নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. অফিসে যাওয়ার জন্য পসিবল লাস্ট মোমেন্ট-এ ঘুম থেকে উঠি। সর্বোচ্চ ঘুমানোর জন্য এলার্ম ঐ হিসাব করে দেয়া। স্টাফ ক্যাম্পের কমন বাথরুমের ২/৩ টা বাদে সব গুলো বুক্ড। যেগুলো খালি আছে ওগুলোর কোনটাতে দরজার লক নেই, কোনটাতে শাওয়ার ভেঙে গিয়েছে। আমি শাওয়ার ও দরজা ঠিক আছে দেখে একটা বাথরুমে ঢুকলাম...
২. দরজা বন্ধ করতেই দেখলাম এনার্জি লাইট জ্বলছে না। কমন বাথরুমের সব লাইটের জন্য একটাই সুইচ। তার মানে এই লাইট নষ্ট হয়ে গিয়েছে। অন্ধকারে গোসল করা খুব ঝামেলা লাগে। তারপরও ম্যাকগাইভারের মত টোকা দিলাম লাইটের কভারে। দেখলাম টিম টিম করে জ্বলে উঠল। ভাবলাম টিউব লাইটের মত টিম টিম করতে করতে স্থির হবে। কিন্তু এটা টিম টিম করেই চলেছে...
৩. টিউব লাইট অথবা এনার্জি লাইট অন্ধকার রুমে টিম টিম করলে চোখে সমস্যা হয়। চোখ খোলা রাখলে ব্যথা হয়। কারণ, লাইটের আলো আসা যাওয়ার সাথে চোখের পাতারও একটা উঠা নামা হয়। সুইচ না থাকাতে এবার লাইট বন্ধ করতে পারছি না। বন্ধ হয়ে যাওয়ার আশায় ম্যাকগাইভারের মত আবারও টোকা দিলাম লাইটের কভারে। কিন্তু সেটা বন্ধ হয়নি। কী আর করা। কিছুক্ষণ চোখ বন্ধ ও কিছুক্ষণ খোলা রেখে গোসল চালিয়ে গেলাম...
৪. কোন রকমে গোসল শেষ করলাম। চোখ খোলা ও বন্ধ রেখে রেখে লুঙ্গিও ধোয়া শেষ করলাম। টাওয়েল কাঁধে নিলাম। ধোয়া লুঙ্গি ও সাবান হাতে নিয়ে বের হতে যাব এমন সময় লাইটের টিম টিম বন্ধ হল। লাইট স্থির। সব ফকফকা! কিছুক্ষণ লাইটের দিকে তাকিয়ে রইলাম ম্যাকগাইভারের মত। সেন্ডেল পরলাম। দরজা খুললাম। রুমের দিকে চলে গেলাম রেডি হওয়ার জন্য...
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...
২| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ওমেরা বলেছেন: আমি হলে আরেকটা টোকা দিয়ে লাইট অফ করে আসতাম ।
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব সময় টোকাতে কাজ হয় না!
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
অর্থনীতিবিদ বলেছেন: কপাল খারাপ হলে যা হয় আরকি।
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তবে বেশীর ভাগ সময় কেন যেন এমনটাই হয় সবার সাথে!
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০২
বিজন রয় বলেছেন: একবারে ছবিসহ পোস্ট।
কারনে অকারনে এমন হয়।
কাকতাল।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবি সংগৃহীত। বোঝানোর জন্য। মন্তব্যর জন্য ধন্যবাদ...
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছাপোষা মানুষের জীবন কাহিনী।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। ধন্যবাদ...
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০০
চাঙ্কু বলেছেন: আফসুসিত জেবন!
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...
৭| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে বাথ্রুমের ছবি দিলেন, এটা তো পরিষ্কার, ফকফকা। সুই পরলেও ওঠানো যায়।
লেখা ভালো লাগলেও বিচার মানতে পারলাম না। তালগাছ আপনিও নেন।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা সংগৃহীত ছবি। মধ্যপ্রাচ্যে পোর্টেবল বাথরুমগুলোতে কোন ভ্যান্ডিলেটর থাকে না। তাই দরজা বন্ধ করলেই সব অন্ধকার হয়ে যায়। দেখি সময় থাকলে আসল ছবি দিব...
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
স্টাফ ক্যাম্প?
আর্মিতে যোগ দিলেন নাকি বস?
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে তো সব লেবার ক্যাম্প। তবে সুবিধার দিক দিয়ে কিছু বিল্ডিং আছে জেনারেল লেবারদের জন্য আর কিছু আছে অফিসিয়াল স্টাফদের জন্য...
৯| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: বিচার মানি তালগাছ আপনার
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহা! ধন্যবাদ...
১০| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬
সিগন্যাস বলেছেন: ম্যাকগাইভার কি অন্ধকার বাথরুমে গোসল করতো?
২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: না। তবে হঠাৎ লাইট বন্ধ হয়ে গেলে ম্যাকগাইভারকেও টোকা দিতে হত...
১১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: মাঝে মাঝে এরকম হয়।
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। কিন্তু মজার বিষয় হল পুরো সময় কেন ঠিক হয় না। যখন আর দরকার হয় না তখনই ঠিক হয়ে যায়...
১২| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: বাত্তি কেডা আবিস্কার করছে ?
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উইকিপিডিয়া দেখতে হবে...
১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: হা হা হা
২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
স্বপ্ন কুহক বলেছেন: প্রয়োজনে কাজে আসে না যা
পড়লাম গতিশীল লেখা