নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আপনার বোনের ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিলে আপনার মুক্তমনা চেতনায় আঘাত লাগবে কিনা?

১৩ ই মে, ২০১৯ দুপুর ১২:০৭




১. দিল্লিকে অঘোষিত ভাবে 'ধর্ষণের রাজধানী' বলা হয়। 'নির্ভয়া' ধর্ষণ ও হত্যা ছিল অভিনব। চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারতে আলোড়ন সৃষ্টি হয়। আমরা আবার তখন তৃপ্তির ঢেকুর তুলছিলাম যে, আর যাই হোক 'আমাদের ধর্ষকরা' এত খারাপ না। তবে আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে তারা খুব অল্প সময়ের মধ্যেই চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার সূচনা করে। সম্ভবত তার প্রথম শিকার রুপা। বরাবরের মত রুপার ধর্ষকরা খুব অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হয়। চারজনের ফাঁসির রায় হয়...

২. সম্প্রতি রুপার মতই আরেকটা মর্মান্তিক ঘটনা আমাদের নাড়া দিয়েছে। কিশোরগঞ্জের নার্স শাহীনুরকে একই ভাবে ধর্ষণ ও পরে হত্যা করা হয়। যদিও ঢাবি, শাবি বুয়েটের না হওয়াতে নারীবাদি, চেতনাজীবিদের এখনও রাস্তায় পাওয়া যাচ্ছে না। ধর্ষকরা ধরা পড়েছে। স্বীকারও করেছে। এখন তারা ঢুকে যাবে আইনের মধ্যে। এমন এক আইন আমাদের সব স্বীকার করার পরও চলতে থাকবে প্রক্রিয়া। তারপর দীর্ঘদিন পর কারো ফাঁসি নয়তো যাবজ্জীবন হবে...

৩. ধর্ষণ বন্ধ করার ব্যপারে অনেকের অনেক মতামত আছে। সবচেয়ে বেশী মত এসেছে শাস্তির ব্যপারে। শাস্তি আবার চলমান আইনের মত নয়। মধ্যযুগীয়, 'আরব', 'বর্বর'দের মত প্রকাশ্যে ফাঁসি। 'গলা কাটা' শাস্তি আধুনিক চেতনায় আঘাত লাগতে পারে বিধায় দেশী আইনের ফাঁসিকেই আমরা রাখতে চাই। তবে তা যেন হয় সবার সামনে। যাতে, আসন্ন ধর্ষকদের মনে একটু হলেও ভয় ঢুকে। শিশু ও বয়স্কদের না হয় দেখা থেকে বিরত রাখলাম আমরা। কিন্তু পটেনশিয়াল ধর্ষকদের সামনেই যেন ফাঁসিটা হয়। ড্রামের উপর দড়ি গলায় দিয়ে রাখা হবে। তারপর মেজিস্ট্রেট রুমাল ফেলে অথবা ইশারা করলে পুলিশ বা দীর্ঘদিন সাজাভোগকারী কেউ এসে ড্রাম সরিয়ে দিবে। ধর্ষক ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করবে সবার সামনে...

৪. জানি, আমাদের এই চাওয়া সভ্য দেশের সাথে যায় না। কিন্তু আপনার বোনের বা কন্যার ধর্ষকের বেলাতেও কি আপনি চাইবেন না দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হোক? তখনও কি আপনি ক্রসফায়ারের বিরুদ্ধে থাকবেন? তখনও কি আপনি হারকিউলিসের মত কাউকে চাইবেন না? আপনি কি আপনার 'চেতনা' নিয়ে পড়ে থাকবেন?



৫. রুপা, শাহীনুর শিক্ষিত কর্মজীবি নারী ছিল। তারাই যদি এ ঘটনার শিকার হয় তাহলে আমাদের বোন, মেয়ে কেউই নিরাপদ নয়। যে জাতি জার্সির রং বিষয়ক তুচ্ছ 'চেতনা' নিয়ে তোলপাড় করতে পারে সে জাতি ধর্ষণের মহামারী বন্ধ করতে পারবে না তা আমি বিশ্বাস করি না...

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


বাসের নারী যাত্রী ধর্ষণ, রাস্তা বা বাড়ী থেকে অপহরণ করে ধর্ষন, ঘরে ঢুকে ধর্ষণগুলোর জন্য মৃত্যুদন্ড হলে, তা পাবলিকের সামনে কার্যকর করার দরকার আছে।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও তাই মনে করি...

২| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৩:২৫

ডার্ক ম্যান বলেছেন: ধর্ষকের লিঙ্গ কেটে দেওয়া উচিত ।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথবা খোঁজা করে দেয়া যায়। তবে প্রকাশ্যে ফাঁসি হলে সামাজিক ভাবে পরিবর্তন আসবে...

৩| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৯

ডার্ক ম্যান বলেছেন: ফাঁসি দিয়ে লাভ নাই। মেশিন কেটে দিতে হবে তাহলে জীবন্ত উদাহরণ হিসাবে থাকবে। প্রতিদিন যন্ত্রণা ভোগ করবে সেটাই শাস্তি ।

১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

৪| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:১২

নীল আকাশ বলেছেন: সাদা পোষাক পড়ে যে বসে আন্দোলন করছেন উনার বোন কিংবা বৌ বা মেয়ের এই ধরনের ঘটনা ঘটলে তখন উনি বলতেন সেটা জানতে বড়ই ইচ্ছে করছে। চেতনা উনার তখন কোন দিকে দিয়ে বের হয়ে যেত সেটাই ভাবছি!! X((

১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এনারা খুনী, ধর্ষক‌দেরও মানবা‌ধিকার দি‌তে চান...

৫| ১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভয় পেয়ে ধর্ষকরা ধর্ষন করবেনা, একথা সঠিক নয়। আপনি ধর্ষকদের সাইকোলজী নিয়ে পড়লে বুঝবেন, একটা রেপ করার জন্য তারা কতগুলো মানসিক ধাপ দিয়ে যায়। ঐ লালসাময় মুহূর্তে তারা কোন কিছুর তোয়াক্কা করেনা।

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, একই সাথে হতে হবে সমাজ সংস্কার।
ধন্যবাদ

১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভয় পে‌য়ে ধর্ষণ বন্ধ না হ‌লেও চরমভা‌বে ক‌মে যা‌বে এটা প্রমা‌ণিত সত্য। আ‌গে তো প্রকা‌শ্যে শুরু করা হোক...

৬| ১৩ ই মে, ২০১৯ রাত ৮:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: "প্রমা‌ণিত সত্য" ------ আমি এ বিষয়ে অজ্ঞ, দয়া করে রেফারেন্স দিয়ে সাহায্য করুন।

১৪ ই মে, ২০১৯ সকাল ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 'মিউচুয়াল সেক্স' থাকলেও ধর্ষণ খুবই কম...

৭| ১৩ ই মে, ২০১৯ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ওরা কেন ধর্ষন করে?
হোটেলে গেলেও তো পারে।

১৪ ই মে, ২০১৯ সকাল ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও তো একই কথা...

৮| ১৪ ই মে, ২০১৯ দুপুর ১:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে বুদ্ধিমান ভাবতাম, মিডল ইস্টে আপনার দেশ থেকে যেসব মহিলারা দাসী হিসেবে যায়, তাদের দৈনিক রেপ করা হয়। যেসব পুরুষ ড্রাইভার হিসেবে যায়, তাদেরও রেপ করা হয়। পৃথিবীতে নারীদের সবচেয়ে বেশি টর্চার করা হয় মিডল ইস্টে।
আমিও একজন মুসলিম, মিডল ইস্টে ধর্মের নামে, নারীদের সাথে যা করা হয়, তা আরবের ঐ "বর্বরতার যুগের" রিমাস্টার্ড ভারসন।

১৪ ই মে, ২০১৯ দুপুর ১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু আরবের ব্যক্তিগত চরিত্র আর রাষ্ট্রীয় কাঠামোকে এক করে দেখলে তো হবে না। এখানে টপিকটা হল - প্রকাশ্যে ফাঁসি দেয়া নিয়ে...

৯| ১৪ ই মে, ২০১৯ দুপুর ১:৫৩

আখেনাটেন বলেছেন: দিল্লীর নির্ভয়ার ঘটনার সময় আমি দিল্লীতে ছিলাম। অসম্ভব বিক্ষুব্ধ পরিবেশ নিজ চোখে দেখেছি। কেজরিওয়াল সরকারের এখন যদিও দিল্লীতে অনেকেটাই কমেছে এই অপরাধ। 'সিটি অব রেইপ' তকমাটা এখন ঢাকামুখী...।

দ্রত বিচার ও প্রকাশ্যে ফাঁসি কিছুটা হলেও সম্ভাব্য ধর্ষকদের এই জঘন্য অন্যায় করতে বিরত রাখবে।

গত কিছুদিনের চিত্র দেখে মনে হচ্ছে ধর্ষনে আমরা আমাদের প্রতিবেশী দেশকে পেছনে ফেলে দিয়েছি।

১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও মনে হচ্ছে আমরা ক্রমেই জঘন্য হয়ে উঠছি...

১০| ১৪ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: বুঝলাম, আপনি তর্ক করার মুডে নাই। ইটস ওকে। কিন্তু একটা জিনিস বলেন, সৌদিতে কি মেয়েরা রাস্তায় স্বাধীনভাবে ঘুরে যে তাদের রেপ করার জন্য লোলুপ হায়েনারা সুযোগ পায়?
ধন্যবাদ

১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। শরীয়াহ আইন থাকার কারণে প্রকাশ্যে স্বাধীনভাবে ঘুরলেও পটেনশিয়াল হায়েনারা বিরত থাকবে। ওখানের পুলিশ আমাদের মত ঘুষ খায় না...

১১| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:৩২

আপেক্ষিক মানুষ বলেছেন: ফাঁসি দিয়ে কিছু হবে না, মরে গেলে তো মরেই গেল, প্রকাশ্যে আসল জিনিস কেটে লঙ্কা গুড়া ছিটিয়ে দিতে হবে।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নট বেড...

১২| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে বুদ্ধিমান ভাবতাম, মিডল ইস্টে আপনার দেশ থেকে যেসব মহিলারা দাসী হিসেবে যায়, তাদের দৈনিক রেপ করা হয়। যেসব পুরুষ ড্রাইভার হিসেবে যায়, তাদেরও রেপ করা হয়। পৃথিবীতে নারীদের সবচেয়ে বেশি টর্চার করা হয় মিডল ইস্টে।
আমিও একজন মুসলিম, মিডল ইস্টে ধর্মের নামে, নারীদের সাথে যা করা হয়, তা আরবের ঐ "বর্বরতার যুগের" রিমাস্টার্ড ভারসন।

--- স্মার্ট জবাব।

১১ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জবাব দেয়া হয়েছে...

১৩| ০৭ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড দেয়া এবং তা কার্যকর করাটা এখন সময়ের দাবী।
'সিটি অব রেইপ' তকমাটা এখন ঢাকামুখী... - আখেনাটেন এর এ পর্যবেক্ষণটা সত্য।

১১ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ...

১৪| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে কি ভায়াগ্রা সাপ্লাই বেশী হয়ে গেছে ? ইদানীং ধর্ষণ আর ধর্ষণ !!!
নুসরাত হত্যার জনক ও ধর্ষক সিরাইজ্যার এখনো কিছু হলো না - আফসোস !!!

শাহবাগ নানান কারনে বিতর্কিত - ফাঁসীর মঞ্চ হিসেবে শাহবাগ ভালো জায়গা হবে বলে মনে করি।।

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্ভবত ধর্ষণের মামলা প্রমাণ করতে না পারার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আবার ঘুষখোর পুলিশতো আছেই...

১৫| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে ধর্ষন একটা অস্ত্র হয়ে গেছে, কোনো মেয়েকে সায়েস্তা করতে হবে? ধর্ষণ হয়ে গেলো।

নতুন কিছু লিখুন, আপনার লেখার অপেক্ষায় আছি।

১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩০ ডিসেম্বরের অকল্পনীয় ইলেকশান ইঞ্জিনিয়ারিং-এর পর আমি রাইটার্স ব্লক-এ আছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.