নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজীর পোস্টে view this linkউত্তর দিতে গিয়ে দেখি বড় হয়ে গিয়েছে। উনি কয়েকদিন আগে এক ব্লগারের বড় মন্তব্যে নাখোশ হয়েছেন। তাই এখানে আলাদা করে ঐ মন্তব্যের সাথে কিছু যোগ বিয়োগ করে একটা পোস্ট প্রসব করতে বাধ্য হলাম...
২. চাঁদগাজী বলেছেন, গ্রেনেড হামলার মত নারকীয় হত্যাকান্ডের রায়ে জাতির বিরাট একটা অংশ অসুখী। মন্দ বলেননি তিনি। কারণ, জাতি চরমভাবে দুই ভাগে বিভক্ত। এক পক্ষ আরেক পক্ষকে সহ্য করতে পারে না। এক পক্ষ আরেক পক্ষকে ইতিহাস থেকে মুছে দিতে চায়। এক পক্ষ আরেক পক্ষকে কোন ক্রেডিট দিতে চায় না। যে কোন এক পক্ষকে বিলীন হতে হবে অথবা এই ব্লেইম গেম বন্ধ করতে হবে। তাহলে এই ধারা থেকে আমরা মুক্তি পাব...
৩. এই বিভাজন শুরু করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধকে একমাত্র তাদেরই অর্জন বলে, তাদের বিরোধীদের 'স্বাধীনতার বিপক্ষ শক্তি', 'মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী' বলে ট্যাগ দিতে দিতে এখন অনুভূতিও এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। জাতির বিরাট অংশ খালেদা জিয়ার জেলে যাওয়াতে খুশী আবার আরেক অংশ অখুশী। জাতির বিরাট অংশ মনে করে তারেক রহমানের সাথে অন্যায় করা হয়েছে, আরেক অংশ মনে করে সঠিক বিচার করা হয়েছে। অথচ দোষ করলে শাস্তি হবে এটাই নিয়ম। জাতির বিরাট একটা অংশ আশায় আছে বিডিআর হত্যাকান্ড ও শাপলা চত্বর ম্যাসাকারের বিচার হবে কখনো!...
৪. একই জাতি আবার এর মধ্যে দেখেছে লুঙ্গি মায়া খালাস, লক্ষীপুরের বিপ্লব রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মুক্ত। জাতি আরো জেনেছে এস কে সিনহার বিস্ফোরক সব মন্তব্য। বিচার বিভাগকে কীভাবে আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে। কীভাবে একজন প্রধান বিচারপতির সাথে আচরণ করা হয়েছে ইত্যাদি। হয় এই গ্রুপকে (যারা ক্ষমতার কেন্দ্রবিন্দু ও আশে পাশে আছে) সমূলে নির্মূল করতে হবে (আর্মি হলে ক্ষতি নেই) নতুবা বর্তমান নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হোক কামনা ছাড়া এই জাতির কোন আশা নেই...
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদেরকে wipe out করা ছাড়া আমাদের উন্নতি হবে না...
২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩
সৈকত জোহা বলেছেন: পাকিস্তানী ভাবধারা যারা রক্তে বহন করছে তারাই জাতিকে বিভক্ত করছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারের সংখ্যা নেহাত কম ছিল না ।
আপনি আর্মিকে আহ্বান করছেন আওয়ামীলীগকে ক্ষমতা থেকে নির্মূল করতে, এর পরিণতি ভাল হবে না। আর্মির জেনারেলরা আপনার মত লোকদের কথা শুনবে কেন? যাদের পাবলিকের কাছে যাওয়ার মুরোদ নেই তারাই আর্মিকে কলঙ্কিত করতে চায়
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দুই পরিবারকে লাইনে আনার জন্য আর্মি ছাড়া গতি নেই। এই দুই দল কেয়ামত পর্যন্ত কুটনামি চালিয়ে যাবে...
৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
আবু তালেব শেখ বলেছেন: একটি দলই থাকবে অবশেষে।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত সহজে একটা দলে আসবে না। সব সময় দুই দল বা দুই জোটই থাকবে...
৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০
সৈকত জোহা বলেছেন: সামরিক বাহিনী দেশ পাহারা দেবার জন্য । দেশ শাসন করার জন্য নয়
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিংহ ভাগ নেতা, সরকারী কর্মচারী, পুলিশ যখন দুর্নীতিবাজ হবে তখন আর্মি ছাড়া লাইনে আনা যাবে না। কিছু জাতির জন্য ডান্ডার উপর ওষুধ নেই...
৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮
সৈকত জোহা বলেছেন: তারা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তবে তাদের তাড়ানোর জন্য কাকে ডাকবেন
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই জড়াবে না। তাদের সিস্টেম তাদের দুর্নীতিবাজ হতে দিবে না। কারণ, তারা কোন পরিবারের প্রতি নতজানু থাকবে না...
৬| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
সৈকত জোহা বলেছেন: সামরিক বাহিনীর অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে আপনার কোন ধারণা নেই। ব্লগে যেহেতু এক ডজনেরও বেশি সামরিক পরিবারের একটিভ ব্লগার আছে তাই এই সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা নেই। তারা আসবে না। কারণ, আমাদের গণতন্ত্র মনারা তেনাদের পছন্দ করেন না। তেনারা একটা কথা প্রায়ই বলেন, যে কোন খারাপ গণতন্ত্রের চেয়েও সামরিক শাসক খারাপ...
৭| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
বাকপ্রবাস বলেছেন: জাতি আরো দেখেছে ব্যাংক, শেয়ার বাজার লুট
জাতি আরো দেখেছে গুমের সাগরে লাশ ভাসে
জাতি আরো দেখেছে নির্বাচনের ছেলেখেলা
জাতি আরো দেখেছে সাগর রুনির খুনিরা ২৪ঘন্টায় ধরা হয়ে গেছে
জাতি আরো জানে এসব কথা বললে পাকিস্তানি ট্যাগ, এসব বলা যাবেনা
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিভাজন দিন দিন বেড়েই চলেছে। এগুলোর অবসান হওয়া দরকার...
৮| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০
উদাসী স্বপ্ন বলেছেন: সুইডেনের ঝিন্টুরে যেনো কে ক্ষমা করছিলো?
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইয়াজ উদ্দিন আহমদ। ঝিন্টু দোষী হলে অবশ্যই বিএনপি আমলের প্রেসিডেন্ট কাজটা ঠিক করেননি। তবে ঝিন্টুর মামলা ও রায় ছিল সামরিক সরকার এরশাদের আমলের। তাই তাকে 'বেনিফিট অব ডাউট' দেয়া হয়েছে...
৯| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩
উদাসী স্বপ্ন বলেছেন: ও আচ্ছা, ঝিন্টু ভাই নিস্পাপ নান্না মুন্না ফটিকচান ছিলো। সব দোষ খালি জোসেফদের। সহী মুমিনীয় থুক্কি জাতীয়তাবাদী যুক্তি। শুনে প্রীত হলাম
ধনে পাতা।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১০| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
৭১ থেকে ৭৫ পর্যন্ত জাতি ইউনাইটেড ছিল।
রাজাকার পক্ষ সার্বজনিন ভাবে ঘৃনিত ছিল
৭৫ মুজিব হত্যার পর ২১ বছর শৈরশাসনের মাধ্যমে রাজাকারদের দেশে ফিরিয়ে এনে ধিরে ধিরে দেশকে বিভক্ত করা হয়েছিল।
ডান্ডামেরে ঠান্ডা করার জন্য আর্মির দরকার কি? হাসিনাই তো এরচে ভাল পারে।
গত ৩ বছর কোন হরতাল-ভাংচুর আগুন নেই।
দুই দুর্ধর্ষ জাদরেল সাকা চৌধুরী ও মোজাহেদ ফাসি দেয়ার দিন কোন বন্দুকের ভয় দেখানো ছাড়াই দেশ শান্ত ছিল, সবাই কর্মমুখর, স্কুলগুলোও খোলা ছিল।
মুজিব হত্যার বিচার-ফাসি হওয়ার পরও কোন হরতাল ডাকেনি কেউ।
২১ আগস্ট গ্রেনেড হামলা বিচারের রায়ের পরও বন্দুকের ভয় দেখানো ছাড়াই দেশ শান্ত।
বাংলার ইতিহাসে এত দীর্ঘদিন শান্ত ও কর্মমুখর থাকার নজির নেই।
মানুষতো মুলত শান্তিই চায়। আপনিও সেরকমটিই বলছেন।
তাইলে আর্মির দরকার কি? হাসিনাই তো এরচে ভাল।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক অর্থে হাসিনা তো ভালোই! হরতাল-অবরোধ নেই। অবরোধের প্রত্যক্ষ ভূক্তভোগী আমি ও আমার পরিবার। টানা উন্নয়ন চলছে। তবে সমস্যা হচ্ছে গণতন্ত্র নেই। অবৈধভাবে জোর করে গণতান্ত্রিক দল ক্ষমতায় থাকার চেয়ে আর্মি থাকা আরো ভালো হবে বৈকি!..
১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১২
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধের সময় মানুষ ২ ভাগ হয়েছে, ১ ভাগ চেয়েছিলো "বৃহত্তর পাকিস্তান থাকুক"; যারা বৃহত্তর পাকিস্তান চেয়েছিল তাদের একাংশ পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছিলো।
শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব মুক্তিযু্দ্ধ ও স্বাধীনতাকামীদের সাহায্য না করায়, এরা পেছনে পড়ে গেছে; পাকিস্তান পন্হীরা শক্তিশালী হয়েই রয়ে গেছে
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের সংখ্যা খুবই কম। এখন বিভাজন ভুলে দেশকে এগিয়ে নিতে হবে। অবশ্যই অগণতান্ত্রিক ভাবে নয়...
১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু ১৫ই আগস্টের জন্মদিন পালন, শফিক রেহমানকে দিয়ে ইংলিশে চিঠি লেখিয়ে আমেরিকা আক্রমন, জামাতের মতো শুয়োরদের কোলে বসানো নিশ্চয়ই জাতীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্মন নয়?
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুষ্ট লোকে তো সমাজে থাকবেই। সব চলবে আইন অনুযায়ী...
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
বিভাজন থেকে বের হওয়ার জন্য একটা কমন উদ্দেশ্য বের করতে হবে, সেটার জন্য বিশাল মাথার দরকার; এখনকার দলের লোকদের (পুরুষদের) ২টি মাথাই সাইজের দিক থেকে প্রায় সমান।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই একটা কমন সৎ উদ্দেশ্য থাকতে হবে। সেরকম মাথার লোক এখনো আসেনি...
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৪
অনল চৌধুরী বলেছেন: জিয়া,এরশাদ,মইনুদ্দিন-সবাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে অারো বেশী দুর্নীতি করেছে।
এদেশে কেউই দুর্নীতির উর্দ্ধে উঠতে পারেনি।
সামরিক বাহিনীর অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে আপনার কোন ধারণা নেই। ব্লগে যেহেতু এক ডজনেরও বেশি সামরিক পরিবারের একটিভ ব্লগার আছে তাই এই সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না। -এই তথ্যের উৎস কি?
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমেরিকাতেও দুর্নীতি হয়। তবে সেখানে ধরা পড়লে বিচার হয়। এটাই পার্থক্য...
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৮
কিশোর মাইনু বলেছেন: এর শেষটা কোথায়???
তার চেয়ে ও বড় প্রশ্ন, কিভাবে???
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিলিয়ন ডলারের প্রশ্ন...
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২২
রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাবিশ...ওরা টোটালি রাবিশ...
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫
নূর আলম হিরণ বলেছেন: দেশে আঠারো কোটি মানুষ বিভাজন থাকবেই। শিক্ষার হার যত বাড়বে বিভাজন তত কমে আসবে অন্তত দেশের স্বার্থে এক থাকা মানুষের সংখ্যা বেশি হবে।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশাবাদী হতে হবে, তবে এই দুই পরিবার থাকলে গুণগত পরিবর্তন হবে না...
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪
খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলিগের বিরোধিতা করলেী তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে।
দল আর দেশ যে দুইটা আলাদা জিনিস কিছু বিভ্রান্ত মানুষ এটা বোঝে না।
তারা আমেরিকার গনতন্ত্র ভাল, ভারতের গনতন্ত্র ভাল বলে শুখ পায়, নিজেদের দল যে আকাম করে ওইগুলা চোখে দেখে না।
ভাই আপনার দল ভাল হলেই এদেশের গনতন্ত্র ও ভাল হবে এটা বোখে না।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ভুলটা ভাঙতে দিচ্ছে না মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা পক্ষ। কারণ, তাহলে তাদের বলার মত ও বিপক্ষকে চাপে রাখার মত আর কোন বিষয় থাকবে না...
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: বিএনপির অনেক বাকারাতুল বুর্বাক সমর্থক বলতেছে হান্নান নাকি তারেকের জড়িত থাকার স্বীকারাক্তি অস্বীকার করে জবানবন্দী দিছিলো
২১ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাঁর বইয়ে লিখেছিলেন, ‘পরবর্তীকালে অস্বীকার করলেও মুফতি আবদুল হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে যে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে রাজনীতি থেকে উৎখাত করা।’ (বাংলাদেশে গণতন্ত্র: ১৯৯১-২০০৬, ইউপিএল, ঢাকা) সাংবাদিক আতাউস সামাদ ২০০৪ সালের ২৩ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় মন্তব্য প্রতিবেদনে লিখেছিলেন, ‘এই হামলা ছিল বাংলাদেশের স্বাধীনতার পর রাজধানীতে সবচেয়ে নারকীয়, ভয়াবহ ও ন্যক্কারজনক রাজনৈতিক সহিংসতা।’
এর পরে আর কি যুক্তি দিবে বিএনপির জঙ্গি বর্বর অশিক্ষিত ছুপা শিবির সমর্থকরা?
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘটনা ঘটেছে সেটা তো কেউ অস্বীকার করেনি। তবে ২০০৮ পর্যন্ত সেটা ছিল হরকাতুল জিহাদের কাজ। ২০০৯ থেকে সেটা হয়ে গিয়েছি বিএনপি'র কাজ...
২০| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: জন্মলগ্ন থেকেই জাতি দ্বিধাবিভক্ত, দরকার একটা জায়গায় আনা।
সেটা অবশ্যই দেশ ও দেশের মানুষের কল্যান ও উন্নয়ন।
যারা দেশের জন্মই চায় নি তারা কখনোই এই পয়েন্টে একসাথে আসবে না।
আপনি আর্মিকে আহবান করছেন!
তারা যে এটা কখনোই পারবে না তা গত ১/১১ এর সরকার প্রমান করেছে।
তারা পারবে দেশেকে আরো ১০০ বছর পিছিয়ে দিতে।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি শেষ অপশান হিসেবে চেয়েছি আর্মিকে। কারণ, এই দুই পরিবার এরশাদের পর ৫ টার্ম ক্ষমতায় থেকেও দেশে সুশাসন দিতে পারেনি। এই দুই পরিবারের মধ্যে হিংসা দূর করতে হলে তৃতীয় পক্ষ অথবা আর্মিকে তো আসতে হবেই...
২১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
রানার ব্লগ বলেছেন: কোন ব্যাক্তি বা প্রথিস্টান কোন জাতিকে বিভাজন করতে পারে না। এই জাতি জন্ম লগ্ন থেকে বিভাজিত !!
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই হিন্দু মুসলিম দ্বন্দ্ব তারপর দেশ ভাগ। এভাবেই এই জাতির রক্তে মিশে গিয়েছে বিভাজন। নিজেরা একটা স্বাধীন দেশ পেয়েও প্রথম দুই প্রেসিডেন্টকে হত্যা করেছে। এই জাতির বিভাজন সহসা দূর হবে না...
২২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০২
আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার ,
সব দায়ভার আমার , আপনার , তার । আমাদের রক্তমাংশে মিশে থাকা শত শত বছরের চাটুকারীতার ফল ।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। এই চাটুকারীতার কারণেই দুই দলে দুই অযোগ্য মহিলা পাকাপোক্ত ভাবে বসে আছেন। অথচ পরিবারকরণের কোন উদ্দেশ্য শুরুতে ছিল না...
২৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: ৯০ এর এরশাদ হটাও আন্দোলোন “রিক্সাওয়ালা নুর হোসেইন্যা’র শৈরাচার নিপাত যাক” বিপ্লবে “জামত+আওয়ামী লীগ+বিএনপি” একটি দল ছিলো । রাজনীতি শাপ লুডু খেলার মতো থার্ড ক্লাস একটি খেলা যেখানে ১৭ কোটি মানুষ সবাই খেলোয়াড় সবাই সাপে কাটা পরে আবার মই দিয়ে চড়ে ।
***আবারো বলছি “জামত+আওয়ামী লীগ + বিএনপি” একটি দল ছিলো - একটি দল আছে, শত্রু পক্ষ ১৭ কোটি জনতা !!!
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো বলেছেন। এরা সব স্বার্থের জন্য রূপ বদল করে। আজকেই তো দেখলেন কামাল হোসেন - বি চৌধুরী ঐক্য ভেঙে গেল...
২৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন: এখানে অনেকেই আপনার সাথে দ্বিমত পোষন করতে পারে কারণ তার দ্বারা আপনার এই লেখাটি পোষ্ট দেওয়া সম্ভব হয়নি, আপনার লেখা নিঃসন্দেহে ইউনিক। বদ+কামাল+ডার্ক সাইডে খেলোয়াড় সুদখোড় ইউনুশ মিয়া - লুডু খেলছে দান দিচ্ছে একটার পর একটা । দেশের ক্যান্সার সব নোংরা কীট - কিটনাষক দিয়ে নিধন করা উচিত ।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এই জন্য চাই আরেকবার আর্মি এসব আগাছা পরিস্কার করুক। যদিও উন্নত বিশ্ব ও দেশবাসী এটা চায় না...
২৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫
হযবরলঃ বলেছেন: জাতিকে বিভাজন করার দায় কার?
না "জাতিকে বিভাজিত করার দায় কার?"
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুইটাই সঠিক মনে হয়!!
২৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯
হযবরলঃ বলেছেন: দুইটাই সঠিক মনে হয়!!
এ কারণেই আপনার কাছ থেকে এ রকম পোস্ট পাচ্ছি!!!!!!
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপার না...
২৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৩
অনল চৌধুরী বলেছেন: আমেরিকাতেও দুর্নীতি হয়। তবে সেখানে ধরা পড়লে বিচার হয়। এটাই পার্থক্য... -বাংলাদেশে কাজী জাফর,মওদুদ,এরশাদ,মন্জু,সাদেক খোকা,ফালু,মোশাররফ,নাজমুল হুদা,খালেদা,তারেক-কার জেল হয়নি?
কিন্ত বাংলাদেশের মানুষ চোরের বংশ পরিচয় পছন্দ করে।
তাই হাজার শাস্তি হলেও চুরি করবেই।
১৪ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরশাদ ছাড়া আর কারো পূর্ণ রায়/সাজা হয়নি। বাকী সবাই আপিলে মুক্ত হয়েছেন। আরো বেশী বেশী রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের পূর্ণ রায় ও সাজা নিশ্চিত করতে হবে। তাহলে পরিবর্তন আসবে। নাহলে, তেনারা আপিলে বের হয়ে আরও বেশী জনপ্রিয় হবেন। যেটা হয়েছিল ১/১১'র সময়...
২৮| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪০
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের লোক কখনোই চোরদের ঘৃণা করেনি,এখনো করে না।
এরশাদ সব নির্বাচনে একাধিক অাসনে জয়ী হয়।অন্যরাও তাই।
কারো পূর্ণ রায়/সাজা -ব্যাপারটা বুঝলাম না।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরশাদ ছাড়া আর কারোরই চূড়ান্ত রায় হয়নি। এরশাদ ছাড়া আর কেউ সাজা খাটেনি। খালেদা জিয়া বা অন্য নেতারা জেলে গেলেও আবার আপিলে বের হয়ে যান। শুধুমাত্র এরশাদেরই জনতা টাওয়ার মামলায় পূর্ণাঙ্গ সাজা বা জেল খাটতে হয়...
যদি বাবরের ফাঁসি হয় বা পিন্টু যাবজ্জীবন সাজা খাটে তাহলে তারাও এরশাদের দলে(সাজাপ্রাপ্ত) যোগ দিবেন...
২৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩০
অনল চৌধুরী বলেছেন: কাজী জাফর,মওদুদ,এরশাদ,মন্জু,নাজমুল হুদা,খালেদা-প্রত্যেকে দুর্নীতি মামলায় জেল খেটেছে এবং খাটছে।
এরশাদ রাজনৈতিক কারণে জেলের বাইরে আছে।
এরশাদের জেল থেকেও এদেশের নেতা বা জনগণ কোন শিক্ষা নেয়নি,খালেদার জেল খাটা থেকে নেবেনা।
এদের রক্তে আঠার মতো লেগে আছে চুরি করার স্বভাব।
২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি পয়েন্ট টা ধরতে পারেন নি। এরশাদ ছাড়া এদের কেউই সুপ্রীম কোর্টে চূড়ান্ত ভাবে দোষী সাব্যস্ত হননি। নিম্ণ আদালতের রায়ে বা মামলা চলাকালে উনারা জেল খেটেছেন। এরশাদ মুক্ত/জামিনে থাকা অবস্থায় জনতা টাওয়ার মামলায় সুপ্রীম কোর্টে সাজাপ্রাপ্ত হলে তাঁকে আবার জেল খাটতে হয়। রায়ের বাকী মাসগুলো পূর্ণ করার জন্য।
ধরুন, এখন বাবর উচ্চ আদালতে খালাস পেল। তাহলে বাবর কিন্তু দোষী হলেন না! নির্দোষ বলেই তো খালাস!!
১/১১'র সময় অনেক রাজনীতিবিদ জেল খেটেছেন। কিন্তু পরে সবাই উচ্চ আদালতের রায়ে খালাস পেয়েছেন। অর্থাৎ উনারা কেউ আর সেই মামলায় দোষী নন...
আশা করি বুঝতে পেরেছেন...
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
রাকু হাসান বলেছেন:
আপনার ,আমার নীতি নির্ধারকদের ।