নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আম্মা বলেছিল কান্না করবে না...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

১. বাবার মৃত্যুর পর তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে কিছুদিন বসে দেনা পাওনা শোধ করে ব্যবসা বন্ধ করে দিই। উদ্দেশ্য দেশের বাইরে যাওয়া। পরিবারকে শহরে রাখতে হবে। কারণ গ্রামে আমাদের বাড়ি নেই। বড় বোনের বিয়ে বাকী আর ছোট ভাই সবে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। আমার তখনো মাস্টার্স বাকী। শক্তিশালী মামা চাচা নেই বলে সহসা চাকুরিও পাওয়া যাবে না। তাই দুই মামা ও এক খালু সৌদি আরবে থাকাতে তাদেরকেই বলা হল আমার মাস্টার্স, লেখালেখি ও তারুণ্য কোরবানী দিতে হবে বিদেশ গিয়ে...

২. আমার আম্মা গ্রাম থেকে উঠে আসা শহুরে। বিয়ের পর শহুরে হন। কিন্তু মন একদম নরম। যে কোন পরিস্থিতিতে চোখে পানি আসে তাঁর। পাশের বাসার ভাড়াটিয়া দীর্ঘদিন পর চলে গেলেও কান্না করেন, ছোট ভাই বিদেশ গেলেও কান্না করেন, আর আমার বাবা মারা যাওয়ার পর কান্নার কথাতো বলাই বাহুল্য। আমার কান্না খুব কম আসে। বাবার মৃত্যুর পর খুবই সামান্য কেঁদেছিলাম। আমি আম্মার সাথে ফ্রি ছিলাম। বলেছিলাম, আমি বিদেশ যাওয়ার সময় যেন অন্য মায়েদের মত আপনার কান্না না দেখি। আমার আম্মা হেসে হেসে বলেছিল, 'জ্বি না, আমি কান্না করব না'...

৩. পাসপোর্ট, ভিসা, টিকেট হয়ে গেল। চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে ফ্লাইট। ট্রেনে করে যাব। তাই বাসা থেকেই আম্মার কাছ থেকে বিদায় নিতে হবে। ব্যাগ নিয়ে ছোট ভাই নেমে গেল। আমার ছোট চাচা বাসায় ছিল বিদায় জানাতে। আমি খুব দ্রুত ছোট চাচা ও আম্মাকে সালাম করে 'যাচ্ছি' বলে নীচে নামতে থাকি। আম্মার দিকে তাকাইনি। আম্মা ডাক দিলেন। আমি তাকালাম। আম্মা হঠাৎ করে হাউ মাউ করে কেঁদে দিল। আমি তবুও নীচে যেতে চাইছিলাম। ছোট চাচা ধমক দিলেন, 'দাঁড়াও, এদিকে আস' আমি পেছন ফিরে আম্মার দিকে তাকাতে পারছিলাম না। আপাও কান্না করছিল আম্মার সাথে। আমি কিছু একটা বলে নীচে চলে গেলাম। আম্মা তাঁর কথা রাখেননি। উনি ঠিকই কেঁদেছিলেন...

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


গ্রাম বাংলার মানুষ, সব সময় সবাই একত্রে থাকতে অভ্যস্ত

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার জন্ম শহরে। তবুও আমার খুব হোম সিকনেস। এর আগেও ভালো চাকুরি রেখে দেশে চলে গিয়েছিলাম এক বার...

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ কথা না রাখা্ও যে সূখের!

মায়ের অমন অশ্রুতে আশীর্বাদ মিশে থাকে - - -
যাদের মা আছেন, তারা কত ভাগ্যবান কল্পনা্ও করতে পারছেন না হয়তো
ইয়াতিম হয়ে বুঝেছি মাতৃহীনতার শুন্যতা আকাশের চেয়ে কত বিশাল :((

সকল মায়েদের জন্য শুভকামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাইকে সময় থাকতেই বাবা মাকে ভালোবাসতে হবে। এই সম্পদ চলে গেলে আর ফেরত আসবে না...

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মায়েরা তো কাঁদবেই।
আমরা ছেলেরা বড্ড বেয়াড়া, মায়ের কদর বুঝি না।:(

না মায়ের না দেশ মায়ের!!!! বুক ফুলে ঘুষ খাই, দুর্নীতি করে বেড়াই....:(

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। সময় থাকতে মায়েদের ভালোবাসা, সম্মান দিতে হবে...

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মা‌য়েরা তো এমনই। উনারা কাঁ‌দেন সন্তা‌নের মমতায়। তা‌দের চো‌খের পা‌নির দাম অসামান্য। সেই পা‌নি ভা‌লোবাসার, পরম মমতার। মা‌য়ের প্র‌তি শ্রদ্ধা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি চেয়েছিলাম যেন আমার সামনে না কাঁদেন...

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: মায়ের মমতার তুলনা নাই, একটু চোখের আড়ালে গেলেই তারা অন্তর থেকে কাঁদে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু সন্তানরা তবুও মা-কে ভুল বুঝে...

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



মায়ের সাথে সন্তানের এমন একটি বন্ধন যে তাকে নিয়েই মায়ের পুরো দুনিয়া। কী করলে সন্তানের ভালো হবে তাই নিয়ে তার সব চিন্তা। তাই যেকোনো কাজে মা সন্তানকে সবার আগে উৎসাহ দিয়ে থাকে। কারণ মা জানেন যখন তার সন্তান সেই কাজটিতে বিজয়ী হবে তখন তার চেয়ে খুশি আর কেউ হতে পারবেনা। সন্তানের হাসিমাখা মুখটিই যেন মায়ের কাছে তপ্ত রোদে এক পশলা বৃষ্টি।

মানুষের মুখ দেখে জোত্যিষী ভুল বললেও সন্তানের মুখ দেখে মা কখনো ভুল বলতে পারেন না। মেয়ের এই অপার এক ক্ষমতা আছে। যাতে তিনি না বলেই বুঝে যান সন্তানের মনে কী চলছে। মাকে সে কি বলতে চায় নয়তো মায়ের কাছে সে কি লুকাতে চাচ্ছে। শত কষ্ট হলেও মা তার সন্তানের সেই আবদার রাখে। আর সন্তানের সেই ভালোবাসা মাখা মা ডাক মায়ের কাছে যেন মধুর থেকেও মধুর হয়ে যায়। এই ভাবেই মায়ের সাথে সন্তানের সম্পর্ক সুন্দর আর ভালোবাসা পূর্ণ হয়ে ওঠে।

মায়ের কান্না সন্তানের জন্য আশীর্বাদ; আপনার আম্মাও আপনার জন্য তাই করেছেন ৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মা কী সম্পদ তা বোঝা যায় বিদেশ গেলে অথবা দূরে থাকলে...

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার ,





মা'য়েরা অমনই হয় ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি! যদিও আমি আশা করেছিলাম উনি আমার সামনে কাঁদবেন না...

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

নতুন বলেছেন: দেশের বাইরে পড়তে যাবার পেছনে মায়ের উতসাহ ছিলো বেশি... বাবা তেমন রাজি ছিলেন না।

যেদিন ফ্লাই করবো বাড়ী থেকে বের হবার সময় মা কাদছিলো আর বলতেছিলো যে এতো কস্ট হবে জানলে বিদেশে যাইতে দিতাম না। :(

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ এক অন্য রকম সম্পর্ক। কিছু দিয়েই পরিমাপ করা যাবে না...

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

আখেনাটেন বলেছেন: আর আমি যখন প্রথম দেশের বাইরে পড়াশুনার জন্য যাই তখন আমার প্রাণপ্রিয় মা আর নেই...। থাকলে নিশ্চয় আপনার মতোই...।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই খারাপ লাগল শুনে। আমাদের প্রচলিত সমাজ ও বয়স অনুযায়ী বাবাকে আমরা আগে হারাই। তাই মা-কে ঘিরে আরো অনেকদিন আমরা জীবন কাটিয়ে দেই। আপনার ক্ষেত্রে তা হয়নি। সবই আল্লাহর ইচ্ছা। ভালো থাকবেন...

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: সসব মায়েদেরই একই অনুভূতি। সন্তান যখন চলে যায় তার চোখের অশ্রুর সাথে আর কিছুর তুলনাই যেনো হয় না

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদম ঠিক বলেছেন...

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫১

রাকু হাসান বলেছেন: আহ কি মুহূর্ত । আমাদের মা বলে কথা । আবেগঘন মুহুর্তে ছিলাম অল্প সময়ের জন্য ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

সৈয়দ ইসলাম বলেছেন:

আপনার এই লেখাটি আমায় কিছুক্ষণের জন্য মায়ের কথা স্বরণ করিয়ে দিল। মজার বিষয় হচ্ছে, অফিস থেকে এই মাত্র বেরিয়ে আসলাম। অফিস থেকে বেরিয়েই দেশের বাড়িতে কল দিয়ে মায়ের সাথে কথা বললাম। ওরা সবে নাস্তা সেরেছে। কথা বললাম দীর্ঘক্ষণ। মায়ের সাথে কথা শেষ করেই ব্লগে আসলাম। আর এসেই আপনার এই পোস্ট।

শুভকামনা ও স্বার্থহীন ভালবাসা সকল মায়ের জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যর জন্য...

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন। দারুন আবেগময় লেখা।
ঈদের দিন মায়ের সাথে কঠিন ঝগড়া করলাম। কতদিন হয়ে গেল এখনও মার সাথে কথা হয়নি। মাও ডাকে না, আমিও যাই না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা মোটেও ঠিক হয়নি। অবশ্যই তাঁর সাথে কথা বলে মন ঠিক করে দিবেন...

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫০

মাহমুদুর রহমান বলেছেন: মায়েরা এমনি হয়।উনাকে আমার সালাম জানাবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২২

বলেছেন: আপনি আসলে একজন বাস্তব বাদী লেখক।
ভালোবাসা নিবেন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.