নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ধরুন আপনি 'ক'। 'খ' আর 'গ' আপনার বন্ধু। আপনারা ৩ জনই বন্ধু। কিন্তু 'খ' আর 'গ'-এর মধ্যে একটু দ্বন্দ্ব আছে যা তারা সামনাসামনি প্রকাশ করে না। কিন্তু আপনি জানেন সেটা। 'খ' ও 'গ' একে অন্যের বিরুদ্ধে অবলীলায় আপনার কাছে বলে। কারণ, তারা জানে এই কথা আপনি প্রকাশ করে দিয়ে তাদের মধ্যে ঝামেলা পাকাবেন না। তারা আপনাকে বিশ্বাস করে কারণ, আপনি ভাল মানুষ। 'খ' আর 'গ' এর বন্ধুত্বও নষ্ট হয় না আপনার কারণে...
২. আমাদের দেশে রুমগুলোতে এখনো লকার সিস্টেম নেই। কেউ বাইরে থেকে আসলে ভেতর থেকেই খুলে দিতে হয়। বাইরে রুমের চাবি সবার কাছে থাকে। ধরুন আপনি মাঝে মাঝে দেরী করে রুমে ফিরেন আর তখন আপনার রুমমেট ঘুমে থাকে। কিংবা আপনার রুমমেট ঘুমে থাকার সময়ই আপনাকে ডিউটিতে যেতে হয়। এখন আপনার রুমমেট যদি ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, আপনি কখন এলেন বা কখন গেলেন তাহলে আপনি ভাল মানুষ। কারণ, আপনি তার কথা চিন্তা করে দরজা আস্তে খুলেন। লাইট না জ্বালিয়ে কাপড় চেঞ্জ করেন...
৩. আপনার মা ও আপনার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। কেউ কারো ছায়াও দেখতে পারে না। কিন্তু আপনার মা আপনাকে বলে না, বউ'র হয়ে গিয়েছেন কিংবা আপনার স্ত্রী আপনাকে বলে না মায়ের জন্য বউকে ভালো বাসে না। আপনার মা এখনো আপনাকে আগের মতই ভালোবাসে আর আপনার স্ত্রীও আপনাকে স্বামীর মতই প্রাণ দিয়ে ভালোবাসে। তাহলে বুঝে নিতে হবে আপনি ভাল লোক। আমাদের সমাজে দুই দিক রক্ষা করে অনেকেই চলতে পারে না। প্রায়ই দেখা যায়, মায়ের প্রতি ঝুঁকতে গিয়ে স্ত্রীর সাথে সমস্যা হয় কিংবা স্ত্রীর প্রতি ঝুঁকতে গিয়ে মায়ের সাথে সমস্যা হয়। যদি মা ও স্ত্রী দুজনই আপনার উপর রাগ না করে থাকেন তাহলে আপনি ঠিক পথেই আছেন...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ...
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
ভালো মানুষ হলেন, যেজন পরিবার থেকে শুরু করে, নিজের সার্কেল, সমাজ, জাতি ও বিশ্বের জন্য ভালো কিছু করার চেষ্টা অব্যাহত রেখেছেন
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন...
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
ঢাবিয়ান বলেছেন: এগুলো আসলে কমন্সেন্স যা বাঙ্গালীর মধ্যে তীব্রভাবে অনুপস্থিত।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বাংলাদেশীদের ভয় পাই। তাদের সিভিক সেন্স খুবই নিম্ন মানের...
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
রাকু হাসান বলেছেন: তাহলে আমিও ভালো মানুষ আমার রুমমেটও ভালো মানুষ । চাঁদগাজী স্যারের মন্তব্যে লাইক দিলাম ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাইকে চেষ্টা করতে হবে...
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
স্রাঞ্জি সে বলেছেন:
শেষমেশ রাজীব ভাইয়ে স্টাইল ধরলেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনামের সাথে লেখার মিল নেই নাকি?? রাজনীতি নিয়ে লিখতে লিখতে ক্লান্ত...
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুম ভালোতো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজে ভালো তো জগৎ ভালো...
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
নিউজপ্রিন্ট বলেছেন: বাংলাদেশে বউ শাশুড়ি লেগে থাকে সারা জীবনের জন্য তার চেয়ে ভালো প্রথম দিনে দুই জনকে ষ্টেডিয়ামে নিয়ে ছেড়ে দেওয়া “বাঁচলে গাজী মরলে শহীদ”
ইদানিং জামাই শাশুড়ি ও দন্দ্ভ হচ্ছে “মেয়ে বিয়ে দিয়ে ঘরে নিয়ে বসে থাকে, আর জামাই শশুর বাড়ী ডিওটি দেয় - এখানেও এক কাজই করা উচিত শাশুড়ীকে আর জামাইকে ফাইট করতে দিতে হবে কথার মার প্যাচ আর কতো কাল চলবে এখন হাতাহাতি হতে হবে, সংসদে বিল পাশ করে আইন করে নিতে হবে। ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জামাই শাশুড়ির চেয়ে বউ শাশুড়ি এখন মহামারী আকারে আছে...
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
পদ্মপুকুর বলেছেন: অভিজ্ঞতার আলোকে..... কোনটা? তিন নম্বরটা না কি এক নম্বরটা?
ভালো বিষয় তুলে এনেছেন। তবে মানুষের আসলে অনেকগুলো ইন্টারফেস থাকে। একটা ইন্টারফেসে যদি সে ভালো হয়, অন্য আরেকটা ইন্টারফেসে সে ভালো নাও হতে পারে। দেখা গেলো, যে বন্ধু হিসেবে খুব ভালো, সেই একইজন আবার রুমমেট হিসেবে খুবই খারাপ (অভিজ্ঞতার আলোকে বললাম)।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিন টাই! আফটার অল অভিজ্ঞতার আলোকে...
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
নিউজপ্রিন্ট বলেছেন: বাংলাদেশে বউ শাশুড়ি লেগে থাকে সারা জীবনের জন্য তার চেয়ে ভালো প্রথম দিনে দুই জনকে ষ্টেডিয়ামে নিয়ে ছেড়ে দেওয়া “বাঁচলে গাজী মরলে শহীদ” - যেকোনো একজন বাঁচুক । দুইজন মিলে পুরো পরিবার ধ্বংস করবে তা হয়না, বাংলাদেশে কয়েকটি শ্রেণী আছে যাদের বউ সোজা মা ও সোজা, কারণ মাইরের উপর ঔষধ নাই ।
১। রিক্সা সিএনজি বাস ট্রাক চালক
২। তালেবুল আলেম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত রূঢ় না হয়ে ভালোবাসা দিয়ে বুঝিয়ে লাইনে রাখতে হবে...
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২
নিউজপ্রিন্ট বলেছেন: আমাদের কাছে এই ধরনের মামলা প্রতিদিনের আমি মাঝে মাঝে মজা করি - বউ তো মা না, আর মা তো বউ না তখন সবার মুখে চুন কালী পরে, বেত্তমিজ সব দেশে বসবাস করে ভদ্রবেশে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সমাজে বউ আর মা-রা নিজ নিজ অবস্থানে চিন্তা করে না। ইসলামিক ভাবে স্ত্রী যে শাশুড়ির খেদমত করতে বা শশুর বাড়িতে থাকতে বাধ্য না - এই কথাটাই সমাজ এখনও হজম করতে পারছে না।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
নিউজপ্রিন্ট বলেছেন: আমার একটি লেখাতে অংশগ্রহনের জন্য অনুরোধ করছি সবেইকে ।
http://www.somewhereinblog.net/blog/newsprint/30254303
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
প্রামানিক বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
আখেনাটেন বলেছেন: ভালো মানুষ তারাই যারা নিজের ক্ষতি হবে কিংবা লাভ হবে না জেনেও অন্যের জন্য, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। আর এর জন্য পারিবারিক মূল্যবোধটা শক্ত হওয়া চাই। কারণ এ জিনিস শিশু অবস্থায় পরিবার থেকেই গ্রোথিত হয় শিশুর মস্তিষ্কে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটার চেষ্টা করতে হবে সবাইকে। সন্তানরা শিখবে তো বাবা মা থেকেই...
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৭
ওমেরা বলেছেন: যখন কোন মানুষের খারাপ আচরন দেখি তখন মনে আমি অনেক ভাল , আবার যখন মানুষের ভাল আচরন দেখি তখন মনে হয় আমি খারাপ। পরিপূর্ণ ভাল মানুষ হওয়া আসলেই কঠিন ।
তবে তিন নাম্বার পুরুষ মানুষদের জন্য একটা বড় সমস্য এই জায়গাটাতে ওদেরকে আমার খুব অসহায় মনে হয় । মাকে খুশী করতে গেলে বউ বেজার আবার বউকে খুশী করতে গেলে মা বেজার ———- আহারে বেচার মাঝখানে পরে নাজুক অবস্থা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা যদি এখনকার মা আর স্ত্রীরা বুঝত...
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা জানি, এই কনফিডেন্স থাকা খারাপ না...
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
কে ত ন বলেছেন: আমি ভাল না মন্দ সেটা আমার জানা কেন প্রয়োজন? অন্যে জানলেই তো চলে।
আপনাকে বড় বলে বড় সে নয়
লোকে যারে বর বলে বড় সে হয়
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু আচরণে, স্বভাবে নিজেকে যাচাই করতে হবে। অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে হবে। তাহলে সব ঠিক থাকবে...
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: যারা আশেপাশের সবার চিন্তা করেন, তারাই ভালো মানুষ।
এমন কিছু মানুষের সাথে চলাফেরার অভিজ্ঞতা আছে, যাদের মন ভালো। অন্যকে নিয়ে চিন্তাও করে। তবুও সবার মন রক্ষা করে চলতে পারেন না। তাদের ভান-ভণিতা, জ্বি-জ্বি করার অভ্যাস কম। তাই আশেপাশের অনেকেই তাদের ভালোবাসে না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক পর্যবেক্ষণ...
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
মনিরা সুলতানা বলেছেন: আখেনাটেন বলেছেন: ভালো মানুষ তারাই যারা নিজের ক্ষতি হবে কিংবা লাভ হবে না জেনেও অন্যের জন্য, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। আর এর জন্য পারিবারিক মূল্যবোধটা শক্ত হওয়া চাই। কারণ এ জিনিস শিশু অবস্থায় পরিবার থেকেই গ্রোথিত হয় শিশুর মস্তিষ্কে।
বক্তব্যের সাথে একমত !!
আপনার লেখা ভালো লেগেছে
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
আঁধার রাত বলেছেন: তাহলে আমি ভাল মানুষ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: keep it up...
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
লায়নহার্ট বলেছেন: {সঠিক। একটা সিরিজ লেখা ট্রাই করবেন? আমরা এসব জানি, তবুও পড়তে ভালো লাগে, মনে থাকে!}
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝে জীবনের ছোট ছোট অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানা যায়। ঠিকই বলেছেন, আমরা এসব জানি, তবে প্রয়োগ করি না। আবার পড়তেও ভালো লাগে...
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: হুম ভাই। ঠিক বলেছেন। তবে ৩ নাম্বারটা খুব জটিল একটা বিষয়। এই বিষয়টা কেউ সহজে ঠিক রাখতে পারে না। ভাল লিখেছেন। আমার জন্য শুভ কামনা জানাবেন। +++
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল থাকবেন...
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১
মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ রাত্রি , ভাল থাকবেন৷
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১
ইব্রাহীম আই কে বলেছেন: আমি ১ এর ক
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিঃসন্দেহে ভালো মানুষ!...
২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২২
ল বলেছেন: কিছু বিস্মৃতির হাসি হাসলাম।
ভালো লাগা
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।ভালো লেগেছে।