নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সমস্যাটা কোথায়? জামায়াত নাকি ক্ষমতা হারানোর ভয়?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

১. একদিক দিয়ে বিএনপি'র জন্য ভালই হল। আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মুখে শুধু খালেদা ও তারেকের বিষেধাগার শোনা যেত। খাম্বা, সিএনজি, সিম্যান্স, নাইকো, এতিমখানার টাকা লুটপাটের কথা শোনা যেত। কিন্তু এখন সবার মুখে মুখে শুধু জামায়াত আর জামায়াত। জামায়াতের মাত্র ২৫ জন প্রার্থী হয়েছেন। এদের কেউই ১৯৭১-এ রাজাকার কিংবা পাকিস্তানের সহায়তাকারী ছিলেন বলে কোন খবর সংবাদ মাধ্যমে আসেনি। এদের মধ্যে ভোটের অংকে হয়তো ১০/১২ জন জিতে আসতে পারে। এ জন্যই কামাল হোসেনদের এত ঘৃণা করতে হবে? সমালোচনা করার আর কোন পন্থা নেই? আর কোন ইস্যু নেই। পত্রিকা খুললেই - কামাল হোসেন কেন জামায়াতের সাথে গেলেন? আওয়ামী লীগ না করলেই এত নিকৃষ্ট ভাবে সমালোচনা করতে হবে? ইহা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ? নিজের বিবেককে প্রশ্ন করুন ইয়াহিয়া'র সাথে কামাল হোসেনকে তুলনা করা কতটুকু সমীচীন হয়েছে। আওয়ামী পন্থী ফেসবুক সেলিব্রিটি ও ব্লগার অমি রহমান পিয়াল-এর ফেসবুক থেকে নেয়া -


২. বার বার অভিযোগ করা হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাস করেছে, বোমাবাজি করেছে। তাই তাদের হাতে ক্ষমতা দেয়া ঠিক হবে না। কিন্তু বিএনপি তো সরকারে থাকাকালীন আগুন সন্ত্রাস করেনি!! বিএনপি'র আমলেই বাংলা ভাই ও জেএমবি'র উত্থান আবার বিএনপি'র আমলেই তাদের গ্রেফতার করা হয়েছিল। বিএনপি'র তৈরি করা RAB এখন শক্তিশালী বাহিনী। বিরোধী দলে থাকাকালীন আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করেনি? বোমাবাজি করেনি? যে কোন দলের এসব কার্য্যক্রমই দুঃখজনক। তাই সেদিকে আর তুলনা করব না। আওয়ামী লীগের সৎ সাহস থাকলে বরং বলুক, আমরা বিরোধী দলে গেলেও বিএনপি'র মত আগুন সন্ত্রাস, বোমাবাজি, রেললাইন উপড়ে ফেলব না(অতীতে হরতাল করবনা ওয়াদার মত!)...

৩. শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এবার না আসলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে? তাই আরও ৫ বছর থাকা দরকার। আগেও একবার জিজ্ঞেস করেছি আপনাদের, ২০২৩ সালে কি আওয়ামী লীগ নির্বাচন করবে না? তখন কি বিএনপি'র হাতে ক্ষমতা তুলে দিবে নির্বাচন ছাড়া? তাহলে এই হাস্যকর কথাটা কেন বলেন তিনি বা তেনার নেতারা?

৪. বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন বন্ধ হবে আপনি কীভাবে জানলেন? অর্থনীতির স্বার্থে অনেক চাপ থাকা সত্ত্বেও সাইফুর রহমান নতুন কোন ব্যাংকের অনুমোদন দেননি। ২০০১ সালে আওয়ামীলীগের রেখে যাওয়া সর্বনিম্ন রিজার্ভকে আবার সবল করা হয়েছিল বিএনপি আমলে। তখনকার ওয়ার্ল্ড ব্যাংক প্রধান বলেছিলেন, বাংলাদেশ গর্ব করতে পারে সাইফুর রহমানের মত অর্থমন্ত্রী ও ফখরুদ্দিনের মত গভর্নর পেয়ে। ১/১১ না আসলে স্বাভাবিক নির্বাচনে বিএনপি জিতে গেলে তো বিএনপি-ও ১০ বছর ক্ষমতায় থাকত আর বাধাহীন ভাবে উন্নয়ন করতে পারত। আওয়ামী লীগের এখনকার বেশীরভাগ প্রজেক্টই ২০১৪-এর পর করা। তার মানে তেমন উন্নয়ন ২০০৮-২০১৩ তে করা হয়নি...

৫. অবশ্য এসব যুক্তি চাঁদগাজী, কলবাগান, হাসান ভাইয়ের পছন্দ হবে না। সমস্যা নেই। কিন্তু ঐক্যফ্রন্টকে নিয়ে নিম্নমানের সমালোচনা করা বন্ধ করুন। দেশের সবাইকে আওয়ামী লীগ করতে হবে এমন কোন কথা নেই। জামায়াতের সমর্থকদের হিম্মত থাকলে পাকিস্তান পাঠিয়ে দেন না হয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন। নির্বাচনও করতে দিবেন আবার কামাল হোসেন গং-দের গালিও দিবেন এটা কেমন কথা। জামায়াত বিষয়ক প্রশ্ন করে হিরো আলম হতে চাওয়া সাংবাদিকদের কোন হেডাম আছে শেখ হাসিনাকে এই প্রশ্ন করার - হেফাজতের সাথে কেন আপোস করলেন? কেন বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করা জাসদের সাথে ঐক্য করলেন? কেন স্বৈরশাসক(আওয়ামী লীগ/বিএনপি'র দেয়া টাইটেল) এরশাদের সাথে ঐক্য করলেন? কেন রাজাকার কাজী জাফরুল্লাহ, মহিউদ্দিন খান আলমগীর কিংবা পাকিস্তানী বাহিনীর সহায়তাকারী মেজর মান্নানদের মনোনয়ন দিলেন। যদি সাহস না থাকে, তাহলে চুপ কর, খামোশ...

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সাইন বোর্ড বলেছেন: চুপ থাকার কথা বললেও এরা চুপ হবেনা, খোঁড়া খোঁড়া যুক্তি বের করবে, তারপর সদল বলে হামলে পড়বে । অনেকটা চোরে না শোনে ধর্মের কাহিনীর মত ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কথা হচ্ছে ভাল মন্দ আপনি বিচার করে ভোট দিবেন। কিন্তু গালাগালি, ট্যাগিং কেন করবেন? সবাই বাংলাদেশী। রাজাকারদের ক্ষমা করেছিলেন বঙ্গবন্ধু। জিয়াউর রহমান নয়। এদের মুক্তিযুদ্ধ/চেতনা ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই। তাই এখন কামাল হোসেনের মত লোককে নিয়েও ঘৃণা ছড়াচ্ছে...

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: কামাল সাহেবকে নিয়ে সমালোচনার প্রয়োজন আছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই সমালোচনা কি ইয়াহিয়ার সাথে তুলনাযোগ্য?

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: কামাল হোসেন সম্ভবত কর্নেল তাহেরের কথা ভুলে গেছেন । বিএনপির ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস।
যারা জামায়াতের কথা বললে কাদের হৃদয়ে ক্ষরণ হয়, সেটা বাংলাদেশের মানুষ বুঝে

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খোঁচানো কথা বললে ৯১ বছর বয়সে আপনিও এরকম খেপে যাবেন...

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনারা পড়ে আছেন নিজের কোটে, আসলে বল কিন্তু দাদাদের কোর্টে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক মত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার সঠিক গণনা করতে পারলে দাদা, দিদি সব কোথায় পালাবে কে জানে। তাছাড়া এবার দাদারা নিজেদের ভোট নিয়েই ব্যস্ত আছে...

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

হাবিব বলেছেন: জামাত কি এমন দল যে সকাল সন্ধ্যা তাদের নাম জপতে হবে?

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো কথা। আবার তেনারাই বলে, জামায়াতের ভোট নাকি খুব কম। তাহলে এটা নিয়ে এত কথা বলে কেন? সমালোচনা হতে হবে কর্মসূচী নিয়ে, পরিকল্পনা নিয়ে...

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬

শরীফ আতরাফ বলেছেন: আমাদের বাসার কাছে বিকেল থেকেই আওয়ামীলীগের মাহফিল বসেছে।সন্ধ্যার দিকে গেলাম।মানুষজন বেশি নেই।বসে কিছুক্ষণ বক্তাদের বক্তব্য শুনলাম। প্রায় প্রত্যেক বক্তাই দেখলাম একটা বিষয় নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন। " ওরা ক্ষমতায় আসলে এদেশের একলক্ষ আওয়ামী সমর্থককে মারবে।"
এক বক্তা ড. কামালকে ধোপা ধোঁয়া ধুলো," এই কামাল ব্যাটা হলো দ্বিতীয় খন্দকার মোশতাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী বিধায় তাকে অনেক আগেই দল থেকে লাথি মেরে বের করে দিয়েছেন। এ প্রতিশোধ নিতে এ লোক বিএনপি জামায়াতের সাথে মিলে দেশের ক্ষতি করতে মাঠে নেমেছে।"
আর যখন উঠে আসছি তখন প্রত্যেক আওয়ামী সমর্থককে ঘরে যা কিছু আছে তাই নিয়ে ভোটকেন্দ্রে বিএনপি জামায়াতকে প্রতিহত করার আহবান শুনলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওরা ভেবেছিল এবারও ২০১৪ সালের মত বিএনপি নির্বাচনে যাবে না। কিন্তু কামাল হোসেন, কাদের সিদ্দিকী, আসম রব বিএনপি-র পক্ষে চলে যাওয়াতে ওদের মাথা আউলাইয়া গেছে...

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ৩০ তারিখেই সব বোঝা যাবে - - -

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও সেই কথা...

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

রসায়ন বলেছেন: কথা হলো , যদি বিএনপি জামাত জেতে তখন কামাল সাহেবরা পাত্তা পাবেন তো

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই পাবেন। সেরকম না হলে দেশবাসী বিএনপি-কে ক্ষমা করবে না...

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৯

Taufik Alahi বলেছেন: জামায়াতেঁর সাধারন মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে তার কারুন জামাতের নেতা কর্মী ৯০% শিক্ষিত ও চরিত্রবান।

আমার মনি হয় ছাত্রশিবিরের একজন সাধারন সদস্যের ব্যক্তিগত যে ইমেজ আছে সেটা ছাত্রলীগ বা অনান্য ছাত্র সংগঠনের জেলা বা মহানগরী সভাপতির সেই যোগ্যতা নেই।

বিশ্বাস না হলে একজন ছাত্রলীগ ও একজন শিবির সদস্যের সাথে কথা বলে নিযে যাচাই করে দেখুন

২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতক্ষণ বাংলাদেশের আইন কাউকে রাজনীতি করতে বাধা দিচ্ছে না ততক্ষণ কোন সমস্যা হওয়ার কথা না। এটা নিয়ে ইস্যু/ব্যবসা করার কিছু নেই। এমন কি ইমরান এইচ সরকার-ও কিছুদিন আগে বলেছে শিবিরের ছেলেদেরও রাজনীতি করার অধিকার আছে(যদিও আমি ছাত্র রাজনীতির পক্ষে না তবুও উদাহরণ দিতে গিয়ে উল্লেখ করলাম)...

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত মানুষকে ক্রমেই গুহা-মানবে পরিণত করবে, তাদের যাত্রা, তাদের ঠিকানা সেইদিকে; জাতির হিসেবে আমাদেরকে সভ্যতার সাথে তাল মিলিয়ে চলে বেঁচে থাকতে হবে।

আফগানরা, ইয়েমেনীরা গুহা-মানবে পরিণত হতে গিয়ে প্রাণ হারাচ্ছে; পাকীরাও সেই পথে রওয়ানা হয়েছে!

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কামাল হো‌সেন ইসলামপন্থী হ‌লে ‌তো দে‌শের জন্য ভাল...

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মাথায় ডুকে না ডঃ কামাল মিয়াকে নিয়ে এত ভাবনার কি আছে ? বেশি সমস্যা মনে হলে হাছামিছা একটা মামলা করে দিলেই হলো ;) আর জামায়েত হল একটা রজাকারের দল তাদের কে ভোট দিবে ;) তাদের নিয়েই বা এত ভাবনার কি আছে ;)
শালার টাকা পয়সা থাকলে আমিও ডাঃ কামালের হয়ে ওই সাংবাদিকের নামে একটা মানহানির মামলা দায়ের করতাম। :(

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষের চিন্তাকে ডাইভার্ট করার জন্য এসব অপ্রাসঙ্গিক অভিযোগ/সমালোচনা সামনে নিয়ে আসা হচ্ছে। মানুষ এত বোকা না। চেতনা ব্যবসা শেষের পথে...

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

ঢাবিয়ান বলেছেন: সমস্যটাতো আর্থিক এটা বোঝেন না কেন। দেশের জনগনের হাজার হাজার কোটী টাকা বিদেশে পাচার হচ্ছে, আওয়ামি সমর্থকদের মাঝে বিলানো হচ্ছে। এখন যদি ক্ষমতা চলে যায় এই টাকার জোগান কি আপনে দিবেন? সুতরাং যারাই লুটপাঠের বিরদ্ধে কথা বলবে তাদের গুম করা হবে, নাহয় মামলা দিয়ে জেলে ঢোকানো আর তাও না পারলে জামাত ট্যগিং করে মুখ বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করা হবে।


২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই করা হচ্ছে। ইচ্ছেকৃত ভাবে ঐক্যফ্রন্টকে পচানোর চেষ্টা চলছে জামায়াত জামায়াত বলে। অথচ কোন অবৈধ কাজ করছে না তারা...

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

রানার ব্লগ বলেছেন: আপনার কি মনে হয় ???

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের পরাজয়ের আশংকায় এবং কামাল হোসেন বিএনপি'র পক্ষে যাওয়াতে সেই পুরোনো রাজাকার ব্যবসা করে লুটপাটের চিত্র ভোলানোর চেষ্টা...

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি চাকুরী ছেড়ে চলে আসেন, মির্জা ফখরুল বেকার ভাতা চালু করেছে

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। ভাবছি। আগে ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসুক। তারপর ৫ম বছরে আবার বলবে, অসমাপ্ত কাজ শেষ করার জন্য আরেকবার ঐক্যফ্রন্টকে ভোট দিন...

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

মহসিন ৩১ বলেছেন: গোড়ায় গলদ আছে বি এন পির, রাজনীতিতে এক্সপেরিমেন্ট দিয়ে সুচনা করেও তারা দলের শুভ লগ্ন টি পারকরে দিয়েছে-- দশক আগেই সেটা ঘটে গেছে। এখন জামাতকে নিয়ে আর টানাটানি করেও কারো কোন লাভ হবে না। এই নির্বাচনে মানুষের উৎসাহ নেই, ঘুরে ঘুরে যা দেখলাম তাতে মনে হচ্ছে জনগণই রাজনৈতিক কোন্দলের মধ্যে আর থাকতে চাইছে না। নুতন মুখ নির্বাচিত আসার এই সুযোগ মানুষ হারাবে বলে তো মনে হয় না।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার বিএনপি যেহেতু কামাল হোসেনকে সামনে রেখেছে তাই একটু গুণগত পরিবর্তন হতে পারে রাজনীতিতে। আর পারিবারিক রাজনীতির অবসান হলে এমনিতেই সবকিছুতে পরিবর্তন আসবে...

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

প্রশ্নবোধক (?) বলেছেন: আসলে কিছুদিন আগে একটা জুজু তোলা হয়েছিল যে, ঐক্যজোট ক্ষমতায় আসলে এক লক্ষ লোক মারা যাবে। এটা জনগণ খায়নি। তাই জামাত জামাত গন্ধ ছড়ানো হচ্ছে। এসব আগে জনগণ খুব গলাধকরন করতো। আসলে এখন আর সেই দিন নাই। জনগণ এত বেশি অবিচারের সম্মুখীন হয়েছে যে, প্রত্যেক চ্যানেলের লাগাতার মিথ্যাচার সত্ত্বেও জনগণকে পক্ষান্তর করতে পারছে না।

শুধু ভোটকে নিরপেক্ষ করতে বাধ্য করুন। দেখুন জনগণ কি করে............................।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকে সেন্সরহীন কমেন্ট দেখলেই বোঝা যায় জনগণ কতটা ক্ষেপে আছে। মানুষ বারবার একই জুজু শুনতে শুনতে বিরক্ত। কী এক আজব চিন্তা। আওয়ামী লীগ না করলেই সে স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী। এগুলে নতুন প্রজন্ম খাবে?

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনার দেয়া যুক্তি গুলো কেউ মানবে না । লীগের তো অবশ্যই দোষ আছে । তারা একে বারে ধোয়া তুলসি পাতা নয় । আসলে আমাদের রাজনীতি হয়ে গিয়েছে একে অপর কে ডমিনেট করার । কেউ ভালো টা চোখে দেখে না । তবে বিএনপির আমলে আপনি যেটা বলেছেন সেটার সাথে আমার দ্বিমত আছে ।

কারন তাদের আমলে ই হয়েছে আবার তারাই ধরেছে বিষয়টা কিন্তু ঘোলাটে । এক ই সাথে ৬৩ টি জেলাতে বোমা, আবার র‍্যাবের সৃষ্টি দশ ট্রাক অস্ত্র সব কিছুই কিন্তু হয়েছে তাদের আমলে ।

এখন লীগের কথা যদি বলি তবে বলতে হবে যে তারা রুট লেভেলে কোন কাজ ই দেখাতে পারেনি । তারা বড় বড় অবকাঠামো দেখিয়ে মানুষ কে ভুলিয়ে রেখেছে । অথচ আইনের কোন উন্নতি তারা করতে পারেনি ।

আর ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসবে না । তাছাড়া তাদের ইশতেহারের অনেক বিষয় বাংলাদেশের প্রক্ষাপটে যুক্তিহীন ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ সুফী না। সব একই দেশের মানুষ। তবে এর মধ্যেও দুই খারাপ থেকে যাদের জনগণ পছন্দ করে তাদের বেছে নেয়ার সিস্টেম হল নির্বাচন। তা যদি সুষ্ঠু হয় তাহলে কারো কোন আপত্তি থাকার কথা নয়। অবশ্য আওয়ামী লীগ না করার মানেই হল স্বাধীনতা বিরোধী...

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৭

অনল চৌধুরী বলেছেন: Taufik Alahi বলেছেন: জামায়াতেঁর সাধারন মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে তার কারুন জামাতের নেতা কর্মী ৯০% শিক্ষিত ও চরিত্রবান।

আমার মনি হয় ছাত্রশিবিরের একজন সাধারন সদস্যের ব্যক্তিগত যে ইমেজ আছে সেটা ছাত্রলীগ বা অনান্য ছাত্র সংগঠনের জেলা বা মহানগরী সভাপতির সেই যোগ্যতা নেই।

বিশ্বাস না হলে একজন ছাত্রলীগ ও একজন শিবির সদস্যের সাথে কথা বলে নিযে যাচাই করে দেখুন
-৮০র দশকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের রগকাটা সন্ত্রাস দেখেছেন?বা তাদের ব্রাশফায়ার অার ১৯৯১ সালে উপাচার্যকে তার বাসভবনে অবরুদ্ধ করে বাড়ির বিদুৎ,পানির লাইন কেটে দেয়ার ঘটনা????
১৯৮৮ সালে জাহাঙ্গীরনগরে সবুরের হাতে কেটে ফেলার পর শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা জানেন?
অার মাত্র ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুকেকে মেরে ড্রেনে ফেলে দেয়ার ঘটনা ?????
সব ছাত্র সংগঠনই সন্ত্রাস করে কিন্ত শিবিরের সমান কেইউ না।

২১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ছাত্র রাজনীতি পছন্দ করি না। শিবির এসব হামলা, মারামারিকে 'দেয়ালে পিঠ ঠেকার পর প্রতিরোধ' বলে জায়েজ/জিহাদ বলতে চায় যা আমি সমর্থন করি না। ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত...

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কামালের মুল ফান্ডিংটাই তো জামাতের।
কামাল প্রতারনামুলক ভাবে জামাত প্রতিষ্ঠায় নেমেছেন।
জামাত কয় সিট জিততে পারে?
বড়জোর ১-২টা, কিন্তু জামাতের জন্য রাখা হল ২৫টা।
কামালের নিজ দলের জন্য মাত্র ৪টা।

আমরা কি কিছুই বুঝি না?
জামাতের কারনে অনেক গুরুত্বপূর্ণ নেতা মননয়ন পান নি।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো প্রমাণিত সত্য নয়। উনার নিজের দলের নেতাদের কতটুকু জনপ্রিয়তা এবং ধানের শীষ প্রতীক ছাড়া যে জিতে আসা সম্ভব নয় সেটা বোঝার মত জ্ঞান উনার আছে...

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২২

নাহিদ০৯ বলেছেন: মহাজোট সরকারের এবারের নির্বাচনি ইশতেহারের বেশিরভাগ অংশেই শুধু বিএনপি-জামায়াত জোটের অপকর্ম তুলে ধরা হয়েছে। ফখরুদ্দিন কে মুটামুটি মোশতাক বা মিরজাফর এর সাথেও তুলনা করে গেছেন।

এরকম অভিযোগ যে বাঙালীরা খায় তা তো মুটামুটি প্রমানিত। যে কোন অপরাধকেই আগের সরকারদের বা সরকারের বিভিন্ন অপকর্মের অযুহাত দিয়ে ঢেকে দেওয়ার একটা প্রবনতা বর্তমান ক্ষমতাসীন দলের মধ্যে প্রকট।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের চেতনা ব্যবসাও অনেক সফল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.