নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সৎ পাপী কিংবা devil\'s code...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮




১. ঢাকাতে ছিনতাইকারীদের নিয়ে একটা কথা প্রচলিত আছে। ছিনতাইকারীরা যদি কারো সব টাকা নিয়ে নেয়, তাকে নাকি বাসায় যাওয়ার ভাড়া হিসেবে কিছু টাকা দিয়ে দেয়। হতেও পারে! আমার এক বন্ধু চায়নাতে গিয়ে তার ব্যবসায়িক বন্ধুকে দেখতে পেল, মদ খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলে শুরু করতে। কারণ জিজ্ঞেস করতেই সেই লোক বলল, আমি 'বিসমিল্লাহ' না বলে কিছু খাই না...

২. একটা কৌতুক আছে যে, এক লোক মদ খাওয়ার আগে গোঁফ উঠিয়ে পান করছিল। পাশের জন জানতে চাইলে উনি বললেন, গোঁফের স্পর্শ পেলে যে কোন খাবার খাওয়া 'মাকরুহ' হয়ে যায় তাই। এইতো সেদিন আমার এক বন্ধু জীবনে ১ম বার 'বিয়ার' পান করার পর আমাকে বলল, হায় হায় আজকে তো আমার গুনাহ হয়ে গেল। আমি তাকে বললাম, তার চেয়ে বড় গুনাহ কিন্তু তুমি অলরেডি করে ফেলেছ (বিবাহ বহির্ভূত শারিরীক সম্পর্ক)...

৩. এদের বাইরে আমি আরও ৩ জন সৎ পাপী ব্যক্তি সম্পর্কে বলব। ১ম জন সুদানের। আমার কলিগ ছিল। নিজের জীবনের অনেক গোপন কথা বলেছিল। অবিবাহিত অবস্থায় অনেক নারীর সাথে তার শারিরীক সম্পর্ক ছিল। তবে সে একটা নীতি মেনে চলত। তাও আবার আল্লাহকে ভয় করে! সেটা ছিল, সে কোন ভার্জিন মেয়ের সাথে শারিরীক সম্পর্ক করত না। কারণ, ভার্জিন মেয়ে যতজনের সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হবে সবার গুনাহ নাকি তার(সুদানিজ) হিসাবে জমা হবে!! ডেসটিনির মত আর কি!

৪. ২য় জন বাংলাদেশের। ডায়াগনস্টিক সেন্টার আছে তেনার। তেনার সেন্টারে গর্ভপাত করানো হয়। তবে তিনিও একটা কোড মেনে চলেন। সেটা হল, কোন বড় ভ্রুণ(কয়েক সপ্তাহ) তিনি গর্ভপাত করান না। তেনার ভয় গুনাহ হবে। ছোট ভ্রুণ হত্যায় গুনাহ কম হবে কিনা সেটা আমি জিজ্ঞেস করিনি...

৫. ৩য় জনও বাংলাদেশের। প্রভাবশালী একজন অফিসার। নিয়মিত নামাজী কিন্তু বহুগামী। তেনার শুভাকাঙ্ক্ষী একজন বললেন, ভাই নামাজ-ও পড়েন আবার অবৈধ 'জিং জিং'(কপিরাইট - চাঁদগাজী)-ও করেন কেন? তিনি রেগে গিয়ে বললেন, ধুর মিয়া! তাই বলে কি নামাজ ছাড়ব? নামাজ পড়তে পড়তেই একদিন ওসব বন্ধ হয়ে যাবে...

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ১। ছিনতাইকারীকে ভদ্র ভাবে অনুরোধ করলে বাসায় ফেরার রিকশা ভাড়া দিয়ে দেয়। এমন কি মোবাইল নিয়ে যাওয়ার পর সিম টা ফেরত চাইলেও দিয়ে দেয়। ওরা তো মানুষ। মানবতা ওদের মধ্যেও আছে।

২। মুসলিমদের ভন্ডামির শেষ নেই।

৩। মুসলিমদের ভন্ডামির পরিচয় পাওয়া গেল।

৪। বাংলাদেশের লোক হলো প্রতারক ও ভন্ড।

৫। আমি বহু লোক দেখেছি। নামাজ পড়ছে কিন্তু জিং জং বা অন্যান্য খারাপ কাজ অব্যহাত রেখেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল মুসলিমের সংখ্যা দিন দিন কমেই চলেছে...

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: এগুলো অতীত ও বর্তমান বাস্তব চিত্র

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরাও এই সমাজের অংশ...

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এখন প্রকৃত ধার্মিকের চেয়ে বকধার্মিকের সংখ্যা বেশী। ইদানিং ধর্মটা জাস্ট লোক দেখানো, প্রথা হয়ে দাঁড়িয়েছে। পরকালের ভয় সবার মধ্যে কমে যাচ্ছে। মানুষ ইচ্ছেমত আকাম, কুকাম, দুর্নীতি করছে; সে টাকায় দান, খয়রাত, হজ্জও করছে; সব জগাখিচুড়ি।


বিয়ের আগে যৌনসম্পর্ক নিষিদ্ধের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ এই হল সবচেয়ে বড় মুসলিম দেশের অবস্থা।


ভালো খারাপ মিলেই মানুষ। ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, "ধর্মিয় অনুশাসন মেনে চলাদের মধ্যে ভালোর সংখ্যাটা বেশী, এখনও"

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার শেষ কথাটা আমারও মত। ভাল ধার্মিক মানুষ না থাকলে পৃথিবীতে আরও বেশী ক্যাচাল হত...

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাস্তব এবং সমসাময়িক
ধন্যবাদ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


মানুষকে শিক্ষিত করে তুললে অনেক সমস্যা কমে যেতো; বিশ্বের বেশীর ভাগ মানুষ চাচ্ছে, অন্যরা শিক্ষার সুযোগ কম পাক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিক্ষার কোন বিকল্প নেই। পাশাপাশি আইনের সঠিক প্রয়োগও দরকার...

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাল মুসলিমের সংখ্যা দিন দিন কমেই চলেছে...

আসলে মুসলিম, মানে খাটি মুসলিম নাই। নাক নাই নাই।
যারা আছে তার ভান করে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু ভাল আছে বলেই এখনও সমাজ টিকে আছে...

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সমাজ জোয়ার ভাটার মতো, এখন অবক্ষয় হচ্ছে আবার শত শত বছর পর হয়তো শুরু হবে রেনেসাঁ !!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশা নিয়ে মানুষ বেঁচে থাকে আর জীবন শেষ করে...

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




অমানিশা ঘোর অন্ধকার আর কাটে না। আমরা স্বপ্ন দেখি ভোর হবে - শুরু হয় আরেকটি রাত, তারপর আসে কালরাত, তারপরে মহাকাল রাত - চলতে থাকে চলতেই থাকে - আার আমরা অপেক্ষমান কিংকর্তব্যবিমূঢ় !!!

ব্লগার সেলিম আনোয়ার ভাইয়ের পোষ্টে একই মন্তব্য করেছি, এই মন্তব্য আপনার উত্তর কি জানাবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন জবাব নেই। দেশ দুই পরিবার মুক্ত হলে একটা পরিবর্তন আসবে বলে অনেক বার এই ব্লগে লিখেছি...

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: আর ভুলেও লিখবেন না। আমার মন্তব্য হয়তো পড়ে থাকবেন অনেকবার এটি বলেছি - “আওয়ামী লীগ বিএনপি জামাত তিনটি ভগ্নদল মিলে একটি পূর্ণাঙ্গ দল। যারা ১৯৯০ ভুলে গেছেন তাদের ধারণা থাকার কথা না। তারা অন্ধলোকের হাতি দর্শন করে যাচ্ছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা,
আশা তার একমাত্র ভেলা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.