নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৭/১৮ বছর আগের কথা। আমাদের বাসায় বেড়াতে এসেছে এক খালা, সাথে তার প্রতিবন্ধী(কিংবা অটিস্টিক) পুত্র সন্তান। বয়স দেড় দুই বছর হবে সম্ভবত। ছেলেটি শুধু কান্না করত।
আমাকে খালা(নাকি আম্মা) বললো, ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। আমি বাচ্চাটাকে নিয়ে বের হলাম। কিন্তু বাচ্চার কান্না থামছিলই না। আমি গলিতে একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম অধৈর্য্য হয়ে।
বাসায় এসে(খালা চলে যাওয়ার পর) আম্মাকে বললাম, যেভাবে বাচ্চা কান্না করছিল, তাতে লোকজন আমাকে ছেলেধরা ভেবে বসত! যাক, তখনকার জনগণ এত সচেতন(!) ছিল না তাই গণপিটুনির হাত থেকে বেঁচে গিয়েছিলাম। কিন্তু এখন ভাবি, এই সময়ে হলে আমার আর এই পৃথিবী দেখা হত না। কিছু অমানুষের কাছে মৃত্যুবরণ করতে হত...
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই খারাপ লাগছে গত কয়েকটা দিন...
২| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৮
নীল আকাশ বলেছেন: আরে দূর ভাই! অন্যের বাচ্চা তো পরের কথা নিজের বাচ্চা নিয়েও বের হওয়াও এখন কঠিন ব্যাপার। হুট করে কোন কারনে
কেঁদে উঠবে আর তখন মাইর একটাও মাটিতে পরবে না। কেউ কারও কোন কথা শুনে নাকি এখন?
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও একই রকম ভাবছি। প্রবাসে থাকাতে আমার বাচ্চাতো এখনও আমাকে সেভাবে বাবা বলে না। আমাকে মাঝে মাঝে 'মা' ডাকে। কোলেও থাকতে চায় কম। খুবই চিন্তার বিষয়...
৩| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৮
ইসিয়াক বলেছেন: আমার তো মনে হয় যখন তখন আমাকেও এই পরিস্থতিতে পড়তে হতে পারে।ভাবতেই ভয়ে গায়ে কাটা দিয়ে উঠছে।কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা।
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশীদের মন মানসিকতা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। সত্যিকারের অপরাধী হলেও তো কোন মহিলাকে এভাবে মারা যায় না...
৪| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩১
জাহিদ হাসান বলেছেন: ভাই, আমি তো রাস্তায় বের হলে এখন অনেক সতর্ক থাকি। কোন ছোট শিশু দেখলে দূরে সরে যাই। বাইরে ঘুরি একা। যা শুরু করছে অসভ্য মানুষ।
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একা ঘুরাও তো ঝামেলা! সেটা যদি হয় নতুন এলাকা, আপনার কাপড় আর চেহারা একটু রুক্ষ, শুষ্ক থাকলেই সন্দেহ করে বসবে কুকুরগুলো...
৫| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬
আপেক্ষিক মানুষ বলেছেন: দেশের মানুষের প্রতিবাদ এমন হয়ে গেছে যে প্রকাশ্যে খুন হলে তাকিয়ে তাকিয়ে দেখে কিন্তু নিজের সন্তান হারায় গেলে তাকে খুজতেও বের হওয়া যাবে না, মাইর একটাও মআটিতে পরবে না।
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতিগ্রস্থতা, ধনী-গরীবের ব্যপক বৈষম্য, আইনের শাসনের অভাব, অগণতান্ত্রিকতা ইত্যাদি মিলে দেশের মানুষ ক্রমেই অমানুষে পরিণত হচ্ছে...
৬| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেকুব এ বেকুব এ দেশটা ভরে গেছে । আফসোস!
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেকুব বলে তাদের অপরাধকে ছোট করা যাবে না। এরা অমানুষ, মানুষরূপী পশু...
৭| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খবরের পাতায় দেখলাম স্বামীর সাথে স্ত্রী ঝগড়া লেগে
রিক্সা থেকে নেমে বলছে ছেলেধরা । মানুষ ইচ্ছেমত পিঠনি দিছে অই মহিলা আর পুরুষ তার বন্ধুকে হাহাহা
কী যে শুরু হইল
২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। খবরটা আমারও নজরে পড়েছে। এটা কাউকে ফাঁসানোর জন্য খুব সহজ একটা উপায়...
৮| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭
জাহিদ হাসান বলেছেন: আমি আমার এলাকা পুরান ঢাকার বাইরে কখনো যাই না। যেসব এলাকায় লোকেরা আমাকে মোটামুটি চিনে ঠিক সেখানেই থাকি । আগে আরও দূরে দূরে যেতাম । এখন কিছুদিন হলো যাই না। সতর্ক থাকা ভালো আপাতত কয়েকদিন। আপনিও সতর্ক থাকুন।
২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুভ কামনা...
৯| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৩
ঢাবিয়ান বলেছেন: কথায় বলে বাচ্চারা বড়দের দ্যাখে শেখে। আমাদের দেশেও এখন তাই ঘটছে। স্বৈরাচারী শাষকের মত যা ইচ্ছা তাই করার ইচ্ছা এখন জাগ্রত হয়েছে মানুষের মনেও।
২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতিগ্রস্থতা, ধনী-গরীবের ব্যপক বৈষম্য, আইনের শাসনের অভাব, অগণতান্ত্রিকতা ইত্যাদি মিলে দেশের মানুষ ক্রমেই অমানুষে পরিণত হচ্ছে...
১০| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কারো যেন এমন আর না হয়...
১১| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমাদের ব্যুরোক্রেটরা, সরকার ও প্রশাসন জাতীকে এখানে আনতে চেয়েছিলেন, এটা দাস ব্যবসার রেসেপি
২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি সব সময় শিক্ষার উপর গুরুত্ব দেন। শেখ সাহেব, খালেদা, শেখ হাসিনার দোষ দেন গরীবদের শিক্ষার ব্যবস্থা না করার জন্য। আসলেই শিক্ষার অভাব হলে একটা জাতি কত অধঃপতন হতে পারে তার প্রমাণ আমরা দিচ্ছি...
১২| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গণ শব্দটি শুনলে আমাদের অনেকেরই মনে হতে পারে যে, এখানে হাজার হাজার বা লাখ লাখ লোক জড়িত। বিশাল জনতার বাঁধভাঙ্গা জোয়ার বুঝি।
আসলে সব গণই গণ নয়। সব গণ এর ক্ষেত্রে হাজার হাজার লোক অংশ নেয় না। সামপ্রতিক কিছু ভিডিও এবং আলোড়ন সৃষ্টিকারী কিছু খবর দেখে আমার কাছে এটাই মনে হয়েছে।
সংবাদ মাধ্যমে সামপ্রতিক সময়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে- ১। গণধর্ষণ ২। গণপিটুনী।
দেখে গেছে- এখানে অযথাই গণ অর্থাৎ জনগণের বদনাম করা হচ্ছে। এখানে জড়িত থাকে খুব বেশী হলে ৩ কি ৪ জন কালপ্রিট। তাই এই সব ক্ষেত্রে গণ শব্দটি কে ব্যবহার করে শব্দটির প্রকৃত অর্থ নষ্ট করা হচ্ছে। যে ৩/৪ জন অমানুষ ধর্ষণ অপকর্মে জড়িত থাকে তারা সমাজের আগাছ, ক্যান্সার। রাষ্ট্রের উচিত এদেরকে উপড়ে ফেলা। তাহলে সমাজ কলুষ মুক্ত থাকবে।
সম্প্রতি আরেকটি গুজব চালু হয়েছে। সেই সাথে চালু হয়েছে গণপিটুনী। এই যে গুজব একখানে চালু করে দিল যে, পদ্মা সেতুকে নাকি মানুষের ( শিশুদের) মাথা লাগবে। কেননা, পদ্মার পানির নিচে এক বিরাট দানব বাস করে। সে চায়না পদ্মা সেতু হোক। তাই সে পদ্মা সেতু তৈরী হতে দেবে না। তাকে মানুষের মাথা দিলে সে আরাম করে খেয়ে ঘুমাবে । এই সুযোগে তড়িঘড়ি করে পদ্মা সেতু তৈরী হয়ে যাবে ।
বাংলার মানুষ এই গুজুব লুফে নিল। আতংক ছেয়ে গেল সারা দেশে। প্রাণ হারাতে শুরু করলো অনেক অসহায় সাধারণ নিরীহ মানুষ। অহেতুক ছেলেধরা/গলা কাটা ইত্যাদি সন্দেহে মানুষ পিটিয়ে মেরে ফেলা শুরু হয়ে গেল বাংলাদেশে।
গণপিটুনীতে কিন্তু হাজার হাজার মানুষ অংশ নেয় না। এই সব ভিডিও খেয়াল করে দেখলে দেখা যায়- খুব বেশী হলে ৩ , ৪ জন হত্যাকান্ডে অংশ নেয়। বাকি সবাই দাড়িয়ে মজা দেখে। কেউ ছবি বা সেলফি তুলে, কেউবা ভিডিও করে।
যে ৩/৪ জন অমানুষ গণপিটুনী নামক অপকর্মে জড়িত থাকে তারা সমাজের আগাছ, ক্যান্সার। রাষ্ট্রের উচিত এদেরকে উপড়ে ফেলা। তাহলে সমাজ কলুষ মুক্ত থাকবে।
পাপ ও পাপী উভয়কে সমাজ থেকে বিদায় করতে হবে। পাপ ও পাপী উভয়কে ঘৃণা করতে হবে।
নিষ্পাপ মানুষ আর পাপ বর্জিত দেশ হোক সকলের ব্রত।
২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কথা তো একটাই। আইন নিজের হাতে তুলে নিচ্ছে সবাই। কারণ, দেশের সিস্টেমে অপরাধীরা শাস্তি পায় কম। সমাজ ব্যবস্থাতে যদি এই রকম ধারণা দেয়া হয়, সরকারী রাজনীতি করলে তার কিছু হবে না, পুলিশ ঘুষ খাবে তাহলে অস্থিরতা বাড়তেই থাকবে...
১৩| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্বাধীনতার পর থেকে দেশ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। অথচ কত আশা আর স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল...
১৪| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৩:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: ডক্টর ফেসবুক, ডক্টর ইউটিউব, জিপিএ ফাইভ আর ধর্মান্ধ দেশকে কোথায় নিয়ে যাবে - - - - - - -
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বড় সড় একটা প্রলয় না ঘটলে এ জাতি শান্ত হবে না...
১৫| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৮
খায়রুল আহসান বলেছেন: ভয়ানক একটা দুঃসময়ের মাঝ দিয়ে পিছু হটে যাচ্ছে স্বদেশ,
যাদের এ নিয়ে ভাববার কথা,
তাদের ভাবনায় নেই এ নিয়ে চিন্তার কোন লেশ!
২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরিস্থিতির এখনই লাগাম টেনে না ধরলে আরো ভয়াবহ হবে...
১৬| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৫
নজসু বলেছেন:
আল্লাহ বাঁচাইছে।
২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি...
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২১
পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টা নিঃসন্দেহে উদ্বেগের।