নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বাদ দেন...(রাজনৈতিক ছড়া)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯



বাদ দেন নীতি কথা
বাদ দেন চাপা,
এসব দিয়ে যায় না আর
জনপ্রিয়তা মাপা।

৫ বছরে ১ বারই
সুযোগ আসে সবার,
এই সাধারণ কথাটা
বলতে হবে ক'বার?

সেই ১বারও যদি আপনি
করে নেন ছিনতাই,
তাহলে আর ভোট কেন
বাকশাল দিন ভাই।

ভোট হবে আইন মত
নয়কো আপনার করুণা,
চেতনাবাজির দিন শেষ
আমরা কেউ গরু না!

আমার ভোট আমি দেব
নৌকা কিংবা শীষে,
৩ বার তো পিএম ছিলেন
হারলে দুঃখ কিসে?

আপনি নাকি চুরি করে
ক্ষমতায় যেতে চান না,
সুষ্ঠু ভোটের জন্য জাতির
বাড়ায়েন না কান্না।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫২

হাবিব বলেছেন: তালগাছ আমার ভাই, এত কিছু কি আর তাহারা বুঝেন?

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা ক্ষমতা লোভী...

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

ডাঃ আকন্দ বলেছেন: উচিত কথা লিখেছেন । অনেক ধন্যবাদ ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ...

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনা‌কে ধন্যবাদ...

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
নির্লজ্জ বেহায়ার আর কি কোন লজ্জা শরম বাকি আছে........
পড়ে আসুন Click This Link আজকেই দিয়েছি........
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

বলেছেন: হা হা,,, এটাই তো বাকশাল """'

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উ‌নি ব‌লেন গণতন্ত্র...

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

রাফা বলেছেন: মুক্তিযুদ্ধের কথা শুনলে একটা প্রজাতিরই শুধু যন্ত্রনা বাড়ে।চেতনাবাজ,চেতনা ব্যাবসায়ী কত উপাধী যে আবিস্কৃত হয়।নির্লজ্জ আর বেহায়ারা এটা উপলব্দি করতে পারেনা।এটাই স্বাভাবিক।

কিন্তু আমরা বার বার এই কথা বলেই যাবো।কারন সেটা আমাদের অহংকার।প্রতি পাঁচ বছর পর নির্বাচনের সময়'তো আরো বেশি করে বলবো।কারন এই দেশটা যারা অর্জন করে দিয়ে গেছে ।সেটা না বলার আমি কোন কারন দেখিনা।সেই আদর্শেই দেশটা পরিচালিত হবে।সত্য আর মিথ্যার মধ্যে কোন নিরপেক্ষতা নেই।সত্যের পক্ষেই হবে সঠিক অবস্থা.।

ভন্ডামি করে বাহবা পাওয়া যায় অন্য কিছু নয়।ছলে বলে কৌশলে অপচেষ্টা চলতেই থাকুক ।কোন সমস্যা নেই আমাদের।শেষ বিচারে জয়টা সত্যেরই হয়।

জয় বাংলা ,
জয় বঙ্গবন্ধু।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্য কর‌তে গি‌য়েও ব্যবসা ছাড়‌তে পার‌লেন না! এখা‌নে মু‌ক্তিযুদ্ধ কোথা থে‌কে আসল?
আপনারা যখন ব্যবসা বন্ধ কর‌বেন না, আমরাও বলা বন্ধ করব না...

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: চমৎকার।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনা‌কে ধন্যবাদ...

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬

মাহের ইসলাম বলেছেন: আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আপনার নামের সাথে কবিতার একটা অদ্ভুত মিল রয়েছে।

শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হা হা হা...

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
ওরা পোষ্টার লাগাতে দিচ্ছে না।

সাংবাদিকের দল ক্যামেরা নিয়ে বলে " ঠিক আছে আমরা দাড়ায়ে আছি - ক্যামেরা লাইভ। দরকার হলে আর্মি ডাকুম,
আপনি নিশ্চিন্তে পোষ্টার লাগান।
ভাই পোষ্টার ছাপানোই হয় নি।

না ছাপায়াই কন লাগাইতে দেয় না? ফাইজলামি করেন?
না ভাই ছাপাইতে গেছিলাম, শুনলাম ছাপা খানায় গেলে ওরা গুম করতে পারে।

সাদা কালো পোষ্টার, ফটোকপি মেশিনে করেন, বাসার প্রিন্টার ইউজ করেন।
সম্ভব না। কোনমতে জানতে পারলেই ওরা গুম করবে।

তাই নাকি, আচ্ছা আপনাদের ছাপানোর টেমপ্লেট বা একটা নমুনা পোষ্টার দেখান।
না ভাই সেটাও তৈরি করা হয় নি।
কেন?
সেটা করলেও গুম করা হইতেছে।

আচ্ছা আপনার মোবাইলে স্যাম্পল পোষ্টারের অন্তত একটা ছবি দেখান।
মোবাইলে স্যাম্পল রাখলেও গুম করা হইতেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম আলোর রিপোর্ট মিথ্যা হওয়ার কথা না। যারা ঢাকা আছে তারা জানে। প্রেস মালিক রাও স্বীকার করেছে...

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার দেখা ভোট : জনগনের ভাবনা
................................................................................................
কিছুক্ষন আগেই সংবাদ এলো ২/১ জনের প্রান গেল , ব্যালট বক্স ছিনতাই হলো,
পুলিশের ঘুম হারাম হলো । কেন এই সহিংসতা ???
..................................................................................................
আমার ব্লগে আসুন "ভোট দিন "

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি, আপনি, কিংবা অন্ধ সমর্থকরা যা ভেবেছিলাম তার কিছুই হয়নি। সবাইকে অবাক করে দিয়েছে এই ফলাফল...

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: এই নির্লজ্জ প্রহসনে আজ যারা জিতলেন, তারাও একদিন এমনভাবে বিজয় অর্জনের জন্য হয়তো লজ্জিত হবেন। তারা লজ্জিত না হলেও তাদের বংশধরেরা তো হবেনই।
অনেকে্‌ই, যারা এমনিতেই বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করতেন, তাদেরকে আরো বিপুলভাবে বিজয়ী করার জন্য তারা নিজের কাছে নিজেই অপদস্থ হচ্ছেন।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ ফিরে এসে দেরীতে হলেও এই পোস্টে মন্তব্য করার জন্য। কী আর বলব? আমি হতাশ! এভাবে ওরা ক্ষমতায় থাকতে চাইবে তা ভাবা যায়নি, বলা যায় কেউই ভাবেনি। বিবেক এতটা বিক্রি কেউ করতে পারে শুধু ক্ষমতায় থাকার জন্য তা এর আগে এ জাতি দেখেনি। ইতিহাস একদিন ঠিকই এই নির্বাচনের পূনর্মূল্যায়ণ করবে...

১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

নজসু বলেছেন:

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা...

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: নির্বাচন নিয়ে আপনার পোস্ট এখনো পেলাম না!!

দিয়ে দিন একখান তাড়াতাড়ি।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি কিংকর্তব্যবিমূঢ়। এরকম কান্ডের পর লেখা বেরুচ্ছে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.