নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার প্রায় সময়ই কৌতুহল জাগে ঘুষখোর, দুর্নীতিবাজদের পরিবারের সদস্যদের কেমন প্রতিক্রিয়া হয় যখন তাদের কর্তার নামে কোন অভিযোগ প্রকাশ পায়? এ নিয়ে কয়েকবার ব্লগেও লিখেছি। আপনাদের কোন পরিচিত যখন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে সংবাদ শিরোনাম হন দুর্নীতি বা ঘুষের কারণে তখন তাদের পরিবারের সদস্য(স্ত্রী, পুত্র, কন্যা বা অন্য সদস্য)-দের কেমন প্রতিক্রিয়া দেখেছেন একটু শেয়ার করবেন...
২. কয়েক বছর আগে জনৈক মন্ত্রী সম্ভবত 'তিতাস গ্যাস'-এর এমডি'র কাছে তিতাসে কর্মরত ১০ জন সৎ লোকের নাম চেয়েছিলেন। কিন্তু তিনি তা দিতে পারেননি। এ নিয়ে সংবাদও হয়েছিল তখন। অর্থাৎ, তিতাস, ওয়াসা, রাজউক, ডেসকো, কাস্টমস-এ কাজ করা মানেই অসৎ হতে হবে। এখন তো ব্যপারটা তাই দাঁড়িয়েছে। ওপন সিক্রেট। গত ২০ বছরে এত এত রিপোর্ট প্রকাশের পরও কি ঘুষ কমেছে? দুর্নীতি কমেছে? কমেনি বরং আরো বেড়েছে...
৩. তাহলে বোঝা যাচ্ছে যারা ছোট বেলায় এগুলো করতে হবে ভেবে লজ্জা পেত বা শপথ নিত এগুলো করবে না তারা বড় হয়ে ঠিকই এগুলো করছে। ২০ বছর আগের যে তরুণ সৎ, নীতিবান ছিল সে পদে গিয়েই অসৎ হয়ে যাচ্ছে। কোন চেষ্টাই করছে না সিস্টেম বদলানোর। চাঁদগাজীর ভাষায় অনেক পরিশ্রম করে কষ্ট করে বিসিএস দিয়ে পাস করে এরা হয় দুর্নীতিবাজ আর চোর...
৪. প্রথম পয়েন্টে আসি। এখন মিডিয়া অনেক শক্তিশালী। আগের মত শুধু পত্রিকাতে ছাপা হলেই ঘটনা শেষ হয়ে যায় না। সোশাল মিডিয়াতে ঘুরতে থাকে। সেই সব দুর্নীতিবাজদের স্ত্রী, সন্তান দের ফেসবুক, হোয়াটসঅ্যাপ-এ যদি এসব খবর যায় তাহলে তাদের ভালো লাগার কথা নয়। স্কুল, কলেজে, এলাকাতেও বদনামের ভাগীদার হতে হয়। তাদের বিয়ে দিতেও কষ্ট হয়ে যাবে। ক্লাস-এ গিয়ে ছেলে/মেয়ে যদি ব্ল্যাকবোর্ডে 'শিরোনাম'-এর মত লেখা দেখে তাহলে লজ্জাই পেতে হবে...
৫. এই ব্লগের যদি একজন পাঠকও ভবিষ্যতে ঘুষখোর, দুর্নীতিবাজ হওয়ার মত অবস্থানে চলে যান, তাহলে যেন নিজের সন্তান বা পরিবারের কথা মাথায় রাখেন। আপনার কারণে তাদেরকেও অপমানিত হতে হবে। অন্তত এই লেখাটার কথা মাথায় রাখবেন...
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent writing
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০
নীল আকাশ বলেছেন: এত চিন্তা করেন কেন?
এদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংল্যান্ড আমেরিকায় পড়তে যায় আর আমরা আম জনতা এদের দূর্নীতি নিয়ে হাউকাউ করি।
আজ পর্যন্ত কিছু হয়েছে.......????
দেশ টা পঁচে গেছে রে ভাই, অনেক আগেই পঁচে গেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুই হয়নি। এরা কেন যেন প্রজন্ম থেকে প্রজন্ম এই লজ্জা নিয়েই বড় হচ্ছে। হয়ত তারাও লোভী হয়ে গিয়েছে তাই পিতার দুর্নীতি নিয়ে মাথা ঘামায় না...
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১
মেমননীয় বলেছেন: পরিবারের সদস্য(স্ত্রী, পুত্র, কন্যা বা অন্য সদস্য)-দের কেমন প্রতিক্রিয়া দেখেছেন একটু শেয়ার করবেন..!?
আপনার কি মনে হয় পরিবারের সদস্যরা তাদের কৃতকর্মের খরব জানেন না!
শুধু পরিবার না পাড়া-প্রতিবেশীরাও জানে!
যে খবর সবাই জানে, সে খবরে আর কি প্রতিক্রিয়া আশা করা যায়?
প্রতিক্রিয়া দেখতে বা জানতে চাওয়াটাই বোকামি!
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা আমাদের দিক থেকে ভাবি বলেই এমনটা মনে হয়। আসলে সন্তানরাও লোভী হয়ে গিয়েছে। তাই এসব নিয়ে কথা বলে না...
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
নীল আকাশ বলেছেন: লজ্জাই এদের ভুষন। এদের তো আম জনতার সাথে মিশতে হয় না। লজ্জা দিবে কারা ? যারা লজ্জা দিবে তারা নিজেরাই তো লজ্জা আছে.............
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। এদের আশে পাশে যারা থাকে তারাও একই প্রজাতির। তাই তাদের লজ্জা দেয়ার কেউ নেই...
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
আবু মুহাম্মদ বলেছেন: লজ্জা দিয়ে তো আর বিদেশে বাড়ি কেনা যাবে না, শহরে ভাল গাড়ি হাকানো যাবে না। তাই লজ্জা চুলায় যাক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের উঠা বসাও লজ্জাহীনদের সাথেই...
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১
আখেনাটেন বলেছেন: অনিয়ম দীর্ঘদিন থেকে চলে আসায় তা নিয়মে পরিণত হয়েছে অনেকের কাছে। তাই এখন আর এগুলো ভাবায় না মানুষকে। মূল্যবোধের চূড়ান্ত অবলোপন ঘটেছে পরিবারে, সমাজে।
আর এর জন্য দেশের শিক্ষা ব্যবস্থাও বহুলাংশে দায়ী।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। এখন আর এসব খবরে তেমন আলোড়ন হয় না। কদিন পরই আরেকটা বিষয় নিয়ে সবাই মেতে উঠবে। তারপর এটা সবাই ভুলে যাবে। সমাজের অবক্ষয় হয়ে গিয়েছে। কয়েক বছর আগে 'বনের রাজা' নামে পরিচিতি পাওয়া প্রধান বন পরিদর্শকের ঘরে চালের ড্রামে এত টাকা পেল তার এখনও শাস্তি হয়েছে বলে শুনিনি...
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
চাঁদগাজী বলেছেন:
দেশে সুপার ধনীরা ১৭.৪ হারে বাড়ছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘুষ এখন স্পিড মানি...
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথমআলো খুব চতুরতার সাথে এমনভাবে রিপোর্টি করেছে যেন তারাই এসব উদ্ঘাটন করেছে।
আসলে দুদক ও দুদকের সহায়তায় পুলিশ ও গোয়েন্দারা দির্ঘ ৩ বছর অনুসন্ধান করে দিনের পর দিন মাসের পর মাস ফোনে আড়ি পেতে, পুরাতন নথি উলটে পালটে এফবিআই স্টাইলে একটি শক্তিশালি চক্রকে পাকড়াও করে আইনের কাছে সোপর্দ করলো।
আইনের কাছে সোপর্দ করার আগে পর্যন্ত প্রথমআলো কিছুই জানতো না।
কিন্তু প্রথমআলোর রিপোর্টে কোথাও দুদক বা পুলিশকে এপ্রিশিয়েট করতে দেখা যায় নি।
প্রথমআলোর শতাধিক কমেন্টেও কেউ করে নি, প্রথমআলো চতুরতার কারনেই।
আপনার পোষ্টে যদিও একটা ভিন্ন প্রশ্ন, এরপরও দুদক বা পুলিশ ক্রেডিট - এপ্রিসিয়েশান থাকলে খুসি হতাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ যাবৎ অনেক বড় বড় দুর্নীতিবাজকে মিডিয়া হোক, পুলিশ হোক বা দুদক হোক হাতেনাতে গ্রেফতার করেছে। তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে এই ধারা থেকে দেশ মুক্ত হতে পারছে না। যদিও শতভাগ ঘুষ মুক্ত কোথাও সম্ভব না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দিন দিন বেড়েই চলেছে। পুলিশ, দুদক বা প্রশাসনের উচিত এরা যেন আইনের ফাঁক গলে বের না হয় সে দিকে খেয়াল রাখা। এদের শাস্তি না হলে পরের অফিসাররাও ভাল হবে না...
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
ঢাবিয়ান বলেছেন: নীতি নৈতিকতা শব্দগুলোর বাস্তব এপ্লিকেশন বাঙ্গালী বিদেশে এসে দেখা পায়। উন্নত দেশে অসততাকে চরম অবমাননাকর বলে গন্য করা হয়। আমাদের দেশে তার উলটা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এভাবে চললে আর উন্নত ও সভ্য দেশ হওয়া যাবে না...
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
সোহানী বলেছেন: নীলআকা৩৯ বলেছেন: এত চিন্তা করেন কেন? এদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংল্যান্ড আমেরিকায় পড়তে যায় আর আমরা আম জনতা এদের দূর্নীতি নিয়ে হাউকাউ করি। আজ পর্যন্ত কিছু হয়েছে.......????
আপনি জানেন নিশ্চয় কানাডায় বেগম পাড়া নামে বিলাশ বহুল এরিয়া আছে যেখানে কানাডিয়ান ধনীরা ও বাড়ি কিনতে সাতবার ভাবে। সেখানে বেশীর ভাগ বাড়ির মালিক আমাদের দেশী আংকেলরা। তাদের পোলাপান বউরা এখানে মৈাজ করে দেশের থেকে পাঠানো টাকায়। আর আমরা রাতদিন খেটে খুটে কোনরকমে দিন চালাই বিদেশে। বাকি টাকা দেশে রেমিটেন্স পাঠাই। তারা এই গুলা সহ ঘুষের বান্ডিল তাগো বউ পোলাপানরে পাঠায়। এইবার কন তাগো সাক্ষাতকার চান?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'মালয়েশিয়া মাই সেকেন্ড হোম' স্কীমে তৃতীয় স্থানে আমাদের গর্বিত বাংলাদেশীরা আছেন...
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে যারা ধনী তাদের বেশির ভাগই এইভাবেই ধনী হয়েছে। সরকারের উচিত এদেরকে গ্রেফতার করা। দুদক করে কি? ওরাও ঘুষ খোর??
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে আর বলতে! মন্ত্রী, সচিব, দুদক, মুদক এরা শক্ত হলে নীচের দিকে কোনদিন এভাবে ঘুষ লেনদেন হত না...
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
নীল আকাশ বলেছেন: সোহানী আপু ধন্যবাদ আমার কথাটা বোঝার জন্য। এসব করে কোন লাভ নেই।
আজ পর্যন্ত কিছু হয়েছে.......????
দেশ টা পঁচে গেছে রে ভাই, অনেক আগেই পঁচে গেছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা,
আশা তার একমাত্র ভেলা...
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।