নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আসলেই কি শেখ হাসিনা জিতেছেন?

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০



১. চারিদিকে উল্লাস। শেখ হাসিনা আসলেই বাপের বেটী। কীভাবে কৌশলের সাথে একটা বৃহৎ 'এন্টি আওয়ামী ফোর্স'কে কাবু করে ফেলেছেন। যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রগতিশীলরা দেশকে নিরাপদ বোধ করে, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ধর্ম নিরপেক্ষরা হাঁফ ছেড়ে বাঁচে দেশ আফগানিস্তান/পাকিস্তান হবে না বলে, সেই আওয়ামী লীগের নেত্রী এখন 'কওমী জননী'। মারহাবা...

২. কওমী হোক আর আলিয়া হোক, এদের বেশীরভাগ ভোটারই কখনোই 'নৌকা'তে ভোট দিবে না। এটা জানার পরও শেখ হাসিনা তাদের দাবী মেনে নিয়েছেন। এখন, হেফাজত আবার আন্দোলন করার জন্য দ্বিতীয়বার ভাববে। কিন্তু আমার প্রশ্ন হল - এর আগে শাপলা চত্ত্বরের ঘটনার পর যেভাবে হেফাজতকে সাইজ করা হয়েছিল এবং গত কয়েক বছর একরকম শান্তই ছিল তারা, তাহলে এখন হঠাৎ করে তাদের সাপোর্টের দরকার হল কেন? তারা তো আর বিএনপি/জামাতের চেয়ে শক্তিশালী কেউ না?

৩. ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের সাথে অনেক ইসলাম বিদ্বেষী নেতা ও বুদ্ধিজীবি জড়িত। তাই এই ঘটনার পর আম জনতা সুলতানা কামাল, ইনু, মতিয়া, শাহরিয়ার কবির, হাসান ইমাম গংদের প্রতিক্রিয়া জানার জন্য উদগ্রীব হয়ে আছে। তেনারা সবাই অবশ্য এরকমই। যেহেতু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এটা করেছে তাই তেনারা সমালোচনা করবেন না বলেই ধরে নেয়া যায়। অলরেডি ওকা বলেছেন, কাউকে তেঁতুল হুজুর বলা ঠিক নয়...

৪. আসলে এখানে শেখ হাসিনার নৈতিক পরাজয় হয়েছে। আর হেফাজতের হয়েছে পতন। কারণ, সব সময় বিএনপি-জামাতকে ধর্ম নিয়ে ব্যবসা করার অভিযোগ তুলে নিজেই এখন ধর্ম নিয়ে ব্যবসা করলেন। বামপন্থী, প্রগতিশীল, মুক্তমনা দল হওয়ার পরও সামান্য ভোট বা ইসলাম বিরোধী ভাবমূর্তি মোছার জন্য দলের দীর্ঘদিনের নীতি বিসর্জন দিয়ে ধর্ম ভিত্তিক দলের সাথে আপোস করলেন। যদিও এই পরাজয়ে তেনার তেমন কিছু যায় আসে না। খালেদা জিয়া জেলে, তারেক জিয়া লন্ডনে, জোর করে ৫ বছর ক্ষমতায় - এগুলোই উনার বিজয়...

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা হলেন, ক্যাডেট কলেজের ছাত্র, ঢাকা ইউভার্সিটির ছাত্রদের প্রাইম মিনিষ্টার। মোল্লা শফি হলেন, এতিম ও হত দরিদ্র শিশুদের প্রাইম মিনিষ্টার।

এই জাতির শিক্ষিতরা গরীবদের শিশুদের পড়ায়নি ৪৮ বছর; প্রতিটি শিক্ষমন্ত্রী, প্রতিটি ব্যুরোক্রের অপরাধ করেছে এতিম ও গরীব শিশুদের অধিকার হনন করে।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিক্ষায় এগিয়ে গেলে দেশের অবস্থা আরো ভাল হত...

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শেখ হাসিনা ঠিক কাজটাই করেছে।

লীগ জামাতের বিরোধীতা করে বলে অনেকে মনে করে তারা ইসলাম ধর্ম বিরোধী। কিন্তু বিষয়টা ভুল। শেখ সাহেব কখনোই ধর্ম বিরোধী ছিলেন না।(বর্তমানের দু-একটা ফাতরা নেতার কথা আলাদা)


আপনারা আসলে ধর্ম নিরপেক্ষতার অর্থই বোঝেন না। আমরা বাঙালী না বাংলাদেশী এই নিয়ে ফালপাড়েন। Disgusting.

(আপ্নারে কি আজকে গ্যাপে নিমু?)

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাহা রটে তা কিছুটা তো বটে! ইসলাম নিয়ে আওয়ামী লীগের আমলে এত বেশী চুলকানি হয়েছে যে, এটা থেকে বের হয়ে আসতে তারা নানা রকম কান্ড কারখানা করে...

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ বামপন্থী, প্রগতিশীল, মুক্তমনা দল হওয়ার পরও সামান্য ভোট বা ইসলাম বিরোধী ভাবমূর্তি মোছার জন্য দলের দীর্ঘদিনের নীতি বিসর্জন দিয়ে ধর্ম ভিত্তিক দলের সাথে আপোস করলেন।
ভিত্তিহীন আউল ফাউল লেখা। ভোটে টান পড়ার কথা ভেবে মাথা কি আউলায়া গেছে ভায়া????:D

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহাহা! এগুলোর ভোট সবসময় ধানের শীষেই ছিল ভায়া। উপর দিয়ে রেলের জমির লোভে এখন 'কওমী জননী' উপাধি দিয়ে সার্টিফিকেট আদায় করে নিয়েছে আর কী!...

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার লেখায় যথেষ্ট ভূল তথ্য আছে




আওয়ামীলীগের একজন সম্ভাব্য এমপি পদপ্রার্থী যদি শেখ হাসিনাকে তার পুরো জেলা/এলাকার মাতা বলে ঘোষণা করে তাহলে কী আপনি বা আপনার মত মানুষেরা নেঁচে উঠবে? না, তখন নাচবে না।

শুনুন, প্রধানমন্ত্রীকে "কওমী জননী" বলে যিনি ভাষন দিয়েছেন তিনি আওয়ামীলীগের একজন সম্ভাব্য পদপ্রার্থী। আজাইরা নিজেরে ছোট করে প্রকাশ করবেন না।

আপনি মনে হয় ফেসবোক খুব বেশি চালান! তা না হলে এতো সুন্দর করে প্রোপাগান্ডাকে সাজাতে পারতেন না! না ব্যবহার করলে ভাল।

আপনি এর আগের পোস্টগুলো দেখেননি! আপনার এই ভূল ব্যাখ্যার সঠিক উত্তর ইতিপূর্বে ব্লগে প্রকাশ হয়েগেছে!
সময়ের ব্যস্ততায় পড়া হয় না অনেকেরই কিন্তু কিছু লেখার পূর্বে আগ পিছ দেখে ওও ভেবে লেখা উচিত।

দয়া করে ব্লগকে ফেসবোকের মত সস্তা করার চেষ্টা করবেন না!

http://www.somewhereinblog.net/blog/Tajhabibi/30259869

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা আপনার মতামত। ওটা আমার মতামত। নিজের মত না হলেই এত গোসসা হওয়ার কিছু নেই। হেফাজত বিক্রি হয়ে গিয়েছে অনেক আগেই। গতকাল ছিল আনুষ্ঠানিকতা মাত্র। এখন হাজার চেষ্টা করলেও শফি সাহেবের কলংক দূর করতে পারবেন না। বাকী সব ম্যাঁপ্যাঁও...

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

জিতুক বা না জিতুক ওনি যদি এখন ই সতর্ক না হন পরে এটা বিষ ফোড়া হিসেবে দেখা দিতে পারে । জামাত এখন নিস্ক্রিয় । তবে তারা যে গোপনে এখানে ঢুকে যাবে না তার কি গ্যারিন্টি আছে ?

আশা রাখি তিনি যা করছেন বুঝে শুনে করছেন ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হেফাজত যাতে আবার সক্রিয় না হয় তার জন্যই তো এত রাজনীতি...

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: শেখ হাসিনার দূরদর্শিতার প্রমান এই কাজটি । হেফাজতের প্রতি মানুষের যে সফট কর্নার ছিল এখন সেটা উঠে যাবে । হেফাজতের এক দিক থেকে পতন হয়েছে , শেখ হাসিনার পরাজয় এটা মানতে পারলাম না । তিনি অংক কষেই এই কাজ করেছেন বটে ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি দলের নীতি বিসর্জনকে পরাজয় বলেছি। রাজনীতির হিসাবে ঠিক আছে। উনি ও উনার দল শাপলা চত্বরের রক্তকে রং মাখা হয়েছিল বলেছিলেন, তেঁতুল হুজুরকে নিয়ে সমালোচনা এখনো ইউটিউবে আছে। সেই তিনি এখন তাদের পাশে- এটাকেই উনার পরাজয় বলেছি। হেফাজতের পতন হয়েছে এটা বলা যায়। হয়তো ভাঙনও হতে পারে...

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

শাহারিয়ার ইমন বলেছেন: রাজনীতিতে এগুলো কোন ব্যাপার না । সময়ের প্রয়োজনে সব জায়েয

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাইতো দেখতে পাচ্ছি। আবার অন্যরা যেটা আশংকা করছেন, যে কোন সময় হেফাজত আবার আওয়ামী লীগের বিরুদ্ধে নামলেও অবাক হব না...

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন:

হেফাজত সক্রিয় না হলেও জামাত হতে পারে । তারপরও বলব উনি যেটা চাইছেন সেটা হচ্ছে নির্বাচ নের আগে হেফাজতের কিছু ভোট টানা । তবে সেটা মন হচ্ছে হবে না । তারা যতই নিস্ক্রিয় থাকুক মাথা চাড়া দিয়ে উঠতে পারে ।

মনে হচ্ছে ঘরে বসে থাকার দিন চলে আসতেছে ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওরা যাতে মাঠ গরম করতে না পারে তাই ওদের জমি, অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। আপাতত জামায়াত, হেফাজত আওয়ামী লীগের জন্য কোন থ্রেট না...

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কওমী হোক আর আলিয়া হোক, এদের বেশীরভাগ ভোটারই কখনোই 'নৌকা'তে ভোট দিবে না।
............................................................................................................. সহমত

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই রাজনীতি...

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

জেকলেট বলেছেন: রেডি হন কওমী মোল্লাগোর লাগি সরকারি চাকুরীতে কোটা লাগবে। এতে দুইটা লাভ ১) কোটা বিরোধীদেরকে মোল্লাগোদি্যা লাইনে আনব।২) ভোট।

হা হা হা মজাই মজাই...

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজীর ভাষায় দুই পক্ষ দুই পক্ষকে শ্রদ্ধার সাথে ঠকিয়েছে...

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

নীল আকাশ বলেছেন: নৈতিক অবক্ষয়ের চুরান্তে পৌছানো ২ টা সংঘটনই এর মাধ্যমে জনগন কে দেখা প্রমান করে দিল যে, স্বার্থের প্রয়োজনে এর পারে না এমন আর কিছুই নেই। সাবাস! দারুন লিখেছেন...ধন্যবাদ, সত্য কথা তুলে ধরার জন্য!

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

তারেক ফাহিম বলেছেন: গাজি ভাই'র মন্তব্য পড়ে হাসলাম।

আসলে নৌকা যত কম ভোটই পায় ক্ষমতা তাদেরই :(

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা বুঝেও হেফাজতকে নিয়ে তারা খেলল...

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সনেট কবি বলেছেন: হেফাজত হেফাজতে থাকুক প্রধানমন্ত্রীও হেফাজতে থাকুন। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন-আমিন।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ বাংলাদেশকেও হেফাজত রাখুক। আমিন...

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাই, মাপ ও চাই দোয়াও চাই। আমরা পাবলিকেরা জানতাম ওনারা জন্ম জন্মান্তরেই আওয়ামীলীগ? এখন শুনছি কওমীলীগ। প্রধানমন্ত্রী এত কষ্ট করে এনাদের দলভুক্ত করার দরকার ছিলোনা; ওনারা আগে থেকেই এই দলে ছিলো। কিছু ব্যতিক্রমী হেফাজত বিএনপিকে ভোট দিয়েছে হয়তো তবে তা খুবই নগন্য। যাইহোক, আওয়ামীলীগ এখন ভালো করেই বলতে পারবে উনারা নবীর সত্যিকার উম্মত।।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা যা বলেছেন। এই এক ঘটনা দিয়ে তেনারা নিজেদের ইসলামের খেদমত কারী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। আর সারা বছর ইসলামপন্থীদের নিয়ে ঠাট্টা, মশকরা করবেন, ধর্ম নিরপেক্ষতা, প্রগতিশীলতার বুলি আওড়াবেন, মাদ্রাসাতে জঙ্গি উৎপাদন হয় তত্ত্ব ফলাবেন...

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমরা দেশের সাধারন মানুষ চাই দেশের উন্নয়ন। এখন যে-ই আসুক আমাদের কাজ করেই ভাত খেতে হবে। কাজেই যে ক্ষমতায় আসবে সে যেন দেশের জন্য সত্যিকার অর্থেই কাজ করে। তাহলেই ভালো।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ব্যপারে কারো দ্বিমত নেই। তবে অন্যায় ভাবে যেন কেউ ক্ষমতায় না আসে...

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: "শেখ হাসিনার নৈতিক পরাজয় হয়েছে, আর হেফাজতের হয়েছে পতন" - কথাটা ভেবে দেখার মত অবশ্যই।
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে সুবিধাবাদের রাজনীতি বেশীদিন স্থায়ী হয় না, কোন মুখোশ দিয়েও তাকে বেশীদিন ঢেকে রাখা যায় না।
আইন আদালতে পচন ও স্খলন শুরু হলে এর পরিণতি শুভ হয় না, এর সুদূর প্রসারী প্রতিক্রিয়ায় জাতিকে অনেক উচ্চ মূল্য দিতে হয়।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুবিধাবাদী অবস্থান কখনোই জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। ধন্যবাদ মন্তব্যর জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.