নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কেঁচো খুঁড়তে সাপ...

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪



১. আওয়ামী পন্থী লেখিকা মাসুদা ভাট্টি ৭১ টিভি'র টক শো-তে ব্যারিস্টার মঈনুল হোসেন কে প্রশ্ন করেছিলেন, আপনি কি জাতীয় ঐক্য ফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন? জবাবে মঈনুল হোসেন বলেন, "আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।"...

২. ফেসবুকে মাতম উঠল মঈনুল হোসেনের বিরুদ্ধে। নারীবাদি চেতনাজীবি রা গোসসা হলেন। মঈনুল হোসের বিরুদ্ধে মামলা হল। মঈনুল হোসেন ফোন করে মাসুদা ভাট্টির কাছে মাফ চাইলেন। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করলেন। এত দ্রুত 'ইস্যু' টা হাতছাড়া হয়ে যাওয়াতে চেতনাজীবিদের রাগ বেড়ে গেল। সুফিয়া কামাল সহ প্রায় ৫০ জন সম্পাদক এবং সাংবাদিক এক যৌথ বিবৃতিতে মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান। মানিক মিয়ার ছেলে মঈনুল হোসেন আগাম জামিন নেন হাইকোর্ট থেকে...

৩. কিন্তু ইটটি মারলে যে পাটখেলটি খেতে হয়। উপস্থাপক, আলোচক সবাই মিলে যখন একজন এন্টি আওয়ামী লীগারকে আক্রমণ করে তখন সাইবার যোদ্ধারা তো চুপ করে থাকতে পারে না। তারা এবার মাসুদা ভাট্টির ইতিহাস নিয়ে হাজির হলেন। মাসুদা ভাট্টির প্রথম স্বামী একজন পাকিস্তানী। নাম তার আসলাম ভাট্টি। 'ভাট্টি' সেই পাকিস্তানী টাইটেল। এখন চেতনায় কোন আঘাত আসার কথা নয়। কারণ, তিনি আওয়ামী লীগ করেন...

৪. একজন চেতনাজীবির স্বামী পাকিস্তানী সেটা পর্যন্ত না হয় ছোট সাপ ছিল। কিন্তু তারও পরে আবিস্কৃত হল অজগর সাপ। 'শত্রুর শত্রু বন্ধু' ফর্মূলায় তসলিমা নাসরিন বয়ান করেছেন, মাসুদা ভাট্টি আসলেই চরিত্রহীন। চরিত্রহীন মানে শুধু নিষিদ্ধ শারীরিক সম্পর্কের বেলায় নয়। অতি অসৎ, অতি লোভী, অতি কৃতঘ্ন, অতি নিষ্ঠুর, অতি স্বার্থান্ধ,অতি ছোট লোককেও চরিত্রহীন বলা যায়। মাসুদা ভাট্টির ১ম স্বামী যে পাকিস্তানী সেটা জানা যায় তার লেখায়। আর এটাও জানবেন আরেক চেতনাজীবি আবদুল গাফফার চৌধুরীও জানেন ব্যপারটা...(view this link)

৫. আওয়ামী লীগ তথা চেতনাজীবিদের নিয়ে আর বেশী খোঁড়া যাবে না। গন্ধ বের হচ্ছে...

মন্তব্য ৬৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

কলাবাগান১ বলেছেন: আপনাদেরমত প্রতিক্রিয়াশীল আর 'ডানপন্হী' লোকেরা ই সব সমহয় 'ধর্ষিতার' দোষ খুজে বেড়ান যাতে 'ধর্ষনকারী' যা করেছে সেটা সঠিক বলে সাপোর্ট দেন....

কখন আসবেন বলতে যে তার পোশাক এর মাঝে কিছু দেখা যাচ্ছিল যাতে মইনুল হোসেন নের এমন মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন

ধিক আপনাকে....

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি অনেক মেধাবী মানুষ। বিজ্ঞানের জটিল বিষয়ের লেখক ও প্রফেসর। কিন্তু রাজনীতিতে আপনি অন্ধ। ঘটনার বিশ্লেষণ না করে, না পড়ে মন্তব্য করে দিলেন। ধন্যবাদ...
আপনাদের মেন্টর তসলিমা নাসরিনের লেখার পরও এরকম মন্তব্য করে নিজেকেই চেনালেন। ধিক আপনাকে...

২| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯

পলাশবাবা বলেছেন: হু ইউটিউবে Bangladesh Jatiotabadi Chattradol এর একটা ভিডিও দেখলাম । ওখানে আসলাম ভাট্টি সাথে ডিভোর্সের কারণ উল্লেখ করেছেন উপস্থাপক । শুনে দেখতে পারেন।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ টা ফেসবুকেই পড়েছি। এখানে লিখলে আবার কলাবাগান/হাসান কালবৈশাখী ভাইদের দুঃখ লাগতে পারে...

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

নীল আকাশ বলেছেন: হাম্বা লীগ হচ্ছে একটা আজিব মেসিন যার এক দিক দিয়ে যা ইচ্ছা ঢুকান না কেন উলটা দিক দুয়ে শুধুই মুক্তিযুদ্ধা বের হয়! সেটা ভারতীয় হোক বা পাকিস্থানী। মাসুদা হচ্ছে ১৭ বা ১৮ ডিসেম্বরের মুক্তিযুদ্ধা, এই ধরনের আরো আছে.....কত চান?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজ যদি বিএনপি পন্থী কোন সাংবাদিক বা বুদ্ধিজীবির পাকিস্তানী স্বামী বা স্ত্রী থাকত তাহলে আওয়ামী লীগের পাতি নেতা থেকে শীর্ষ নেত্রী পর্যন্ত সবাই এটাকে নিয়ে মন্তব্য করত...

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই ভাট্টি মাট্টি জাতীয় অতি আওমিলীগারকে(!) আমার পছন্দ নয়। এদের বেশীরভাগ সুবিধাবাদী, কানকাটা রমজান।।

আমার ফর্মুলা হল, যারা আজ শুধুই লীগের পক্ষে/জাশির বিপক্ষে কথা বলে এদের কিছু অংশ সুবিধাবাদী, ভন্ড। যারা শুধু লীগের বিরোধীতাই করবে তারা মিথ্যুক ও পিওর বিরোধী দলীয়। কিন্তু যারা ভালো কাজে বাহবা আর খারাপ কাজে সমালোচনা করবে ওরা দেশপ্রেমী।।
এখন সবাই ভেবে দেখুক, কে কোন ক্যাটাগরিতে পড়বে...

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসেন কোলাকুলি করি...

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

পলাশবাবা বলেছেন: হু ৭১ টিভি ঐ দিনের অনুষ্ঠান টা ইউটিউবে দেখলাম।

স্পষ্টতই মইনুল হোসেন সাহেবকে ট্রেপ করা হয়েছে। উপস্থাপিকার মুখ ঢেকে হাসি ই তা প্রমান করে।

দেশে বিচার থাকলে ৭১ টিভি আর ভাট্রি ম্যাডাম ধরা খাবেন। মলম পার্টি থেকেও বড় প্রতারক।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিথিলা ফারজানা প্রায় প্রতিটা পর্বে এমন ট্র্যাপে ফেলেন বিএনপি পন্থীদের। এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। নিরপেক্ষ আলোচকদের উচিত ৭১ টিভি বয়কট করা...

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দুঃখিত জাশির জায়গায় বিম্পি হবে।


জাশিতো জাতির কলঙ্ক, বিষবৃক্ষ। মেজর জিয়া রোপন করেছে আর খালেদা, হাসিনা পালন করছে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবজেকশান। আমি আবার জিয়ার ভক্ত। আপনিও জানেন সেটা =p~

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তালগাছ ভাই,

কেঁচো খুঁড়তে শেষপর্যন্ত কেউটে বার করেই ছাড়লেন ।
যাক রাজনৈতিক পোস্ট এখন থেকে তাহলে জানব আপনার ব্লগেও পাওয়া যাবে।

শুভকামনা ভালবাসা আপনাকে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বেশীরভাগই লিখি রাজনৈতিক পোস্ট। মাঝে মাঝে অন্য বিষয়। ধন্যবাদ আপনাকে...

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

কলাবাগান১ বলেছেন: চরিত্রহীন লোকেরাই চরিত্রহীন বলা লোককে ডিফেন্ড করে আর ভিক্টিম এর দোষ খুজে বেড়ায়

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। উনাকে খামাখা জামায়াতের লোক বলাতে উনার রাগ বেড়ে যায়। কেইস ডিসমিসড...

৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২০

কলাবাগান১ বলেছেন: আর যারা আমাদের মহান স্বাদীনতার যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করে সন্দঘ প্রকাশ করে তারা তো আর এক পা এগিয়ে থাকবে এই ব্যাপারে সেটা বলাই বাহুল্য

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ...

১০| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
যুক্তফ্রন্ট-ঐক্যফ্রন্টের প্রায় সবারই একসময় একটা ভাল ব্যাকগ্রাউন্ড ছিল।
যেমন কামাল বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর,
ডা জাফরুল্লা মুক্তিযুদ্ধকালিন হাসপাতাল, শক্তভাবে স্বাধীনতা ও বঙ্গবন্ধু পক্ষে ..
এমনকি মাহামুদুর রহমান মান্নাও ৮০-৯০ দশকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দারুন বক্তা হিসেবে ছাত্রলীগ ও স্বাধিনতা পক্ষকে উজ্জিবিত করে গেছেন।

কিন্তু ইতর মইনুল? তার কি অবদান?
বাংলাদেশ বা বাংগালী দেশবাসির জন্য তার কোন অবদান নেই। যা পাওয়া গেছে সবই মিরজাফরি কাজকর্ম আর ইত্তেফাক নিয়ে ঝগড়া খুনখারাপি, ।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন শেখ হাসিনার ভাষায় মঈনুলরা হলেন, 'এন্টি আওয়ামী লীগার'...

১১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


মাসুদা ভাট্টি কি সাংবাদিক?

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কলামিস্ট, ব্লগার, সাংবাদিক...

১২| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২১

রাকু হাসান বলেছেন:


হাঁড়ির খবর দিলেন :|| =

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারাই বাধ্য করেছে...

১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৩

বলেছেন: রতনে রত্ন চেনে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪৮

জসীম অসীম বলেছেন: কেউই মনে হয় তাঁর রাজনৈতিক অবস্থানের ঊধ্বে উঠে আর কথা বলতে পারেন না। তাহলে কেনো এতো নিউট্রালিটির কথা বারবার চতুর্দিকে বলা হচ্ছে? বুঝলাম ব্যারিস্টার মঈনুল হোসেন বা মাসুদাভাট্রিসহ আরও অনেকের কথায় ও কাজে অ্যাবসিউলিউট নিউট্রালিটির প্রশ্নই আসে না। কিন্তু যথাসম্ভব নিউট্রাল ভূমিকা পালন করতে দোষ কোথায়? দল করলেই কি দালাল হয়ে যাওয়া বাধ্যতামূলক হয়ে যায়? তাহলে আর এমন দল করে কী লাভ!

২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দল করতে গেলে সেভাবে নিউট্রাল থাকতে পারে না কেউ, দলগুলোর নীতি ও চামচাদের কারণে...

১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৯

বিদ্যুৎ বলেছেন: অতি চেতনাবাজ মানেই অতি দুর্গন্ধ। তাই চেতনাবাজি করে তাদের পাকি প্রীতি ঢাকতে চাই।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ সাহেব এই জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কারণ, সবাই ছিল ভাই বেরাদর...

১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৪

ঢাবিয়ান বলেছেন: এসব নিতে ত্যানা পেচানোর মুল কারন ব্যরিস্টার মইনুল হোসেন ইদানিং খুব গরম গরম বক্তৃতা দিচ্ছেন যা ফেসবুকে ভাইরাল হচ্ছে। ঐক্যফ্রন্টের মুল শক্তি হচ্ছে ডঃ কামাল ও ব্যরিস্টার মউনুল হোসেন। তাদেরকে বিতর্কিত করার জন্য এখন উঠেপড়ে লেগেছে সবাই। এই গেম প্ল্যান সবাই খুব ভালই বোঝে।

তবে বিএনপি এই ইস্যূতে রিয়াকশনদেখে পুরাই হতাশ। মির্জা ফখ্রুল বলেছে যে, তার মেয়ে নাকি লজ্জা পেয়েছে মইনুল হোসেনের মন্তব্য!! মইনুল হোসেনের উচিৎ ক্ষমা চেয়ে ব্যপারটা মিটিয়ে ফেলা!!! মির্জা ফখররুলের মেয়ের লজ্জা লাগে মিডিয়া সন্ত্রাসিদের মুখোশ উন্মোচন করলে!! তার লজ্জা লাগে না লুটেরা তারেক জিয়ার পার্টি করে তারা বাবা? অবস্য সেই ব্যপারে লজ্জা করলে কি আর চলে !! আফটার অল টাকা, পাওয়ার এগুলার সাথে লজ্জা সরমের আবার কি সম্পর্ক!! এই মেয়ের সাথে মাসুদা ভাট্টিদের কি পার্থক্য ? সবইতো এক গোয়ালের গরু বলে মনে হচ্ছে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মির্জা ফখরুল সম্ভবত নারীবাদীদের কাছে বিএনপি'র গুডউইল নষ্ট না করার জন্য এমনটা বলেছেন। আসলে এই নেতারা নীতির চেয়ে বেশী ভয় পান নারীবাদী বা চেতনাজীবিদের। তাই মাঝে মাঝে নত হয়ে মন্তব্য করেন। আসলে, সব নেতার সব বিষয়ে মন্তব্য করাই উচিত না। তার উপর বেশীর ভাগ মিডিয়া হল চেতনা বান্ধব...

১৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মাসুদা পাকি কি কয় /দেখুব

১৮| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সে তো অস্বীকার করে।বলতেছে সে কিছুই বলেনি। সে কোন আক্রমণ করে কথা বলেনি । সে যে কি এইটাই বুঝলাম না। তাসলিমা বলে তার বিরুদ্ধে বলেছে । মাসুদা পাকি বলে তাকে নাকি সবাই নব্য তাসলিমা বলে । আবার সে নারী বাদি । তাইলে সে পাকিস্তানে কেন গিয়েছিল। পাকি দের সাহায্য নিয়ে ব্রিটেনের নাগরিক হতে?

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাসুদা'র কাপড় আর নেই। অন্তত পাকিস্তানী টাইটেলের কারণেও সামনে আরও গালি শুনতে হবে তেনাকে...

১৯| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: কেউ ভালো না।। কেউ না।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নষ্ট, রাবিশ...

২০| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

কে ত ন বলেছেন: মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলেছিলেন, পরে আবার দুঃখ প্রকাশ করেছেন, ব্যাপারটা ওখানে মিটে গেলেই সবার জন্য ভালো ছিল। কিন্তু লেবু বেশি চেপার ফলে এখন যা হয়েছেঃ
- মাসুদা এক পাকি বিয়ে করেছিল, তার কাছ থেকে ডিভোর্স খেয়েছে, ফলে ব্রিটেনের নাগরিকত্ব হারিয়েছে, কি লজ্জা!
- পাকির প্রতি ভালোবাসা এখনও জিইয়ে রেখেছে, তার নাম নিজের নামের সাথে মাখিয়ে রেখেছে, কি লজ্জা!
- ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাবার জন্য তাসলিমা নাসরিনের মত মহিলার হাতে পায়ে ধরেছে, কি লজ্জা!
- তাসলিমা নাসরিন মিথ্যার পর মিথ্যা তথ্য দিয়ে তাকে ব্রিটেনের নাগরিক বানিয়েছে, কি লজ্জা!
- সেই তাসলিমার বিরুদ্ধেই আবার বিষ ঢেলে দিয়ে লিখেছে, এ কী মানুষ, না কেউটে সাপ!

এখন মাসুদা ভাট্টির চরিত্র যে কতটা ফুলের মত পবিত্র - তা সবাই জানতে শুরু করেছে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখ প্রকাশ এবং ফোন করে ক্ষমা বা সরি বলেছেন। ফোন করার কথা মাসুদা-ও স্বীকার করেছেন। আর কী চাই একজন সিনিয়র ব্যাক্তিত্বের কাছ থেকে? কিন্তু, 'ব্যবসা' করতে গিয়ে এখন গায়ের কাপড় খুলে গেল...

২১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দল করলেই কি দালাল হয়ে যাওয়া বাধ্যতামূলক হয়ে যায়?
মাসুদা ভাট্টির চরিত্র যে কতটা ফুলের মত পবিত্র - তা সবাই জানতে শুরু করেছে।

........................................... আমাদের এই সুন্দর ব্লগটাও কি রাজনীতির কালো থাবায় চরিত্র হারাবে ?

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হয় না। আমি দল কানাদের মত পোস্ট দেই না। সাদাকে সাদা, কালোকে কালো বলার হেডাম আমার আছে...

২২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

খাঁজা বাবা বলেছেন: হলুদ সাংবাদিক বা লেখক লেখিকা কে চরিত্রহীন বলা ই যায়
সেটা পেশাগত ক্ষেত্রে। মইনুল সাহেব সেটাই বলেছেন।
মিসেস ভাট্টি সহ তার সমর্থক রা এটাকে ব্যাক্তি পর্যায়ে নিয়ে এসেছেন রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশে।
এখন তার ব্যক্তিগত ইতিহাস বেড়িয়ে পরেছে, এটা হওয়ার ই কথা, যদিও কাম্য নয়।
ব্যক্তি জীবন, পেশা এবং রাজনীতি আলাদা হওয়াই বাঞ্চনীয়।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরিত্রহীন মানেই উনি ভেবেছেন অবৈধ শারিরীক সম্পর্কের কথা!! ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। ব্যারিস্টার মঈনুল হোসেন কে? তাঁর পিতা কে? ব্যাস, আজাইরা জামায়াত ট্যাগ লাগিয়ে দিলেই হবে? সাংবাদিকতার এথিকস এগুলো? মাসুদা ভাট্টি নেটে একটিভ। উনি নিশ্চয়ই এসব দেখছেন। আর তসলিমা তো পুরোই হাঁটে হাঁড়ি ভেঙে দিল...

২৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পুরো সাক্ষাতকার না শুনে মন্তব্য করা ঠিক না। তবে ভাটি আর মাইনুল দুজনেই ব্যক্তিগত আক্রমন করেছে, দুজনেই সমালোচনার দাবী রাখে।

ব্যক্তি জীবন, পেশা এবং রাজনীতি আলাদা হওয়াই বাঞ্চনীয়। (খাঁজা বাবা)

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা অনুষ্ঠানে উপস্থাপক, ২ আলোচক যদি এক পেশে আচরণ করে ৪র্থ আলোচককে অপ্রয়োজনীয় ট্যাগ লাগানোর চেষ্টা করে তখন তার মাথা গরম হওয়ারই কথা। তবুও উনি পরে দুঃখ প্রকাশ করেছেন...

২৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মেজর জিয়া জাতীর কাছে বড় কিছু অপরাধ করেছে। আপনারা সেটা মানতে চান না। তাঁর সমালোচনা করে একটা পোস্ট দেবেন।

(আমি পোস্ট দিলে একেবারে ধুয়ে দেব। আবেগে পড়ে উল্টাপাল্টা লিখে পরে সমস্যায় পড়বো। :P আমি চাচ্ছি যার যার দলের সমালোচনা তারাই করুক। নিজেদের ভুলগুলো শুধরিয়ে দেশকে এগিয়ে নিক।)

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৭ নভেম্বর, ১৫ আগস্ট নিয়ে কিছু লেখায় জিয়া'র সমালোচনা করেছিলাম(অবশ্য জিয়া নিয়ে বায়াসড কিছুটা) আর বাকী সমালোচনা গুলো আমি ছেড়ে দিয়েছি মানুষ ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর...

২৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯

কিরমানী লিটন বলেছেন: কানাকে কানা- আর চরিত্রহীনকে চরিত্রহীন বলতে নেই, তাতে তার চেতনায় আঘাত পায়।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। ঠিকই বলেছেন। বিশেষ করে চেতনাবাজদের চেতনায় আঘাত করতে নেই...

২৬| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

হযবরলঃ বলেছেন: মঈনুল হোসেন রাজনীতি করছেন মাসুদা ভাট্টি প্রশ্ন করেছেন রাজনৈতিক বিষয়ে, হতে পারে সেটা কটু প্রশ্ন কিন্তু তার প্রত্যুত্তরে একটি লাইভ টক শোতে কোন সুস্থ ব্যাক্তি কোন মহিলাকে এভাবে ব্যাক্তিগত আক্রমন করতে পারে না। এমনকি ব্যাক্তি জীবনে সাংবাদিকের চরিত্র যদি খুব জঘন্য হয় তারপরও না। এর সাথে কোন দল মতের সম্পর্ক নেই আছে সুস্থ আর আসুস্থ মন মানসিকতার সম্পর্ক। রাজনীনৈতিক অনেক নেতা/নেত্রির চরিত্র নিয়েই তো অনেক মুখরোচক কথা চালু আছে। তাই বলে কোন সাংবাদিক যদি কোন লাইভ টক শোতে সেই নেতা/নেত্রিকে চরিত্রহীন বলে বসেন তবে কি সেটা কোন সুস্থ সাংবাদিকতার পরিচয় বহন করবে?

আপনার এই পোস্ট আপনারও অসুস্থ চিন্তা চেতনার পরিচয় বহন করে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওটা মুখ ফসকে বের হয়েছিল। পরে উনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এটাকে নিয়ে মামলা, বিজ্ঞপ্তি, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান - এসব বাড়াবাড়ি...

২৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শাহিন-৯৯ বলেছেন:

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: great leader...

২৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চেতনাবাজরা ছোট বিষয়কে জটিল করে তোলে...

২৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

ডাঃ নাসির বলেছেন: এত সোজা নয়।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি অনেক বাঁকা...

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬

হযবরলঃ বলেছেন: লাইভ টক শোত একজন মহিলাকে চরিত্রহীন বলাটা বাড়াবাড়ি না, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবীটি বাড়াবাড়ি!!!!!!!!!!!!!!!!!!

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিলকে তাল বানাতে চাইলে অনেক কিছুই করা যায়। মিথ্যা কথা বলার কারণে চরিত্রহীন বলেছেন। যদিও তা ভুল ছিল...

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


#তসলিমার মন্তব্যের উত্তরে ভাট্টির উত্তর ঃ

‘আজকে তার দেয়া চারিত্রিক সার্টিফিকেট নিয়ে যারা আমাকে তুলোধনো করছেন। তারাই প্রতিদিন তার মাথা চায়, নোংরা আক্রমণে জর্জরিত করে, কখনও বা তাকে দেশছাড়া করতে চায়’ B-)
যুগান্তর ২২/১০/১৮ অনলাইন সংস্করণ।

# তসলিমাকে কি মাতম আহ ভালোই লাগছে!!! =p~
# ভাট্টি ও মইনুল দুজনেই সমালোচনার দাবি রাখে। /:)

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তসলিমা হলেন এই মুহূর্তে 'শত্রুর শত্রু বন্ধু'...

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: সাংবাদিকদের উচিৎ আত্মসম্মান বজায় রেখে কথা বলা।সেই সাথে উচিৎ চ্যানেলে আমন্ত্রিত প্রতিটি মানুষেরই মানসম্মানের কথাও ভাবা।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা মাথায় রাখা উচিত অবশ্যই। তবে একাত্তর টিভি বা অন্য কিছু আলোচক বা উপস্থাপক ইচ্ছে করে কিছু মানুষকে খোঁচা দিয়ে কথা বলে উত্তেজিত করেন...

৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মাসুদা ভাট্টি পাকি আই এস আই এ্যজেন্ট । এখনো সময় আছে তাকে কানে ধরে পাকিস্তানে পাঠানো হোক । আর সুফিয়া কামাল সুলতানা কামাল গং তেলে বেগুনে জ্বলে উঠার কারণ তিনি ফ্রন্টে আসার সুযোগ পেয়েছেন - তিনি বাংলাদেশী ছাগল । দেশে যখন কোটা, খোটা, নিরাপদ সড়ক আন্দোলোন চলছিলো তখন সুফিয়া কামাল সুলতানা কামাল নাকে বিষ্টা দিয়ে ঘুমে ছিলেন !!!

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা মৌসুমী চেতনাবাজ...

৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে শাহবাগ আর শহীদ মিনার হয়ে গেছে আন্দোলোনের আখরা, তারা কি শাহবাগে মশাল জ্বালাবেন !!! দেশে আন্দোলোন করে করে দেশকে কতোটা ক্ষতিগ্রস্ত করা যায় সেই চেষ্টা কি করবেন সুলতানা কামাল মাসুদা ভাট্টি গং !!!

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সচেতন মানুষ বুঝতে পারছে এসব চেতনাবাজদের। বিভিন্ন জরিপে ও সোশাল মিডিয়ার মন্তব্য একটু দেখলেই বোঝা যায় এদের জনপ্রিয়তা কতটুকু...

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চেতনায় আওয়ামীলীগার না হতে পারলে ডিজিটাল আইন আপনার জন্য!

সতর্কবার্তা জিরো! ;)

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসল নামে ব্লগিং করি না এই জন্য ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.