নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

x files, ancient aliens কিংবা রেলক্রসিং-এ দুর্ঘটনা...

৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৪


১. এক্স ফাইলস টিভি সিরিজের পর্ব গুলো ছিল প্যারানরমাল একটিভিটি, এলিয়েন, রহস্য ইত্যাদি নিয়ে। প্রায় সময় দেখা যেত গাড়ি কোন নির্দিষ্ট জায়গায় গেলে অদ্ভূত কিছু চোখে পড়ে বা মোবাইল নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়, রেডিও কাজ করে না, অদ্ভূতুড়ে কান্ড ঘটে। যার কোন ব্যাখ্যা দেয়া যায় না। তবে সিরিজের নায়ক বরাবরই এসব ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এলিয়েন বা অন্য কোন শক্তি পৃথিবীতে বিদ্যমান আছে বলে...

২. 'হিস্টোরি' টিভিতে 'এনশিয়েন্ট এলিয়েন' সিরিজে পৃথিবীর অনেক স্থাপনাকে(যেমন - পিরামিড, ইস্টার আইল্যান্ডের মূর্তি) এই পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব নয় বলে দাবি করা হয়। তাদের দাবি অতীতে কোন উন্নত ভিনগ্রহবাসী এগুলো করে গিয়েছে মানব সভ্যতার জন্য। তাদের ব্যাখ্যাগুলোও কনভিন্সিং...

৩. বলছিলাম, ট্রেন ক্রসিং-এ দুর্ঘটনার কথা। গতকাল মর্মান্তিক ভাবে ১১ জন তরুণের মৃত্যু হল। এর আগেও ক্রসিং-এ গিয়ে গাড়ি বন্ধ হয়ে যাওয়াতে অনেক হতাহতের খবর পড়েছিলাম। গতকাল বলা হচ্ছে, মাইক্রোটি রেল লাইনের উপর উঠার পর হঠাৎ 'প্রভাতী' ট্রেনের সামনে পড়ে যায় (ব্যাখ্যাটা আমার বোধগম্য হয়নি)...
৪. আমি মফস্বল শহরে চাকুরি করি। সিএনজি তে করে বাসায় যাওয়ার সময় রং সাইড দিয়ে হাইওয়েতে উঠতে হয়। হাইওয়েতে উঠার আগে ড্রাইভার যেমন তার ডানে বা বামে দেখে, তার পাশাপাশি যাত্রীরাও তাকিয়ে দেখে কোন গাড়ি আসছে কিনা (এটা একটা সহজাত স্বভাব, আপনারাও খেয়াল করবেন)। কোন বাস, সিএনজি একটু স্পিডে চললে যাত্রীরা বলে, ড্রাইভার সাহেব আস্তে চালান। সেখানে রেল লাইনে উঠার আগে মাইক্রো ড্রাইভার বা যাত্রীরা কোন কিছু দেখল না, এত বড় ট্রেন চোখে পড়ল না সেটা মানতে কষ্ট হয়...
৫. আবার যেসব দুর্ঘটনায় রেল লাইনের উপর গাড়ি বন্ধ হয়ে যেত, সেগুলোতেও কেন যাত্রীরা তাড়াতাড়ি বের হয়ে আসতে পারত না? ট্রেন কাছাকাছি থাকতে তো কেউ গাড়ি লাইনে উঠানোর কথা নয়। তখনই কেন ইঞ্জিন বন্ধ হয়ে যেত? তাহলে কি কোন অদৃশ্য শক্তির বলয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যেত?
৬. আমরা কি ধরে নিতে পারি যে, ঐ সময় ড্রাইভারের চোখে ট্রেন অদৃশ্য থাকে বা শ্রবণশক্তি লোপ পায় যে কারণে ট্রেনের আওয়াজ শুনতে পায় না! নাকি কোন প্যারানরমাল একটিভিটির কারণে ড্রাইভারের নিয়ন্ত্রণ তার নিজের কাছে থাকে না?

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫২

আখেনাটেন বলেছেন: জায়গাতে মনে হয় গাছপালা রয়েছে। সে কারণে ট্রেন আসছে বুঝতে পারে নি। এছাড়া মাইক্রোবাসের স্পিড বেশি ছিল...? পাশাপাশি ছেলেপেলেরা হয়ত গাড়ির ভেতরে গান-বাজনা হৈ চৈ করছিল ফলে ট্রেনের ব্যাপারটি খেয়াল করে নি।

সর্বোপরি, যেহেতু ট্রেনের লাইনম্যান ছিল না বা লাইন বন্ধ করে নি, সেহেতু উনারা ধরেই নিয়েছে যে ট্রেন আসছে না....ফলে এতগুলো প্রাণের অকাল প্রয়াণ। কী মর্মান্তিক? এরপরও প্রশাসনের টনক নড়ে না। পোকামাকড়ের মতো ফি বছর এভাবে...?

৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবিতদের ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তরুণরা গান বাজনা করছিল ব্যপারটা আমার মাথায়ও এসেছে। তবে ড্রাইভার কোন খেয়ালে এ কাজ করল মাথায় ধরছে না। ওখানকার সিএনজি চালকদের মতে লাইন নামানো হোক বা উঠানো থাকুক ট্রেন দেখতে পাওয়ার কথা। ব্যাখ্যা না পেয়ে এলিয়েনের দ্বারস্থ হচ্ছি...

২| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:




একটা সম্ভাবনা, এসব ড্রাইবার আগে হয়তো নিয়ম না'মেনে ক্রস করেছে বারবার; কিন্তু ট্রেনকে খুবই নিকটে দেখার পর, ভীত হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ভুলে ব্রেকেও চাপ দিতে পারে, কিংবা শরীর অবশ হয়ে যেতে পারে।

৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম একটা ব্যাখ্যা গ্রহণযোগ্য হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, গাড়ি দুর্ঘটনার সময় গাড়ি সামনে চলে আসলে পথচারি কখনো যে কোন এক পাশে ঝাঁপ দেয়ার মত মানসিক অবস্থায় থাকে না, সে তাকিয়ে থাকে...

৩| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিছু কিছু সময় হয়তো দেখা করা ছাড়া উপায় থাকে না। ব্রেন কাজ করে না।

৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুসলমানরা বলে, মওত টেনে নিয়েছে - এ ছাড়া আর কী ব্যাখ্যা হতে পারে...

৪| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মওত টেনে নিলেও একটা কারণ থাকে।

৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কারণের ব্যাখ্যা মানব সমাজ দিতে পারে না...

৫| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদিন দেবে ।

আসলে দুর্ঘটনা গুলো এভাবেই হয়। ড্রাইভার স্তব্ধ হয়ে যায়। মুভিতে দেখেছি। কোন সেন্স কাজ করে না।

৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

৬| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা নির্দিষ্ট সময় আগেই ট্রেন আসার সিগন্যাল পায় গেইটম্যান এবং সে অনুযায়ী রেলক্রসিঙের উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। তবে, অনেক জায়গায়ই রাস্তা ব্লকিঙের ব্যবস্থা থাকে না, ট্রাফিক ম্যান বা গেটম্যানও সেখানে থাকে না বলে জানা যায়, যেখানে খুব ভয়ঙ্করভাবে ঝুঁকিপূর্ণ পারাপার হয়। মিরের সরাইতে এমনটা হয়ে থাকলে সহজেই অনুমেয় কীভাবে ঘটনা ঘটে থাকতে পারে। তবে, ট্রেন লাইন অত বাঁকাবাঁকা থাকে না যে গাছপালার আড়ালে থাকায় দূর থেকে ট্রেন আসা দেখা যাবে না।

আমি অনেক লেভেল ক্রসিঙেই দেখেছি, চালক, মোটর আরোহী, সাইকেল, পথচারীরা ট্রেন আসার অপেক্ষা না করেই বারের নীচ দিয়া, পকেট গেট দিয়া, বা অন্য কোনো উপায়ে বার অতিক্রম করে রিস্ক নিয়ে রেল লাইন পার হয়ে যায়। এভাবে পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন নষ্ট হওয়ায়, হঠাৎ চাকা আটকে গিয়ে, কিংবা আচমকা ট্রেন দেখে হতবিহবল বা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাওয়ায় আর গাড়ি চালাতে না পেরে ট্রেনের সাথে কল্যুশন লেগে যেতে পারে, ফলে এক্সিডেন্ট।

খুবই মর্মান্তিক ঘটনা।

গেটম্যানকে আসামি করে ইতিমধ্যে কেস করা হয়েছে। আসল ঘটনা হয়ত বের হবে, কিন্তু আমরা সেই খবর আর মিডিয়ায় পাব বলে মনে হয় না।

৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রহণযোগ্য ব্যাখ্যা এগুলোই...

৭| ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৭

কামাল৮০ বলেছেন: নামাজকে বল না কাজ আছে।দুর্ঘটনার জন্য এই বক্তব্যটা দায়ী।ঐ গেটম্যান জুম্মার নামাজ পড়তে গিয়ে ছিন তার কাজ ফেলে।সে তার কাজের গুরুত্ব বুঝে নি।

৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাংঘাতিকরা কী লিখেছে তা নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। ড্রাইভারের নিজের গাফিলতিও খতিয়ে দেখতে হবে...

৮| ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: ড্রাইভার মনে হয় ভয় পেয়ে ইঞ্জিন বন্ধ করে ফেলেছিলো। :(

কি কষ্টকর ঘটনাটা!
এতগুলো হাসিখুশি মুখ নিমিষেই হারিয়ে গেলো। :(

৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ মুহূর্তের পরিস্থিতি কেউ বুঝবে না। আল্লাহ মাফ করুক আমাদের..।

৯| ৩০ শে জুলাই, ২০২২ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার,




আমি ভেবে পাইনে, এভাবে যারা খোলা রেল ক্রসিং পার হতে চান তারা কি আদৌ রেলের বিকট ঝমঝম আওয়াজের শব্দ শুনতে পান না ? একটি ক্রসিং পার হতে যান্ত্রিক যানের বড় জোর ৩/৪ সেকেন্ড লাগার কথা । এই সময়টুকুর অনেক আগেই তো রেলের শব্দ শোনা বা ট্রেনটি দেখতে পারার কথা!

আসলে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই যেমনটা বলেছেন সেটাই ঠিক। চালক, মোটর আরোহী, সাইকেল, পথচারীরা ট্রেন আসার অপেক্ষা না করেই বারের নীচ দিয়ে, পকেট গেট দিয়ে, বা অন্য কোনো উপায়ে বার অতিক্রম করে রিস্ক নিয়ে রেল লাইন পার হতে চান এমনকি ট্রেন দেখেও সুপারম্যানের মতো ভাবেন , কোনও ব্যাপার না- পার হওয়াই যাবে ! এভাবে পার হওয়ার সময় টাইম ক্যালকুলেশানে ভুল হতে পারে। পারে হঠাৎ ইঞ্জিন নষ্ট হতে। চাকা আটকে গিয়ে থাকতে পারে।

এইসব গোয়ার্তুমির কারনেই যতো দূর্ঘটনা।

৩০ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই সাদা চোখে ব্যাখ্যা হতে পারে। তবে ইঞ্জিন কেন তখন বন্ধ হয়, , চাকা কেন তখন আটকে যায়, অন্য সব সময় তো এভাবেই একই লোক পার হয়ে যেত। মওত, ভাগ্য, কর্মফল...

১০| ৩১ শে জুলাই, ২০২২ ভোর ৫:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি কখনোই অতিপ্রাকৃতিক বা জিনভুতে বিশ্বাস করি না।
গেটম্যান নামাজ পড়তে গিয়েছিল না অন্য কোথায় গিয়েছিল সেটা গুরুত্বপূর্ণ নয়।
একটা রক্ত মাংসের মানুষের পক্ষে সারাক্ষণ অ্যালার্ট থাকা সম্ভব নয়। কখনোই সম্ভব নয়, গেইটম্যানের ভুল হবেই।
দরকার যান্ত্রিককরণ। ঢাকা সিটির রেলগেট গুলো অবশ্য অটো হয়েছে অনেক আগে ট্রেন আসলে গেট বন্ধ হয়, যদিও একজন গেইটম্যান থাকে।
বাংলাদেশের প্রতিবছর এত এত সরকারি হর্তা কর্তারা বিদেশ সফরে যায় শিখতে যায় কিন্তু কি শিখে আসে বোঝা মুশকিল।

উন্নত দেশে রেল গেটে কোন গেটম্যান থাকে না।
রেল আসলে যান্ত্রিকভাবে গেট পড়ে আবার রেলগাড়ি চলে গেলে গেট উঠে পড়ে অটো। যন্ত্রপাতি বিকল হতে পারে, কোন কারনে গেট বিকল হলে ট্রেন ড্রাইভার টের পায় যান্ত্রিকভাবে। তখন ট্রেনের গতি ড্রাইভার কমিয়ে দেয়, কোন কারনে ড্রাইভার ভুলে গতি না কমালেও ট্রেনের গতি অটো ভাবে কমে যায়, এবং হর্ন দিতে দিতে রেলগেট অতিক্রম করে।
তবে উন্নত দেশেও গ্রামগঞ্জে প্রতন্ত এলাকায় রেলগেটে গেটম্যান থাকে না এবং গেইটও থাকে না। ৯০% রেলগেট গেট বিহীন মানুষ বিহীন। সেখানেও নিয়ম আছে।
রেলগেটে স্টপ লেখা সাইন আছে, STOP, সব গাড়িকে রেলগেট বিহীন লাইনের সামনে থামতেই হবে, মাস্ট।
রোলিং স্টপ নয় কমপ্লিট স্টপ। এক সেকেন্ড থেমে এরপর চলবে। এক সেকেন্ডে বোঝা যাবে যে আশেপাশে ট্রেন আছে কিনা।
এই নিয়মের কারণে উন্নত দেশে রেল গেটের দুর্ঘটনা প্রায় শূন্যের কোঠায়।
এই সামান্য নিয়ম চালু করতে তো কোন পয়সা খরচ হয় না।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সরকারী কর্তাদের অভিজ্ঞতা অর্জন ঠিকই হয়, কিন্তু বাস্তবায়ন আর হয় না বা তারাই করতে চায় না...

১১| ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪২

মোঃ আবদুল লতিফ সবুজ বলেছেন: আপনার কথা একদম সত্য। অদৃশ্য অশরীরী শক্তির কারনেই দুর্ঘটনা হয়। এই অশরীরী শক্তির কথা আমি বলিনি বলেছে সওজ । তাদের ঘোষণা "সাবধান দুর্ঘটনা প্রবন এলাকা"।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও সতর্ক করা আর কি! আগে ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনার কথা প্রায়ই শুনতাম টিভিতে। তাহলে সেটাও দুর্ঘটনা প্রবন এলাকা...

১২| ৩১ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৯

বিটপি বলেছেন: একটা ট্রেন যাওয়ার সময় যে পরিমাণ শব্দ করে, তাতে কোনভাবেই ট্রেনের সামনে হঠাত এসে যাওয়ার ব্যখ্যা গ্রহনযোগ্য হয়না। মীরসরাই সীতাকুন্ড দিয়ে ট্রেন যাওয়ার সময় ৫ সেকেন্ড পরপরই হর্ন বাজায়। ট্রেনের হর্নের শব্দ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আর হর্ন শুনলেই আন্দাজ করা যায় যে ট্রেন কতটা দূরে আছে।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমন কি গেট উঠানো থাকলেও যে কোন ড্রাইভার রেললাইনে উঠার আগে আশে পাশে তাকাতে বাধ্য। ব্যাখ্যা বোধগম্য না হওয়াতে এলিয়েনের দ্বারস্থ হচ্ছি...

১৩| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর কথাই আবারো বলতে হয় --

আমি অনেক লেভেল ক্রসিঙেই দেখেছি, চালক, মোটর আরোহী, সাইকেল, পথচারীরা ট্রেন আসার অপেক্ষা না করেই বারের নীচ দিয়া, পকেট গেট দিয়া, বা অন্য কোনো উপায়ে বার অতিক্রম করে রিস্ক নিয়ে রেল লাইন পার হয়ে যায়। এভাবে পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন নষ্ট হওয়ায়, হঠাৎ চাকা আটকে গিয়ে, কিংবা আচমকা ট্রেন দেখে হতবিহবল বা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাওয়ায় আর গাড়ি চালাতে না পেরে ট্রেনের সাথে কল্যুশন লেগে যেতে পারে, ফলে এক্সিডেন্ট।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অস্থির জাতি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.