নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

মেধাবী ব্লগারগণ যখন গণতন্ত্রে বিশ্বাস করেন না...

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

১. চাঁদগাজী - সামু'র সবচেয়ে জনপ্রিয়(ক্ষেত্র বিশেষে নিন্দিত/বিতর্কিত) ব্লগার চাঁদগাজী। বাংলা ব্লগেই তেনার মত অন্য কেউ আছেন কিনা আমার জানা নেই। তেনার বৈশিষ্ট্য হল, সহজ ও অল্প কথায় পোস্ট করা। বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক জটিল বিষয়গুলো উনি সহজভাবে তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে যাওয়া আসার মধ্যে থাকেন। উনি একজন মুক্তিযোদ্ধা। উনি মনে করেন, শেখ সাহেব ও তাজউদ্দিন বিজয়ের পর মুক্তিযোদ্ধাদের খবর নেননি, তাদের দিয়ে দেশ চালাননি। তাই বাংলাদেশের ক্ষতি হয়েছে। উনি শিক্ষাকে সব সময় গুরুত্ব দেন। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন না। কারণ, আওয়ামী লীগের আমলে সুপার ধনী বাড়ার হার বেশী। এছাড়া মধ্যপ্রাচ্যে কামলা পাঠানোর জন্য এবং দেশের গরীব মেয়েরা পড়ালেখা না করে ঘরে ঘরে 'কাজের মেয়ে' হওয়ার জন্য রাজনীতিবিদদের দোষ দেন...

২. কলাবাগান১ - তিনি খুবই মেধাবী। সম্ভবত আমেরিকাতে থাকেন। বিদেশী ছাত্রদের বিজ্ঞানের জটিল বিষয় পড়ান। উনি বিজ্ঞান বিষয়ক অনেক পোস্ট দেন যা পড়লেই বোঝা যায় বিষয়গুলোতে উনার অনেক দখল আছে। উনি উদার, মুক্তমনা। নারীদের ক্ষমতায় দেখতে চাইনা বলাতে এক পোস্টে উনি আমাকে গুহায় চলে যেতে বলেছিলেন। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন...

৩. হাসান কালবৈশাখী - উনি আমেরিকাতে থাকেন। সম্ভবত কম্পিউটার বিজ্ঞানী। হয়তো বা পাওয়ার পয়েন্ট বিশেষজ্ঞ'র চেয়েও মেধাবী। মহাকাশ নিয়েও উনার অনেক জানা শোনা। উনিও মাঝে মাঝে বিজ্ঞান বিষয়ক পোস্ট দিয়ে থাকেন। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন...

৪. রাজীব নূর - ব্লগের হুমায়ুন ও রবীন্দ্র পিডিয়া বলা যেতে পারে উনাকে। লেখার হাত খুব ভাল। কী বোর্ড ধরলেই লেখা তৈরি হয়ে যায় দ্রুত। উনাকে বলা যায় জীবনমুখী ব্লগার। প্রতি মাসে সর্বোচ্চ পোস্ট তিনিই দিয়ে থাকেন। রাজনৈতিক পোস্ট কম লিখলেও উনি শেখ হাসিনার উপর আস্থা রাখেন সেটা কয়েকটা লেখায় প্রকাশ পেয়েছে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানিয়ে একটা লেখাও লিখেছিলেন...

৫. চাঁদগাজী ছাড়া বাকী ৩ মেধাবী ব্লগারের প্রিয় দল আওয়ামী লীগ এবং তেনারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চান। প্রিয় দলের জন্য খুবই নিরীহ একটা দাবী। আর চাঁদগাজী ভাই জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে অপছন্দ করেন এবং বিএনপি-কে অবৈধ দল মনে করেন বিধায় তিনি চান শেখ হাসিনা তথা আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসুক। ভাল কথা...

৬. তবে তেনাদের অভিন্ন একটা কথা হল - খালেদা তথা বিএনপিকে আসতে দেয়া যাবে না। তেনারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান না, তেনারা ভোটের সময় আর্মিকে চান না, তেনারা মনে করেন বিএনপি আসলে আবার খাম্বা দুর্নীতি হবে, আগুন সন্ত্রাস হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ান হবে, জঙ্গিবাদ বাড়বে, উন্নয়ন বাধাগ্রস্থ হবে - তাই শেখ হাসিনাই থাকুক। কামাল হোসেন বিএনপি জোটের প্রধান হওয়াতেও তেনাদের আপত্তি। তেনারা উন্নত দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা করলেও নিজ দেশে চান (আরব দেশের মত) এক নেত্রী এক দল থাকুক। চীনা কমিউনিস্টদের সমালোচনাকারী চাঁদগাজী নিজের দেশে চান চীনাদের মতই এক নেতা! দেশের মানুষ যদি এতিমের টাকা লুটপাটকারী খালেদাকে ক্ষমতায় নিতে চায় তেনাদের আপত্তি হবে কেন? তেনারা কি গণতন্ত্রে বিশ্বাস করেন না?

মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

নজসু বলেছেন:


আলোচনা পাঠ করার জন্য প্রস্তুতি নিলাম।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সঙ্গেই থাকুন। ঝড় আসতে পারে...

২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

তারেক ফাহিম বলেছেন: কই আমাদের গাজী ভাই কই?? মন্তব্য ও প্রতিত্ত্যরগুলো দেখতে আসলাম।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো পরে আসবেন মনে হয়। থাকলে এত দেরী হত না...

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সাইন বোর্ড বলেছেন: অাপনার নির্বাচিত মেধাবী ব্লগারদের মধ্যে চাঁদগাজী বাদে বাকী তিনজন মেধাবী ব্লগার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান - এ কথা অামি বিশ্বাস করিনা ।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী বলেন? চাঁদগাজী তো তবুও আওয়ামী লীগ, শেখ হাসিনার সমালোচনা করে পোস্ট দেন। রাজীব নূরকে বাদ দিলে হাসান কালবৈশাখী ও কলাবাগানের মন্তব্যগুলো পড়লেই বুঝতে পারবেন তেনারা কাকে ক্ষমতায় দেখতে চান...

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুধু চারজন কেন তালগাছি? অপজিট পার্টির মতামত কই? এটাও তো গণতন্ত্রের বরখেলাফ নাকি!!!



অশিক্ষিতদের গণতন্ত্রে বিরাট একটা সমস্যা আছে। জানেন সেটা কী??
(এককাপ চা পেলে যারা ম খ লোককে ভোট দেয় সেই গনতন্ত্র দিয়ে কী হবে ভ্যা?):P




আপনাদের ব্লগের বেশীরভাগ রাজনীতিবিদ ম্যাওপ্যাও টাইপের। এরা যুক্তির নামে নিজস্ব উক্তি ঝাড়বে। সমালোচনার নামে হয় দালালী করবে, নয়তো বিরোধীতা করবে।


পুনশ্চঃ
আমার পছন্দের একজন সমালোচক, জাহেদ-উর-রহমান-blog.bdnews24.com
https://blog.bdnews24.com/author/zahedবাঁকিটা নিজেই দেখুন...

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপজিট পার্টির সবাই চায় নিরপেক্ষ নির্বাচন। যে ক্ষমতায় আসুক সমস্যা নেই। কিন্তু সেটা আওয়ামী লীগ দিতে গড়িমসি করছে। ইসি বলেছে, পর্যবেক্ষকরা মূর্তির মত দাঁড়িয়ে থাকবে। ক্যামেরা নেয়া যাবে না। বিএনপি প্রার্থীদের পুরোনো মামলায় জেল দিচ্ছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের লক্ষণ?

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

কলাবাগান১ বলেছেন: আমেরিকান কংগ্রেস বলছে এই কথা
"Whereas this freedom (Independence of Bangladesh) was won at the cost of approximately
3,000,000 deaths, more than 10,000,000 displaced, and 200,000 women raped, many at the hands of Islamist militants led by Jamaat-e-Islami;"

তারপর ও বলেন যে আমি জামাতি দের সাপোর্ট দিব?????

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাপোর্ট দেয়ার দরকার নেই। আপনার ভোট আপনি দিবেন, তাদের ভোট তারা দিবে। যে জিতুক দেখা যাবে। তবে রিগিং করলে হবে না...

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: গণতন্ত্র কার্যকর করতে যা লাগে। আমাদের দেশের জনগনের মাঝে তা নাই।। এ দেশে কোনদিন তেমন পরিবেশ হয়নি। তাই গঠনতন্ত্র শুধুই মিথ্যা বাণী। সরকার পরিবর্তন হলে দেশের অনেক অর্থ নষ্ট হবে শুধুমাত্র বিভিন্ন প্রকল্পের নাম পাল্টানোর জন্য। বিভিন্ন জায়গার নাম পাল্টাবে। আরো অনেক কিছু।।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কত বছর এ অবস্থা চলবে কে জানে। একটা সিস্টেম দাঁড় করাতে না পারলে ক্ষমতার রেষারেষিতে ভোগান্তি হবে সাধারণ জনগণের...

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

নীল আকাশ বলেছেন: এদের কথাবার্তা আর ১৯৭৫ এর আগের বাকশালীদের চিন্তা চেতনার মাঝে অদ্ভুত মিল আছে।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাকশাল সাপোর্ট করে আওয়ামী লীগকে সাপোর্ট করুক সমস্যা নেই। সমস্যা হল, গণতন্ত্রের নামে বাকশাল সাপোর্ট করা। এনারাই আবার আরব রাজতন্ত্রের বিরোধীতা করেন...

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যারা দেশবিরোধী রাজাকারদের সঙ্গে ঐক্যবদ্ধ তাদের এই দেশে ক্ষমতায় দেখতে চাওয়াটা আমার কাছে বোকামিই মনে হয়।
যেহেতু কয়েকটি দল দেশ চালিয়েছে, সেহেতু তুলনামূলক যে দল দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গলজনক সেই দলকে ক্ষমতায় চাওয়াটাও দেশপ্রেম মনে করি।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাতে কোন দোষের কিছু নেই। সবার আলাদা মতামত থাকতেই পারে। কিন্তু অগণতান্ত্রিক ভাবে, নিজ লোক দিয়ে প্রভাব খাটিয়ে নির্বাচন করে ক্ষমতায় রাখতে চাওয়াটা অবশ্যই অন্যায়...

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: একজন তো এজেন্ট ভোটিং কাস্টের লক্ষে দিনরাত নির্ঘুম কাটাচ্ছেন--পুর্ণবাসন আবশ্যক!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা মানতেই পারছেন না কামাল হোসেন কেন বিএনপি জোটে গেলেন? অথচ এটা গণতান্ত্রিক দেশ...

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: আমি মেধাবী নই; বাংগালীদের বেলায়, মেধাবী শব্দটা ব্যবহার করা যেতে পারে শুধু মাত্র শেরে বাংলা ও ড: শহীদ উল্লাহ সাহেবের জন্য; বাংগালীদের মাঝে পড়ালেখার সময় কিছু ভালো ছাত্র থাকে। ফুটবল খেলায় আমার সামান্য দক্ষতা ছিলো, মা বারণ করায় প্রফেশানেলে খেলি নাই; ১৯৬৮ সালে, বাড়বকুন্ডের ক্যামিকেল কর্পোরেশন আমাকে অফার দিয়েছিলো।

অগণতান্ত্রিকদের মাঝে আমার নিক দেখে সামান্য হতাশ হয়েছি; কারণ, আমার ধারণা, বাংলাদেশে ২ জন মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতি বুঝেন, গণতন্ত্রকে সরকার পরিচালনার পদ্ধতি হিসেবে পছন্দ করেন, আমি হবো ২য় জন।

১৯৬৬ সাল থেকে আমরা "আইয়ুব খানের মিলিটারী" শাসনের বিপক্ষে লড়ে, মিলিটারী জেনারেল ইয়াহিয়াকে পরাজিত করেছি; ফলে, জেনারেল জিয়ার ক্ষমতা-গ্রহন, দল গঠন কোনটাই আমরা সাপোর্ট করিনি; যাকগে, উনি কিছুটা দক্ষ মানুষ ছিলেন; উনার মৃত্যুর পর, উনার দল থেকে ইডিয়টরা বাংলাদেশ চালায়েছেন।

শেখ হাসিনা গণতন্ত্র মন্ত্র কিছুর নিয়ে ধার ধারেন না, তিনি জেনারেল জিয়ার বেনেফিসারীদের চলেবলে, কৌশলে বিনাশ করার চেষ্টায় আছেন; জেনারেল জিয়ার বেনেফিসারীদের মুল খুঁটি মিলিটারী; উনি সেটাকে কিছুটা কন্ট্রোলে এনেছেন; এটাই বড় কথা। জেনারেল জিয়ার বেনিফিসিয়ারীদের পতন হলে, জাতি "হোমোজিনিয়াস" হবে, বাংগালী হবে; তখন শেখ হাসিনার দরকার হবে না।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যর জন্য। গণতন্ত্রের জয় হোক...

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

জাহিদ হাসান বলেছেন: আমি গণতন্ত্র চাই। উন্নয়ন? সেতো উগান্ডাতেও হচ্ছে, এঙ্গোলাতেও হচ্ছে।
গণতন্ত্র না থাকলে উন্নয়ন দিয়া কাম কি?

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আপনার সাথে ১০০% সহমত। ধর্ষণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে লাভ কী?

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

রাজীব নুর বলেছেন: চমৎকার বিশ্লেষন করেছেন।
আমি আপনার চিন্তাকে শ্রদ্ধা জানাই।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ। গণতন্ত্রের জয় হোক...

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

হাবিব বলেছেন: বিশ্লেষণ ভালোই করেছেন.........

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য...

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

সাইন বোর্ড বলেছেন: অামি হয়ত অামার ভাবনাটাকে ঠিকঠাক বোঝাতে পারিনি, অামি বলতে চেয়েছি, অাপনি একজনকে বাদ দিলেন কেন ? এরা সবাই বর্তমান সরকারকেই ক্ষমতায় দেখতে চায়, যত অন্যায়,ই এ সরকার করুক না কেন ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই আছে। ৪ জনের কথাই উল্লেখ আছে। চাঁদগাজীর প্রিয় দল আওয়ামী লীগ নয় তবুও তিনি শেখ হাসিনাকে চান - সেটা বলতে গিয়ে লিখেছি 'চাঁদগাজী' ছাড়া। তেনারা ৪ জনই চান অগণতান্ত্রিক ভাবে হলেও শেখ হাসিনার থাকা উচিত..

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: আমার মতে আমরা সাধারণ মানুষ গণতান্ত্রিক না। তাহলে দেশে ওরা কোনদিন ক্ষমতায় আসতে পারতো না।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সিস্টেম নিয়ে বার বার এক্সপেরিমেন্ট করা হয়েছে। সরকারী দাপট তো আছেই। তবুও এর মাঝে যদি ভোট টা ঠিক মত হত তাহলে এক সময় ভাল লোকরাই নির্বাচিত হত...

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

নয়ন বিন বাহার বলেছেন: গণতন্ত্র একটা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশের দুই দলের ক্ষেত্রে...

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

তারেক ফাহিম বলেছেন: আবার আসা লাগলো।
১৯৬৮ সালে, বাড়বকুন্ডের ক্যামিকেল কর্পোরেশন আমাকে অফার দিয়েছিলো।
গাজী ভাইর নিউজটি অবগত হলুম B-)

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাড়বকুন্ডের ক্যামিকেল কর্পোরেশনে আমার নানা চাকুরি করত...

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখানে রাজনীতির নামে নিজের পান্ডিত্ব জাহির করেন কেউ কেউ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা কম বেশী আমরা সবাই করি। তবে গণতন্ত্রকে মানলে যে কোন ফলাফল মেনে নিতে বাধ্য থাকতে হবে...

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

কিরমানী লিটন বলেছেন: সাইন বোর্ড বলেছেন: অামি হয়ত অামার ভাবনাটাকে ঠিকঠাক বোঝাতে পারিনি, অামি বলতে চেয়েছি, অাপনি একজনকে বাদ দিলেন কেন ? এরা সবাই বর্তমান সরকারকেই ক্ষমতায় দেখতে চায়, যত অন্যায়,ই এ সরকার করুক না কেন ।

বিজন রয় বলেছেন: আমার মতে আমরা সাধারণ মানুষ গণতান্ত্রিক না। তাহলে দেশে ওরা কোনদিন ক্ষমতায় আসতে পারতো না।

সহমত দুজনের সাথেই ...

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ পাঠ ও মন্তব্য করার জন্য...

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

শাহাদাত নিরব বলেছেন: ধন্যবাদ সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য ।

জেনারেল জিয়ার বেনেফিসারীদের মুল খুঁটি মিলিটারী; উনি সেটাকে কিছুটা কন্ট্রোলে এনেছেন; এটাই বড় কথা।

গাজী সাহেবের কমেন্ট টা কি পিলখানার দিকে ইঙ্গিত করে ?

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিলখানাকে ইঙ্গিত না করলেও আর্মি যে বিএনপি'র প্রতি দুর্বল হবে না বা শেখ হাসিনার জন্য আপাতত কোন হুমকি হবে না বলে বোঝাতে চেয়েছেন মনে হয়...

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: '৯১ সালে ডঃ কামাল এক বাস ড্রাইভারের কাছে পরাজিত হয়েছিলেন। তারপরও মনে করেন এ দেশের জন্য গণতন্ত্র ভালো? কোন এক মনীষী বলেছিলেন, গণতন্ত্র হলো মূর্খদের শাসনব্যবস্থা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে বাদ দিয়ে রাজতন্ত্র বা সামরিকে চলে যাই? তাও তো ভাল গণতন্ত্র'র নামে ভন্ডামির চেয়ে...

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

ইনাম আহমদ বলেছেন: গণতন্ত্র জিনিসটা বিশ্ব থেকে অচিরেই উঠে যাবে।
সব মানুষ সমান না, সবার সমান অধিকারের দাবীটাও অযৌক্তিক।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতদিন গণতন্ত্র আছে তার ফর্মূলা মেনে চলতে হবে...

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ঢাবিয়ান বলেছেন: কলাবাগান এবং কালবৈশাখি কেন যেন মনে হয় একই ব্যক্তির মাল্টি নিক। দুজনের লেখার স্টাইল এক। তবে নাও হতে পারে। =p~ যাই হোক তারপরেও দুজনেই একদিক থেকে সৎ যে উনারা সরাসরি আওয়ামিলীগকে সাপোর্ট করেন। চাঁদগাজী সবাইকে কনফিউশনে রাখতে চায়। মাঝে মাঝে নিরপেক্ষতার ভেক ধরেনতো মাঝে মাঝে কট্ট্রর আওয়ামিলীগার। বোঝা মুশকিল। মাঝে মাঝে এও মনে হয় যে এই নিকটি একজন নয় কয়েকজন ব্যবহার করে। সব মিলিয়ে অত্যন্ত রহস্যময় একটি ক্যরেক্টার এতে সন্দেহ নাই।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর আগেও একজন বলেছিলেন, চাঁদগাজী কয়েক জন ব্যবহার করে লিখে কিনা। কারণ, এত দীর্ঘ সময় ধরে ব্লগে থাকা ও সময় দেয়া কষ্টকর। তবে আমার তা মনে হয় না। কারণ, সবগুলো লেখার স্টাইল একই রকম যা কেবল একজনের পক্ষেই ধরে রাখা সম্ভব। বিজ্ঞানী কলাবাগান এবং হাসান ভাই-এর এত অন্ধ সমর্থন অনেক সময় বিব্রত করে আমাকে...

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ডার্ক ম্যান বলেছেন: সেনাগর্ভে যারা অবৈধভাবে জন্ম নিয়েছে, তারা কিভাবে গণতন্ত্র গণতন্ত্র জিকির করে তা আমি ভেবে কূল পায় না

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিষিদ্ধ না করে এসব বললে তো হবে না। দলও থাকবে আবার নির্বাচিতও হতে দিবেন না - এটা কেমন কথা?

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

নতুন বলেছেন: দলের অন্ধ সমথ`ন যারা করে তারা তো দলের কমী`...

সাধারন জনগন হিসেবে যা দরকার সেই রকমের নেতা আমাদের দেশে নাই।

আয়ামীলীগ যত ভালো কাজ করেছে তার উপরে ছাত্রলীগ+আয়ামীলীগের টেন্ডারবাজী,চাদাবাজী,সন্ত্রাসী পানি ঢেলেদিয়েছে যার ফলে সুস্থ নিবাচনে শেখ হাসিনার সরকার আশা কস্ট হবে।

যদিও আমার মনে হয় আগামী নিবাচনে আয়ামীলীগই আসবে... সেই সেটিং দেয়া হয়েছে এবং বিএনপির সেই ক্ষমতা এখন আর নাই।

আর দেশের জন্য আয়ামীলীগ আশাই ভালো হবে... না হলে নতুন করে বিএনপি এসে আবার দূনিতি শুরু করবে কারন তারা ৫ বছর ক্ষমতায় নেই... তাই অভাব পুরন আগে...তারপরে দেশ...

আমি আশা করি আয়ামীলীগ আবার ক্ষমতায় আশুক... আর যদি শেখ হাছিনা সত্যিকারের দেশের জন্য কাজ করে...দূনিতি নিমূল করে নিজের দলের কমী`দের টাইট দিয়ে কাজ শুরু করে তবে দেশের ভালো কিছু হবার সম্ভবনা আছে।

কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আশে... আবার আয়ামীলীগকে দেশ থেকে তাড়ানো...দূনিতি আর টেন্ডারবাজী...সন্ত্রাস....

এই ভাবেই দেশ চলতে থাকবে... ৫ বছরের জন্য ক্ষমতা পরিবত`ন হবে...কিন্তু দেশের কিছুই হবেনা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশংকা উড়িয়ে দেয়া যায় না। কারণ, বিএনপি'র লোকেরা বাংলাদেশের...

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পশ্চিমা গণতন্ত্র সুসভ্যদের জন্য, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতন্ত্রকে এভাবে নষ্ট করার দায় দুই বড় দলেরই...

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আওয়ামীলীগ আসুক। সদর দরোজা দিয়ে আসুক। সাহসীদের মতো আসুক। লুকোচুরি, গড়িমসি, প্রতারণা আর পেছন দিক থেকে আক্রমনের চেষ্টা তো ভালো লক্ষণ নয়। কে কি করেছে সেসব বিচার পরে। ভালো মন্দ সবার মাঝেই আছে। আপাতত সাহসীদের সাহসিকতা দেখতে চাই।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে রকম সৎ সাহস থাকলে তো ২০১৪ তে বিনা ভোটে নির্বাচিত হত না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করত না। নিজে সরকারে থেকে ভোট করত না। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিত। হেরে যাওয়ার ভয় আছে বলেই তো জনগণের দাবী মানছে না...

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি মানেই কিছু সঠিক উপদেশ,সঠিক ধারনা। তবে তিনি নিরপেক্ষ নন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খালেদা ও বিএনপি বিষয়ক ছাড়া উনি খুবই সচেতন ও সঠিক...

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আশা করি আরো মেধাবী ব্লগারের দেখা পাবো ।

চমৎকার বিশ্লেষন । চালিয়ে যান । পর্ব আকারে পাবো বলে আশা রাখি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। এখানে আসলে ব্লগে একটিভ ও রাজনৈতিক ব্লগারদের ব্যপারে বলা হয়েছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.