নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ছাদে মাল নাই...

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯



১. নানার বাড়ি বিশ্বরোডের পাশাপাশি। মানে কয়েক জমি পরেই। কাছারি(এখন নেই) থেকে দেখা যেত রাস্তা। বাসে সর্বশেষ যে স্পট থেকে কাছারি দেখা যেত তখনই মনটা খুশীতে ভরে যেত। নানার বাড়িতে সমবয়সী ছেলেদের একটা সুপ্ত প্রতিভা ছিল। তা হলো সময়, বাসের রঙ ও হর্ণ বুঝে কোন বাস আসছে তা বলে দেয়া (সাধারণত কোন ছোট স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় দূর পাল্লার বাস হর্ণ দেয়)। অনেক সময় অঘোষিত প্রতিযোগীতাও হয়ে যেত! কিছু মিলত, কিছু মিলত না! তাদের চোখের সামনে দিয়ে প্রতিদিন বাস আসা যাওয়া করাতে তাদের এই অভিজ্ঞতা।

২. আমি শহর থেকে গেলে তাদের সাথেই সময় পার হত। তখনও ক্রিকেট জনপ্রিয়তা পায়নি। তাই কাছারির সামনে গাছের নীচে বসেই আড্ডাবাজি চলত। তার মধ্যে এই বাস-এর নাম বলার খেলা। কিছু বাস যাদের ব্র্যান্ড নেই তাদের তারা বলে লোক্কা(লোকাল থেকে লোক্কা), কিছু বাসের ছাদ নেই, তারা বলে 'ছাদে মাল নাই'। এসব অবশ্য অন্য অঞ্চলেও প্রচলিত...

৩. ৫/৬ দিনের ছুটিতে আমিও তাদের সাথে মিলে যাই। যখন একজন একটা বাসের নাম বলে তখন অন্যজন বলে, এটা না অন্য বাস আসছে। ঠিক হলে গর্বিত মুখ, না হলে পরের হর্ন এর জন্য অপেক্ষা! একটা বাস যাচ্ছিল যার ছাদ ছিল না। আমি বলে ওঠলাম, 'ছাদে মাল নাই'। তখনই দুর্ভাগ্যক্রমে ছোট খালু আমাদের পাশে দাঁড়ানো। তিনি হাসি মুখে আমার দিকে তাকালেন। আমি উনাকে হেসে বললাম, আপনাকে না, বাসকে বলেছি। ছোট খালুর মাথায় টাক ছিল... =p~ =p~ =p~

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

তারেক ফাহিম বলেছেন: রাজিব ভাই'র স্টাইলী লেখা B-)

খালুও একসময় এই খেলা খেলছিলো তাই হয়ত কিছু বলে নি।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হতেও পারে। রাজীন নূরের স্টাইল সম্পূর্ণ আলাদা। উনার শিরোনামের সাথে লেখার মিল থাকে না...

২| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ মজার অভিজ্ঞতা। আমার এক বড় ভাইয়ের মাথার উপরে টাক আর সাইডে অল্প কিছু চুল ছিল, ওনাকে ছাদ খালি বাম্পারে ভিড় বলে ক্ষেপাতাম।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা আরো পিচ্চি থাকতে এক পাড়ার আংকেলকে ডাব্বু ডাকতাম আড়াল থেকে... :)

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এই না হলে তালগাছ ভাই। ছাদে মাল নাই। হা হা হা। :)

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাইমিং টা সেই রকম ছিল... =p~

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


প্রতিদিনের যাপিত জীবনের মাঝেও অনেক ফান লুকিয়ে থাকে

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদম ঠিক বলেছেন। জীবন যুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিনয় করি ও ফান করি যা ক্যামেরার ফ্রেমে গেলে মাস্টারপিস হতে পারে!

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাদে মাল নাই =p~ =p~

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন প্রজন্মের জন্য উপদেশ - ছাদে মাল নাই বললে বুঝতে হবে টাক মাথা অথবা ছাদ বিহীন বাসের কথা বলা হচ্ছে... B-)

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: ছবিটা খুব সুন্দর। পোস্টে প্লাস। + +
লেখাটা পড়ে নিজের শৈশবের কথা মনে পড়লো। আমরা কাজিনরা মিলেও একই না হলেও একই ধরণের খেলা খেলতাম।
আর শেষে এসে হাল্কা "ফান" টুকু বেশ উপভোগ করলাম।
প্রতিদিনের যাপিত জীবনের মাঝেও অনেক ফান লুকিয়ে থাকে - কি সুন্দর একটা মন্তব্য এখানে রেখে গেছেন ব্লগার চাঁদগাজী সাহেব। এ চমৎকার মন্তব্যটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। +
আর গিয়াস উদ্দিন লিটন এর মন্তব্যটাও ভাল লেগেছে। +

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সবার শৈশবেই কিছু সুখের স্মৃতি জমা আছে...

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২২

চাঙ্কু বলেছেন: ছাদে মাল নাই =p~ =p~

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক ঢিলে দুই পাখি... =p~ =p~ =p~

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




ছাদেও নেই মাল
আপনার তালগাছেও নেই তাল।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা মন্দ নয় ছন্দ... :D

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:


কমেন্ট পইড়া সেইরাম মজা পাইলাম।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: কিছু লোভী মানু‌ষের ‌লো‌ভের কার‌ণে বিপন্ন হয় অামা‌দের অানন্দ, অামা‌দের স্বপ্ন, অামা‌দের বেঁ‌চে থাকা।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতীব সত্য কথা...

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: যারা টাকলা তাদেরকে আমরা ছোটবেলায় ছাদে মাল নাই বলতাম

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। আমি এটা জেনেছি গ্রামে গিয়ে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.