নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

Thug life : দেশী মুরগী...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬




১. ছোট ভাইয়ের 'বউ ভাত' অনুষ্ঠান। সব দায়িত্ব একমাত্র দুলাভাইয়ের(শালাদের বিয়েতে দুলাভাইদের দাপট বলে কথা) :D । বাবুর্চির চাহিদা অনুযায়ী সব কাঁচা মাল আমি আর তিনি কিনলাম বাজার(কারওয়ান) থেকে। কিছু দ্রব্য অন্য লোক(উনার অনেক চ্যানেল B-) ) দিয়ে সংগ্রহ করা হয়েছে। দুলাভাইয়ের প্ল্যান হল ছোট শালার বিয়েতে সবাইকে দেশী মুরগী খাওয়াবে। চ্যানেল অনুযায়ী ১০০+ দেশী মুরগী আনার ব্যবস্থা করা হয়েছে...

২. সকাল থেকে আমি আর তিনি কমিউনিটি সেন্টারে আছি। বাবুর্চির সহকারীরা পেঁয়াজ, মরিচ, মশলা অন্যান্য সব রেডি করছে রান্নার জন্য। অপেক্ষায় আছে মুরগীর জন্য। তারপরই জবাই করে দ্রুত প্রসেস করতে হবে। ভ্যানে করে মুরগী চলে এল :) । মুরগী গুলো ছিল নেট-এর মধ্যে। বাবুর্চির সহকারী একটা ছেলে নেটে হাত ঢুকিয়ে একটা একটা মুরগী বের করছে আর আরেকজন মিলে জবাই করছে...

৩. হঠাৎ বের করতে গিয়ে অথবা যে কোন ভাবে সুযোগ পেয়ে একটা মুরগী নেট-এর বাইরে বের হয়ে গেল :( । সাধারণত, ফার্মের মুরগী এক জায়গায় চুপ করে ঝিমুতে থাকে। কিন্তু দেশী মুরগী বলে কথা। তার একটা ইজ্জত আছে :P । সে নেট থেকে বের হওয়ার সাথে সাথে ঐ ছেলে একদিকে আরেকদিকে আমি, আরেকদিকে দুলাভাই মুরগীকে ঘিরে দাঁড়িয়ে যাই। কিন্তু না, খোপ করে ধরার সুযোগ না দিয়েই সে ক্লাবের গেইটের নীচ দিয়ে চলে যায় রাস্তায় B:-) ...

৪. দুলাভাই-ও তার পেছন পেছন বের হল। সে(মুরগী) দুই মুখী রাস্তা (ডিভাইডার ওয়ালা) ক্রস করে ওপারে চলে গেল X( । গাড়ি দেখে শুনে রাস্তা পার হয়ে দুলাভাই-ও ওপারে গেল। ফুটপাথে দুলাভাই আর তার ৭/৮ কদম সামনে মুরগী। দুলাভাই আস্তে আস্তে করে এগুতে থাকল। কিন্তু যে অলরেডি ৩ ব্যক্তি ও এতগুলো গাড়ি থেকে পালিয়ে গিয়েছে সে কী আর এত সহজে হাল ছাড়বে? জীবন বাঁচাতে সে দ্রুত সিদ্ধান্ত(দেশী বলে কথা) নিয়ে দেয়াল টপকে একটা পার্কের ভেতর চলে গেল =p~ ...

৫. মুক্তির আনন্দটাই অন্যরকম :-B । সে মানুষ হোক আর প্রাণী হোক। সেদিনের সেই দেশী মুরগী বিচক্ষণতার সাথে পালিয়ে গিয়ে আমাদের তা বুঝিয়ে দিল =p~ । এরপর আবারও একটা মুরগী নেট-এর বাইরে বেরিয়ে গিয়েছিল। তবে তাকে মুহূর্তের মধ্যে খোপ মেরে ঐ ছেলেটি ধরে ফেলেছিল। আমি মনে মনে বললাম, 'হিরো' একজনই হয়, বাকীরা দর্শক =p~=p~=p~ ...

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ঢাবিয়ান বলেছেন: =p~ =p~ =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভাই তাহলে দুলাভাই শেষ পর্যন্ত পারলোনা। ও ব্যাটা তাহলে মুক্তি পেয়ে গেল। আহা! দেশির ঝোল যা টেস্টি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না পারেনি। আর সুযোগ ছিল না...

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুলাভাই শেষ পর্যন্ত ধরা খেলেন মুরগীর কাছে !!
আপুর কাছে নাজেহাল !!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা!

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

তারেক ফাহিম বলেছেন: দুই ভাই মিলে একটি মুরগিকে ............ হা : হা: ।

আপনার সাথে বলতে ইচ্ছে করছে দেশি বলে কথা। B-)

দেশিয় পণ্য কিনে হোন ধন্য :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশী মুরগী সবাই ধরতে পারে না...

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দুলাভাই জিন্দাবাদ। শ্যালিকার সংখ্যা কত???


'হিরো' একজনই হয়, বাকীরা দর্শক=p~=p~=p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার দুলাভাই!! শ্যালিকা নেই। কারণ, আমার একটাই বোন(বড়)...

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবাই রিস্ক নিয়ে সফলতা পেতে পারেনা। দু'একজন হতে পারে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক্সেক্টলি...

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: শহর বলে সমস্যা হয়েছে। গ্রামে হলে দৌড়ে ধরে ফেলা যেত।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা অবশ্য ঠিক। আর গ্রামের ছেলেদেরও আলাদা দক্ষতা আছে এ ব্যপারে...

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

সাগর শরীফ বলেছেন: হাহাহা ! মজা পাইলাম ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

সাইন বোর্ড বলেছেন: বেশ চর্বিওয়ালা মোরগ মনে হচ্ছে, তবে বয়স বেশি হলে অাবার চিমড়ে হয়ে যায় । :>

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাহসীও বটে...

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার দুলাভাই পেরেছেও বটে। এমনভাবে উড়তে সকল মানবই একদিন চায়। চেষ্টা করলে সবই সম্ভব বলে আমি মনে করি। B-)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

হাসান রাজু বলেছেন: মুরগী ধরার টেকনিক আছে জনাব ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতো বটেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.