নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

যে সত্যিকারের দেশপ্রেমিক, সে সব সরকারের সময়ই দেশপ্রেমিক...

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২



১. আমাদের দেশে এত বেশী রাজনীতি সচেনত জনতা আছে যে, এটা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। সব কিছুতে দুই ভাগ হতে হতে এখন দেশপ্রেমের বেলাতেও সরকার দেখে সিদ্ধান্ত নিচ্ছে কেউ কেউ...
২. বিষয়টা হচ্ছে, এখন আমার পছন্দের সরকার ক্ষমতায় নেই, তাই আমি চাই দেশের ক্ষতি হোক (!)। তাহলে ক্ষমতাসীনদের ট্রল করা যাবে, বেকায়দায় ফেলা যাবে। রাজনীতিবিদদের মধ্যে এই মানসিকতা থাকলেও চরিত্রের কারণে মানা যায়। কিন্তু তাই বলে, সাধারণ মানুষও যদি এমন চিন্তা ধারা লালন করে, তাহলে বুঝতে হবে এদেশের মানুষের মানসিকতায় সমস্যা আছে...
৩. কিছুদিন আগে সরকার যখন ডলার এর দাম, রিজার্ভে টান সহ ইত্যাদি কারণে অর্থনৈতিক ভাবে একটু বেকায়দায় (শ্রীলংকা হবে হবে ভাব), তখন আমার অপছন্দের সরকার প্রধান শেখ হাসিনা প্রবাসীদের অনুরোধ করেছিল রেমিট্যান্স যেন বৈধ ভাবে দেশে পাঠায়। তাতে অনেক সরকার বিরোধী প্রবাসী খেপে যায়। তারা নাকি হুন্ডিতেই টাকা পাঠাবে। কারণ, তারা দেশে আসার সময় অনেক টাকা খরচ করেছে, যেখানে হাসিনার সরকার কোন সাহায্য করেনি, তেনারা বিমানবন্দরে সম্মান পায় না তাই এই সরকারের আমলে তেনারা বৈধভাবে টাকা পাঠাবে না বলে ফেসবুক, টিকটকে ভিডিও প্রসব করে...
৪. আমি প্রবাসে ছিলাম ১০ বছর। আমি জানি, এসব নীচু মনের বাংলাদেশীদের ভাবনা। তারা মাত্র সামান্য কিছু টাকা বেশীর জন্য হুন্ডিতে টাকা পাঠায় এবং সব সরকারের আমলেই তারা এ কাজ করে। এরা শুধু পরিবার আর নিজেদের স্বার্থ দেখে, দেশের চিন্তা করে না। আমার মত এরাও দেশে কিছু করতে না পেরে বিদেশ যায়, আর নিজেদের বলে সো কল্ড রেমিট্যান্স যোদ্ধা। যেন তাদেরকে জোর করে পাঠানো হয়েছে...
৫. সবার আগে দেশ। কে ক্ষমতায় আছে, সেটা দেখে দেশের ক্ষতি করা যাবে না। দেশের অর্থনীতি দুর্বল হলে কোন সরকারই শান্তি দিতে পারবে না, পরিস্থিতি খারাপ হবে। তাই নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম, নৈতিকতার চর্চা করতে হবে...

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

জুল ভার্ন বলেছেন: আমি মনে করি, সরকারের বিরোধিতা মানেই দেশের বিরোধিতা নয়। তবে ক্ষমতাসীন সরকার সব সময়ই সরকার বিরোধিতাকে রাস্ট্র বিরোধিতা মনে করে জুলুম নির্যাতন নিপীড়ন করে!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা অপরাজনীতি যা সব দলই করে থাকে...

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা হেডিং। আসলেই, যে দেশপ্রেমিক, সে সর্বাবস্থায়ই দেশপ্রেমিক। দেশপ্রেমিক ব্যক্তি কখনো দেশের ক্ষতি হয়, এমন কিছু করতে পারেন না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৪

ঢাবিয়ান বলেছেন: হুন্ডি বিষয়টা আপনি যেভাবে ব্যখ্যা করেছেন, ব্যপারটা এত সহজ নয়। আমাদের সরকার হুন্ডি বন্ধ করতে চাইলে, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আবেদন না জানিয়ে , অবৈধ পথে আসার রাস্তাটাই বন্ধ করে দিত। কিন্ত সেটা কখনই করবে না। কারন হুন্ডি চক্র না থাকলে দেশ থেকে বিদেশে হাজার কোটি টাকা টাকা পাচার করা সম্ভব নয়।

আপনি প্রবাসী শ্রমিকদের যেভাবে রুপায়িত করলেন তা খুবই দুঃখজনক ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব প্রবাসীর জন্য প্রযোজ্য নয়...

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


দেশপ্রেম রচনার প্যার্টান মনেহয় বদলে ফেলছে শিক্ষার্থীরা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অস্থির সমাজের প্রতিচ্ছবি...

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৭

Meheraj_ahmed বলেছেন: প্রবাসীরা যেভাবে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায়,ঠিক একই ভাবে দেশের বড় বড় চোরেরা হুন্ডির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাঠায়।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা দিয়ে আরেকটা জাস্টিফাই করা ঠিক হবে না...

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১০

কামাল৮০ বলেছেন: ২,এই দায়িত্বটা বর্তমানে বিএনপি কাঁধেতুলে নিয়েছে।ক্ষমতায় যাবার জন্য তারা সবকিছু করতে প্রস্তুত।তারা কোন দেপ্রেমিক দল না।
হুন্ডির বিষয়টা আমার মনে হয় জটিল।বাংলাদেশের টাকা কেউ পাঠায় না।বাংলাদেশের একজনকেই টাকাটা দেয়,এখানে সমপরিমান ডলার আপনাকে দেয়।তাতে দেশের ক্ষতি হয় কি ভাবে।ডলার বাংলাদেশ থেকে পাঠানো যায় না।
তবে বিদেশ থেকে যে ডলার বাংলাদেশে পাঠানো হয় সেটা বৈধভাবে পাঠাতে উদ্বুদ্ধ করার জন্য হুন্ডির সমপরিমান টাকা দিলে কেউ হুন্ডিতে টাকা পাঠাবে না।এটা করতে সমস্যা কোথায়।হুন্ডিতে ও বৈধভাবে পার্থক্য সামান্যই।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বৈধভাবে পাঠালে সরকার টাকাটা নিজেদের রিজার্ভে রাখতে পারে, আর হুন্ডিতে পাঠালে ব্যক্তির লাভ হয়, দেশের উপকার হয় না...

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪২

বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো না বলে বলতে হয় কষ্ট পেলাম আপনার লেখাটা পড়ে। দলীয় কর্মী নয় এমনকি সাধারণ সমর্থক পর্যায়ে এক দল আরেক দলের সমর্থকের প্রতি এতটা বিদ্বেষ পোষণ করে যে দেশ সেখানে কিছুই না। এ ব্লগেও এই বিভাজন প্রকট।
এ দেশে, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে গোষ্টি আর গোষ্টির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি।
এমনকি এ দেশে একটা বিড়াল কে কেউ সাদা বলবে না কালো বলবে তা নির্ভর করে বিড়ালটি তার নিজের দলের লোকের না বিরোধীদলের লোকের তার উপর। :(

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই কঠিন সত্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.