নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমি বিদেশ(মধ্যপ্রাচ্যের একটি দেশ) এসে প্রথম চাকুরি পাই একটা সাইবার ক্যাফেতে। ওখানে সবচেয়ে বেশী বিরক্ত করত তুর্কী আর মিশরীয় কাস্টমার রা। বিভিন্ন অজুহাতে তারা ঝগড়া করত। এরা ছিল শর্ট টেম্পার। অনুমতি ছাড়া কম্পিউটার রিস্টার্ট করত, কখনো বিল দিতে চাইত না লাইন সমস্যার কারণে, কখনো হাউকাউ করত হেডফোন ও ক্যামেরা সমস্যার কারণে। আমার ক্যাফে ছিল একটু পুরোনো তাই অনেক কিছু ঠিক ছিল না। তবে প্রাইভেসির কারণে অনেকে এই ক্যাফেতে আসত। আমি নতুন ও ভাষা সমস্যার কারণে ওদের সামলাতে হিমশিম খেতাম। ওদের মানা করলেও বার বার আসত। আমি চাইতাম তুর্কী কাস্টমার যেন না আসে। ওদের দেখলেই আমার ভেতরে আগুন জ্বলত। আমি মনে মনে বলতাম, এরা মরে না কেন?
২. আমার জন্ম চট্টগ্রাম শহরে। ছোটবেলা থেকেই রাজধানী ঢাকা নিয়ে আমার ও আমার ভাই বোনদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল। পত্রিকা, টিভি থেকে যা জানতাম তা হল -
* একটু বৃষ্টি হলেই পানি উঠে যায়...
* যানজটের শহর...
* পানি, বিদ্যুতের চরম সমস্যা...
* ছিনতাই/খুন নিত্যদিনের ঘটনা...
* ঢাকার মানুষ যান্ত্রিক। পাশের বাসার খবর রাখে না...
ইত্যাদি যার থেকে শত গুণে ভাল হল প্রিয় চট্টগ্রাম।
৩. বিদেশ যাওয়ার কিছুদিনের মধ্যেই আমার মধ্যে হোম সিকনেস পেয়ে বসে(হোম সিকনেস নিয়েই ২ দফায় ১০ বছর হয়ে গেল)। যারা বছরের পর বছর পরিবার (বিশেষ করে স্ত্রী, সন্তান) ছেড়ে থাকে তাদের আমি সমালোচনা করতাম। তাদের বলতাম এই জীবনের কোন মানে হয় না। ২ বছরে ২ মাস ছুটির চাইতে বিয়ে না করাই ভাল ইত্যাদি। তখনই আমি মনে মনে শপথ নিলাম, বিয়ের পর বিদেশ যাব না। তাই বিদেশ থেকে পিক টাইমে চলে এলাম দেশে। দেশে আসার প্রায় সাড়ে ৩ বছর পর বিয়ে করলাম। যাক, শপথ রক্ষা হল বউ রেখে বিদেশ যেতে হল না...
এবং the karma
=> বিয়ের আড়াই বছরের মাথায় হঠাৎ বেকার হয়ে ৭/৮ মাস চাকুরি না পেয়ে আবার বিদেশ গমন। অবধারিত ভাবে বউ, বাচ্চা রেখে বিদেশ করতে হচ্ছে...
=> আমাদের ৩ ভাই বোনের বিয়ে হয়েছে ঢাকাতে। সবার বাসা এখন ঢাকাতে। বোনের স্বামী এবং আমার ভাই ঢাকাতে চাকুরি করছে। মাও ঢাকাতে থাকেন। চট্টগ্রামে বাবার কবর ছাড়া আর কিছুই নেই। চাকুরি ছাড়া আর যাওয়ার সম্ভাবনাও নেই...
=> আমার বর্তমান কোম্পানীর মালিক তুর্কিশ। এখানকার বড় বড় পোস্টে তুর্কীরা। অনিচ্ছা সত্ত্বেও আমাকে খেতে হয় তুর্কীশ খাবার। আর তুর্কীশ বস দের দিন রাত স্যার স্যার করতে হয়...
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবন মানে যন্ত্রণা, নয়তো ফুলের বিছানা...
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
পুরো তুর্কি জাতীতে একজন ভালো মানুষ ছিলেন, উনি কামাল পাশা, বাকীগুলো সবর্বনাশা
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয়েছে এদের বেশীর ভাগই খুব উগ্র আর বদমেজাজী(মিশরীয়রাও)...
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়।
আচ্ছা? তুর্কিশ না টার্কিস? না দুটোই??
হোম সিকনেসের জন্যই আমি বিদেশ যাব না। টার্কিস খাবারের দরকার নাই, আমার দুটো ডাল-ভাত হলেই চলবে। কি কন??
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি সবাইকে সেটাই বলি, যত ঝামেলাই হোক উপার্জন করে থাকতে পারলে অবশ্যই নিজ দেশে থাকা উচিত। তুর্কিশ/তার্কিশ দুইটাই ঠিক মনে হয়। যে দেশে যেভাবে ডাকে। তবে মিশরীয় খালি বাংলাদেশীরা বলে। কারণ, আরবীতে সেটা হবে মাসরি আর ইংরেজীতে ইজিপ্শিয়ান...
একই ভাবে তুরস্ক বলাটাও আমার কাছে ভুল মনে হয়। কারণ দেশের নাম তুর্কি, তুরস্ক না...
৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: আয় - উপার্জনের জন্য সর্বদা ব্রত রক্ষা করা সম্ভব হয়না। তবুও সেটা করতে হয়। ব্লগে সাজ্জাদভাইকেও দেখেছি আপনার মত মনের ক্ষেদকে দূরে রেখে বিদেশে চাকরি করতে বাধ্য হচ্ছেন। সারাজীবন না হলেও কিছুদিন ওখানে থেকে বিদেশী মুদ্রা উপার্জন করে বরং দেশে পরিবার নিয়ে থাকা যায়। যাইহোক উপরওয়ালা আপনার মঙ্গল করুন।
ভালোবাসা নিয়েন।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি প্রথম কিছুদিন ছাড়া পরের পুরোটা সময়ই মনের ইচ্ছার বিরুদ্ধে বিদেশ করে যাচ্ছি। অনেকে আছে খুশী মনে বিদেশ করছে। আমার মনে সুখ নেই। তবে আশা করছি আবারও একটা স্টেপ নিব। ইনশাআল্লাহ ভাল কিছু হবে। দেশে ফিরে আসতেই হবে। আমার পরিবারের কাছে। ধন্যবাদ শুভকামনার জন্য। ভালো থাকবেন...
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সারাদিন তো নিজেকে নিয়ে পড়ে থাকেন। খবর টবর পড়েন??
খবর ও শিরোনামের ছিরি দ্যাখেন..
পাঁচ ছাত্রকে ক্লাসে ডেকে ‘ন্যাড়া’ করলেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান | সারাদেশ | The Daily Ittefaq
http://www.ittefaq.com.bd/wholecountry/2018/10/03/173288.html
৩০ রানে অলআউট বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার | খেলাধুলা | The Daily Ittefaq
http://www.ittefaq.com.bd/sports/2018/10/03/173294.html
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সারাদিন তো নেটেই পড়ে থাকি(পরিবার না থাকলে কী করব!)। সব খবরই জেনেছি...
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এক জায়গাতে পড়লাম।
১৪।UNESCO -র তত্ত্বাবধানে বাংলা ভাষাকে “Sweetest language in the World” হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্প্যানিশ ও ডাচ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।সূত্র -বিবিসি নিউজ।(21/04/2018)(লিংক দেয়া যাচ্ছে না)
এটা সম্পর্কে কিছু জানেন/জানাতে পারবেন?
পরে জানালেও হবে...
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা সম্পর্কে বেশী জানি না। মাঝে মাঝে কিছু পজিটিভ নিউজ হয় বাংলাদেশকে নিয়ে। যার মধ্যে এটা একটা। যেমন - বিশ্বের মধ্যে বাংলাদেশের দুই টাকার নোট-ই নাকি সবচেয়ে বেশী কিউট...
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: তুর্কির খাওন তো অসাম। কুচকুচে ড্রাই ফুড আর কাবাব যে কতভাবে বানায় এরা হইলো বস। আরেকটা হলো আস্ত খাসী গ্রীল... মন চাইতেছিলো পুরা তুর্কি খেয়ে ফেলাই। খালি মেয়ে দেখে তা বলতে পাকি নাই, যদি পুলিশ ডাকে...
তুর্কির মাইয়া আর খাওন... পুরাই বেহেশতী...
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাবাব, শওরমা-তে তেনারা ভাল। কিন্তু যখন কর্মচারীদের খাওয়ার দেয়া হয় তা ক্যাটারিং কোম্পানীগুলো যাচ্ছেতাই ভাবে বানায়। তার উপর লবণ, মরিচ উপমহাদেশীয় স্টাইলে না থাকায় আমাদের একটু কষ্ট হয় আর কী...
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৪২
ঢাকার লোক বলেছেন: জীবনের প্রয়োজনে আমাদের অনেককেই পছন্দের বাইরে অনেক কিছুই করতে হয়, ধৈর্য ধারণ করে সর্বাবস্থায় মানিয়ে নিয়ে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যেতে সচেষ্ট থাকাতেই সাফল্য ! আল্লাহ আপনার এ ধৈর্যধারণের পুরস্কার নিচয়ই দিবেন এবং পরিবারের সাথে সচ্ছল সুন্দর জীবন কাটানোর ব্যবস্থা করে দিবেন !
০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবনটাই আসলে এমন। আপনাকে ধন্যবাদ। শুভকামনা জানবেন...
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: বিচার মানি তালগাছ আমার
০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৫:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইস্, আমাদের সব নাগরিক যদি নিজ দেশেই কাজ করতে পারত।
অন্যের দেশে কাজ করলে তারা একটু ছোট নজরে দেখে। বিশেষ করে এশিয়ায় তো বটেই।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব এশিয়ানকে নয়। বিশেষ করে ইন্ডিয়ান, ফিলিপিনোদের আমাদের চাইতে ভালো নজরে দেখে...
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৬
ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে জীবনের গল্প।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: তারপরও দেশের মানূষের চেয়ে আপনি অনেক ভালো আছেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অর্থনৈতিক ভাবে ভাল আছি, কিন্তু মানসিক ভাবে নয়...
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''এরই নাম হল বেঁচে থাকা''
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। মরলেই সব কিচ্ছা শেষ...
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩
উদাসী স্বপ্ন বলেছেন: বয়স হইছে, বাল বাচ্চার বাপ হইছেন। এখনো যদি লবন লবন করেন তাইলে বাল বাচ্চারে মানুষ করা লাগবে না। দেখবেন তার আগেই বুকে হাত দিয়া ফটো হইয়া গেছেন ওয়ালে।
মুখ সামলান, নাইলে কপালে শনি আছে। আর মরিচের শখ থাকলে বাজার থিকা পিরি পিরি সস কিনে বোতল পকেটে রাখেন অলটাইম
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সামলাইয়া ৩ বছর পার করলাম...
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫
সাাজ্জাাদ বলেছেন: ভাই, আমি বউ- বাচ্চা নিয়ে বিদেশ থাকি, তারপরও শান্তি পাই না।
কতজন মারা গেল , কতজনের বিয়ে হল , কতো ভাঙ্গাগড়া ঘটলো জীবনে- কিছুই দেখতে পারলাম না।
বারবার মনে হয় এদেশ আমার না, আমার ফিরে যেতে হবে।
বিদেশ করে আজ পর্যন্ত কেউ সংসারে শান্তি আনতে পারেনি।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বউ, বাচ্চা নিয়ে থাকলে এতটা খারাপ লাগার কথা না। দিন শেষে স্ত্রী, সন্তানদের মুখ অনেক দুঃখ ভুলিয়ে দেয়...
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: তুর্কীরা কি সত্যই এতটা খারাপ? আমি অবশ্য জীবনে কখনো কোন তুর্কীর সাথে মিশিনি। তবে পবিত্র হজ্জ্ব পালনের সময় দেখেছি, ওরা খুব একতাবদ্ধ হয়ে চলে, তাওয়াফের সময়ও উচ্চস্বরে শ্লোগানের মত করে কথা বলে, মাঝে মাঝে দৈহিক শক্তি প্রদর্শন করে চলে। এ ব্যাপারে তুর্কী নারীরাও কম ছিলেন না।
বিশ্বের মধ্যে বাংলাদেশের দুই টাকার নোট-ই নাকি সবচেয়ে বেশী কিউট... - তাই নাকি? এটা জেনে গর্বিত বোধ করছি। কাদের বিবেচনায় এমন সুন্দর একটা রেজাল্ট আমরা পেলাম?
পোস্টে ভাল লাগা + +
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই খারাপ তো কোন জাতিতেই হতে পারে না। তবে তুর্কি, মিশরীয় যারা বাইরে আছে তাদের আমার উগ্র মনে হয়েছে। আর তুর্কি, মিশরীয়দের দেশেও দেখেন মাঝে মাঝে রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ হয়। খেলার মাঠে দাঙ্গা হয়। আমি যাদের সাথে কাজ করেছি তাদের বেশীর ভাগ মেজাজী ছিল...
২ টাকার নোট নিয়ে খবরটা অনলাইনে পেয়েছিলাম। এখন লিংক দিতে পারছি না...
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০২
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লিংকে খবরটা পাওয়া যাচ্ছে না। যাই হোক। আরেকটা লিংক পেলাম। view this link
ব্লগেও এ নিয়ে লেখা আছে-
http://www.somewhereinblog.net/blog/Arefin607/29520165
১৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই দেশে থেকে চলে গিয়েই ভাল করেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর পারছি না। এবার চলে আসব ইনশাআল্লাহ...
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: কি আর করা, পেটের দুখে অনেক সময় অনেক কষ্ট সহ্য করতে হয়।