নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার তামিল বস প্রায় সময় ম্যানেজম্যান্ট, মালিক, সিস্টেম, কোম্পানী এসব নিয়ে উষ্মা প্রকাশ করতেন। একদিন সাহস করে বলে ফেললাম, তাহলে স্যার চাকুরি করেন কেন?" উনি রাগ করে বললেন, because i have a stomach!
২. ভদ্রলোকের নাম মাহবুব তালুকদার। তিনি একজন নির্বাচন কমিশনার। তিনি যাত্রা পালার বিবেকের মত। শুনতে খারাপ লাগলেও আমার কাছে তাই মনে হয়। তিনি গত ২/৩ বছর যাবৎ স্রোতের বিপরীতে প্রধান নির্বাচন কমিশনার, বিপক্ষ দলকে সমান সুযোগ না দেয়া, ভোটারবিহীন নির্বাচন বা ভোটের অনিয়ম নিয়ে কথা বলে আসছেন। তেনার সব কথাতেই স্পষ্ট হয় তিনি বিএনপির প্রতি সহানুভূতিশীল তথা নির্বাচন কমিশনের কার্য্যক্রম নিয়ে তিনি অসন্তুষ্ট। ৫ জনের(নির্বাচন কমিশনার) মধ্যে প্রায় সময়ই তিনি বিপক্ষে অবস্থান নেন। কয়েকবার সভা বর্জন করেছেন, নোট অব ডিসেন্ট দিয়েছেন...
৩. কিন্তু মজার ব্যপার হল, বর্তমান সরকারের আমলে বিপক্ষ মতাবলম্বীরা টিকতে না পারলেও তিনি বহাল তবিয়তেই টিকে আছেন। এস কে সিনহা, ইমরান এইচ সরকার, এ কে খন্দকার সহ যারাই আওয়ামী মতের বিপক্ষে গিয়েছেন তাদের সরিয়ে দেয়া হয়েছে। অথচ মাহবুব তালুকদারকে সরানোর কোন উদ্যোগ দেখা যায় না...
৪. আমার খালি একটাই প্রশ্ন আসে মাথায়, এত এত মত বিরোধের পরও তিনি কেন পদত্যাগ করেন না? বিবেক যদি এতই শক্ত হয় তাহলে কেন এই নির্লজ্জ সিইসি'র অধীনে কাজ করে যাচ্ছেন? তিনি কি খালি আমার তামিল বসের মত পেট-এর জন্যই এই চাকুরি করে যাচ্ছেন নাকি তিনিও আওয়ামী আই ওয়াশের অংশ। যাকে দেখিয়ে বলা যায় ইসি-তে ভিন্নমত আছে, সবাই আওয়ামী লীগের কাছে বিক্রি হয়নি...
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই সম্ভাবনা থাকলে এতদিন টিকত না...
২| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমারও তাই মনে হয় । আওয়ামী আই ওয়াশেরই অংশ ।যাকে দেখিয়ে অন্তত বলা যা্য়-ইসিতে / দেশে এখনো ভিন্নমত আছে ।
আর সরকার উনাকে সরাবে বলে মনে হয়না,কারন সংখ্যাগরিষ্ঠভাবে ইসি সরকারেরই আধীন । তাকে দেখিয়ে অন্তত বলতে পারছে তিনি বি এন পি মনোনিত।আর এতে সরকারের লোকসান থেকে লাভই বেশী ।কারন,উনি যাই বলুকনা কেন ,পরিশেষে সরকার যা চাইবে,যে ভাবে চাইবে তাই হবে ।
আর মাহবুব তালুকদার কখনও পদত্যাগে স্বাক্ষর করবেন না কারন তার পেট আছে।তাকেও খেয়ে পারে বাচতে হয়।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা চাকুরি থেকে অবসরের পর এই নিয়োগ পেয়েছেন। তাহলে তেনাদের ভাতা, পেনশান সব চালু থাকার কথা। এই চাকুরি দিয়ে সংসার চালানোর কথা না...
৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
সাইন বোর্ড বলেছেন: আপনার যুক্তিটা ভেবে দেখার মত...
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ...
৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
ইসি যদি সঠিক ও নিরপেক্ষভাবে কাজ করে, এবং তাতে বিএনপি-জামাত জিতে, দেশে সিভিল-ওয়ার হবে, বিশ্বও এখন বিএনপি-জামাতকে চাইবে না।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা...
৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: বাতাস নউকাকে টেনে নিয়ে যায়। এই জন্য নৌকায় পাল লাগাতে হয়।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নুকা, নুকা, নুকা, নুকা...
৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯
কনফুসিয়াস বলেছেন: এই একই প্রশ্ন অনেকদিন থেকে আমার মাথায় ও ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আজও কোন সমাধান পাইনি। যাক আমার মত একই দুঃখে জর্জরিত আরেকজনকে পেয়ে ভাল লাগল। কিছুদিন পর এই টোটকা খুলবে হয়ত। ততদিন পিপার্সত থাকাই শ্রেয়।
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। উনার চিন্তাধারার মত ক্যালিবারের লোক এতদিনে পদত্যাগ করে উদাহরণ সৃষ্টি করার কথা ছিল...
৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬
বাকপ্রবাস বলেছেন: উনি পদত্যাগ না করুক, সরকার ওনাকে বাধ্য করুক তারপর পদত্যাগ করুক, যতদিন এভাবে বলে কয়ে চলতে পাছে চলুক, ওনার কথাগুলো সত্য মিথ্যা এসব যাচাই করা যেতে পারে, করা উচিতও কিন্তু ওনাকে পদত্যাগে প্ররোচিত করা মানে হল একটা অন্যায়কে পাকাপোক্ত ভাবে মেনে নেয়া এবং প্রশস্ত করা, আমরা ভালটা গ্রহণ না করে খারাপটা কেন বেছে নেব? নির্বাচন ভাল হবার জন্য ওনি কথা বলছেন আমরা সেটা যাচাই করব, ওনার মুখ বন্ধ করে দিয়ে কোন ফায়দাটা হবে?
আমরা সকলেইতো দেখেছি নির্বাচন সঠিক হয়নি, সুতরাং সেটাই আলোচ্য বিষয় হওয়া প্রয়োজন, আমাদের উচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করা, ওল্টা ওনার টুটি টিপে কফিনে কেন পেরেক ঠুকবো? আমাদের প্রয়োজন ওনার মতো আরো কেউ এগিয়ে আসুক সেভাবে প্ররোচনা দেয়া।
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত এসব ঘটনায় পদত্যাগ করলে একটা প্রতিবাদ হিসেবে দেখা হয়। তাছাড়া উনার কথা বলাতে মিডিয়া এটেনশান ছাড়া আর তেমন কিছুই হচ্ছে না। অতীতে সৎ ভাবে কাজ করতে না দেয়ায় অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিদের পদত্যাগ করতে দেখা গিয়েছে...
৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৫
নুরহোসেন নুর বলেছেন: নাটকীয়তার শেষ লাইনটাই উওর,
বিরোধী মত রাখার জন্য নিজেদের মধ্যে অভিনেতা তৈরী করে নিতে হয়,
যারা মুখে রাম নাম জপপে অন্তরে রাখবে বাম ডান।
নো হাংকি পাংকি।
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি পদত্যাগও করবেন না আবার সমালোচনাও চালিয়ে যাবেন - দুইটা তো এক সাথে চলে না...
৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নুকা, নুকা, নুকা, নুকা...
হে হে নৌকা ছাড়া গতি নাই।
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা সময়ই বলে দিবে...
১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
নীল আকাশ বলেছেন: কারণ এটাঃ
নির্বাচনের আগে বিলাসবহুল গাড়ি পেলেন সিইসি
উনিও একই জিনিসের লোভে বসে আছেন! লাল রঙ্গের গাজর! সামনেই ঝুলে আছে! শুধুই খাবার অপেক্ষায়!
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসি, ভিসি সব বিচী বিহীন...
১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্রোতের বিপরীতে কেউ কেউ ভেসে থাকে।
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত অসম্মান নিয়ে ভাসার চাইতে ডুবে যাওয়া ভাল...
১২| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: such a pathetic loser...
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এস কে সিনহার মতো দেশ ছাড়তে না হলেই হয়।