নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেই ৫ বছরের মাথায় ক্ষমতা হারানোর পেছনে ছিল তখনকার কয়েকজন গডফাদারের ভূমিকা। ইটিভি, এটিএন বাংলা ছাড়া সম্ভবত আর কোন প্রাইভেট চ্যানেল ছিল না। তাই পত্রিকাগুলোই জনগণকে সব খবর জানাত। তখনকার যে কয়েকজন বিতর্কিত ব্যক্তির জন্য আওয়ামী লীগকে বিব্রত হতে হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, জয়নাল হাজারী, মকবুল হোসেন, এইচ বি এম ইকবাল, কামাল হোসেন মজুমদার, শামীম উসমান প্রমুখ। মাত্র ২০ বছর আগের পত্রিকা গুলো পড়লেই সবাই বুঝতে পারবে...
২. ফেনী ছিল সন্ত্রাসের জনপদ। আমার নিজের পরিচিত/অপরিচিত লোক বিএনপি করার কারণে পালিয়ে বেড়িয়েছে। 'স্টিয়ারিং কমিটি', 'ক্লাস কমিটি' কত মানুষ হত্যা করেছে তার হিসাব নেই। আমার এক মামার স্ত্রীকে(বিয়ের পর জানা গিয়েছে) কয়েকদিন আটকে রেখেছিল তার বাহিনীর লোকেরা। প্রথম আলো একাই ঐ সময় হাজারীর বিরুদ্ধে লড়ে গিয়েছিল। সাংবাদিক টিপু সুলতানকে টর্চার করার পর সারা দেশে হাজারী বিরোধী সেন্টিমেন্ট বেড়ে যায়...
৩. ২০০১ সালে বিএনপি’র আমলে যৌথ বাহিনীর অভিযানের আগে সে পালিয়ে যায়। অবশ্যই কেউ না কেউ অভিযানের খবর লিক করেছিল। যাই হোক, বদনামের কারণে আওয়ামী লীগও তাকে বহিস্কার করে পলাতক থাকা অবস্থায়। আইনের চোখ অন্ধ। তাই সাক্ষ্য প্রমাণের অভাবে হাজারী সব মামলা থেকে খালাস পেয়ে যায়। ২০১৯ সালে শেখ হাসিনাই তেনাকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য করেন...
৪. বিএনপি’র সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়ার মৃত্যুতে খালেদা জিয়া দেখতে যাননি এবং কোন শোক প্রকাশ করেননি। সম্ভবত সাইফুর রহমানের মৃত্যুতেও একই কাজ করেছেন। তেনাদের অপরাধ তেনারা সংস্কারপন্থী ছিলেন। রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিনের মৃত্যুর পর বিএনপি দায়সারা ভাবে বিশিষ্ট ব্যক্তি হিসেবে(রাষ্ট্রপতি নয়) শোক প্রকাশ করে। বিতর্কিত সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি খালেদা জিয়াকে কুকুরের সাথে তুলনা করেছিলেন (পরে আবার উপদেষ্টাও হয়েছিলেন - সবই রাজনৈতিক চাল), তাঁর মৃত্যুতেও কেন্দ্রীয় বিএনপি’র কোন কর্মসূচী ছিল না। কারণ, এনারা দলের জন্য ক্ষতিকারক ছিলেন। তাই দল তেনাদের মৃত্যুতে নীরব থেকেছিল...
৫. অথচ আওয়ামী লীগ ঠিক তার উল্টো। সেই বিতর্কিত শামীম উসমান, কামাল হোসেন মজুমদাররা এখনো এমপি। হাজারীর মৃত্যুর পর আওয়ামী সমর্থকদের পেজে মাতম চলছে। তিনি ‘মুক্তিযোদ্ধা’ ছিলেন বলে তার সব অপরাধ মাফ হয়ে গেল? তিনি প্রকাশ্যে কখনো তেনার অপরাধের জন্য ক্ষমা চাননি। সালাউদ্দিন কাদেরের বলা আওয়ামী লীগের ‘মুক্তিযুদ্ধ’ মেশিনের কারণে কি শোকার্ত পরিবারগুলো সান্ত্বনা খুঁজে পাবে?
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাত্র ২০ বছর আগের ঘটনা এত সহজে কেউ ভুলে যাবে না...
২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩২
নূর আলম হিরণ বলেছেন: জয়নাল হাজারী না আসলে সে জায়গায় আরেকজন দখল করতো। সাধারণ মানুষের এসবের থেকে নিস্তার পাওয়া সম্ভব হয়ে উঠেনা। সে যেই দলই ক্ষমতায় আসুক।
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জয়নাল হাজারী যুগের অবসান হয়েছে অনেক আগেই। তবে তাকে নিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির শোক জানানো ভাল উদাহরণ নয়...
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭
মহিউদ্দিন হায়দার বলেছেন: সন্ত্রাস নির্ভর রাজনীতিতে সবকিছুই সম্বব।
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দূষিত রাজনীতি। গত ২০ বছরে আওয়ামী লীগের জন্য তিনি কোন ফ্যাক্টর ছিলেন না। তাই শোক জানানোরও দরকার ছিল না...
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: তার সন্ত্রাস এদেশে কুখ্যাতি নিয়েই থাকবে৷ তার জীবন সম্মানের নয়।
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষ দিকে আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। মৃত্যু হয়েছে সম্মানের সাথে। 'মুক্তিযোদ্ধা' হিসেবে মাতম চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে...
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: খুব শ্রীঘই জয়নাল হাজারীকে নিয়ে বই লেখা হবে। মুভি বানানো হবে।
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা। এখন একটা গ্রুপ উঠে পড়ে লাগবে হাজারী কত ভাল ছিল, মিডিয়া সন্ত্রাসের শিকার ছিল - এগুলো প্রমাণ করার জন্য...
৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মান্নান ভূঁইয়া, সাইফুর রহমান, ইয়াজ উদ্দিন, সাকা চৌধুরী কিন্তু বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন, যদিও ওনাদের কুখ্যাতি কম না। তাই বলে বিএনপি কর্তৃক তাদের একেবারে ছুঁড়ে ফেলা বেঈমানির নামান্তর।
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিন্নমতকে শ্রদ্ধা করে তাদের মৃত্যুর পর সমবেদনা জানানো উচিত ছিল বিএনপি'র...
৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: এক হাজারী লোকান্তরে লক্ষ হাজারী জন্ম নিবে।
এরকম হাজারো-লাখো হাজারী আজ বাংলার অলিতে-গলিতে বিরাজমান।
জয়তু হাজারী এবং তার উত্তরসূরীরা।
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নষ্ট রাজনীতির ফসল। পুরো দেশের চিত্র...
৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
জ্যাকেল বলেছেন: আওয়ামীলীগ বংগবন্ধুর খুনের পরে আর রাজনৈতিক দল হয়ে ওঠতে পারেনি। ৭৫ পুরে ডঃ কামাল, তোফায়েল, আঃ রাজ্জাক এরা কামড়াকামড়ি করে শেখ হাসিনাকে নেত্রী বানায়। এখানেই গনতন্ত্রের কবর হয়ে গেছে লীগের। এরপর থেকে পার্সোনাল/গ্রুপিং এজেন্ডা বাস্তবায়নই এই দলের মুল কাজ। জয়নাল হাজারীর মত সন্ত্রাসকে এরা মুক্তিযোদ্ধা হিসাবে গিলাতে চায় সেখানে হিপোক্রেসির লেভেলটা দেখেন।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...
৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জয়নাল হাজারীর মৃত্যু স্বজন ও হাত পা হারানো মানুষের শোককে নতুন করে জাগিয়ে দিয়েছে।
২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যার যায়, সেই বোঝে...
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০০
জুল ভার্ন বলেছেন: যতই শোক প্রকাশ করুন- আমজনতার চোখে হাজারী একটা দানব হিসেবেই চিনহিত হবে এবং আমজনতা তার মরনে সুখ প্রকাশ করবে।