নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি চরিত্রই কাল্পনিক, তবে বাস্তবের সাথে মিল আছে...

২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৮

আকাশ৮ চ্যানেলে পুলিশ ফাইলস(ক্রাইম পেট্রোল টাইপ) চলছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বিষয়ক। স্ত্রীর প্রতি শশুর বাড়ির অত্যাচার। এটা নিয়ে বেচারা স্বামীর দুই কুল রক্ষার চেষ্টা। বাস্তবের স্বামী-স্ত্রী(একই সমস্যায় জর্জরিত) বসে দেখছে নাটকটি...

একটা দৃশ্য -

টিভির স্ত্রী(তার স্বামীকে) : তোমার মা আমাকে সবসময় গালমন্দ করে। আমি কখনো উনার মন পেলাম না। তোমার ভাই আমাকে দেখতে পারে না। আমি এত কাজ করি তবুও তাদের মন পেলাম না ইত্যাদি...

বাস্তবের স্ত্রী (তার স্বামীকে) : দেখ, দেখ ঠিক তোমার পরিবারের মত। আমাকে দেখতে পারে না...

বাস্তবের স্বামী : এসব দেখে দেখে তোমাদের মাথা নষ্ট হয়। অন্য কিছু দেখ...

এবং অবধারিত ভাবে পরিবার থেকে আলাদা হয়ে বসবাস শুরু।

একই নাটকের আরেকটা দৃশ্য -

টিভির স্ত্রী (তার স্বামীকে মার সাথে দেখা করে আসার পর) : তুমি ঐ ঘরে গিয়েছিলে? আমাকে তো বললে না!

টিভির স্বামী (উত্তেজিত) : আমি আমার মার কাছে যাব সেটা তোমাকে বলতে হবে? তুমি বলার কে?

বাস্তবের স্বামী (তার স্ত্রীকে) : দেখ, দেখ ঠিক তোমার মত। সে তার মার কাছে যাবে এ জন্য স্ত্রীকে বলতে হবে? এগুলোর জন্যই তো ঝগড়া শুরু হয়...

বাস্তবের স্ত্রী : চ্যানেল পাল্টাও। অন্য কিছু দেখ...

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা
মন্দ বলেন নি।

২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব চিত্র থেকে নেয়া...

২| ২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৬

আখেনাটেন বলেছেন: তবে এটার একটি ভালো দিকও আছে। আগে রাস্তা-ঘাটে হরহামেশায় ঝগড়া-ফ্যাসাদ লেগেই থাকত। এখন মহিলারা আর সেই সময়টুকুও পায় না। টিভির ঝগড়া দেখতে দেখতেই সময় শেষ। :D

২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নারী জাতির বিরাট একটা অংশ এইসব ঝগড়া থেকে প্রভাবিত...

৩| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা মেয়েদের বিয়ের পর, অন্য পরিবারকে নিজের করে নেয়ার মতো দীক্ষা পাচ্ছে না।

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথবা পরিবারগুলো বিয়ে করিয়ে আনা মেয়েদের আপন করে নিতে ব্যর্থ হচ্ছে...

৪| ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ঢাবিয়ান বলেছেন: া হা হা হা । আপনার দেখছি সিরিয়ালগুলোর ওপড় বেজায় রাগ :`>

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিরিয়াল একটু দেখলেই মাথায় রক্ত উঠে যায়। কীভাবে যে বাংলাদেশের নারীরা এত ধৈর্য্য ধরে বছরের পর বছর এগুলো দেখে কে জানে...

৫| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৩

নীল আকাশ বলেছেন: বাংলাদেশের মা বোনদের ঝগড়া করার ট্রেনিং দেয়ার জন্য ইন্ডিয়ান চ্যানেলগুলির কোনই তুলনা হয় না। বিশেষ করে কিভাবে শ্বশুরবাড়ির সাথে গন্ডগোল লাগাতে হয়, পরকীয়া শুরু করতে হয়, সেটা গোপন করতে হয়............

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব সিরিয়াল যে মনের উপর প্রভাব ফেলছে তা বলার অপেক্ষা রাখে না...

৬| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০

আরোগ্য বলেছেন: আমাদের দেশেও এখন ভালো সিরিয়াল প্রচার হয় না। আগে ঘর পরে পর।

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন আমাদের দেশেও ওদের নকল করে কিছু কুটনামি সিরিয়াল শুরু হয়েছে...

৭| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ঘর ঘর কি কাহানী।

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

৮| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিংসা, পরশ্রীকাতরতা, হীনমন্যতা, কুটনামী, মিথ্যা বলা, বাস্তব জীবনের থেকে কোটা আলোকবর্ষ দূরের জীবন যাপন ষ্টাইল,
এমন সব অদ্ভুতুরের মিশের হল সো কলড সিরিয়াল!

এত ঝগড়া পরিবারে অশান্তি আমাদের দেশৈ আগে ছিলনা- এই কু সংষ্কৃতি চালুর পরে যতটা হচ্ছে!
জঘন্য!

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা যদিও সিরিয়ালের গল্প ছিল না। দাম্পত্য কলহ নিয়ে খুন বিষয়ক কাহিনী। তবে আমাদের দেশে পারিবারিক অশান্তি আগের চেয়ে বেড়েছে এই তথাকথিক সিরিয়ালগুলোর কারণে তা বলাই যায়...

৯| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ১১:১২

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার,




"রাজীব নুর" এর সাথে গলা মেলাই - ঘর ঘর কি কাহানী।

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ থেকে সহসা মুক্তি নেই...

১০| ২৮ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আজপর্যন্ত একটি হিন্দি সিরিয়ালেও দুএক এক মিনিট মনোযোগ ধরে রাখতে পারি নি।
ফালতু কু সংস্কৃতি।
পয়সা খরচ করে এসব পেইড চ্যানেল আনা বন্ধ করে দেয়া উচিত।

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিন্দী, বাংলা এখন বাংলাদেশী সিরিয়ালেও এসব কুটনামি না দেখালে কাহিনী লম্বা করতে পারে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.