নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ইলিশ মাছ ভারতে বিক্রি হলে সমস্যা কী?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৯



১. প্রায়ই স্যোশাল মিডিয়া বা রাস্তা ঘাটে চা স্টলে শুনতে পাওয়া যায়, জাতীয় মাছ ইলিশ আমরা খেতে পারি না ভারতের জন্য। আমাদের ইলিশ সব ভারতে চলে যায়। আমার চিন্তাধারা একটু ভিন্ন। আমি পজিটিভলি দেখি ব্যপারটা। কারণ, ইলিশ যদি ভারতে বিক্রি করে আমাদের ব্যবসায়ীরা লাভবান হয় তাতে তো দেশেরও লাভ...
২. ইলিশ যদি দেশেই থাকত, তাহলে কি নিম্নবিত্ত/মধ্যবিত্তরাও খেতে পারত? পারত না! কারণ, এখনও অনেকেই রুই/কাতলা মাছ খেতে পারে না। খেতে হয় পাঙ্গাস মাছ। ইলিশ সহজলভ্য হলেও তারা খেতে পারত না দামের কারণে। আবার এখনও ইলিশ আছে বাজারে। যার সামর্থ্য আছে সে কিনতে পারছে। দিন শেষে বিক্রেতারই লাভ...
৩. বাংলাদেশে বিশ্বের নামকরা ব্র্যান্ডর শার্ট, টি শার্ট, প্যান্ট তৈরি হয় বলেই সবাইকে সেগুলো পরতে হবে তাতো নয়। সবার সব কিছু পরার সাধ্যও নেই। ইলিশকেও সেভাবে একটা বৈদেশিক মুদ্রা আহরণের খাত হিসেবে বিবেচনা করতে সমস্যা কোথায়?
৪. শুধু ইলিশ মাছ কেন? লবস্টার, রূপচাঁদা, কোরাল সহ অনেক মাছই তো আমরা মধ্যবিত্তরা খেতে পারি না দামের কারণে। ইলিশের চেয়েও সুস্বাধু মাছ আছে যা মধ্যবিত্তের নাগালের বাইরে। তাই এসব সস্তা আবেগ থেকে সরে আসতে হবে...
৫. অনেকে বলতে পারেন, সরকার তো ফ্রিতে ভারতে কয়েক টন ইলিশ উপহার দেয়। ভাই, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এতে আমাদের মত নাদানদের নাক না গলালেও চলবে...

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

নতুন বলেছেন: আড়তদারেরা ঠিক করে ইলিশের দাম কত হবে।

যতই ইলিশ ধরা পরুক তারা দাম খুব বেশি কমাবে না। দরকার হলে ফ্রিজিং করে রাখবে কিন্তু বাজারের দাম তারা কমাবেনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্ত বাণিজ্যের যুগ। কিছুই করার নেই। ২০০ টাকার পেঁয়াজ কিন্তু ৪০ টাকায় এসেছে...

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৫

বিটপি বলেছেন: ইলিশ মাছ রপ্তানি করে ব্যবসায়ীদের খুব একটা লাভ হয়না। তারপরেও রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা পাবার জন্য দেশের বাজারের চেয়েও কম দামে তারা ভারতে ইলিশ রপ্তানি করে। আর একটা কথা, সব জিনিসই রপ্তানিযোগ্য হয়না। দেশের সম্পদে দেশের মানুষের চাহিদা পূরণ হলেই কেবল বিদেশে রপ্তানি করা যায়। সরকার যদি এখন প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে চায়, সচেতন নাগরিক হিসেবে আপনি কি রাজি হবেন?

ইলিশ আমাদের একটি অত্যন্ত সীমিত সম্পদ। এতে রপ্তানির টান পড়লে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। তাই এই ধরণের সম্পদ রপ্তানি বন্ধ করা উচিৎ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খনিজ সম্পদ আর প্রাণীজ সম্পদ এক ভাবে বিচার করলে মনে হয় ঠিক হবে না। তবুও আপনার যুক্তি বোধগম্য...

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

ফুয়াদের বাপ বলেছেন: চাহিদা-যোগান তত্ত্ব মতে, চাহিদার চাইতে যোগান বেশি থাকলে দাম কম হবে। সেই অর্থে দেশের অভ্যান্তরীন চাহিদা উপেক্ষা করে রপ্তানি করা সঠিক মনে হয় না।

চাহিদার তুলনায় বাজারে যোগান কম রাখতে মজুদ সিন্ডিকেড নিয়ন্ত্রনের দায়িত্ব সরকারের।

দারিদ্রতার কারনে পাঙাস/রুইও খেতে পারে না, তারা কি করে ইলিশ খাবে? - সঠিক বলেছেন, দরিদ্রসীমার নীচে বাস করা মানুষরা হয়তো পারবেনা। তবে বাজারে ইলিশের যোগান বেশি হলে যতটুকু দাম কমবে তারে নিন্মমধ্যবিত্ত/মধ্যবিত্ত শ্রেনী পাতে ইলিশ পাবে নিশ্চই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশে চাহিদা পূরণ করতে গেলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে...

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তত্ত্বকথা আর বাস্তবতার মাঝে যোজন যোজন দূর।
মুখে মুখে বাঘ শিয়াল মারা যায় বেশুমার কিন্তু
বাস্তবে সম্ভব কী?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাথার উপর দিয়ে গেল...

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

শেরজা তপন বলেছেন: আজকে আমার এক আত্মীয়কে কিছু ইলিশ কিনে পাঠাতে বললে তিনি বললেন,বরিশালের লোকাল ইলিশ তারাই নাকি চোখে দেখছেন না। অথচ প্রচুর ইলিশ ধরা পড়ছে সেখানে। সব ভাল মাছ ভারতে চলে যাচ্ছে। ভারতীয়রা পদ্মা মেঘনার ইলিশ ছাড়া অন্য কোন ইলিশ নিবে না। আছে চাদপুর, চিটাগাং আর পটুয়াখালি'র- লইবা?

কিছুক্ষন পরে সে ফোন দিল, আড়তে ডিম ভর্তি বড় ইলিশ আছে( লোকাল) সেগুলো কিনব কি না?
-কেন ওগুলো ভারতে যায় না?
- না ওরা ডিমওয়ালা ইলিশ নেয় না। এগুলোর দাম একটু সস্তা!
- তথাস্তু! নিজের এলাকার প্রমত্তা পদ্মা আজ শিকিয়ে খাল হয়ে গেছে অগত্যা বরিশালের লোকাল ইলিশ পেটভর্তি ডিম হলেও চলে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও তো পেলেন...

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মমতাদি একটু চাপে পড়বেন, বলাই বাহুল্য।

ইলিশ রাজনীতি জমে উঠেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


ইলিশ রপ্তানির প্রোডাক্ট, রপ্তানী চলুক। তবে দেশের মানুষের জিহ্বায় যেন ইলিশের ঝোল পড়ে, সে ব্যবস্থা করতে হবে। সম্ভব করা?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকা থাকলে সবই সম্ভব। তবে সবার জন্য নয়। যার সামর্থ্য আছে সে এদেশেই তৈরি করা লিভাইস জিন্স পরছে ৩০০০ টাকা দিয়ে। আর আমার মত লোকের সামর্থ্য না থাকাতে গুলিস্তানের ৪০০ টাকার জিন্সই যথেষ্ট...

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৬

ঢাবিয়ান বলেছেন: জাতীয় মাছ এর নাম ইলিশ মুছে বায়োফ্লকে ব্যপকভাবে উতপাদিত চাষের কোন মাছের নাম দিলে সবচেয়ে ভাল হয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইলিশ থাকুক তার জৌলুস নিয়ে। আমরা তো আবার বাস্তবতার চেয়ে বেশী চেতনা, ঐতিহ্য এসব নিয়ে বেশী মাতি...

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

বিষাদ সময় বলেছেন: ইলিশ মাছ ভারতে রপ্তানি হওয়া বা না হওয়া যতটা না ব্যবসায়ীক তার চেয়ে বেশি রাজনৈতিক। এ নিয়ে পক্ষে বিপক্ষে যে বিতর্ক হয় তাও মূলতঃ রাজনৈতিক। ইলিশ মাছ যদি ভবিষ্যতে পাকিস্তানে বা সৌদি আরবে রপ্তানি হয় তবে এখন যারা পক্ষে বলছিলেন তখন তারা বিপক্ষে বলবেন আর এখন যারা বিপক্ষে বলছিলেন তখন তারা পক্ষে বলবেন। এটাই আমাদের দেশের বাস্তবতা।

কেউ কেউ দুঃখ করেছেন ভারতে রপ্তানি হয় দেখে আমরা এ১ কোয়ালিটির ইলিশ খেতে পাই না। কথাটি আ্ঙশিক সত্যি। বাস্তব কথা হচ্ছে যে কোন এ১ কোয়ালিটির জিনিস ঘাটে, আড়তে বা বাগানেই ভিআইপিদের জন্য বুক করা থাকে সাধারণ মানুষের ভাগ্যে ওগুলো দেখার সৌভাগ্য খুব কমই হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্দ বলেননি...

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিচার মানবেন আবার তাল গাছও চাইবেন;
তাইলেতো সব মাথার উপ্রে দিয়াই যাইবো!

যারা ভারতে ইলিশ রপ্তানীতে অনীহা প্রকাশ
করছে তারা বাস্তবতার সাথে পরিচিত নন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.