নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বাকরুদ্ধ, কিংকর্তব্যবিমূড়...

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১



১. ২০০১ সালে আওয়ামী লীগ যখন ৬২ আসন পায় সেটা ছিল তখনকার সময়ের আলোড়িত ঘটনা। অনেকে মজা করে কথা বের করেছিল, তখন টিভিতে যেই রেজাল্টই ঘোষণা করা হচ্ছিল খালি বিএনপি'র নাম আসছিল। পরে নাকি উপরের মহল থেকে নির্দেশনা দেয়া হয়েছিল, আওয়ামী লীগরে আরও কিছু দাও, নাহলে পরে কথা উঠবে...

২.২০০৮ সালের ফলাফলও এখনও রহস্যময়। আগের সরকার(বিএনপি) মাত্র ৩০ টি আসন পাবে এটা কেউ ভাবতে পারেনি। ১/১১'র সরকার যে, সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগকে এত বেশী আসন দিয়েছিল তাও অনেকের কাছে বিস্ময়। কিন্তু এবার যা হল, তা বিস্ময়ের মাত্রা অতিক্রম করাতে এখন আর কোন কিছু বলতেও রুচিতে বাধছে...

৩. চাঁদগাজীর প্রিয় বিএনপি'র একমাত্র নেতা ড. মঈন খান জামানত হারিয়েছেন। আরও অনেক ভাল ও যোগ্য নেতা জামানত হারিয়েছেন। যেনারা এখনও রাস্তায় দাঁড়ালে ২০০০০ লোক হবে, আর তেনারা নাকি ভোট পেয়েছে ১০/১১/১২ হাজার মাত্র! ফেসবুক কমেন্ট - নকল করেছিলাম পাস করার জন্য, পেয়ে গিয়েছি জিপিএ ৬!

৪. এই অসম ব্যবধান দেখেই বোঝা যায় নির্বাচন কেমন হয়েছিল। তবে উপরের মহলের মধ্যে নিশ্চয়ই কোন সমন্বয়হীনতা ছিল। তা না হলে আরও কিছু আসন দিয়ে নির্বাচনকে বৈধতা(!) দিতে পারত। তেনারা ৭০-এর জোয়ার প্রমাণ করতে গিয়ে এমন কান্ড করে বসেছেন যে, এটা নিয়ে আর কোন বিশ্লেষণেই কেউ যেতে চাচ্ছে না...

৫. এই মহাসাগর চুরির পরও হাসান কালবৈশাখী, কলাবাগান সন্তুষ্ট! সবচেয়ে বড় কথা 'উনি' সন্তুষ্ট। এরপর আর কিছু বলার নেই। বর্তমানে এন্টি আওয়ামী রাজনীতি নিয়ে টক শো, কলাম, ব্লগ লেখার আর কোন মানে হয় না। অসীম শক্তির সাথে লড়াই করা বোকামী। সবাই যেখানে মেনে নিয়েছে, অভিনন্দন জানাচ্ছে তাহলে আর আমরা কোন...

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

ডার্ক ম্যান বলেছেন: শেখ হাসিনা একজন প্রাজ্ঞ নেত্রী , তিনি খালেদা জিয়ার মত পুত্রের কুবুদ্ধির ধার ধারেন না । আন্তর্জাতিক শক্তি সরকারের পক্ষে আছে , সুতরাং আমাদের কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না নির্দিষ্ট মেয়াদের আগে ।
২০০১ সালে যারা বিএনপিকে ক্ষমতায় এনেছিল ঠিক তারাই ১/১১ এর জন্ম দিয়েছে , তারাই গত দশ বছর ধরে আওয়ামীলীগকে আন্তর্জাতিকভাবে শক্তিশালি করে তুলেছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি! আপনি ঠিকই বলেছেন...

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

বলেছেন: একদিন তোর হইবেরে মরণ ও হাছন রাজা ----



০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও সেই কথা বলি। কেউ তো আর আজীবন বাঁচবে না। এই ক্ষমতা আর কয় দিনের?

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: রাজনীতি নিয়ে কথা না বলায় ভাল।অন্তত বাংলাদেশের।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে কথা বলে কোন লাভ নেই, সে কথা বলাই অর্থহীন...

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

সাইন বোর্ড বলেছেন: এখন সম্ভবতঃ আমাদের ইংরেজ আমলে ফিরে যাওয়ার সময় হয়েছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও ভাল ছিল। অন্তত বাকশাল থাকলেও মনকে অনেক বোঝাতে পারতাম...

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

হযবরলঃ বলেছেন: অনেকদিন পর আবার উদিত হলেন। নির্বাচনের আগে আপনার পোস্ট গুলোতে বিএনপির পক্ষে কিভাবে ভােট বিপ্লব হবে তা পড়তে পড়তে হয়রান হয়ে গিয়েছিলাম। বাস্তবিক অর্থে নির্বাচনে কারচুপি হয়েছে এটা যেমন সত্য তেমনি বিএনপির আহ্বানে জনগন ভোট বিপ্লবে অংশ নেয়নি সেটাও সত্য..............

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনগণ ভোট বিপ্লবে অংশ নেয়নি সেটা প্রমাণিত সত্য নয়। যদিও বিএনপি হারত হয়তো বা তবে জনগণকে সুযোগ না দিয়ে উপসংহারে পৌঁছানো যাবে না...

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

হাবিব বলেছেন: বাকরূদাধ হওয়া ছাড়া কি বা করার আছে বলুন..........

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু করার নেই। আজকে ৩ তারিখ। বাড়িওয়ালার ভাড়া দেয়ার সময় হয়েছে...

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: ৩ নং পয়েন্ট টা ঘোর আপত্তি আছে আমার।
চাঁদগাজী আওয়ামীলীগ বা বিএনপির ধারধারেন না। উনি সব সময় দেশের মানুষের পক্ষে কথা বলেন।


চুরী করতেও বুদ্ধি লাগে। কাজেই যার বুদ্ধি আছে, আমাদের উচিত তাকে স্বাগতম জানানো।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরও কিছু আসন দিয়ে দিলে চুরি টা সুন্দর হত! কিন্তু এখন সেটা চুরি, ডাকাতির পর্যায়ে নেই। এটা এখন হাইস্যকর...

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

সাইন বোর্ড বলেছেন: পঞ্চ রসের সরবত খাওয়া কিছু আবালের নাম লিখে তাদেরকে হাইলাইট করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা জেগে ঘুমায় তাদের জাগানো খুব কঠিন...

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমাদের দেশে মুখ খোলা অপরাধ

আর নির্বাচন হচ্ছে ছুটির দিন

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নির্বাচন নামটা আর মুখে নেয়া উচিত না...

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি জোট বা ঐক্যজোট, নেতারা ছিল ঢাকা নির্ভর, মুলত মিডিয়া ক্যামেরা নির্ভর।
তারা ভোটারের কাছে কখনোই যায় নি।

ভোট প্রচারনায় বিএনপি একদমই ছিলো না,
পোষ্টার লাগায় নি, লাগানোর চেষ্টাও করেনি। আসলে একটি পোষ্টার ছাপায় নি (শুধু জোটের জামাতের পোষ্টার দেখা গেছে)
ভোটার স্লিপ বিতরনেও বিএনপি ছিলো না,

এজেন্ট নিয়োগে বিএনপি ছিলো না, উপস্থিত থাকার কথাও না।
নির্বাচন কমিশন সপ্তাহ আগে এজেন্টদের নামের তালিকা চেয়েছিল সব দলগুলোর কাছে।
বিএনপি কোন তালিকা দেয় নি।
ভোট কেন্দ্রে বিএনপি নেতা কর্মিরা ছিল না। গেটেও ছিলনা, থাকার চেষ্টাও ছিলো না,
ভোটারদের চা বিড়ি খাওয়ানোর জন্য বিম্পির কেউ ছিলনা (জামাতের ছিল)
ভোট কেন্দ্রে আনার কাজেও বিএনপি ছিলো না,
অজ্ঞাত কারনে প্রায় সব বিম্পি প্রার্থী নিজের ভোট প্রদান করেননি। ভোটকেন্দ্রের কাছেও আসেন নি।
সাত সকালে ঢাকার এক ভিয়াইপি প্রার্থি শুদ্ধ ভাষায় বলে "আমি ভোট দিচ্ছি না"।

তাহলে তাদের মার্কায় ভোটটা দিবে কোন শালায়।
আমার মতে শুন্য ভোট পেলেও অবাক হওয়ার কথা ছিল না

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতটা একপেশে পরিবেশ ছিল যে, আপনার কথাগুলো যারা বাংলাদেশে আছে তারা বিশ্বাস করবে না...

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: ২০০১ সালের নির্বাচন গ্রহনযোগ্য ছিল। সেসময় বিএনপি জোট গড়ার সুফল পেয়েছিল। যেখানে আওয়ামী লীগের ছিল একলা চলো নীতি। অন্যদিকে আওয়ামী লীগের একেক নেতা তিন/চার আসনে দাড়িয়েছিল। এতে তুমুল অন্তর্দ্বন্দ্ব দেখা দেয় তাদের মাঝে। নাসিম তিনটি আসনে দাড়িয়েছিলেন। তার ভাই সেলিম এক আসনে ছিলেন তার বিপরীতে। দুই ভাইয়ের ঝগড়া ইতিহাস হয়ে মনে এখনও গেথে রয়েছে। ভোলাতে তোফায়েল তিনটি আসনে। এসব সত্ত্বেও আওয়ামী লীগের ভোট বেড়ে যায়। ভোটের প্রাপ্ত সংখ্যা দেখে বরং অবাক হতে হয়েছিল। সম্ভবত ক্ষমতায় থাকা কালীন সময়ে বয়স্ক ভাতা চালু ইত্যাদি সমাজকল্যানমূলক পদক্ষেপ নেয়াতে আওয়ামী লীগের ভোট বেড়ে যায়। যদিও স্বভাবসুলভ কর্তৃত্বপরায়নতা এক দলীয় মানসিকতা তখনও তারা দেখিয়েছিল। লাশ আঠরো টুকরা, জয়নাল হাজারীর কোর্ট হাউজ চালুতে বাধা, নির্বাচন ঠিক আগে আগে টিআইবির রিপোর্টে বাংলাদেশের দুর্নীতের চ্যাম্পিয়ন হওয়া ইত্যাদি ইত্যাদি নানান কর্মকান্ডে মানুষ ছিল বিরক্ত।

আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবেন না। তিন মাসে সরকার প্রশাসনের উপরে খুব বেশী নিয়ন্ত্রন নিতে পারে না।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিরূপ সময়ে আওয়ামী লীগ ক্ষমতা থেকে ছিটকে পড়েনি, আর এখন তো সুসময়...

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: যাক পোস্ট দিলেন তাহলে!!

নির্বাচন নিয়ে আপনার এই পোস্ট যে বেশ দেরিতে এলো, এটাও একটি বিস্ময়!!

তবে বাংলাদেশ আবারো হেরে গেল!!!!

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মওদুদ আহমেদ, কে এম মোশাররফ হোসেন, অলি আহমেদ, আবদুল্লাহ আল নোমানের ভোট সংখ্যা দেখে আমি নিজেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার মত যোগ্য ভাবতে পারিনি। রাজনীতি নিয়ে আর লিখব কিনা তাও ভাবছি...

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব হত্যা ও জেনারেল জিয়ার "হ্যঁ/না" ভোট জাতিকে এখানে এনেছে; আপনি ২০০১ সালের ভোটের কথা বলেছেন, কিন্তু আজকের এই অবস্হার বীজ রোপন হয়েছিলো জেনারেল জিয়ার "হ্যাঁ/না" ভোটে

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ থেকে উত্তরণের সমাধান বলেন। খালি আওয়ামী লীগ আজীবন থেকে যাক চাইলে তাও বলেন...

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

কিরমানী লিটন বলেছেন: যত বড় আর এক্সপার্ট চোরই হোক, চুরির শেষে স্যান্ডেল ফেলে যায়, যার সুত্র ধরে চোর ধরে এক সময় ধরা পরে

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোটের ফলাফল দেখলেই বোঝা যায়, কী রকম চুরি করা হয়েছে...

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

ঢাবিয়ান বলেছেন: একখান জোক শোনেন-

ড. কামাল বলেছিলেন ফজর পড়ে যেন সবাই কেন্দ্র পাহাড়া দেয়।
কিন্তু কে জানতো
প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে বাক্স ভরে ফেলবেন =p~

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: =p~ =p~ =p~

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর। হাইস্যকর।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি তো সেটা বিশ্বাস করেন না...

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

কালীদাস বলেছেন: পলিটিকাল পোস্ট অনেক তো করলেন ব্লগে, ভিন্নমতের প্রতি মনোভাব কি সেটাও তো দেখলেন ভালভাবেই :D এবার অন্য কিছু না হয় ট্রাই করুন দুয়েকবার ;)

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন থেকে পলিটিক্যাল পোস্ট কমে যাবে। অসীম শক্তির সাথে লড়াই করা বোকামী। ভিন্ন কিছু ট্রাই করতে হবে...

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২২

গেম চেঞ্জার বলেছেন: আমি আওয়ামিলিগের বিজয় নিয়ে কোন দুঃখ পাচ্ছি না তবে এটা ভাবতে ভাল লাগছে যে কোন অন্ধত্ববাদি/সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে আগের মত উঠতে পারবে না। আমি এটা বলছি না- আওয়ামিলিগে এই সমস্যা নেই, বরং পরিসংখ্যান বলে তাদের সময়েই ভারতে বেশি বাংলাদেশি সনাতন ধর্মের লোক গেছে। যাহোক, আমি অপেক্ষায় আছি কবে বাংলাদেশের সাধারন মানুষ ফ্রেঞ্চ বিপ্লবের মত কোন একটা সময়ের দিকে যাত্রা করবে আর সব নষ্টদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদিন অবশ্যই জনতা রুখে দাঁড়াবে এই চাপিয়ে রাখা গণতন্ত্রের বিরুদ্ধে। তবে সেটা সময়ের ব্যপার...

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনি কেন হতবাক বুঝতে পারছি না। আমি তো অনেক আগেই এই ব্লগে ভবিষ্যৎ বানী করেছিলাম আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো ৩০০ টি আসনেই বিজয়ী হবে। যে হারে দাবড়ানো চলছিলো তাতে বিএনপি মাঠ ছেড়ে দেয় নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে। রাজনীতিতে মাঠ ছেড়ে দিলে যে পরাজয় যে নিশ্চিত তা সবাই জানে। বিএণপিও ভালমতই জানে। সেকারনে এ্যানি সহ কয়েকজন আগেই বর্জনের পক্ষ নিয়েছিলেন। কিন্তু ফখরুলের সিদ্ধান্তে শেষতক পর্যন্ত থাকায় কারচুপির প্রমান লাভ বিএনপির পক্ষে সহজতর হয়েছে।

ভারতের হাইকমিশনার পিনাক রন্জ্ঞন বলেছিলেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ লজ্জাজনক সংখ্যালঘুতে পরিনত হবে। তিনি জেনে বুঝে বিশ্লেষন করেই সেটা বলেছিলেন। সুতরাং ভোট বিপ্লব সম্ভব হত যদি রাজনীতির মাঠ ছাড়তে বিএনপিকে বাধ্য না করা হত। বিএনপিকে লড়াই করতে হয়েছে ছয়টি অপশক্তির বিরূদ্ধে : আওয়ামী প্রশাসন, আওয়ামী পুলিশ, চাটুকার নির্বাচন কমিশন, আওয়ামী পেশী শক্তি/ক্যাডার, আওয়ামী ভূতাশ্রিত বিচার বিভাগ এবং আওয়ামী সুবিধাভোগী টিভি চ্যানেল গুলো। এই লড়াই এ বিএনপি হেরে যাচ্ছে বার বার। এর কারন বিএনপির নিজের ভেতরেও অনেক দুর্বলতা রয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ভেবেছিলাম আর্মি থাকলে(যদিও ক্ষমতা কম ছিল) এবং সবাই ভোটকেন্দ্রে যেতে পারলে ফলাফল অন্যরকম হত...

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার পোস্টে দেয়া ছবিটা পাল্টে লেখা উচিত:

বাংলার বিচার বিভাগ
বাংলার নির্বাচন কমিশন
বাংলার প্রশাসন
বাংলার পুলিশ
বাংলার টিভি চ্যানেল
আমরা সবাই আওয়ামী লীগ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মুহূর্তে জনগণকেও এটা বলা ছাড়া উপায় নেই। সবারই তো বেঁচে থাকার অধিকার আছে...

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

রানার ব্লগ বলেছেন: হাসির জোকস শুনেন তারেক চোর বলে সে নাকি বিচারক হবে একদিন তার পর বিচার করবে। ইহা শুনিয়া আমার একটা গান মনে পরল। লিংক দিচ্ছি।

চোরে করবে ছ্যাঁচড়ার বিচার। চোরা তারেকের আকাশে স্বপ্ন দোষ !! সে নাকি বিচার করবে দেশে বিচারকের খুবি অভাব পরছে হায় আল্লাহ এখন চোরে ও বিচার করার আগ্রহ দেখায়।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চোরের জনপ্রিয়তা বেশী হলে ডাকাতের এত গা জ্বলে কেন?

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: "লেখক বলেছেন: আমি ভেবেছিলাম আর্মি থাকলে(যদিও ক্ষমতা কম ছিল) এবং সবাই ভোটকেন্দ্রে যেতে পারলে ফলাফল অন্যরকম হত... "

আর্মিকে সেই ক্ষমতা দেয়া হয় নি। সুতরাং সেরকমটি ভাবার প্রথম থেকেই কোন কারন ছিল না। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতিতেও সহিংসতা হয়েছে। এটা আমাকে অবাক করেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতগুলো লোক কীভাবে নিজের বিবেক বিক্রি করল তাই আমাকে অবাক করেছে...

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

রানার ব্লগ বলেছেন: ডাকাত তো তাই গা জ্বলে , ইজ্জত ইস্যু হয়ে যায়। চোরের মায়ের বড় গলা কার ভাল লাগে বলেন। ডাকাত তো যা নেয় কেড়ে নেয়, আর সিদেল চোর তো সাফ করে দিয়ে যায়, পরনের লুঙ্গি ধরে টানাটানি পর্যন্ত করে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাই, আপনারাই সব লুটপাট করেন। ছাইড়া দিলাম, আশাও করি না আর...

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২০০৮ সালের নির্বাচন নিয়ে আমার কোন সন্দেহ নেই। বিএনপি তার প্রাপ্যটাই পেয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১/১১'র সরকার যাওয়ার পর থেকে এখনও বিএনপি ক্ষমতায় না আসাতে অনেক কিছু খোলাসা হচ্ছে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.