না; তারা একত্রে এক বাসায় থাকতেন।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি কীভাবে জানেন? হতে পারে। ওয়াজেদ মিয়াও বেশ কিছুদিন একই ঘরে আলাদা খাটে ছিলেন বলে পত্রিকায় এসেছে...

৭| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

ইফতেখারুল মবিন বলেছেন: ২১ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে কিছু বললেন না....?

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐটা কি খালেদা জিয়া করেছিল? ও হ্যাঁ। আওয়ামী লীগাররা মনে করে তারেক রহমান জড়িত। যাই হোক, প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী বলা যাবে না...

৮| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

শিখণ্ডী বলেছেন: জিয়ার পুরো সময়টা সন্ধ্যার পর কার্ফিউ দিয়ে রাখত। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসে চাকরি, ইনডেমনিটি সংবিধানে সংযোজন আর সে নাকি শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা করেছে? :D ভূতের মুখে রাম নাম!!!!!!!!!!!!

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইতিহাস বেশী বেশী পড়তে হবে জানতে হবে। আর চাঁদগাজীর ভাষায় আরো একটা কাজ করতে হবে। না থাক, ঐটা এখানে বলব না...

৯| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাংলাদেশের ফিরে এসেছিলেন বাবা ও পরিবার হত্যার বিচার করতে, মিটারীকে সরাতে: স্বামী, নিজের জীবন ইত্যাদির প্রাইওরিটি ছিল ২য় সারিতে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ সময়কার স্বামী ওয়াজেদ মিয়ার মনোভাবে এটা বোঝা যায় নি। এমনকি আবদুর রাজ্জাক বাকশাল করার পর শেখ হাসিনার জনপ্রিয়তাও একটু কমে গিয়েছিল।(লিংক দ্রষ্টব্য)

১০| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


জিয়া কিভাবে শেখ হাসিনাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিলো, সেটা ইন্দিরা ও জিয়া জানতেন নিশ্চয়।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা হতেই পারে। আফটার অল, ইন্দিরার সাথে জিয়ার সম্পর্ক খারাপ ছিল না। ইন্ডিয়ার ইতিহাসে জিয়াকে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয়া হয়...

১১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

শিখণ্ডী বলেছেন: @ঢাবিয়ানঃ বাহ একজন সুশীল আছে দেখি আমাদের ব্লগে :>

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি আমার মত দুই পরিবার বিরোধী...

১২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

রসায়ন বলেছেন: আপনার নিকের সাথে পোস্টের আর রিপ্লাই গুলোর দারুন মিল।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ১৯৭৫-এর পর আরও ৬ বছরে দেশের অগ্রযাত্রা থেমে থাকেনি। সবই স্বাভাবিক ছিল... "

-দেশের অগ্রগতির ফলে, আপনি আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন; ১ কোটী ১০ লাখ বাংগালী বিদেশে "কামলা" দেয়' এদের বউ'রা দেশে সংসার চালায়; ঢাকায় ৫০ হাজার ভারতীয় বিশাল বেতনে চাকুরী করে; বসুন্ধরা, বেক্সিমকো, আলম ব্রাদার্স দেশ দখল করে নিয়েছে, তারা বিদেশে ঈদ করে; আপনি ও ১ কোটী ১০ লাখ ঈদের দিনে দেশে টেলিফোন করে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া কন্টিনিউ করলে কী হত সেটা বলা মুশকিল। ভালোই যে হত সেটা বলা সহজ...

১৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


ধরলাম, শেখ সাহেব ভালো লোক ছিলেন না; তাজুদ্দিন সাহেবকে কারা, কি কারণে হত্যা করলো? এটা সম্পর্কে আপনার কি ধরণা?

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই গ্রুপ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ৩ থেকে ৭ নভেম্বর দেশে কী হচ্ছিল, কার হাতে ক্ষমতা ছিল সেগুলো এখনো রহস্যময়...

১৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মিথ্যা কথা কি সবাই খায় কিনা ভাবছি,
জিয়া অনেকভাবে চেষ্টা করেও শেখ হাসিনার দেশে আসা ঠেকাতে পারেনি এটা মনে হয় অনেকেই জানে, আর জিয়ার বহুদলীয় রাজনীতি বলতে জামায়াতকে বাংলাদেশে সুযোগ দেয়াই ছিল মুখ্য এটাও এখন পরিস্কার জনগণের কাছে। আপনি বললেই মানুষ এগুলো বিশ্বাস করবে ভেবে থাকলে ভুল করবেন।

কোন পরিবারের উপকার করার কথা বললেন! উল্টাপাল্টা করে ফেলেছেন ভাইজান। শেখ পরিবারের জন্য খালেদার নামের শেষে জিয়া টিকে আছে, আর সেজন্যই তিনি প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আপনি অস্বীকার করলেও সমস্যা নেই, জনগণ এখন অনেক সচেতন।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক রিউমার বিশ্বাস করলে অন্য রিউমারও বিশ্বাস করতে হবে। তখন শেখ পরিবার নিয়েও মুখরোচক কথাগুলোকে বিশ্বাস করতে হবে...

১৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " একই গ্রুপ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ৩ থেকে ৭ নভেম্বর দেশে কী হচ্ছিল, কার হাতে ক্ষমতা ছিল সেগুলো এখনো রহস্যময়... "

-আপনার কাছে যেটা রহস্যময়, অনেকের কাছে সেগুলো পরিস্কার।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যা বলি, পত্রিকা, টক শো, কলাম থেকেই বলি। কারো কারো মতে ঐ ৪ দিন ক্যু পাল্টা ক্যুর কারণে অনেক কিছুই অজানা রয়ে গিয়েছে...

১৭| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একজন ব্লগার যদি এরকম মিথ্যাচার করে তবে মানুষ ব্লগারদের থেকে আস্থা হারাবে অচিরেই।

যেখানে আওয়ামী লীগ ভাঙতে জিয়া হাজার হাজার নেতাকর্মী মেরেছে, আর আপনি বলছেন জিয়ার কারণে আওয়ামী লীগের পুনঃ জন্ম!! অবাক করলেন ব্লগবাসীকে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনিও আমাকে অবাক করলেন। আওয়ামী লীগের পুনর্জন্ম কথাটা বুঝতে পারেননি বোধহয়। 'বাকশাল' হওয়ার পর আর কোন দল ছিল না বাংলাদেশে। স্বাভাবিকভাবেই যখন জিয়া এসে 'বাকশাল' বাতিল করে সব দলকে রাজনীতি করার সুযোগ দেন তখন আওয়ামী লীগ সহ অন্যান্য দল আবার রাজনীতি শুরু করে। এটা তো কোন মিথ্যা তথ্য নয়। আওয়ামী লীগ ভাঙতে হবে কেন? শেখ হাসিনা আসার ১৭ দিন পর তো জিয়াই মারা গেল। শেখ হাসিনা আসার আগে আওয়ামী লীগ তো খুবই দুর্বল ও ছোট একটা দল ছিল। যা বলা হয়েছে সব সঠিক তথ্য। জিয়া হাজার হাজার নেতা কর্মীকে মেরেছেন এটা খাঁটি আওয়ামীলীগাররাও কখনো বলেনি। কারণ, তখন আওয়ামী লীগ কোন থ্রেট ছিল না জিয়ার জন্য...

১৮| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জিয়াউর রহমান নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। কিন্তু ক্ষমতা দখল এবং ক্ষমতাকে সুসংহত করার জন্য তিনি বাংলাদেশে মৌলবাদী রাজনীতির সূচনা করার সুযোগ করে দেন। যার জন্য জনমনে সন্দেহের সূচনা হয় জিয়ার মুক্তিযুদ্ধ নিয়ে।

বিশেষত, রাজাকার আল-বদর, আল-শামসদের শুধু ক্ষমাই করে দেননি, ভবিষ্যতে এসব দেশবিরোধী শক্তির যেন বিচারের মুখোমুখি না দাঁড়াতে হয় তার জন্য ১৭৭২ সালের প্রণীত দালাল আইন ১৯৭৬ সালের আগষ্ট মাসে বাতিল করে দেন।

জিয়াউর রহমানের দ্বারা এই দালাল আইন বাতিলের ফলে জেলে আটক প্রায় ১১ হাজার রাজাকার সে সময় মুক্ত হয়। তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে রাজাকার, আলবদর, আলশামসদের রাজনীতি করার সুযোগ দিয়ে রাজনীতিকে ধর্মব্যবসায়ী আর মৌলবাদীদের এক রকম লিজ দেওয়া হলো।

একাত্তরের আলবদর রাজাকারদের অনেকেই জেল থেকে বের হয়ে এসে শুরু করে আনন্দ উল্লাস। যারা পালিয়ে ছিল তারাও জনসম্মুখে বের হয়ে এলো।

এর পর ১৯৭৭ সালের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে আলবদর রাজকার'রা একটি সভায় মিলিত হয়।

আলবদরদের সেই সমাবেশে আবার রাজনীতির মাঠে প্রকাশ্যে নামার প্রস্তুতি নেয় ইসলামি ছাত্রসংঘ নামের একাত্তরের ঘাতক সংঘটনটি। কিন্তু ছাত্র সমাজের নীতি নির্ধারকদের মনে ভয় ছিল, ছাত্রসংঘ নামটাকে হয়তো মানুষ একাত্তরে তাদের পৈশাচিক কর্মকাণ্ডের জন্য ভুলে যাবেনা। এই চিন্তা থেকেই তারা ছাত্রসংঘের সংঘ কেটে সেখানে শিবির যোগ করে দেয়।

এই শিবির নামটি এসেছে কোথা থেকে, পাকিস্তান আমলে জামাতের শিশু কিশোরদের একটা সংগঠন ছিলো শাহিন শিবির, শাহিন শিবির নিয়ে এসে ইসলামি ছাত্রসংঘের নাম হয়, ইসলামি ছাত্রশিবির।

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি স্বৈরাচারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মাটিতে জন্ম হয় একাত্তরের ঘাতক দালাল ও তাদের উত্তরসুরিদের নিয়ে ইসলামি ছাত্রশিবির নামের বর্বর পৈশাচিক এক সংগঠন।(সচলায়তন)

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ব্যপারে দ্বিমত করছি না। জিয়া তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তবে ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুও ৪ টা অপরাধ করা ছাড়া বাকী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন...

১৯| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

লোনার বলেছেন: ভাইজান থাকেন কোথায়? দ্যাশে না বিদ্যাশে??

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিদেশে...

২০| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

ডার্ক ম্যান বলেছেন: ঘন ঘন স্বপ্ন দেখা ভাল কিন্তু ঘন ঘন স্বপ্নদোষ শরীরের জন্য ক্ষতিকারক

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা সাকা চৌধুরী একজনের ব্যপারে বলে গিয়েছিলেন - সবকিছুই যার স্বপ্ন ছিল বলে প্রচার করা হত এক সময়...

২১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

বিদেশে কামলা খাটি বলেছেন:
জিয়া বাংলাদেশের প্রথম সেনাশাসক।
বাংলাদেশের রাজনীতির বাগানে বিষ বৃক্ষ।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের প্রথম সরকার ব্যর্থ ও অস্বাভাবিক মৃত্যুর পর ঘটনাচক্রে জিয়া ক্ষমতায় আসেন। জিয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন। গলাবাজির রাজনীতির বদলে কাজের রাজনীতি করে দেখান...

২২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাধারণ হিসাব, এখন বিএনপি দিনরাত জপে বেড়াচ্ছে পুলিশ আর র্যাবের চাপে কথা বলতে পারেনা। আর সেখানে সেনাবাহিনীর বন্দুক কামানের মুখে কিকরে আওয়ামী লীগ থাকবে! তবুও ছিল, ঠেকাতে পারেনি আওয়ামী লীগকে, জিয়ার ভয় ছিল শেখ হাসিনা দেশে আসলে আওয়ামী লীগ আবার মনোবল ফিরে পাবে, তখন জিয়ার পাকিস্তানি শাসনব্যবস্থার বাটা পরবে, সেজন্য শেখ হাসিনাকে ঠেকানোর যথাসাধ্য চেষ্টা করেও ব্যর্থ জিয়া।

বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করার পরও এগারো হাজার রাজাকার বিচারাধীন ছিল, সেগুলো মুক্ত করেছে জিয়া।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ সময় আওয়ামী লীগের কী অবস্থা ছিল তা মহিউদ্দিন আহমেদের বিএনপি : সময় অসময় পড়লেই বুঝতে পারবেন। তখন বড় কোন দল ছিল না আওয়ামী লীগ। এমনকি শেখ হাসিনার নেতৃত্ব না মেনে এক দল বেরিয়ে যায়...

২৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

ডার্ক ম্যান বলেছেন: নয়ন ভাই, থাক আর কিছু বইলেন না, বদহজম হয়ে যাবে।
এই সব ফাউল কথা শুনে যারা শুধুমাত্র লতা পাতা নিয়ে সাহিত্য চর্চা তারা রোমাঞ্চিত হতে পারে। কিন্তু চাদ্গাজি আপনি কিংবা যারা ইতিহাসের ই জানে তাদের কাছে বাটপারি ছাড়া আর কিছু না।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যখন ইতিহাস জানবেন, পড়বেন সবার টা পড়বেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আগে থেকেই মাইন্ড সেটআপ করে রাখলে সঠিক ইতিহাস জানবেন না...

২৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " জিয়া কন্টিনিউ করলে কী হত সেটা বলা মুশকিল। ভালোই যে হত সেটা বলা সহজ... "

-জিয়ার মৃত্যুর পর, তারই লোক এরশাদ সাহেব জিয়ার প্রশাসনকে নিয়ে দেশ চালায়েছেন; এরপার বেগম জিয়াও সেটা করেছেন; শেখ হাসিনা সেটা বদলায়নি; ফলে, জিয়ার প্রশাসনই চলছে; ফলাফল, আপনি বিদেশে চাকুরী করছেন, আপনার স্ত্র্রী দেশে পরিবার দেখছে; ভালো মাঝে একুটুই হয়েছে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক প্রথমের মত জিয়াউর রহমানও বাংলাদেশে থেকে প্রথম শ্রমিক রপ্তানি শুরু করেন। আমাদের দেশের জন্য অল্প জায়গায় এত বেশী লোকের কর্মসংস্থান করা সমস্যা। সব দেশেরই জনসংখ্যার একটা অংশ দেশের বাইরে থাকে। কামলা দিয়ে হলেও এই ১ কোটি ১০ লাখ লোকের ভূমিকা দেশী অর্থনীতিতে মোটেও কম নয়...

২৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

শিখণ্ডী বলেছেন: নয়ন ভাই আপনার বয়স কত জানি না। জিয়া যে সময়টায় বাংলাদেশের ইতিহাসটা মুছে দিতে তৎপর তখন আমরা স্কুলে পড়ি। স্কুলের বাচ্চাদের কী সব গাল-গপ্প যে শোনানো হত। খাল কাটা, রান্না ঘরে এসে প্রতিরাতে খোঁজ নেয়া (অপচয়/দামি খাবার রান্না হয়েছে না কি), মোজার গন্ধ দূর করণের আবিষ্কারক, ঘরের পৈঠানে নাকি সে মরিচ গাছ লাগায়, মরার পরের ভাঙ্গা সুটকেস-ছেঁরা গেঞ্জি আহা হা হা...

আমাদের শেখানো হত মুজিব আর এক দিন বেশি বাঁচলেই ভারত থেকে ইন্দিরা গান্ধী এসে মাথায় সোনার মুকুট পরিয়ে দিত। বাংলাদেশ রাজা শাসিত হয়ে যেত। জিয়া খুব চতুরভাবে সমাজের সুবিধাবাদিদের যেমন বিভিন্ন দল থেকে নিজ দলে নিয়েছিল তেমনিভাবে সর্ব ক্ষেত্রে চামচা সৃষ্টি করেছিল; শেখ পরিবারের কুৎসা রটাতে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া ব্যস্ত ছিল সেনাবাহিনীতে চেইন অব কমান্ড, ক্যু পাল্টা ক্যু ঠেকাতে। তার এসমস্ত থার্ড ক্লাস মেন্টালিটির রাজনীতি নিয়ে সময় অপচয় করার কথা না। তার উপর তিনি বলেছেন, i will make politics difficult for the politician...

২৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ২১শে আগস্ট ২০০৪ এর গ্রেনেড হামলার ঘটনা সম্পর্কে যদি একটু বলেন

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐদিন শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আইভি রহমান সহ অনেক নেতা কর্মী মারা গিয়েছিল ঐ ঘটনায়। শেখ হাসিনা দৈবক্রমে বেঁচে যান সেদিন। মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ অনেক চরমপন্থী গোষ্ঠী এই হামলা করেছিল। তখন ক্ষমতায় ছিল বিএনপি...

২৭| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:

জিয়া তাদের পৈত্রিক বাড়ি ধানমন্ডির ৩২ নং বুঝিয়ে দেন।
শেখ হাসিনা বাড়ি বুঝিয়া পাইলাম বলে তা গ্রহণ করেন।

এই দু একটি বাক্যেই ও জিয়ার মুল ভুমিকা ও তৎকালিন অবস্থা সবটাই অনুমান করা যায়।

বাড়ী ফেরত দেয়ার জিয়া কে?
যার বাড়ী সে নর্মালি ফেরত পাবে, এই বাড়ী তো সরকারি ভাবে অধিগ্রহন করা হয় নি।
হাসিনা আসার পরও বহুদিন বাড়ীর ধারকাছেও যেতে পারেনি।
জিয়া হত্যাকারিদের চিফ ও দখলদার, এতে স্পষ্টভাবে প্রমান হয়।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। তখনকার প্রেক্ষাপটে এই সাধারণ ব্যপার(বাবার বাড়ি সন্তানকে বুঝিয়ে দেয়া) টা দিয়েও জিয়ার মহত্বকে বোঝানো হয়...

২৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ও বেগম জিয়া সম্পর্কে আপনার যে ধারণা, এটা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সম্পর্কে আপনার সম্যক ধারণার অনুপস্হিতি প্রমাণ করছে অনেকভাবে। আপনি একা নন, কয়েক কোটী লোক এই সমস্যার মাঝে আছেন।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবার চিন্তাধারা এক হওয়ার কথাও নয়...

২৯| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রূপকথার গল্প ফাঁদলেন। জিয়া যদি এগুলো করেও থাকে তার পাপের তুলনায় নস্যি। শেখ হাসিনার জায়গায় আপনি হলে কী করতেন?

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিতার হত্যাকারীদের বিচার করতাম। তবে আজাইরা সব কিছুতে জিয়ার দোষ ও খালেদা জিয়ার পেছনে লাগতাম না...

৩০| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: এক চোখা পোষ্ট

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৩১| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১১

নীল আকাশ বলেছেন: আপনি কি ভুলে গেছেন ৮৬ বেইমান কাকে বলা হতো ? ৮৬ সালে নির্বাচনের আগে এরশাদের সাথে কে লং ড্রাইভ যেত ? ইতিহাস সাক্ষী দেবে। এই বেইমানে নাম ইতিহাসে পাতায় পাতায় লেখা আছে!

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। সব মনে আছে। গন্ধ বের হবে বেশী ঘাঁটলে...

৩২| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: কিছু মেধাবী আছে নিজেরে ছাড়া আর কাউকে ভালোবাসে না। নিজেরে ভালো রাখার জন্য যা-যা করা লাগে, ঠাণ্ডা মাথায় সেটাই করে। দিন শেষে এরা একা, একটা সময় এদের পাশে কেউ থাকে না।

৩৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী

ইহাই সত্য জিয়ার বাপের ও ক্ষমতা ছিল না ইন্দারা গান্ধির নির্দেশ অমান্য করার।

যে বঙ্গবন্ধু খালেদা-জিয়ার ঘর
ভাংগনের হাত থেকে রক্ষা করলেন
সেই খালেদা (বেখাজি) বঙ্গবন্ধুর
মৃত্যুদিবসে ভূয়া জন্মদিন পালন করেন।


ইহা যদি আপনার কাছে মুখরচক মনে হয় জানজুয়া কাহিনি আর বেশি মুখরোচক।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানজুয়া, মৃণাল কান্তি, ফালু সবই মুখরোচক কাহিনী...

৩৪| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

রিফাত হোসেন বলেছেন: নতুন কেউ হলে ভাল হয়... স্বপ্ন দেখি, যেভাবে প্রতিভোরেই দেখি। :)

সারা জীবন কেউ ক্ষমতায় থাকে না, থাকতে পারে না। জেনেও মানুষ, ইতিহাস থেকে শিখে না। :(

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই রাজনীতিবিদদের হাতে দেশ থাকলে স্বপ্ন আর পূরণ হবে না...

৩৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন: আপনার পোষ্টে এসে রুচি চলে গেল। দুর্গন্ধময় ডাস্টবিনের পাশে এমন অসস্তি অনুভব হয়! ঘৃনায় বের হয়



ওয়াক থুঃ

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ...

৩৬| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

পদ্মপুকুর বলেছেন: আমাদের স্বাধীনতা, স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এরশাদের সময়কাল পর্যন্ত ব্যাপক এবং নির্মোহ গবেষণা হওয়া প্রয়োজন। এক্ষেত্রে যত দ্রুত দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসা যাবে, তত দ্রুত গবেষণাটা সফল হবে। সত্য বের হবে। দুঃখজনক হলো, আমরা হয়তো কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বের হতে পারবো না।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। আমরা ইতিহাস পড়া শুরু করার আগেই দলীয় মনোভাব নিয়ে বসে থাকি। যে কারণে, অপ্রিয় সত্য সামনে এলে সেটাকে মিথ্যা বলে মনে হয়...

৩৭| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

একাল-সেকাল বলেছেন: বর্তমানে ক্ষমতাসীন রা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে জীবদ্দশায় রাজাকার বলে, সেই দেশে সাদা কালো নির্নয় করা সহজ হলেও প্রচার করা ততই কঠিন। বিতর্ক সময়ের হাতেই ছেড়ে দেয়া শ্রেয় !!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক সময় অপ্রিয় সত্য মেনে নিতে অনেকের কষ্ট হয়...

৩৮| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

বলেছেন: ঈদ শুভেচ্ছা ।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা...

৩৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১২

বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।ভাল লিখেছেন

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপরাজনীতি ও পারিবারিক রাজনীতির অবসান হোক। সুষ্ঠ গণতন্ত্র ও রাজনীতি ফেরত আসুক...

৪০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯

বলেছেন: সহমত

৪১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩১

পথিকের পাঁচালী বলেছেন: টক শোতে বিএনপির এরা কোলাব্যাঙের মত গলা ফুলিয়ে সব সময় যা বলে থাকে আপনার পোস্ট থেকে ভিন্ন কিছু নয়।শেখ হাসিনা দাগী আসামী কিংবা স্বাধীনতা বিরোধী রাজাকার কিংবা নিদেন তসলিমা নাসরিনের মত বিদেশে পলাতক হিসেবে ছিলেন না।জিয়াউর রহমান তাকে বাধা দেবার কে? শেখ হাসিনা কিভাবে দেশে এসেছেন চাঁদগাজী কিছুটা আলোকপাত করেছেন।
সাময়িক ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু আওয়ামীলীগ রহিত করে বাকশাল করেছেন। পরে আওয়ামীলীগ সিদ্বান্ত ননেয় তারা আওয়ামীলীগ করবে।।জিয়ার বদান্যতা কোথায়? জিয়া বহুদলীয় গণতন্ত্রের নামে রাজাকারদের পূনর্বাসিত করেছেন।
বাবার বাড়িতে শেখ হাসিনা উঠবেন সেটাইতো স্বাভাবিক। বরঞ্চ জিয়া নানা টালবাহানা করেছেন। এমনকি মিলাদ পড়তেও দেননি।
পক্ষান্তরে জিয়া বা খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধু কি করেছেন সে গুলো আপনার কাছে মূখরোচক মনে হলেও জিয়া আর খালেদা তাঁকে হত্যা,২১ শে আগস্ট গ্রেনেড হামলা আর ভূঁয়া জন্মদিন পালনের মাধ্যমে উত্তম প্রতিদান দিচ্ছেনন।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া বাকশাল বাতিল করেছেন। আর্মি থেকে এসে দেশ শাসন করেও সব রাজনৈতিক দলকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.