নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আসল মুক্তিযোদ্ধার মা \'শহীদ জননী\' রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে মারা গিয়েছেন, কিছু ভূয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা জেলে গেলে কিছুই করার থাকবে না...

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০




১. লেখিকা ও শিক্ষাবিদ জাহানারা ইমামের তরুণ সন্তান রুমী ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। তাই তিনি 'শহীদ জননী' উপাধি পান। উনার মত আরো অনেক শহীদ জননীকে শ্রদ্ধা জানাই। '৯০-এর দশকে গোলাম আজম যখন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়ে যান তখন জাহানারা ইমাম সহ আরো অনেকে মিলে প্রতিষ্ঠা করেন, 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'। সেই কমিটি গণ আদালত স্থাপন করে। সেই আদালতে গোলাম আজমের ফাঁসির রায় হয়...

২. অন্যদিকে গোলাম আজমের বিরুদ্ধে নাগরিকত্ব মামলাও ঠুকে দেওয়া হয়। অভিযোগ করা হয়, তিনি পাকিস্তানের নাগরিক। যাই হোক, আইনী লড়াইয়ে গোলাম আজম জিতে যান। সেই মামলার বিচারক ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগের সুহৃদ বিচারপতি হাবিবুর রহমান। ওদিকে সরকার 'সংবিধান বিরোধী' গণ আদালত প্রতিষ্ঠার কারণে জাহানারা ইমাম সহ আরো অনেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। তেনারা জামিন পান। আর এ অবস্থায় 'রাষ্ট্রদ্রোহ মামলা' মাথায় নিয়ে তিনি মৃত্যুবরণ করেন...

৩. দেশের নামী ক্লাব যেমন ঢাকা ক্লাব, চট্টগ্রাম ক্লাব -এর সদস্যপদ অনেকের জন্য একটা সম্পদ। বংশ পরম্পরায় এই সদস্যপদ বিক্রি হয় চড়া দামে। কয়েক বছর আগে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম 'মুক্তিযোদ্ধা সার্টিফিকেট'-ও একটা সম্পদ। এই সার্টিফিকেটও নাকি হাতবদল হয়, বিক্রি হয়। এছাড়া ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তো আছেই। এগুলো সঠিক যাচাইয়ের ব্যবস্থা না থাকার কারণে যে যেভাবে পারছে ফায়দা নিচ্ছে। ফায়দা নিতে নিতে সেটা সচিব পর্যন্ত গিয়ে ঠেকেছে...

৪. এখন যারা মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলন করছে তাদের সবার যদি সার্টিফিকেট যাচাই করা হয় তাহলে পরনের কাপড় থাকবে? বয়স সঠিক প্রমাণ করতে পারবে? ১৪ বছর(!) বয়সকে মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স ধরেছে সরকার। তাহলে এখন তেনাদের বয়স হবে ৬১ বছর। তাহলে কয়জনের সন্তানদের এখনো সরকারী চাকুরিতে প্রবেশের সময় আছে? এদের সংখ্যা কতই বা হবে...

৫. ব্লগ, ফেসবুকে মুক্তিযোদ্ধার সন্তানেরা অনেকেই বলেছে, তারা লজ্জিত এই কোটা সিস্টেমের কারণে। কয়েকজনের লোভের কারণে, তারা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে অপমানিত হতে চান না। নাতি-পুতির ভাগতো প্রশ্নই আসে না। তাহলে কারা আন্দোলন করছে? এরা কি আসলেই মুক্তিযোদ্ধার সন্তান নাকি আওয়ামী লীগের ক্যাডার? এরা কি শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার? এদের পুলিশ এখনো সরাচ্ছেনা কেন? যদি আসল মুক্তিযোদ্ধার সন্তানও হয়ে থাকে, তবুও রাষ্ট্র ও সরকার বিরোধী কাজের জন্য এদেরও প্যাঁদানি দেয়া হোক, জেলে ভরা হোক...

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করবো না।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

সনেট কবি বলেছেন: পড়লাম

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

যবড়জং বলেছেন: কিবা বলার আছে আর দেখা ছাড়া :(

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

তার ছিড়া আমি বলেছেন: কোটা একটি অভিশাপ। কোটা মানে অন্যের অধিকার হরণ। কোটা মানে অন্যের যোগ্যতা ছিনতাই।
আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলতে চাই- প্রতিবন্ধী কোটা ছাড়া সকল কোটা নিপাত যাক। আমীন।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধারা এসব লাভের আশায় যুদ্ধ করেনি। ধন্যবাদ...

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

কানিজ রিনা বলেছেন: খুব একটা সহজ কাজ হোল গ্রাম মফশ্যল
শহর এলাকা ভিত্তিক থানার সৎ অফিসার
দিয়ে তদন্ত করলে এলাকার ময়মূরব্বি বলে
দিতে পারবে কারা আসলে সত্যিকার মুক্তি
যোদ্ধা ছিল তাদের নামের তালিকা তৈরি
করা কতজন মুক্তি যোদ্ধা বেঁচে আছেন
তাদের সন্তানেরা কে কি করছে। বা যারা
মৃত্যু বরন করেছেন তাদের সন্তানেরা।
কোটা ফোটা নিয়ে আসল মুক্তি যোদ্ধারা
মাথাও ঘামায় না। বিশেষ করে মফশ্যলের
মুক্তি যোদ্ধারা। এখন যেসব মুক্তি যোদ্ধারা
বেঁচে আছেন বয়বৃদ্ধ তারা কতটা সুখে
আছেন বা কোটার আওতায় চাকুরী পেয়েছে
তারা কতটা সুখে রেখেছে বাবা মাকে
সেটা খোজ নেওয়া মনে হয়না খুব একটা
দূরহ কাজ। এলাকা ভিত্তিক নেতারা যদি
সৎ হয় তারাই এর দায়ীত্ব নিতে পারে।

সরকার এ ব্যাপারে একটু পদক্ষেপ নতুন
করে নিলে হয়ত বয়বৃদ্ধ মুক্তি যোদ্ধারা
সুচিকিৎসা থেকে শুরু করে শেষ বয়সে
একটু সুখের মুখ দেখতে পাবে।

এইসব কোটা ফোটা দিয়ে নাতী পুতি
কেউ তাদের সুখের মুখ দেখাবে না।
তথাপি প্রতি বন্দিরা এতিম বিধোবার
সন্তান পাঁচ% সরকারী বা বেসরকারী
চাকুরীর অধিকার রাখা জরুরী। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বেশী ভূয়া মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে এখন ঠগ বাছতে গাঁ উজাড় হবে...

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপাতত মন দিয়ে পড়লাম

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

শাহারিয়ার ইমন বলেছেন: মুক্তিযোদ্ধা চেতনা নিয়ে নোংরা পলিটিক্স হয় এদেশে

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা এখন ব্যবসা দুঃখজনক হলেও এটা সত্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.