নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু শেখ হাসিনার নামে হলে কোন সমস্যা নেই...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩



১. ব্লগার পাঠকের প্রতিক্রিয়া (নিজাম মন্ডলের অল্টারনেটিভ নিক) কয়েকজন ব্লগারের পোস্টে মন্তব্য করে আর্জি জানালেন ওবায়দুল কাদেরের মন্তব্য(পদ্মা সেতু হবে শেখ হাসিনার নামে) নিয়ে লিখতে। চাঁদগাজী পোস্ট করার আগে গতকাল আমি ড্রাফট করে রেখেছিলাম। তাই এখন প্রসব করছি...

২. পদ্মা সেতু শেখ হাসিনার নামে হলে আমার কোন সমস্যা নেই। এটা যেহেতু উনার আমলে হচ্ছে এবং উনার ত্যাড়ামির(পজিটিভ অর্থে) কারণেই হচ্ছে তাই এটার নামকরণে উনার বা উনার পিতার নাম থাকলে চুলকানির কিছু দেখছি না।

৩. চুলকানি তখনই হবে যখন পুরোনা কারো নামকে হিংসা বশত বদল করা হবে। অথচ ঐ স্থাপনাতে নাম বদলকারী সরকারের কোন কৃতিত্বই ছিল না। তাই আমি ঢাকা স্টেডিয়াম, পিজি হাসপাতাল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের তেব্র নিন্দা জানাই।

৪. সাথে আরো নিন্দা জানাই, আওয়ামী লীগের আমলে তৈরি করা বঙ্গবন্ধু কনভেনশান সেন্টারের নাম পরিবর্তন করে বিএনপি'র বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রাখা(পরবর্তীতে আওয়ামী লীগ আবারো বদলিয়েছে) এবং বিএনপি আমলে অর্ধেকের বেশী কাজ শেষ করা 'যমুনা বহুমুখী সেতু'র নাম বদলে আওয়ামী লীগের 'বঙ্গবন্ধু সেতু' রাখার।

৫. বিশ্বের অনেক দেশেই রাষ্ট্রপ্রধান দের নামে বিভিন্ন স্থাপনা আছে যেগুলো পরবর্তীতে কেউ বদলায় না। কিন্তু আওয়ামী লীগ '৯৬ সাল থেকে এই কুসংস্কৃতি চালু করেছে। তাই ভবিষ্যতে যদি পদ্মা সেতু অন্য কোন সরকারের হাতে শেষ হয় তখন এই নাম রাখবে কিনা আমি সন্দিহান।

পুনঃশ্চ - বিএনপি যদি ক্ষমতায় এসে শাহজালাল বিমানবন্দরের নাম বদল করে পুরোনো নামে রাখে তাহলে আমি তাদের দোষ দিব না...

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

সনেট কবি বলেছেন: নাম পাল্টা-পাল্টি খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। কাজেই এটা আলচ্য সূচি থেকে বাদ রাখাই বরং ভাল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের জন্য এটাই বড় ইস্যু...

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: নাম বদল করাটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। এক প্রকারের প্রতিহিংসামীর কাজ বলা চলে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুরুটা করেছে আওয়ামী লীগই...

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য...

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: আমি ক্ষমতায় থাকলে নিজের নামে কিছুই করতাম না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উদার ও বাস্তবিক নেতারা ক্ষমতায় যেতে পারে না...

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


ওবায়দুল কাদের ভেতরে ভেতরে শেখ হাসিনার উপর অসন্তষ্ট, মনে হচ্ছে!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৈয়দ আশরাফ-এর পর ওকা-কে সাধারণ সম্পাদক বানানোতে আওয়ামী লীগের অনেকে খুশী নন। তার উপর বেফাঁস মন্তব্যর কারণে উনি এমনিতেই বি গ্রেডেড নেতা। তাই হয়তো আগ বাড়িয়ে এই কথা বলেছেন। এখন এই সিদ্ধান্ত শেখ হাসিনা বদলাবেন কিনা আমাদের জানা নেই...

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একটু আগে মেসেজটা এসেছে, "পদ্মাসেতু দৃশ্যমান, শেখ হাসিনার অবদান।"

আপনার সাথে সহমত হতাম যদি দেশে প্রতিহিংসার রাজনীতি না থাকতো। শেখ হাসিনা এমনিতেই নিজের নামে সেনানিবাস, বিশ্ববিদ্যালয় করেছেন। হল তো আছেই। আমি লীগ পন্থী হলেও রাষ্ট্রের/জনগণের টাকা দিয়ে নিজের নামে নামকরণের বিরোধী। তবে সেটা কোন জাতীয় নেতার নামে(দলীয় না, জাতীয়) হলে আলাদা কথা।

ওবায়দুল কাদেরের মাথার ঘিলু কম। শেখ হাসিনার নামে সেতু করলে যে মানুষ সেটা অন্যভাবে নেবে এটা বোঝার মত মগজ তার নেই। এই আবুল টাইপ নেতারা দলকে ডুবাবে। শেখ হাসিনা কি এদের ছাড়া নেতা খুঁজে পায় না???X(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওবায়দুল কাদের সম্ভবত বুঝে গিয়েছে এবারও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। তাই পদ্মা সেতুর প্রায় ৫০ ভাগ কাজ বাকী থাকার পরও কোন ভরসায় এত আগে নাম ঘোষণা করে দিল?

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমি ক্ষ্যামতায় থাকলে বাংলাদেশের সব বিভাগ গুলো ছেলেমেয়ের নামে রাখার এন্তেজাম করার দায়িত্ব আপনার উপর দিতাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: LoL...

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

এক হতভাগা বলেছেন: ভাই এ দেশের রাজনীতিতে লীগ ও বিএনপি দুটাই দুষ্টু গরু !! গোয়াল ঘর পরিবর্তন হলে কেবল সুর পাল্টায় ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতে কোন সন্দেহ নেই। তবুও আমরা শক্তি ক্ষয় করি ভাল কিছু আশা করতে করতে...

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

পদ্মপুকুর বলেছেন: সে হিসেবে এরশাদ কাক্কুই ভালো। ক্ষমতায় থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল করেছেন কিন্তু নিজের নামে কিছুই করেননি। জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামওতো তাঁরই্ দেওয়া সম্ভবত।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। কাক্কু সে হিসেবে অনেক উদার। আসলে '৯৬ সালের আগ পর্যন্ত রাজনীতিও অনেক উদার ছিল। সমস্যা শুরু হয়েছে '৯৬ সালে আওয়ামী লীগ আসার পর পুরোনো প্রতিষ্ঠিত অনেক স্থাপনার নাম বদল করার মধ্য দিয়ে।
জিয়া এয়ারপোর্ট জিয়ার আমলে করা এবং কিছু বাকী কাজ বাকী থাকার পর পুরোদমে উদ্ভোধনের সময়(জিয়ার মৃত্যুর পর) তৎকালীন প্রেসিডেন্ট আবদুস সাত্তার জিয়ার নামে নামকরণ করেন। পরবর্তীতে এরশাদ আর বদলাননি...

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

বলেছেন: আমাদের নাম বদলের সংস্কৃতি কি করে মুছা যায়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবারের বাইরে কাউকে ক্ষমতায় আসতে হবে...

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

কানিজ রিনা বলেছেন: পদ্যাসেতু বনাম শেখহাসিনা দিলে
কেমন হয়। কারন যারা শেখ হসিনাকে
পছন্দ করেনা তারা পদ্যা সেতু বলবে
আর যারা পছন্দ করে তারা শেখহাসিনা
সেতু বলবে। ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন যে, শেখ হাসিনার নামে হলেও পদ্মা সেতু নামেই পরিচিতি পাবে...

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১৯

মোছাব্বিরুল হক বলেছেন:
দুই দলেরই জেদে চলে নাম বদলের চাকা
মধ্যিখানে জনগনের পকেটটা হয় ফাকা।

আপনার সাথে সম্পূর্ণ একমত।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার মন্তব্যের সাথেও সহমত...

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:৪১

মোছাব্বিরুল হক বলেছেন: সহমত পোষনের জন্য অনেক ধন্যবাদ।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

নতুন নকিব বলেছেন:



ভাল লিখেছেন। প্রতিহিংসা চাই না। জবরদখলও চাই না। যার অধিকার তাকে দেয়া হোক। যার প্রাপ্য তার থেকে তা কেড়ে নেয়া গর্হিত। +++

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। ধন্যবাদ...

১৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

তারেক ফাহিম বলেছেন: নাম বদল করা আমার দৃষ্টিকটু লাগে :(

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা খুবই নীচু মনের পরিচায়ক...

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

রাকু হাসান বলেছেন: ভালো বলেছেন একমত আপনার সাথে । এই সংস্কৃতির শেষ কোথায়!+

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবারের বিলুপ্তির মাধ্যমে...

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কথার যুক্তি আছে। এমন ভাবনাটা সরকারেরও থাকাটা দরকার।

শুভকামনা জানবেন ।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই যদি সৎ হত তাহলে দেশে এত তুচ্ছ বিষয় নিয়ে ক্যাচাল লাগত না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.