নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু : এক সেকেন্ড আগেও না, পরেও না...

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫



১. আমার বাবা যেদিন মারা যান তার ২ দিন আগে হালকা স্ট্রোক করেছিলেন। সেদিন সুস্থ হয়ে পরদিন পরিচিত বন্ধু/আত্মীয়দের ফোন করে বলেছিলেন, আজ আমার জানাজা পড়তে তোমরা। গতকাল তো প্রায় মারাই যাচ্ছিলাম। ঐদিন বা তার আগের দিন নেপালের রাজা বীরেন্দ্র'র পুরো পরিবারকে হত্যা করে ছেলে দীপেন্দ্র আত্মহত্যার চেষ্টা করে। ৩ দিন পর সেও মারা যায়। সেই খবর পত্রিকাতে পড়ে বাবা বলছিলেন, সে(দীপেন্দ্র) আর বেঁচে থেকেও লাভ কী? তার পরদিন সকাল বেলা সুস্থ অবস্থায় অন্য এক বাসায় ব্যবসায়িক কথাবার্তা আলোচনা করার জন্য গিয়ে স্ট্রোক করে মারা যান। তিনি নিশ্চয়ই সেদিনের সব পরিকল্পনা করেই ঘর থেকে বের হয়েছিলেন...

২. আইয়ুব বাচ্চু মৃত্যুর ২ দিন আগেও কনসার্ট করেছিলেন। এর আগে কয়েকবার হার্ট এটাক বা অন্য কারণে হাসপাতালে গেলেও নিশ্চয়ই ভাবেননি সেদিনই(১৮ অক্টোবর) তাঁর মৃত্যু হবে। ফাঁসির আসামী আর দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছাড়া কেউই ভাবে না তার মৃত্যু কখন হবে। সবাই-ই ভাবে আরও কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে...

৩. চাঁদগাজী আইয়ুব বাচ্চুকে নিয়ে পোস্ট লিখে আবার ড্রাফট/মুছে ফেলেছেন। তিনি বাংলাদেশের আবহাওয়াতে খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে লিখেছিলেন। আমিও তাতে সহমত। তবে একই পরিবেশে কেউ ৫৬ আবার কেউ ৮৬ বছরও বাঁচেন। আসলে মৃত্যু যখন হওয়ার তখনই হবে। ১ সেকেন্ড আগেও না, পরেও না...

৪. গত সপ্তাহে আমাকে বোবায় ধরেছিল(sleeping paralysis)। অন্যদের কেমন অভিজ্ঞতা হয় জানি না। তবে আমার মনে হয়েছে(যেহেতু কোন ভয়াবহ স্বপ্নে ছিলাম না তখন) আমি বুঝতে পেরেছিলাম আমি অন্য একটা জগতে আছি। আমি চেষ্টা করছিলাম দুনিয়াতে ফেরত আসতে কিন্তু পারছিলাম না। আবার আমার মৃত্যুও হচ্ছে কিনা সেটা ভেবে কলেমাও পড়ছিলাম। কিন্তু জাগার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। সবার মত আমিও চিৎকার করলেও আওয়াজ বেরুচ্ছিল না। পরে হঠাৎ করে(যেহেতু আমি মরছি না) চিৎকারের আওয়াজ বের হয়। রুমমেট আওয়াজ শুনে আঁতকে উঠে। আমার কাছে মনে হয়েছে জীবন-মৃত্যুর মাঝামাঝি আরেকটা স্টেজ মনে হয় এই 'বোবায় ধরা'। কারণ, ঘুমে বা স্বপ্নে নিজের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু এখানে কিছুটা হলেও(স্বপ্ন থেকে ফেরত আসার) চেষ্টা থাকে...

৫. রাজীব নূর ৫ টি গল্প'র প্লট মাথায় রেখেছেন লিখবেন বলে, আমি ৩০+ বিষয় টুকে রেখেছি ব্লগের জন্য। কিন্তু আমি বা রাজীব নূর বা অন্য কেউ জানি না কখন মৃত্যু হবে। এই ব্লগ লিখতে গিয়েও মনে হচ্ছে....নাহ...আমার ভয় লাগছে...খারাপ লাগছে...

মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক বছর আগে ১৮ অক্টোবর আমার স্ট্রোক হওয়ারপর যখন আমার জ্ঞান ফিরে তখন ডাক্তার বলেছেন আমি মারা গিয়েছিলাম আল্লাহ নাকি আমার প্রাণ ফেরৎ দিয়েছেন। এখন আমি ব্লগিং করছি। আমার নিজের সম্পর্কে নিকট জন থেকে অনেক গল্পই শুনছি। মনে হয় যে কোন সময় চলে যাব। যাক যাবার আগে আল্লাহর ৯৯ নাম নিয়ে ৯৯ সনেট লেখা হলো-আলহামদুলিল্লাহ।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের নিকে ফেরত আসায় অভিনন্দন। আল্লাহর ৯৯ নাম নিয়ে ৯৯ সনেট - অসাধারণ একটা কাজ হয়েছে। আল্লাহ আপনাকে কবুল করুক...

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: মৃত্যই সবচেয়ে বড় সত্য বাকি সব মিথ্যা।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই একটা ভবিষ্যতের ব্যপারে মানুষ কনফার্ম...

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:

'বোবায় ধরা' মানে, তখন মানুষের নিশ্বাস আটকে যায়; বেশীরভাগ ক্ষেত্রে, মানুষের নরাচড়ার ফলে, তার পজিশন বদলে যাওয়ার পর, শ্বাস নিতে পারেন; শতকরা ২/১ জনের মৃত্যু হয় এতে।

কবর ইত্যাদির ছবি কি মানুষ পছন্দ করেন?

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের অসহায়ত্ব বোঝানোর জন্য কবরের ছবি। হুমায়ুন আহমেদ জীবিত থাকতে নুহাশ পল্লীর একটা কবরের ছবি বাঁধিয়ে রেখেছিলেন, যাতে তার মৃত্যুর পর কবর কেমন হয় সেটা বেঁচে থাকতেই জেনে যেতে পারেন...

৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

ঢাকার লোক বলেছেন: মরতে হবে স্মরণ করে মৃত্যু এবং মৃত্যুপরবর্তী জীবনের জন্য প্রস্তুত থাকা ভালো, তবে সর্বদা মৃত্যু ভয়ে আতংকিত থাকা ঠিক না, এতে দুনিয়াবী জীবন বাধাগ্রস্ত হবে, দুনিয়াবী কল্যাণ কামনা করা এবং এর জন্য চেষ্টা করাও ধর্ম । "রাব্বানা আ তিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ওয়াকিন আজাবাননার" !

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আতংকিতও থাকা যাবে না আবার ভুলেও থাকা যাবে না। দিনে ৫ বার মৃত্যুর কথা স্মরণ করার কথাও বলা হয়েছে। এভাবেই জীবন যাবে...

৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবাই-ই ভাবে আরও কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে
মনে হচ্ছে....নাহ...আমার ভয় লাগছে...খারাপ লাগছে...

............................................................................
কিভাবে জানেন রাজীব নূর বা চাদঁগাজীর লেখার ডাফ্রট সমূহ ?
তেমনি মৃত্যুর সংকেত সবাই পায়, কেউ বুঝে কেউ বুঝতে পারে না ।

নিয়ন্ত্রণ থাকে কোথায় ? জন্ম বা মৃত্যু কোনটারই অভিজ্ঞতা কি আমাদের আছে ?
অতএব অভিজ্ঞতা ছাড়াই সব পাস, মানে যা হবে তো হবে ই , নো চিন্তা , ডু ফুর্তি

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজীব নূর নিজের একটা লেখায় লিখেছিলেন তাই জেনেছি। প্রতিটা মৃত্যুর পর আমরা কিছুটা ভাবুক হয়ে যাই। তারপর আবার সব ভুলে স্বাভাবিক হয়ে যাই। এটাই মানুষের বৈশিষ্ট্য...

৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজা বীরেন্দ্র'র ব্যাপারটা জানতাম না। দীপেন্দ্র কি অসুস্থ ছিল?
*সঠিক সময়টা না জানলেও মানুষ মনে হয় বুঝতে পারে তার মৃত্যু গনিয়ে আসছে। কথাবার্তা কিছুটা রহস্যজনক মনে হয়।
*চাঁদগাজী সাহেব আইয়ুব বাচ্চুকে নিয়ে কী লিখছিলেন?
*আমাকেও দুয়েকবার বোবায় ধরেছে। বড় অসহায় অবস্থা হয় তখন।
*সময় আসলে কম। সময় থাকতেই কাজ সেরে ফেলতে হয়।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজা বীরেন্দ্র তার স্ত্রী, কন্যা, পুত্রকে হত্যা করে ছেলে দীপেন্দ্র। পরে নিজেও আত্মহত্যা করে। ৩ দিন পর তার মৃত্যু হয়। এটা নেপালী ভার্সান। অনেকে এটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে দেখে। অনেকে মনে করে বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র এটা করিয়েছিলেন। অনেকে অন্য ষড়যন্ত্র-ও ভাবে...
কিছু মানুষ হয়তো বুঝতে পারে। তবে বেশীরভাগ ভাবতেই পারে না। মান্না, জাফর ইকবাল, জসিম, আইয়ুব বাচ্চু - এরা খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় মৃত্যু চিন্তা করতেও পারত না...
চাঁদগাজী একটা আইয়ুব বাচ্চুর একটা নতুন তথ্য নিয়ে লিখেছিলেন, যা সম্ভবত বিতর্ক হতে পারে ভেবে সরিয়ে নিয়েছেন। উনার অনুমতি ছাড়া লেখা ঠিক হবে না...
বোবায় ধরা অভিজ্ঞতা দুঃস্বপ্ন দেখার চেয়েও ভয়াবহ...
সময় আসলেই কম। এ বছর আমার কাছের ২ আত্মীয় মারা গিয়েছেন। আইয়ুব বাচ্চু মারা গিয়েছেন। তরিকুল ইসলাম আইসিইউ-তে...

৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

অনেক কথা বলতে চাই বলেছেন: এই ব্লগ ও পোস্ট পরে আমি কথাশূন্য হয়ে গেলাম। মাথা ভারি লাগছে। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। অন্য জগতের কথা ভুলে থেকে।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাছের বা দূরের আলোড়িত করা মৃত্যুগুলো আমাদের বিষন্ন করে তোলে। মনে হয় দুনিয়া কত অল্প দিনের...

৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

হাফ হাতা শার্ট বলেছেন: এক সেকেন্ডের নাই ভরসা

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বন্ধ হইব রং তামাশা...

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

সৈকত জোহা বলেছেন: মাঝে মাঝে রাতে প্রচুর ভয় পায়। এই সমস্যা ছোটবেলা থেকে। মনে হয় আর বুঝি বাঁচবো না

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মে কর্মে মন দিন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে...

১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০

সৈকত জোহা বলেছেন: দিন দিন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বুঝতে পারলে দূরে না যাওয়াই ভালো হবে...

১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার ,




হায়রে জীবন ! তুহু মম শ্যাম সমান ...............

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমমম....

১২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ৫ টা পয়েন্ট'ই মন দিয়ে পড়লাম।
মৃত্যু কখন হবে আমরা জানি না। তাই আমাদের উচিত মন্দ কাজ বাদ দিয়ে ভালো কাজ করা।
বোবায় ধরা কঠিন কোনো অসুখ না। অনেকের'ই এই রোগ আছে। এই রোগের খুব ভালো চিকিৎসা আছে।
পাঁচ টা লেখা থেকে তিনটা লিখে ফেলেছি। দুইটা বাকি আছে। যদি বেঁচে থাকি সেই দুইটাও লিখে ফেলব।


ভালো থাকুন। সুস্থ থাকুন এবং সুখি থাকুন।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বোবায় ধরা কোন অসুখ না। এটা ঘুমের মধ্যে একটা অবস্থা। ভালো থাকুন, সুস্থ থাকুন...

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

করুণাধারা বলেছেন: দুনিয়াদারি নিয়ে এত ব্যস্ত থাকি যে মৃত্যুর কথা মনেই পড়ে না। এই পোস্ট পড়ে মনে পড়ল। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার।

আমার খুব কৌতুহল জানবার জন্য, যারা মারা যায় তারা আগাম মৃত্যুর সংবাদ পায় কি না। একটা কথা প্রচলিত আছে, যে মারা যায় সে 40 দিন আগেই জানতে পারে তার মৃত্যু ঘটবে। কিন্তু অনেকের মৃত্যু দেখে আমার মনে হয়, এই কথাটি ভুল।

ভালো থাকুন সব সময়।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না। এরকম সংবাদ পাওয়া যায় না। তবে কয়েকজনের বেলায় সিম্পটম দেখা যায় যা পরবর্তীতে অন্যরা মনে করে হয়তো জানত! যেমন - কেউ হঠাৎ করে সম্পত্তি ভাগ করে দিল আর কয়েকদিন পর মারা গেল। তখন সবাই বলবে মনে হয় বুঝতে পেরেছিল মারা যাবে। আবার যেমন - কেউ চঞ্চল অবস্থা থেকে হঠাৎ চুপচাপ মনমরা হয়ে গেল, এর কয়েকদিন পর মারা গেল। তখন সবাই বলবে মনে হয় বুঝতে পেরেছিল মারা যাবে।

এখন এই পোস্টের পর যদি আমার মৃত্যু হয় তখন ব্লগার রা বলবেন, হয়তো বুঝতে পেরেছিল মারা যাবে...

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

নতুন বলেছেন: মৃত্যু হবেই তাই তার কথা মনে রেখে জীবনের বেচা থাকার সময়টুকু ভয়ে কাটানোর দরকার নাই।

মানুষের মঙ্গল হয় এমন জীবন জাপন করুন... সবাইকে ভালোবাসুন... জীবনকে উপভোগ করুন... পরিবার/বন্ধুদের সাথে নিয়ে সুন্দর সময় কাটান...

এতো চিন্তার কোন কারন নাই।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতে কোন সমস্যা নেই। ভয়ের দরকার নেই। সুন্দর জীবন যাপন করলেই হল...

১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

আরোগ্য বলেছেন: আমরা চাই বা না চাই মৃত্যু নামের সাঁকো পাড় করতেই হবে।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন উপায়ই নেই এ থেকে বাঁচার...

১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: লাজারাস সিন্ড্রম

১৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪২

অনল চৌধুরী বলেছেন: মানুষ যে মুহুর্তে জন্ম নেয়,তখনই তার মৃত্যু নির্ধারিত হয় ।
একটা শক্তি না চাইলে কেউই জন্ম নেয় না অার কেউই মরেনা বা কেউ কাউকে মারতেও পারে না।
এক বিমানবালা ৩৩,৩০০ ফুট উপর থেকে পড়েও প্রাণে বেচে গিয়েছিলেন।https://en.wikipedia.org/wiki/Vesna_Vulovićhttps://en.wikipedia.org
ফিডেল ক্যাষ্ট্রোকে ৬৩৮ বার চেষ্টা করেও মারতে পারেনি সিঅাইএ বা অন্যরা।
জীবন-মৃত্যু এক রহস্যময় জিনিস যার জ্ঞান এখনও মানুষের আয়ত্বের বাইরে।
/wiki/638_Ways_to_Kill_Castro

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েক মাস আগেই তো একই বিমানের(ইউএস বাংলা) কিছু মানুষ বেঁচে গিয়েছে, কিছু মানুষ মারা গিয়েছে দুর্ঘটনায়। সবই আল্লাহর ইচ্ছা...

১৮| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৪

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় মানুষের মৃত্যু মেনে নেওয়া কঠিন কিন্তু মেনে না নিয়ে উপায় কি। আপনারা এতগুলো প্লট মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আমি কোন কিছু লেখার মত প্লটই খুজে পাচ্ছি না।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। মাঝে মাঝে আমারও প্লট থাকে না মাথায়...

১৯| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দেওয়া ছবিটা দেখেই কয়েক মুহূর্তে বাস্তবে বোবায় ধরেছিল। আমার বাবাও হার্ট অ্যাটর্কে গত হয়েছিলেন। আপনার বাবারও একইভাবে চলে যাওয়া দেখে কষ্ট পেলাম। ওনার বেহেস্ত কামনা করছি। সঙ্গে শিল্পীর বিদেহী রুহুর শান্তি কামনা করি।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন। আপনিও ভাল থাকবেন...

২০| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মৃত্যু জেনেও তো মানুষ খারাপ কাজ করা বন্ধ করছেন না।
কেউ কেউ প্রতিযোগিতা করে খারাপ কাজ করছেন।
ভালো কাজ করতে হবে।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই। আমি নিজেও তো সারাক্ষণ গুনাহর মধ্যে আছি...

২১| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বোবায় ধরা কোন অসুখ না। এটা ঘুমের মধ্যে একটা অবস্থা। ভালো থাকুন, সুস্থ থাকুন...

ঠিক আছে, বুঝতে পেরেছি।
এটার কি কোনো সমাধান নেই?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমাধান নেই। মানব জীবনের সব রহস্য এখনো মানুষ আবিস্কার করতে পারেনি...

২২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার এই পোস্টের শিরোনাম অনুসরণ করেই বলছি, যখন যাওয়ার সময় হবে তখন চলে যাবেন। এ নিয়ে এত শঙ্কার কী আছে? মাটির ওপরে যতদিন আছেন, ততদিন জীবনটাকে উপভোগ করুন। জিন্দেগী না মিলেগি দুবারা। মাটির নিচে গেলে যা হয় হবে। কেউ তো আর দেখে আসেনি সেখানে কী হয়!
মন্তব্য পড়ে আমাকে আবার নাস্তিক ভাববেন না যেন। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং যথাসম্ভব ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করি। কিন্তু মৃত্যুর আগেই মরে যাওয়ার কোন ইচ্ছা নেই আমার। আল্লাহর নেয়ামত এই পৃথিবীর রূপ রস গন্ধ সব উপভোগ করতে চাই, কেননা এগুলো মানুষের উপভোগের জন্যই তিনি সৃষ্টি করেছেন।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বলেছেন। আমার লেখা দেখে কী মনে হয় আমি খুব হতাশাগ্রস্থ বা ভীতিগ্রস্থ? আসলে আমরা সবাই প্রতিটা মৃত্যুর পর একটু উদাস হই। তারপর আবার সব ভুলে যাই। ভাল থাকবেন...

২৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

নীল আকাশ বলেছেন: মানব জীবনের চরম তম সত্য টা আজ আপনি কি চমতকার করে লিখে দিয়েছেন!

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিটা মৃত্যু আমাদের জানিয়ে দেয় এই চরমতম সত্য কথাটা...

২৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮

তারেক ফাহিম বলেছেন: আমার বাবাকে সপ্তাহে ০২-০১ একবার বোবায় ধরে। :((
অামার জীবনেও প্রায় ৪-৫বার ঘটেছিল।

এর থেকে পরিত্রানের জন্য অনেক চেষ্টা করেও বিফলে গেলো।

বোবা ধরার পরবর্তীতে সজাগ হওয়ার অনুভুতি মনে হয়, পুনরায় জীবন ফিরে পাওয়া।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও একই রকম অনুভূতি হয়। বিশেষত, যখন বাঁচার জন্য মানে সেন্সে ফেরত আসার জন্য তীব্র চেষ্টা করা হয়...

২৫| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



জীবন সত্য। মৃত্যু তার চেয়েও মূর্তমান সত্য। চরম সত্য। আর সব কুহেলিকা।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরম সত্য...

২৬| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

অনেক কথা বলতে চাই বলেছেন: Youtube-এ কিছু লোককে দেখলাম আয়্যুব বাচ্চুকে জাহান্নামের certificate দিয়ে দিচ্ছে। আমার খুব রাগ লাগলো!

উনিও মনে হয় বুঝতে পেরেছিলেন মরণ আসন্ন। ওনার মায়ের কবরের পাশেই নিজের কবরের ই্চ্ছের কথা বলে গিয়েছিলেন কয়েকদিন আগেই।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে উনার বেহেশত নসীব করার প্রার্থনা করি...

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় মোট পাঁচটি অনুচ্ছেদে খুব সুন্দর লিখেছেন। এ লেখায় আমি পঞ্চম 'লাইক' রেখে গেলাম। +++++
মৃত্যু নিয়ে ভেবেছেন, এটা ভাল কথা, এবং এ ভাবনাটা কোন কোন পাঠকের মনে সঞ্চারিত হয়েছে, এটাও ভাল কথা। এই ভাবনা থেকে এখন যদি আমরা কিছু ভাল আমল করতে পারি, তবে সেটাই হবে আসল ভাল কথা।
করুণাধারা, অনল চৌধুরী এবং আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর মন্তব্যগুলো ভাল লেগেছে। +
সহব্লগার/পাঠক চাঁদগাজী ৩ নং মন্তব্যে অত্যন্ত শালীনতার সাথে (যেটা অনেক সময় তার স্বভাব বিরুদ্ধ বলে অনেকের কাছে মনে হতে পারে) আপনাকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা প্রকারন্তরে একটি সাজেশন। সেই সাজেশনটি আপনি বিবেচনায় নিতে পারেন।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। কিছু কিছু আলোড়িত মৃত্যু আমাদের কিছু সময়ের জন্য উদাস করে দেয়। তখন এই পৃথিবীর মায়াজালকে তুচ্ছ মনে হয়।

ছবিটা খুবই নিরীহ। তবে যদি কবরের ছবির সাথে সাদা কাপড় পরা লাশের ছবি থাকত তাহলে আরো ভয়াবহ হত বলে মনে করি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.