নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আবু ত্বহা\'র সব কথা সত্য হয়ে যায় কী করে?

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৫



১. অনেক আগে এক পোস্টে আমি জানিয়েছিলাম, আমার ফেসবুক ফ্রেন্ড খুবই কম। বেশীরভাগের সাথেই ফেসবুক আসার আগে থেকেই আমার সরাসরি বন্ধুত্ব আছে। তাই আমার টাইমলাইনে আজাইরা কোন কিছু আসে না। তারপরও কিছু গ্রুপ থেকে ফালতু কিছু চলে এলে আমি সেটিংস-এ গিয়ে বদলে দেই যাতে কোন পোস্ট না আসে...
২. আমি ইউটিউব, ফেসবুকে ওয়াজ খুব একটা শুনিনা। কারণ, বেসিক সবারই জানা আছে। ওয়াজে নতুন কিছু জানার নেই। যাই হোক, গত ২ বছর যাবৎ টাইমলাইনে মাঝে মাঝে আবু ত্বহা মোহাম্মদ আদনান নামক জনৈক বক্তার কিছু ক্লিপস আসে। সরকারী বাহিনীর গুম অথবা ২ স্ত্রীর কারণে পালিয়ে তিনি কিছুদিন আগে আবার শিরোনাম হন...
৩. উনার বক্তৃতা গুলোর শিরোনাম এবং কিছু জনতার কমেন্টসগুলোতে সাদৃশ্য লক্ষ্য করা যায়। উনার নাকি প্রায় ভবিষ্যৎ বাণীই মিলে যায়, সত্য হয়ে যায়। তো, উনার ভবিষ্যৎ বাণীগুলো কী রকম? কাগুজে মুদ্রা থাকবে না, ব্যাংকে টাকা থাকবে না, মুদ্র্রার দাম কমে যাবে, সব কিছুর দাম বেড়ে যাবে ব্লা ব্লা ব্লা। এখন যখনই বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন সংবাদ শেয়ার হয় দেখা যাবে সেখানে কয়েকজন কমেন্ট করল – আবু ত্বহার কথা সত্য হতে চলেছে। বর্তমানে জ্বালানী তেলের দাম বাড়ার পরও তার পুরোনো একটা বক্তৃতার খন্ডাংশের উপর শিরোনাম দেয়া হয়েছে, আবু ত্বহার আরেকটি কথা সত্য হল। ওপেন করে দেখলাম, তিনি বলছেন ,যুদ্ধ বাধলে সব কিছুর দাম বৃদ্ধি পাবে! হাহাহা! এগুলো তো যে কোন সচেতন ব্যক্তি মাত্রই বলতে পারেন। ক্যাশলেস সোসাইটির ধারণা তো অনেক দিনের। এসব কথাবার্তা অনেক আগে থেকেই চলছে...
৪. আবু ত্বহার সমালোচনা করার জন্য এই পোস্ট নয়। তিনি নিজেও জানেন না তার ক্লিপস ব্যবহার করে এই ধরনের শিরোনাম, মন্তব্য কিছু বোকা (.দু জনতা –সৌজন্যে – বনি আমিন) আর সীমিত ভাবনার(সৌজন্যে – চাঁদ/সোনা গাজী) লোকজন করে। সময় এসেছে ফেসবুক, ইউটিউবের এলিট শ্রেণী বিন্যাস করে বিভাজন করার...

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


ভবিষ্যৎ বানী কাকে বলে? 'এটা আমজনতার ফেসবুক থেকে জানা খুবই সহজ।

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় এটাও একটা রোগ। একজনে কিছু একটা লিখলে, সেটাতে অন্যরাও প্রভাবিত হয়। যেমন - ক্রিকেট, মাশরাফি নিয়ে এরকম আবহ চালু ছিল। এখন অনেকটা কমেছে...

২| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১১

মৌফড়িং বলেছেন: আবু তোহার জন্মের অনেক আগেই ক্যাশলেস সোসাইটির কথা বহুজনই বলে গেছে।

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ্ক্সেক্টলি...

৩| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৩

অপু তানভীর বলেছেন: আমিও একটা আবু ত্বহা টাইপের ভবিষ্যৎ বানী করি, এই পোস্টে বেশি কমেন্ট পড়লে পোস্ট আলোচিত পাতায় যাবে ! :D :D

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন আমি লিখব - অপু তানভীরের কথা সত্য হতে চলেছে...

৪| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০২

আলাপচারী প্রহর বলেছেন: আবু ত্বহা এক টাইপের ইডিয়ট।
নৈরাজ্যবাদী।
তার বয়ানে ইতিবাচক কিছু পাবেন না।
নবী করিম(সঃ) এর ওফাতের পর যে ফিতনার শুরু হয় আর অন্যান্য ধর্ম থেকে নৈরাশ্যবাদ, অদৃষ্টবাদ যোগ হয়, ত্বহা তার প্রবল প্রচারক।
মিজানুর রহমান আজহারীর মতো স্মার্ট কিছু উচ্চারণ করে বিভ্রান্ত করে দিবে আপনাকে।

এই লোক মিথ্যুকের চেয়েও ভয়ংকর

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনাকে নিয়ে আলোচনা/সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়। মন্তব্যর জন্য ধন্যবাদ...

৫| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৩

ডার্ক ম্যান বলেছেন: সবার কিছু না কিছু কথা সত্য হয়ে যায়

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শর্টকাট মুসলমানদের কে বোঝাবে সে কথা?

৬| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৬

ককচক বলেছেন: এরা বইটই পড়েনা, দুনিয়া সম্পর্কে জানাশোনা না থাকায় আবু ত্বহার স্বাভাবিক আলোচনারেও তাদের অসাধারণ, দৈববাণী মনে হয়।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

৭| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:০২

শেরজা তপন বলেছেন: হুম দুর্দান্ত ভবিষ্যৎবাণী- উনার চরনযুগল পাইলে একটা কদমবুচি করার খায়েস ছিল!!

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা...

৮| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৪

রানার ব্লগ বলেছেন: আবু ত্বহা!! জলজ্যান্ত একজন রিয়েল টাইম জোকার!!!

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: :D

৯| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১:০৭

নিমো বলেছেন: দেশ ভর্তি ভেড়ার পাল হলে আমার মত পৌনে শত‌'র সব কথাও সত্য হয়ে যাবে।

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা যা বলেছেন...

১০| ১০ ই আগস্ট, ২০২২ রাত ২:১০

কাছের-মানুষ বলেছেন: আমার তার বক্তব্য তেমন শুনা হয়নি!

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেমন কিছু নাই শোনার মত...

১১| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৯

ইএম সেলিম আহমেদ বলেছেন: আসলে আপনি উনার সমালোচনার করার জন্যই যে ব্লগ টি লিখেছেন সেটা বোঝাই যাচ্ছে। মানে ধরি মাছ না ছুই পানি। মজা পাইছেন তো না? X((

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্টে আপনি লাইক দিয়েছেন আবার বলছেন বিপরীতধর্মী কথা। যাই হোক, মন্তব্যর জন্য ধন্যবাদ...

১২| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৪

রানার ব্লগ বলেছেন: আমি আজ ভবিষ্যত বানী দিলাম আগামীতে মোবাইল ফোনের বর্তমান আকৃতি থাকবে না । আমরা যে চশমা পরি তার সাথে মোবাইল সিস্টেম সংযুক্ত থাকবে ।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রানার ভাইয়ের আরেকটি ভবিষ্যৎ বাণী সত্য হল...

১৩| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫০

মোগল বলেছেন: বনি আমিন একটা জনপ্রিয় লুচ।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশীদের নিয়ে যার বেশীর ভাগ কথাই সত্য...

১৪| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৮

মেহেদি_হাসান. বলেছেন: ওনি মানুষকে বিভ্রান্ত করে, অবশ্য বাংলাদেশের মানুষ নিজেরাই বিভ্রান্ত হতে চায়

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.