নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া মুক্তি পেলে কী এমন হবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮



১. খালেদা জিয়ার জামিন শুনানি চলছে। মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পাওয়ার জোর সম্ভাবনা আছে। শেখ হাসিনারও একটু ভয় আছে যদি কারাগারে কিছু হয়ে যায়(আবার ভয় নাও থাকতে পারে, কারণ শাপলা চত্বর, সাঈদী ইস্যু এর চেয়ে ভয়ংকর ছিল)। বিএনপি'র নেতাকর্মীরা আবার আশা করছে সুদিনের(হাইস্যকর চিন্তা)। যদিও তাদের মধ্যে অনেকেই মনে করে কারাগারের খালেদা জিয়া(পড়ুন মৃত) দলের অনেক উপকার করবে!!

২. কিন্তু আমার প্রশ্ন হল - খালেদা জিয়া জামিনে মুক্তি পেলেও বা কী এমন হবে? তেনার বয়স এখন ৭৪ বছর। আমার নানী-দাদীও এতদিন হায়াত পাননি। তাছাড়া উনার শরীরের যে অবস্থা আমরা টিভিতে দেখেছি তাতে উনি শক্ত সামর্থ্য হতেও অনেক দিন লেগে যাবে। তাই, এই জামিন শুধু তেনার ব্যক্তিগত শারিরীক উপকার এবং ফাতেমার মুক্তি ছাড়া উনার রাজনৈতিক জীবনের কোন উপকার করবে না। জামিন দিলেও রাজনৈতিক কর্মসূচীতে না থাকার শর্ত থাকতে পারে...

৩. এই জামিন লইয়া বিএনপি কী করিবে?
* বিএনপি কি সরকারের পতন ঘটাতে পারবে? না। পারলে তো ২০১৪ সালেই পারত।
* বিএনপি কি নির্বাচনে অংশ নিবে? নিলেও সেটা সংবিধান অনুযায়ী ২০২৩-এর আগে নয়।
* তারেক রহমান কি দেশে ফেরত আসবে? না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সম্ভব নয়।

৪. আমরা জানি, নেতা কর্মীরা কারাগারে থাকলে ধর্ম কর্মে মন দেন। তেনারও সেটা করা উচিত। সরকারের পক্ষ থেকে তেনার জন্য একটা উপকারই করা যেতে পারে। জামিন দিয়ে তেনাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো যেতে পারে। একমাত্র ছেলে আর নাতনীর সাথে সময় কাটাতে পারবেন। হজ্জ্ব, উমরাহ করে আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য মাফ চাইতে পারবেন। তেনার আর রাজনীতিতে ফেরার আশা করাটা নেতা কর্মীদের জন্য বোকামী...

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১২

চাঁদগাজী বলেছেন:



বিচারের সাজা থেকে কোনরূপ জামিন হয় না; বিচারের আগে, বা বিচার চলাকালীন সময়ে কারাগারে থাকলে জামিন হয়।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মামলার চূড়ান্ত ফয়সালা এখনো হয়নি...

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আল্লাহ তুমার কাছে বিচার দিলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ছাড়া আর উপায় নেই...

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা জানি, নেতা কর্মীরা কারাগারে থাকলে ধর্ম কর্মে মন দেন।
.............................................................................................
যে সকল নেতারা অপর্কম করে বেড়ান তাদের সময় থাকে না ধর্ম কর্ম করার
তাই কারাগার তাদের শান্তির জায়গা । জামিন যে কোন ভাবেই হতে পারে
অতীতে আমরা তাই দেখেছি ।
যে কোন শর্তে হোক জামিন হলে পরে কে তা মানে, ড্যাম কেয়ার বাঙ্গালী ।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খালেদা জিয়ার ক্ষেত্রে ইচ্ছে করেই জামিন বিলম্বিত করা হচ্ছে তা বোঝাই যায়। কারণ, অনেক বড় দুর্নীতির পরও জামিন পাওয়া যায়, কিন্তু এ ক্ষেত্রে দেয়া হচ্ছে না...

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খালেদা জিয়া এখন বিএনপির এসেট নন, লায়াবিলিটি।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারাগারে কিছু হলেও বিএনপি কিছুই করতে পারবে না...

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আজ একটা সরকারী অফিসে গিয়েছি।
যার কাছে গিয়েছি সে হয়তো বিরাট কিছু।
উনার চেহারা চকচক করছে। কোনো অভাব বা কষ্টের ছাপ উনার চোখে মুখে নেই। উনি বললেন, দেশের এত উন্নয়ন গত ৫০ বছরে হয় নি।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারী কর্মচারীরা এখন অনেক ভাল অবস্থানে আছে। তার উপর সরকারী দল হলে তো কোন শাস্তিও হচ্ছে না অপরাধ করলেও...

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: তালগাছ আপনারই থাক বাবা!!

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বিশ্লেষণ একেবারে খারাপ না।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্য ও পড়ার জন্য ধন্যবাদ...

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

জাহিদ হাসান বলেছেন: আপনার শেষ কথার সাথে আমি কষে সহমত !

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সরকারী কর্মচারীরা এখন অনেক ভাল অবস্থানে আছে। তার উপর সরকারী দল হলে তো কোন শাস্তিও হচ্ছে না অপরাধ করলেও...

আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা তেনাদের মাথায় নেই...

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

কিরমানী লিটন বলেছেন: পাঁপের ঋন সবাইকে শোধিতে হবে। উনার বয়স ৭৩ মাননীয়া উনার সিনিয়র

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভুলের প্রায়শ্চিত্ত...

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

নূর আলম হিরণ বলেছেন: বিএনপির জন্য খালেদা জিয়া এখন মরা হাতি। ১৫আগস্ট কেক কেটে উনি বিরাট ভুল করেছেন, নাহলে উনার জামিন হয়ে যেত।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিচারপতি'র বয়স বাড়ানোও উনার ভুল সিদ্ধান্ত ছিল...

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খালেদা জিয়া এখন বিএনপির এসেট নন

কিন্তু ম্যাডাম খালেদা জিয়া বিএনপির বিশাল এসেট হয়ে যাবে যদি উনি কারাগারে ইন্ত্কােল ..( .. ইন্নালিল্লাহে ...) করেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটার সম্ভাবনার কথা লেখাতেই আছে। তবে এসব সামাল দেয়ার মত ব্যবস্থাও আছে...

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

আখ্যাত বলেছেন:
মানবতার উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন যেমন দরকার,
নারীর সমতায়নটিও জরুরী
স্বাধীনতাবিরোধী গো-আযোম কারাগারে মরেছিল
খালেদা করাগারে মারা গেলে নারীর সমতায়নের ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইতিহাস বিচার করবে...

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

তারেক ফাহিম বলেছেন: বিশ্লেষন মন্দ না।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ...

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: উনার এখন প্যারোলে মুক্তির চেষ্টা করা উচিত নরমালি জামিন পাওয়ার সম্ভাবনা নেই।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে কোন নামেই হোক জামিন পেলেই বেহায়া বিএনপি খুশী...

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মহিলা দুটো কবে যে পটল তুলবে....

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাচা যেহেতু না তুলে থাকতে পারেননি, তেনাদেরও তুলতে হবে...

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

অক্পটে বলেছেন: শুধু তালগাছ না সবই আপনাগো।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জামিন হয়নি...

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

জুল ভার্ন বলেছেন: পোস্ট নিয়ে কোনো মন্তব্য নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পোস্ট এখন অর্থহীন। কারণ, জামিন হয়নি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.