নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

হে নতুন ও সুইং ভোটার গণ...

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০



১. চাঁদগাজীর মতে বাংলাদেশে নির্বাচনের উপর তেমন জরিপ/টরিপ করার মত নিরপেক্ষ প্রতিষ্ঠান নেই। তবে বিগত নির্বাচনগুলোর ভোট ও ফলাফল বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞরা বলেছেন আওয়ামী লীগ, বিএনপি'র 'মূল(core) ভোটার' কিন্তু প্রায় একই রকম এবং এরা খুব একটা সিদ্ধান্তের পরিবর্তন করে না। মানে ব্যক্তির চেয়ে এনারা মার্কাকেই বেশী সমর্থন করেন। তবে জয় পরাজয়ে অনেক সময়ই নিয়ামক ভূমিকা পালন করে নতুন ও 'দৌদুল্যমান (swing) ভোটার' রা। যেনারা একটা নির্দিষ্ট দল বা মার্কাতে আবদ্ধ থাকেন না। ব্যক্তি বা দলের কার্যক্রম দেখে তেনারা সিদ্ধান্ত নেন...

২. যে কারণে দেখা যায় কোন আসনে স্বতন্ত্র, কোন আসনে মূল দলের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে। অনেকে বলেন, নতুন ভোটাররাও গুরুত্বপূর্ণ নিয়ামক জাতীয় নির্বাচনের জন্য। তবে আমার মনে হয়, নতুন ভোটাররাও পারিবারিক ভাবে একই রাজনৈতিক ধারা কর্তৃক প্রভাবিত। যদিও অনেক পরিবারেই দেখা যায়, এক ভাই আওয়ামী লীগ, আরেক ভাই বিএনপি করে। তথাপি, নতুন ভোটার রাও 'কোর ভোটার'দের মতই পারিবারিক সিদ্ধান্তের উপর আস্থা রাখে। ঠিক অনেক টা ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মত...

৩. নির্বাচন মৌসুমে নির্বাচন ছাড়া লেখা বের হচ্ছে না। তাই নতুন ও সুইং ভোটাদের এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তেনাদের মনে রাখতে হবে, বিএনপি-কে সাম্প্রদায়িক দল, যুদ্ধাপরাধীদের দল বলে আর ক্লাসিফাইড করা যাবে না। কারণ, এবার বিএনপি-কে চালাচ্ছে বঙ্গবন্ধুর প্রিয় ও ঘনিষ্ট পাত্র। আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের দল বলে বিশেষ অনুভূতি প্রকাশ করার দিন শেষ...

৪. তেনাদের সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগ পছন্দ করেন বলেই ইয়াবা সম্রাটের বদলে তার বউকে ভোট দিবেন কিনা। তেনাদের সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগ করেন বলেই মীরপুরের জমিদার আসলামুল হককে ভোট দিয়ে রাজা বানাবেন কিনা, তেনাদের সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ করেন বলেই শামীম উসমানকে সংসদে পাঠাবেন কিনা, শিক্ষা ব্যবস্থায় মারাত্মক অবনতির পরও নুরুল ইসলাম নাহিদকে আবারও ভোট দিবেন কিনা। এভাবে বিতর্কিত ও অযোগ্যদের অন্ধর মত ভোট দিবেন কিনা...

৫. বিএনপি যেহেতু ১২ বছর ধরে ক্ষমতার বাইরে তাই তেনারা এখন সাফ সুতরা হয়ে আছেন। তবে বিএনপি ও ঐক্যফ্রন্টে-ও বিতর্কিত, গডফাদার, সন্ত্রাসী প্রার্থী থাকলে তাদেরকেও বর্জন করা উচিত হবে নতুন ও সুইং ভোটারদের। তেনাদের মনে রাখতে হবে, 'জোর করে কারো মেয়েকে উঠিয়ে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে পরে সুখ দিলেই পাপ মোচন হয় না', তেনাদের সিদ্ধান্ত নিতে হবে, ধর্ষণের পর বিয়ে করার নামে আজীবন ধর্ষণের বৈধতা দেয়ার সুযোগ দেয়া উচিত কিনা। জোর করে, কায়দা করে ক্ষমতায় এসে উন্নয়ন করলেই সেটা গণতান্ত্রিক দেশের জন্য ঠিক কিনা...

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল সাহেব বিএনপি'কে চালাচ্ছেন, নাকি ফি নিয়ে আইনবিদ হিসেবে চাকুরী নিয়েছেন? উনার রাজনৈতিক জ্ঞান থাকলে, মানুষ উনাকে নেতা হিসেবে নিতেন; মানুষ এখনো উনাকে নিয়ে হাসাহাসি করছেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনাকে নিয়ে হাসাহাসির লোকজন কম। সহজ কথায় বলতে গেলে আওয়ামী লীগ ছাড়া আর কেউ উনাকে নিয়ে হাসাহাসি করছে না। তবে চেতনা শিবির যারা সরাসরি আওয়ামী লীগ না করলেও অনেক দুঃখ পেয়েছেন এটা বোঝা যায়...

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ম্যাংগো পিপল এবার হয়তো
ডিগবাজী খাবে। কারণ এক ফুলে
তুষ্ট নন দেবতা !

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা সব গণতান্ত্রিক দেশেই হয়। এক সরকারকে বেশীদিন কেউ দেখতে চায় না...

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে পার্টি লেভেলে সুইংভোট নেই, একই পার্টির ভেতরে "কেন্ডিডেটের উপর" সুইং ভোট আছে, মনে হয়। একই পরিবারে আওয়ামী ও বিএনপি থাকলে, ধরে নিতে হবে যে, পরিবারটি এক সময় আওয়ামী পরিবার ছিলো; বিএনপি পরিবার থেকে কেহ আওয়ামী লীগে আসার সম্ভাবনা ক্ষীণ।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই লোকটা গত ১২ বছর বিএনপি বিরোধী ছিল। টক শো, কলামে বিএনপি'র বিরোধীতা করত। আমি নিজেই বিরক্ত এসব পল্টিবাজদের উপর...

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আওয়ামীলীগ ইয়াবা সম্রাট, জলদস্যূ, দরবেশদের নৌকা থেকে নামাবে না। এদের অপকর্ম আর পাপের ভরে নৌকা ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কনফিডেন্সের কতটা অধঃপতন হলে এসব চিহ্নিত বিতর্কিতদের কোন দল প্রার্থী করতে পারে...

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইয়াবা সম্রাটের বদলে তার বউকে ভোট দিবেন কিনা।
......................................... অবশ্যই চিন্তার বিষয়

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ অঞ্চলের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত...

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

সাইন বোর্ড বলেছেন: নমিনেশনে লাঠি ও লগি-বৈঠার জোর ওয়ালাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে । অার জনগণ তো জানে, তাদের ভোট এত সহজে দিতে দেওয়া হবেনা ।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কবে যে এই কুপ্রথার অবসান হবে...

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

তিক্তভাষী বলেছেন: ৩ নম্বর প্রতিমন্তব্যের ছবিটি দেখে হাসি থামানো কষ্ট! =p~

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতার স্বাদ বড়ই মিঠা...

৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গোলাম আজম না কে যেন গত কাল রাতে পল্টি মারলো।

২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গোলাম মাওলা রনি...

৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭

বলেছেন: দল বদ রাজনীতিতে এক মুন্সীয়ানার পরিচয়।


শনলাম সবাই BAL তে যোগ দিবো কিন্তু এখন দেহি উল্টোটা।


গত এক যুগ যাহার ক্ষমতা স্বাদ পান নাই তাহার দল বদল করিতেছেন বলিয়াই মনে হয়।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ব্যপারে একটু লেখার ইচ্ছে আছে। আরো কয়েকদিন যাক...

১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই দুই দল বা জোটের জন্যই মায়াকান্না করে লাভ নেই, যেই লাউ সেই কদুকে ভোট দিলে একই পরিণতি হইবে | সুতরাং জনগণ যাহাকে মনে চায় তাহাকেই ভোট দিক, এজন্য কাহারো অধিক পেরেশান হইবার প্রয়োজন নাই |

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদম সহমত। যাহাকে মনে চায়, তাহাকে ভোট দিতে পারলেই আমরাও শান্তি পাই। সেই প্রক্রিয়া টা যেন সুষ্ঠু হয় সেই কামনাই করি...

১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২

খায়রুল আহসান বলেছেন: ভোটারদের ভোট প্রদান, ভোট গণনা এবং ফলপ্রকাশ সৎ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এটা নিশ্চিত করা প্রথম কর্তব্য।
কার? অবশ্যই নির্বাচন কমিশনের। আর জনগণ হোক সেটার পাহাড়াদার। এর ব্যত্যয় হলে জনগণকেই সেটা রুখে দাঁড়াতে হবে। যে দেশের জনগণ যুদ্ধ করে রাজনৈ্তিক স্বাধীনতা অর্জন করেছে, সে দেশের জনগণ তাদের সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে না হতে দেখলেও চুপচাপ ঘরে বসে থাকবে, এটা আশা না করাই ভাল।
তারপরে ফল যেটাই আসুক, সেটাই মানতে হবে। সুষ্ঠু নির্বাচনের পর যারাই বিজয়ী হবে, তারাই পরবর্তী ৫ বছর দেশ চালাবে।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই সহজ সরল সুন্দর একটা আশাবাদ। কিন্তু এই আশাবাদকেই বিগত দিনের সরকারগুলো পূরণ করতে দেয় না। পূরণ করতে দেয়না বলেই তত্ত্বাবধায়কক সরকারের জন্ম হয়। এখন যাই হোক, আবারও সুযোগ আছে সুষ্ঠু ভোট করার। দেশটা সবার। সুন্দর একটা সিস্টেম গড়ে উঠলে দেশেরই লাভ...

১২| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

রাজীব নুর বলেছেন: আমাদের কিচ্ছু করার নেই।
সব কিছু নষ্টদের দখলে যাবে।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও আশা নিয়ে বেঁচে থাকি...

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

নীল আকাশ বলেছেন: আওয়ামীলীগ ইয়াবা সম্রাট, জলদস্যূ, দরবেশদের নৌকা থেকে নামাবে না।কারন চোরদের সাথে চোরদেরই খাতির থাকে। এদের অপকর্ম আর পাপের ভরে নৌকা ইতিমধ্যেই ডুবে গেছে অবস্থা। সুস্ঠু নির্বাচন দিক না, আগের বার যে ৫% ভোট পেয়ে খুশিতে লাফাচ্ছিল আর বাকবাকুম করছিল, এবার সেটাও পাবে কিনা সন্দেহ আছে.......
আর বদির বউকে নমিনেশন না দিয়ে এর যাবে কই? নির্বাচনে টাকা পাবে কই? বোতল তো একই, শুধু পানির রং লাল থেকে নীল!
ভালো লিখেছেন......
শুভা কামনা রইল!

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকে ভেবেছিল লোক দেখানোর জন্য হলেও বিতর্কিতদের মনোনয়ন দিবে না। কিন্তু সেই চিহ্নিত লোকদেরই মনোনয়ন দিল। সচেতন মানুষ বুঝে গিয়েছে আওয়ামী লীগের দুর্বলতা। পেশী শক্তি দিয়ে কয়টা আসন ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয়(অবশ্য সুষ্ঠূ নির্বাচন হলে)...

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

খাঁজা বাবা বলেছেন: চেতনা বাদীরা অনেকেই আওয়ামীলীগ ছেড়ে যাচ্ছেন। যদিও এবার সাজানো নির্বাচনে বি এন পির কোন আশা নেই।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনো শেষ কিছু বলার সময় আসেনি। অনেক জায়গা থেকে চাপ আছে। আর্মিও আঙ্গুল চুষবে না...

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





আগে বদি ছিল এখন বৌদি হলো

আগে ইয়াবা ছিল এখন ইয়ামা হলো

এসব নিয়ে রাজনীতির কিছু নাই ।

আর রনি সাহেব কে এসবের বাইরে রাখেন । এই গুলো ইডিট করা যায় এর মতন ।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১/১১, ২০০৮, ২০১৪ কোন শিক্ষাই দেয়নি রাজনীতিবিদদের...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.