নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

#metoo - ফ্যাক্ট & রিয়েলিটি...

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২



১. প্রথমেই বলে(লিখে) রাখি, আমি 'ধর্ষণের জন্য পোশাক দায়ী' গ্রুপের সদস্য নই। আমি 'no means no' গ্রুপের সদস্য। হলিউডের পর বলিউডেও শুরু হয়েছে একের পর এক যৌন নির্যাতনের খবর। বেশীরভাগ অভিযোগই আসছে মিডিয়া কর্মীদের কাছ থেকে! যেন মিডিয়ার বাইরে আর কোন নারী এসবের শিকার হয় না! হয়তো মিডিয়ার মেয়েরা বেশী সাহসী বলেই তারা এগুলো এখন প্রকাশ করছে...

২. অস্ট্রেলিয়াতে একবার এক ভারতীয় ছেলের বিচার চলছিল এক অস্ট্রেলীয় নারীকে ইভ টিজিং করার জন্য। ছেলেটি বলেছিল, সে বলিউডি সিনেমা দ্বারা প্রভাবিত। তার দেশের সিনেমাতে মেয়েদের এভাবেই ইমপ্রেস করা হয়, এভাবেই ভালোবাসা হয় - তাই সে এমন করেছিল। ছেলেটি নাকি মুক্ত হয়ে গিয়েছিল এই যুক্তিতে(সূত্র- ইউটিউব)...

৩. হলিউডের ছবিতেও denial - কে প্রেমের প্রাথমিক স্টেপ হিসেবে দেখানো হয়। আবার হঠাৎ করে আবেগে কিস/হাগ করে বসলে সেটাকে বলে, force of emotion. প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সবাই এই ফর্মূলার ছবিতে অভিনয় করছে বা বানাচ্ছে। তাহলে সেটা থেকে কেউ অনুপ্রাণিত হয়ে গেলে দোষটা কাকে দিবেন?

৪. সুশীলরা এখন প্রশ্ন করবেন, অভিনয় তো অভিনয়। শুটিং-এর পর কেন পরিচালক বা অভিনেতা বাজে প্রস্তাব দিবে? মানলাম আপনাদের কথা। কিন্তু আপনি কেন তখন প্রতিবাদ করেননি? আপনি কেন ছবি থেকে বের হয়ে গেলেন না। এখন আপনি বলবেন, ওরা প্রভাবশালী, চুক্তি ভাঙা যায় না, কাজ পাওয়া যাবে না ইত্যাদি। তাহলে চুপ থাকা নিয়ে আপনারও কিছু স্বার্থ ছিল! কারণ, আপনার দরকার ছিল ক্যারিয়ার তথা অর্থ...

৫. আপনি পরিচালকের কথায় ডেয়ারিং দৃশ্যে অভিনয় করবেন, আপনি দীর্ঘদিন একই টিমের সাথে চলাফেরা করবেন। সেখানে আপনার বা তেনার ব্রেনের বাম অংশে একটু উথাল পাতাল তো হতেই পারে! আমি বলছি না হেসে হেসে কথা বললেই সিগনাল দেয়া বোঝায় (পিংক), আমি বলছি না রোল পাওয়ার জন্য একটু বেশী আবদার করা মানেই ইচ্ছে আছে বোঝানো। আমি বলতে চাইছি পুরো জগৎটাই তো মেকি। পুরো সিস্টেমটাই তো রঙীন। আপনি তো ভদ্র ঘরের সন্তান হলে শরীর বিক্রি করে টাকা কামাতেন না! আর নীতিবান হলে তো প্রতিবাদ করে কাজ ছেড়ে দিতেন। আপনি, তিনি, উনি, তেনারা সবাই রাবিশ, টোটালি রাবিশ...

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরেই এগুলো ঘটে চলেছে। এখন ফেসবুক এর কারনে এগুলো বেশি চোখে পড়ছে।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। এখানে কোন মেয়ের আসা মানে প্রথমেই ধরে নিতে হবে তার লজ্জা/শরম কম। যে যাই বলুক...

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


হলিউড মলিউডে সেক্স মেক্স সকাল বিকেল একত্রে বসে চা খাওয়ার মত চলে; তবে, কিছু কিছু ক্ষেত্রে পরে সম্পর্ক খারাপ হওয়ায় নালিশ করছে

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি যেটা লিখতে পারিনি সেটা আপনি লিখে দিলেন। ধন্যবাদ...

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

মোঃ হোসাইন খাঁন বলেছেন: চাদগাজি সাব তো আমার উক্তিটাই করে বসলেন ।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ জগৎে আসলেই এগুলো চা খাওয়ার মত ব্যপার। কিন্তু কখনো কখনো অতিরিক্ত হয়ে গেলে খবর হয় আর কী!...

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

বলেছেন: সঠিক বলেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চাঁদগাজীবলেছেন:হলিউড মলিউডে সেক্স মেক্স সকাল বিকেল একত্রে বসে চা খাওয়ার মত চলে; তবে, কিছু কিছু ক্ষেত্রে পরে সম্পর্ক খারাপ হওয়ায় নালিশ করছে।


হলিউডের সিনেমায় ওসব দেখলেই তো মাথা হট হয়ে যায়।:P

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে তৈরিই তো করা হয়েছে ওভাবে! আর যখন তেনারা একই সাথে চলাফেরা করে তখন তেনাদের অনুভূতি কেমন হয় বুঝেন... ;)

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

প্রশ্নবোধক (?) বলেছেন: আমার বিবেচনায় উভয়েরই পূর্ণ বিচার হওয়া উচিত সামাজিক ভাবে নোংরামি ছড়ানোর জন্য।
একটা ছেলে-একটা মেয়ে এক ঘরে কি করছে এমন কিউরিসিটিকে প্রশ্রয় ইসলাম দেয়না। কিন্তু কোন সমস্যা জনসমক্ষে বা আদালতে আসলে তার পূর্ণ ন্যায়বিচার-বিধান ইসলামিক শরিয়া।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসলাম বা নিজ নিজ ধর্ম মানলে তো কেউ শরীর বিক্রি করে অর্থ উপার্জন করত না...

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

সাইন বোর্ড বলেছেন: অামার তো মনে হয় এসব জেনেই মেয়েরা এ জগতে অাসে, তারপরও কেউ যদি নিজেকে সেভ রাখতে পারে, সেটা অবশ্যই তার ক্রেডিট ।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জগৎে আসার প্রথম শর্তই তো আপনি রক্ষণশীল হতে পারবেন না। অবশ্যই সবাই জানে। যদিও ভাব করে আমি সৎ থাকবো, ফাঁদে পা দিব না। যখন কিছু হয় তখন অন্যরা বলে, এগুলো একটু আধটু হয়। আবার ক্যারিয়ারের জন্য অনেকে মেনেও নেয়...

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

প্রশ্নবোধক (?) বলেছেন: গডফাদার উপন্যাসে পড়েছিলাম, মায়েরা কিভাবে নিজের মেয়েকে প্রযোজক-পরিচালকের শয্যা-সংগী করত একটু চান্স পাইয়ে দেবার আশায়।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে পিতা বা মাতা এই জগৎে যাওয়ার অনুমতি দিচ্ছে তারা প্রকারান্তরে দেহ বিক্রির অনুমতি দিচ্ছেন। হিজাব পরে নিশ্চয়ই বেড সিন করা যায় না...

৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশী পিচ্চি পিচ্চি ছেলে মেয়েরা ইউটিউবকে নোংরা পর্ণ ভিডিও করে ছেড়ে দিয়েছে । বাংলাদেশে ইন্টারন্যাশনাল টীমে খেলা ক্রিকেটার নিয়ে পর পর দুইটি মেয়ে যা নোংরা ভাষা ইউটিউবে ছেড়েছে তার কি কোনো সুরাহিা বা বিচার হয়েছে ? সিনেমা নাটক কেনো বলছেন বাংলাদেশে সমাজ পরিবেশ পরিবার কতোটুকু পচেঁ গেছে কুষ্ট রোগে তা কি দেখছেন না ???

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ছোট ছোট ছেলে মেয়েদের নোংরামীর আড্ডাখানা। বাংলাদেশে নাটক বিজ্ঞাপণে পিচ্চি পিচ্চি ছেলে “মডেল নায়িকাদের দালাল” তারা নাটকে বিজ্ঞাপণে লাইটম্যান, টি বয়, লাইনম্যান, কুলি এবং ফেসবুকার ও ব্লগার।

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ব্যপারে বেশ কয়েকবার ব্লগেই মন্তব্য করেছিলাম। ফেসবুক, ইউটিউবে নতুন প্রজন্মের কান্ড কারখানা দেখে শঙ্কিত আমি। এরা এখন অনেক উদ্ধত। এদের হাতে সামনে দেশ কীভাবে চলবে তা নিয়ে চিন্তার অবকাশ আছে...

১০| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: বিচার মানি তালগাছ আমার ভাই, নিশ্চিন্ত থা্কুন, বর্তমান উদ্ধত যুবকদের দ্বারা দেশ চলবে না, এরা ডাষ্টবিন হতে এসেছে ডাষ্টবিনে ফিরে যাবে ।

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই আশা নিয়েই তো দিন পার করছি। আলো আসবেই। নষ্টরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে...

১১| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৩

অনল চৌধুরী বলেছেন: আপনি তো ভদ্র ঘরের সন্তান হলে শরীর বিক্রি করে টাকা কামাতেন না!-খুবই অাপত্তিকর কথা।
বহু পুরুষ চলচ্চিত্র অার শরীর গঠন জাতীয় ক্রীড়ায় আয় করে। তারাও কি তাহলে খারাপ?
এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গী কেনা?
তনুশ্রী ২০০৫ সালে আশিক বানায়া আপনে অার কঙ্গনা ২০০৬ সালে গ্যাংষ্টার ছবিতে জঘণ্য দৃশ্যে অভিনয় করেছে।কিন্ত ইচ্ছার বিরুদ্ধে কোন নারীকে এমনকি পেশাদার পতিতাদেরও জোর করা পৃথিবীর প্রায় সবদেশের আইনে অপরাধ বলে বিবেচিত।

আপনি পরিচালকের কথায় ডেয়ারিং দৃশ্যে অভিনয় করবেন, আপনি দীর্ঘদিন একই টিমের সাথে চলাফেরা করবেন। সেখানে আপনার বা তেনার ব্রেনের বাম অংশে একটু উথাল পাতাল তো হতেই পারে! েএই মন্তব্য তো পোষাক গ্রুপের সদস্যদের মতোই হয়ে গেলো।
কঙ্গনা বলেছে ঋত্বিক বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে মেলামেশা করেছে।তাহলে প্রশ্ন উঠে,সে ঋত্বিক ছাড়া জীবনে অার কয়জনের সাথে এই সম্পর্ক করেছে? তাদের সবাই কি তাকে বিয়ের প্রলোভন দিয়েছিলো? অার যদি সেটা না হয় তাহলে পরিচিত ও ধনী তারকাকে বিয়ে করার জন্য নিজের শরীর ব্যবহার ও বিয়ের আগেই শারীরিক সম্পর্কের জন্য তারও তো শাস্তি হওয়া উচিত।
কারো প্রতি অন্ধ সমর্থন না রেখে যুক্তি দিয়ে সবকিছূ অালোচনা করলেই প্রকৃত সত্য উদঘাটন করা সম্ভব।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি মনে হয় বোঝাতে পারিনি কী বোঝাতে গিয়ে কী বোঝাতে চেয়েছি! মন্তব্যর জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.