নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

৩৫ লাখ টাকার জন্য আপনি কি আত্মহত্যা করবেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০





১. আমরা জন্মগত ও জাতিগত ভাবেই কৌতুহল প্রিয়। যে কোন বিষয় নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। আমাদের এই চরিত্রের জন্যই অগ্রজরা বলে গিয়েছেন, 'যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শির ঘুম নেই'। ডাঃ আকাশ ফেসবুকে ঘোষণা দিয়ে(কারণ সহ) আত্মহত্যা করে আমাদের কৌতুহল কমিয়ে দিয়ে গিয়েছেন বটে, তবে আরও কিছু যোগও করে দিয়ে গিয়েছেন। যার মধ্যে মিলিয়ন ডলারের প্রশ্ন হল - তিনি কেন স্ত্রীকে ডিভোর্স দিলেন না? সেই প্রশ্নে পরে আসছি...

২. ডাঃ আকাশ আমাদের কৌতুহলের কথা চিন্তা করে প্রথমেই ব্যাখ্যা(!) করেছিলেন, কেন তিনি মিতু'র বিবাহ বহির্ভূত(নিজের সাথে ও অন্যান্যদের সাথে বিয়ের আগে) সম্পর্ক আছে জানার পরও বিয়ে করেছিলেন। সেটা হল - বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল(এটা আমার কৌতুহল থেকে ধারণা!) এবং সবাইকে দাওয়াত দেয়া হয়ে গিয়েছিল। ঐ অবস্থায় বিয়ে বাতিল করাটা মান সম্মানের ব্যপার ছিল! সৈয়দ বংশের তো! প্রেমিকা হয়ে অন্যদের সাথে শারিরীক সম্পর্ক করেছে, বউ হয়ে তো করেনি!' - এই তত্ত্ব মেনে নিয়ে আকাশ মিতুকে বিয়ে করে...

৩. প্রথম কৌতুহলের উত্তর দিয়ে গেলেও আসল কৌতুহলের উত্তর দেননি ডাঃ আকাশ। তিনি মিতুকে বলেছিলেন, ভাল না লাগলে চলে যাও, অথচ ডিভোর্সটা ছিল সম্পূর্ণ নিজের হাতে। স্ত্রী না গেলেই যে তাকে বিদায় করা যাবে না - এমন তো নয়। এই পয়েন্টে আমাদের কৌতুহল প্রিয় জনতা খুঁজে পায় চট্টগ্রামের(এখন অনেক জায়গাতেই) অধিক হারে দেনমোহর বসানোর বিষয়টা। স্যোশাল মিডিয়াতে বেশীরভাগের মন্তব্য হল - ডিভোর্স দিলে নাকি ৩৫ লাখ টাকা দিতে হত, তাই আকাশ মিতুকে ডিভোর্স দেয়নি, চেয়েছিল মিতু তাকে ছেড়ে চলে যাক! অথচ সে রকম কারণ থাকলে আকাশ সেটা লিখে যেত। যেহেতু, তিনি স্ত্রী সম্পর্কে খোলামেলা কথা লিখলেও দেনমোহর নিয়ে কিছু লিখে যাননি, সেহেতু আমরা এটা বলতে পারি না...

৪. আমি সহ অনেকেই ডাঃ আকাশের আত্মহত্যার জন্য তাকে গালমন্দ করেছি। কিন্তু কিছু সুশীল বলেছেন, ডাক্তার আকাশের জুতায় নিজেদের ভরতে(if you were in his shoes)। তাহলে সেসব সুশীলকে প্রশ্ন করি -
* আপনি কি ৩৫ লাখ টাকার জন্য আত্মহত্যা করবেন? (আপনি একজন ডাক্তার)
* আপনি কি স্ত্রীর অনৈতিক সম্পর্ক জানার পরও সংসার করে যাবেন?
* আপনি কি বিয়ের কিছুদিন আগে আপনার প্রেমিকার আরেকটা সম্পর্ক আছে জানার পরও তাকে বিয়ে করবেন?(যদিও ডাঃ আকাশ লিখেছে শবে কদরের রাতে মিতু নাকি মাফ চেয়েছে(কিন্তু তা বিয়ের পর))

৫. তবে দেনমোহরের বিষয়টা(সত্য/মিথ্যা যাই হোক) এক দিক দিয়ে আমাদের আবার ভাবিয়ে দিয়েছে। বিয়েতে লোক দেখানো বা মেয়ের সিকুউরিটির নামে বেশী দেনমোহর লেখা ঠিক নয় - এটা অনেকেই বলতে শুরু করেছে। তাই, দাগ(কৌতুহল) থেকে যদি ভাল কিছু হয় তাহলে দাগ-ই(কৌতুহল) ভাল...

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



এই বিষয়ে অনেক পোষ্ট এসেছিলো, মিতু বহগামী ছিলো; বাংলাদেশে এটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে; বহুগামী মায়েদের সন্তানেরা বিনা যত্নে বড় হয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানি। কিন্তু গতকাল কিছু বিশিষ্ট ব্যক্তি মিতু'র যাতে মিডিয়া ট্রায়াল না হয় সে ব্যপারে বিবৃতি দিয়েছেন। সেখানে আবার কিছু মন্তব্য পড়ে মনে হল, আরেকবার রিভিউ করি ব্যপারটা...

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

সাইন বোর্ড বলেছেন: বেশ ভাবনার বিষয় ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক তাই...

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: এত টাকা!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার জন্য আত্মহত্যা করেছে বলে মনে করি না...

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

মৃন্ময়ী শবনম বলেছেন: আমার আজকের পোষ্টটি অনুগ্রহ করে পড়ে মন্তব্য করবেন, লেখাটি আমার এবং সোহানাজোহার আলোচনায় লেখা হয়েছে।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ৩৫ লাখ টাকার দেনমোহর। খানদানি ব্যাপার বটে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেয়ে নয় যেন ব্যবসার পণ্য...

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

বাংলাদেশের অবস্থা আজকাল খুব খারাপ।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেনমোহর হচ্ছে প্রথম রাত্রেই পরিশোধ করার বস্তু। কিন্তু আমাদের সমাজ এটা এত পরিমানে নিয়ে গেছে যে, একসময় এটা হয়ে যায় জীবন ও ব্যবসার মূল চাবিকাঠি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সচেতন হলে এটা নিয়ে কথা বলতে হবে। যে মেয়ের পিতা/আত্মীয় স্বজন এটা নিয়ে বাড়াবাড়ি করবে সে মেয়েকে বিয়ে করার দরকার নেই...

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ৩৫ টাকা দেনমহর কী তাদের আর্থিক অবস্থার উপর করা হয় নি?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা! কিন্তু সেটার জন্য আত্মহত্যা করেছে বলে সে বলে যায়নি। একজন ডাক্তারের জন্য ৩৫ লাখ টাকা উপার্জন করা কোন ব্যপার না...

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেনমোহর কম করা দরকার। এতো টাকা তো বেকার পাত্র কিংবা সদ্য আয় করা শেখা পাত্র দিতে পারবে না। তারচেয়ে সরকারী ভাবে দেন মোহর করে দেয়া হোক ১০০১ টাকা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ছেলে পক্ষের দৃঢ়তার উপর নির্ভর করবে। সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে বেশী দেনমোহরে রাজি না হলেই হল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.