নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কাকতালীয়!

৩০ শে জুন, ২০২০ রাত ৮:০৬



১. আসলে চলতে ফিরতে অনেক সময় সামান্য ঘটনা ঘটে যায়, যা কাকতালীয় কিন্তু আমরা মনে রাখি না! সবাই ধরেই নিয়েছি কাকতালীয় মানেই বড়, রহস্যময়, অভাবনীয় কিছু একটা ঘটবে। যাই হোক, ছোট খাটো তেমন কয়েকটা আগেও লিখেছিলাম। আজকে আরো কিছু লিখলাম।

২. একদিন সকালে অফিসে যাওয়ার সময় লোকাল বাসে পাশের যে যাত্রী ছিলেন তিনি আবার রাতে অফিস শেষে ফেরার সময়ও একই বাসে ছিলেন এবং আমি উনার পাশেই সিট পেলাম!

৩. আমি বর্তমানে যে বাসায় ভাড়া আছি, সে বাসার ভেতরে দরজায় আগের কোন ভাড়াটিয়ার সন্তান কয়েকটা নাম লিখেছে। একটা নাম আমার ছোট ভাইয়ের, আরেকটা নাম আমার চাচাতো বোনের!

৪. একদিন বাজার থেকে এসে বাজারের ব্যাগে দেখলাম একটা ঠিকানা। ঠিকানাতে সেই ভবনের নাম আমার নামে!

৫. পত্রিকাতে আগে ছোট বাচ্চাদের ছবি ছাপা হত। আমি আমার খালাতো বোনের ছবি পাঠালে তা ছাপা হয়। একদিন পরোটা কিনতে গিয়ে দেখি সেই পত্রিকার পাতা(ছবি সহ) কেটে রাখা আছে পরোটা দেয়ার জন্য। আমি ঐ কপিটি নিয়ে আসলাম ঘরে!

৬. যে কারণে আজকে এই পোস্ট প্রসব করলাম তা হল এই যে, অনেক আগে এক পোস্টে বলেছিলাম যে আমি সিরিজ পাগল। একসাথে ৩/৪ টি সিরিজ দেখি। আজকে দেখলাম 13 reasons why s4 e6 আর the rookies s2 e6. কাকতালীয় ভাবে দুটি সিরিজের ৬ষ্ঠ পর্বে দেখানো হল লকডাউন সিচুয়েশান। দুটি পর্বেই পরে দেখা গেল, এটা ছিল false alarm! আসলেই জীবনটা কাকতালীয়!

এখন হয়তো আপনাদেরও অনেক কাকতালীয় ঘটনা মনে পড়ে যাচ্ছে। তাই না?


মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


সামুতে অনেকই গল্প/কাহিনী লিখে, নীচে লিখে দেন, "কাকতালীয়ভাবে কারো জীবনের সাথে মিলে গেলে লেখক দায়ী নয়"; জানি না, এসব ব্লগারকে আমার কাছে কেমন যেন বেকুব বেকুব মনে হয়।

৩০ শে জুন, ২০২০ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা লেখকের দোষ নয়। অনেক দিন থেকেই গল্প, উপন্যাস, নাটকে এই লাইন লেখা হয়...

২| ৩০ শে জুন, ২০২০ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার,




হ্যা .......... জীবনের অনেক ঘটনাই কাকতালীয় ভাবে অন্য ঘটনার সাথে মিলে যায়।
২ ও ৫ নম্বরের ঘটনা আসলেই আশ্চর্যজনক ভাবে কাকতালীয়।

৩০ শে জুন, ২০২০ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...

৩| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:৫৭

ডার্ক ম্যান বলেছেন: একদিন এক অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে তিনি আর আমি একই এলাকার বাসিন্দা । আপনিও সম্ভবত একই এলাকার বাসিন্দা ।
নাটকের অভিনেত্রীকে দেখে ভেবেছিলাম শুটিং করতে এসেছে । পরে পত্রিকায় বিয়ের খবরে
দেখলাম তিনিও আমার এলাকার বাসিন্দা ।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। কাকতালীয় বটে...

৪| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ভালোই বলেছেন ।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...

৫| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:২৭

ঢুকিচেপা বলেছেন: ঠিক বলেছেন, আমারও মনে পড়ছে। সেগুলো আপনার মত পরে পোস্ট করবো।
আপনারগুলো আসলেই কাকতালীয়।

ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০২০ সকাল ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...

৬| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আসলে মানব জীবনে মাঝে মাঝে কাকতালীয় ঘটনা ঘটে বলেই জীবন এত রহস্যময় লাগে।

০১ লা জুলাই, ২০২০ সকাল ৮:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন...

৭| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কথিত আছে যে, এক কাক উড়ে এসে একটা তালগাছে বসামাত্র একটা তাল পড়ে যায়, অথচ তালটার এমনেতেই পড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাকটা এটাই ভেবে নিল যে-সে তালগাছাটাতে এসে বসার কারণেই তালটা পড়ে গেছে সেই থেকেই 'কাকতালীয়' কথাটার উদ্ভব!

০১ লা জুলাই, ২০২০ সকাল ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যাখ্যাটা মন্দ না। আসলে আগের দিনের বিজ্ঞরা অনেক কিছুই আমাদের জন্য রেখে গিয়েছেন যা আমাদের চলার পথে পাথেয়...

৮| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: ২ আর ৫ নম্বরটাকে বেশি কাকতালীয় বলে মনে হলো, এবং মজা পেলাম।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের মত ব্লগে সময় দিতে পারছি না। অনকে দেরিতে হলেও মন্তব্যর জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.