নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ২০০৬ সালে বিএনপি'র ভুলের কারণে ২০০৮ পর্যন্ত অঘোষিত 'তত্ত্বাবধায়ক সরকার' ছিল। স্বাভাবিক ভাবে বিএনপি'র ব্যর্থতায় আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে ২০০৯ তে। ৫ বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমার প্রমাণ ছিল তখনকার প্রায় সব কটি সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল। 'এন্টি ইনকামবেন্সী'র কারণে আওয়ামী লীগের জেতার কোন আশা না থাকায় আদালতের দোহাই দিয়ে 'তত্ত্বাবধায়ক সরকার' বাতিল করে দেয় শেখ হাসিনা। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না যাওয়াতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা পায়...
২. আওয়ামী লীগ নিজেও কল্পনা করেছিল বলে মনে হয় না যে, তারা ৫ বছর পার করে দিতে পারবে। কারণ, এভাবে নজিরবিহীন ভাবে ' নিয়ম রক্ষার নির্বাচন' বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে পুরো টার্ম শেষ করতে এর আগে দেখা যায়নি। যাই হোক, তারা টিকে গিয়েছে পুরো টার্ম...
৩. হিসাব আবারো সহজ ও পরিস্কার। 'এন্টি ইনকামবেন্সী', 'এক সরকারকে টানা দেখতে না চাওয়া', 'আভ্যন্তরীন ও আন্তর্জাতিক চাপ, 'গণতন্ত্র পুনরুদ্ধার করা', 'বিএনপি-কে আবার সুযোগ দেয়া' ইত্যাদি ফ্যাক্ট বিবেচনায় আওয়ামী লীগ এবার হেরে যাওয়ার কথা(যদি আর্মির অধীনে শেখ হাসিনা ছাড়া নির্বাচন হয়)। আর আওয়ামী লীগ হারা মানেই বিএনপি তথা খালেদা জিয়া, তারেকের ক্ষমতায় যাওয়া...
৪. কিন্তু অপ্রত্যাশিত ভাবে শেখ হাসিনা সেই গতিপথ পাল্টে দিয়েছেন। অবস্থাদৃষ্টে প্রতীয়মান যে, যদি চাপে পড়ে নিরপেক্ষ নির্বাচন তিনি দেনও আর তেনার দল হারলেও বিএনপি ক্ষমতায় আসবে না। আসবে যুক্তফ্রন্ট কিংবা জাতীয় ঐক্য। মান্না'র কথা অনুযায়ী যদি বিএনপি আসলেই কামাল হোসেনের শর্ত মেনে নেয় তাহলে কামাল হোসেন হবেন প্রধানমন্ত্রী অন্তত দুই বছরের জন্য। তাহলে খালেদা জিয়া বা তারেকের হাতে ক্ষমতা ছাড়তে হচ্ছে না শেখ হাসিনাকে। তেনার জন্য বেদনাদায়ক হত যদি খালেদার হাতে ক্ষমতা থেকে বিদায় নিতে হত। ২ বছর পর খালেদা জিয়ার বয়স হবে ৭৫ বছর। ততদিনে কোথাকার পানি কোথায় গড়ায় কে জানে...
৫. শেখ হাসিনার জন্য এটাই সুখকর যে, জিয়া পরিবারের কেউ ক্ষমতায় আসছে না। শেখ হাসিনার জন্য এটাই তৃপ্তিদায়ক যে, বিএনপি'র মত বড় দল এখন কামাল হোসেনের কাছে ধর্ণা দিচ্ছে। যে বিএনপি বি চৌধুরীকে অপমান করেছে সেই বিএনপি এখন তাঁর কাছে মাফ চাইছে - এটাই বিএনপি'র দেউলিয়াত্ব। পরে কী হবে না জানলেও এখন যে বিএনপি আওয়ামী লীগের কাছে মাথা নত করে ভিন্ন নেতৃত্ব মানতে যাচ্ছে - এটাই শেখ হাসিনার প্রাপ্তি...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
২০১৫ সালের পর, বিএনপি থাকার কথা নয়, শেখ হাসিনা উহাকে জীবন্ত রেখে দেশের মানুষের রাজনীতির পথ বন্ধ রাখছেন; বিএনপি বিলুপ্ত হলে, আওয়ামী লীগ মুসলিম লীগের ভাগ্য বরণ করবে।
ড: কামালকে ও ডা: বদরু্দ্দোজা সাহেবের থালিতে হাঁড় পড়বে মনে হয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি যে এত দুর্বল সেটার জন্যও শেখ হাসিনা নিজে ক্রেডিট দাবী করতে পারেন...
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " বিএনপি যে এত দুর্বল সেটার জন্যও শেখ হাসিনা নিজে ক্রেডিট দাবী করতে পারেন... "
-উনি আওয়ামী লীগে এসেছিলেন বিএনপি'কে বিলুপ্ত করতে; ৩৭ বছরে, অনেক কিছু ভুলে গেছেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি যে খালেদা জিয়াকে নিজের আমলে জেল খাটাতে পারছেন - এটাও অনেক বড় সাফল্য...
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০
হাবিব ইমরান বলেছেন: এখন ভাই গুলির রাজনীতি চলছে। চিন্তা আর মানবতার দিন শেষ। বিচার মানে সবাই, কিন্তু তালগাছও সবাই দাবী করে।
গুলির রাজনীতি বন্ধ হোক দেখবেন আগামী দিনের সূর্য উঠার আগেই বিএনপি ক্ষমতায়।
বাংলাদেশের জনগন দুই দিলই চেনে। আঃ লীগ আর বিএনপি। এছাড়া তারা আর ড. কামালদের তারা চেনেনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মূহুর্তে বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পাচ্ছে না। তাই তো জামানত বাজেয়াপ্তদের সাথে জোট করতে হচ্ছে...
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা বিএনপি জামাতের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এরা ক্ষমতায় আসলে এবার সূধাসদনে গিয়ে গ্রেনেড হামলা করবে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কামাল হোসেন হতে পারেন তেনার সেফ এক্সিট...
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমার ধারণা ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ভারত চীন যতদিন পাশে আছে ততদিন পর্যন্ত কেউ তাদের ক্ষমতা থেকে সরাতে পারবে না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার পর আর রাজনীতি করবে না বলেছে? শেখ হাসিনা জীবিতাবস্থায় আর নামবে কিনা কে জানে...
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২১
মাহমুদুর রহমান বলেছেন: গনতন্ত্র তার জায়গায় স্থির।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দরকার রাজতন্ত্র...
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সময় একদিন সবি বলে দিবে। দেখতে থাকেন। আজকের অবস্থা গত দিনও ছিলনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়ের অপেক্ষায় আছি সবাই। অতিরিক্ত কিছুই ভালো নয়...
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
যুক্তফ্রন্ট শুরুটা ভালই ছিল। অসন্তুষ্ট আওয়ামী পন্থিদের ভোট ভাল টানতে পারতো।
এখন বিম্পি-জামাতিদের সাথে যাওয়াতে অসন্তুষ্ট আওয়ামী সমর্থকরা মরে গেলেও আর ওদের সাথে যাবে না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি ছাড়া যুক্ত ফ্রন্ট কোন কাজেরই না। এদের কোন ভোট নেই। আওয়ামী লীগের রানিং কোন বিদ্রোহী নেতাও এদের সাথে নেই।
এটা ঠিক বিএনপি(জামায়াত নেপথ্যে থাকবে) থাকলে অসন্তুষ্ট আওয়ামী সমর্থকরা মরে গেলেও ওদের ভোট দিবে না...
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: এইসব ভালোবাসা মিছে নয়, মানে ফলাফল শূন্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও আচ্ছা...
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
এটম২০০০ বলেছেন:
(01) Ziaur Rahman declared independence* and liberated Democracy from the grip of the dictator.
(02) Sheikh Mujibur Rahman betrayed the people of Bangladesh and her liberation war. (who surrendered to Pak army, and thus betrayed liberation war and left 7.5 million Bangalees in the hands of the rude Pak army, in lieu of security of his own life and his family.
(01) Definitely Ziaur Rahman was the declarer of independence. When a news-reader reads a news or the comment of someone, he is not the declarer, but reader because he does not take the risk of what he read. When a person himself declares something, obviously he takes the entire risk on himself. Zia took that risk. Well, the contents were composed by others, and that is natural in case of all great declarations. It was his kindness that he uttered the name of Sheikh Mujib.
(02) Sheikh Mujib betrayed the people of Bangladesh and the liberation war. He surrendered to Pak army to save his own and his family members' lives. Zia's utterance of Mujib's name in fact camouflaged 'Sheikh Mujib's hated action or betrayal. Of course no one knew of Mujib's conspiracy with Pak army till the book on Tajuddin Ahmed was published.
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: actually book of tajuddin's daughter...
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
এটম২০০০ বলেছেন: She may loose power to SK Surindranath, who wrote the book Broken Dream", that definitely is going to break BAL-Hasina's dream. Why ?
(01) It proved Hasina, smashed the base of Justice and rule of law in the country.
(02) It gave the Hindus the scope to know how communal this lady is.
(03) It would make India to rethink about her relation with BAL, when it has already been declared that Mr. Sinha may become future president.
Situations are getting changed. Even DUDAK chief opined, they cannot do anything by the verbal order of the Minister.
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: lets see. sinha have opened a pandora box...
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০
এটম২০০০ বলেছেন: লেখক বলেছেন: actually book of tajuddin's daughter.. LOOK ABOVE. IT IS ... book on Tajuddin Ahmed
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৪
ল বলেছেন: দেশের ভাগ্য কি এখন?
আপনার ৫ নাম্বার প্যারা টা ক্লিয়ার না।
কামাল হোসেনের কোন ভোট আছে নাকি?
বি, এন, পি কি এরশাদ কাকুর দলের চেয়ে দূর্বল হয়ে গেল?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে খালেদা জিয়া আর মুক্তি পাচ্ছেন না। তারেকও দেশে আসছে না। যুক্তফ্রন্ট-এর মান্নার বক্তব্য অনুযায়ী কামাল হোসেন গং ক্ষমতায় থাকবে অন্তত ২ বছর। তাহলে বিএনপি'র প্রভাব কমে যাচ্ছে। বিএনপি'র এমপি বেশী হলেও প্রধান নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিবেন কামাল হোসেন, বি চৌধুরী। আপাতত এটাই সমীকরণ...
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫
ল বলেছেন: ভাই আমার ২০৪১, ভিশন- এগুলোর কি হপে?
অপেক্ষায় রহিলুম
কোন গাছের বীজ কি চারা দেয় ----
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় সব বলে দিবে...
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।