নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

চাইলেই পিতাকে মুছে ফেলা যায় না...

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৮



১. ঘটনা টা কয়েক মাস আগের। নুহাশ হুমায়ুন কে এক সাক্ষাৎকারে সঞ্চালক জিজ্ঞেস করেন, হুমায়ুন আহমেদের পুত্র না হলে আপনি কী এই জায়গায় আসতে পারতেন? খুবই নিরীহ একটা প্রশ্ন। তাৎক্ষণিক ভাবে লাইভে তিনি বলেন, সবাই তাকে তার কাজ দিয়েই চিনে। তিনি আরও বলেন, এটা আমাদের কালচারাল একটা জিনিস, আমরা আমাদের আর্টিস্টদের কাজের থেকে তাদের পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্টেড বেশি...
২. এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এরপর তিনি ফেসবুক স্ট্যাটাসে এ ব্যপারে কিছু কথা লিখেন। যা অনলাইন পত্রিকাতে এসেছে এভাবে, ফেসবুকে তিনি লেখেন, ‘বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম; ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কী না? আমি জানি না আন্তর্জাতিক একজন প্রশংসিত নির্মাতাকে আপনারা এমন প্রশ্ন করেন কীভাবে? আপনাদের কি মনে হয়, সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম- বাপের নাম দেখে তারা ইনভাইট করে?’...
৩. কয়েকদিন আগে নুহাশ হুমায়ুন চরকি এ্যাওয়ার্ড পান সেখানে তিনি প্রতিক্রিয়ায় যা বলেছেন প্রথম আলো'র রিপোর্ট অনুযায়ী এরকম - বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার মাকে, তিনি ১৩ বছর বয়সে আমাকে ক্যামেরা কিনে দেন। তখন থেকে আমি শর্টফিল্ম বানানো শুরু করি। আজ আমার সামনে মা উপস্থিত আছেন, এটা আমার জন্য বিশেষ একটা ব্যাপার।’...
৪. বিষয়টা খেয়াল করেছেন? নুহাশ সচেতন ভাবে তার পিতা হুমায়ুন আহমেদ কে তার জীবন থেকে মুছে ফেলতে চাইছে। হতে পারে, তার মা-কে কষ্ট দিয়ে হুমায়ুন আহমেদ দ্বিতীয় বিয়ে করাতে তার খারাপ লেগেছে। নুহাশ যখন ছোট ছিল, পিতার সাথে দেখা করার জন্য তাকে দারোয়ানের অনুমতি নিতে হত বলে তার খারাপ লাগত। এসব কারণে, তার পিতার প্রতি রাগ থাকাই স্বাভাবিক। কিন্তু এটা তো কমন সেন্স যে, হুমায়ুন আহমেদ সাহিত্য, নাটক, চলচ্চিত্রের মানুষ বলেই তার(নুহাশ) এ লাইনে আসার আগ্রহ তৈরি হয়। হুমায়ুন আহমেদের ছেলে না হলে, তাকে মিডিয়াতে কেউ সুযোগ দিত? নতুন কয়জন পরিচালককে কেউ সুযোগ দেয়? নাটক/সিনেমা-তে সিন্ডিকেটের কথা সবাই জানে...
৫. নুহাশ চাক বা না চাক, আমরা তাকে হুমায়ুন আহমেদের সন্তান হিসেবেই জানব। কারণ, হুমায়ুন আহমেদ বলে গিয়েছেন, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই...



মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৩

জুল ভার্ন বলেছেন: নুহাশ ছেলেটা ইঁচড়ে পাকা!

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেধাবীও বটে...

২| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫২

মুজাহিদুর রহমান বলেছেন: কিন্তু এটা তো কমন সেন্স যে, হুমায়ুন আহমেদ সাহিত্য, নাটক, চলচ্চিত্রের মানুষ বলেই তার(নুহাশ) এ লাইনে আসার আগ্রহ তৈরি হয়। হুমায়ুন আহমেদের ছেলে না হলে, তাকে মিডিয়াতে কেউ সুযোগ দিত

যেহেতু এটা সবাই জানেই, সেহেতু এই ধরনের প্রশ্ন করে অন্যের কৃতিত্বকে খাটো করে দেখানোর দরকার কি? বাবা-ছেলের ভিতরে মনোমালিন্য, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অন্য কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে খোচাখুঁচি না করাটাই ভালো।

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুরুর দিকে সব জায়গা থেকে এরকম প্রশ্ন আসতেই পারে...

৩| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আইন্সটাইনের পুত্র না কি দারুণ মেধাবী ছিলেন। একই রকম কথা রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের ক্ষেত্রেও। বিখ্যাত পিতাদের ছায়া থেকে বের হতে পারেন নি। সে সুযোগও পান নি। তবে ব্যতিক্রম ছিলেন সত্যজিত। নুহাশও যে ছাপিয়ে যাবে না কে বলতে পারে!

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নুহাশ তার পিতাকে ছাপিয়ে যেতেই পারে। তবে পিতার কথা স্মরণ করলে তার কৃতিত্ব ছোট হয়ে যাবে না...

৪| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: নুহাশ , হুমাুয়ুন আহমেদের ছেলে - এটা মেনেই তাকে তার জীবনে এগিয়ে যেতে হবে ।

তা (বাবাকে) অস্বীকার কিংবা যত রকম অযুহাত বা রাগ-অনুরাগ-বিরাগ যাই দেখাক না কেন এটা মুছে ফেলার বিষয় নয় যে নুহাশ হুমাুয়ুন আহমেদের ছেলে ।

হতে পারে ব্যক্তি হুমাুয়ুন আহমেদের কিছু আচরনে ব্যক্তি নুহাশ খুশি নন বা মনঃক্ষুন্ন , তাই বলে বাবা-ছেলের সম্পর্ক মিথ্যা হয়ে যাবেনা।

অবশ্য , তার এখন মায়ের সাথে নতুন বাবাও আছে ।
এখন সে যদি নতুন বাবাকেই চরম-পরম বাবা বলে মেনে নেয় তাহলে আর আমাদের কিছু বলা থাকেনা।

১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্য'র জন্য ধন্যবাদ...

৫| ১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:




এই ছেলে কি জন্য পুরস্কার পেয়েছে, পেশা কি?

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নির্মাতা। বেশ কয়েকটা ভাল টিভি সিরিজ বানিয়েছে...

৬| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

কামাল৮০ বলেছেন: অকারন একজনকে ওমকের পুত্র ওমকের পুত্র বলা অশোভনীয়।প্রত্যেকের নিজস্ব একটা পরিচয় আছে।সেটা তার নাম।সেটাকেই সে প্রসিদ্ধ করতে চায়।না পারলে তার নামেই সে বাঁচতে চায়।ওমকের পুত্র হয়ে বাঁচাতে কোন কৃতিত্ব নাই।এগুলি সামন্তবাদী চিন্তা ভাবনা।

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা এখনো ততটা আধুনিক হতে পারিনি মনে হয়...

৭| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সব জায়গায় বাপ টানা, মা টানা উচিত না। তাকে তার কাজ দিয়ে মূল্যায়ন করা উচিত।

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো সিনিয়র হলে নিজ পরিচয়ে এমনিতেই পিতাকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু এখনো সে নবীন...

৮| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:




আমি হুমায়ুন আহম্মদ সাহেবকে স্ত্রী গুলতেকিনসহ দেখছি ২/১ বার; উনার স্ত্রী ছিলো বিরক্তিকর; ছেলেটা ভালো হলেই ভালো।

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব অল্প বয়সে গুলতেকিনের সাথে বিয়ে হয় হুমায়ুন আহমেদের...

৯| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০১

শেরজা তপন বলেছেন: তালগাছটা আপনারই রইল।
হুমায়ুন আহমেদ ভাল লেখক ছিলেন কিন্তু আহামরি নির্মাতা তাকে আমার মনে হয়নি।
কিন্তু নুহাশ অন্যরকম। সে সিরিয়াস ও প্রতিভাবান নির্মাতা।
একজন বিখ্যাত বাবা পুচকি একটা মেয়েকে বিয়ে করে অন্য কোথাও সংসার শুরু করা পরে তাদের উপরে কি ঝড় বয়ে যেতে পারে তা আপনার ধারনায় আছে কি না জানিনা তবে নুহাশ বাবার গন্ধ তাঁর শরির থেকে মুছে ফেললে আমি খুশী হব।

ছোট্ট একটি ঘটনা; রাইফেলসের আঘোরায় শাওন কে নিয়ে সংসার শূরু করার অল্প কদিন বাদে আমার পাশাপাশী শপিং করছিলেন গুলকেতিন( এক্স আহমেদ) ও নুহাশ। চারপাশে সব লোক শপিং বাদ দিয়ে এভাবে তাদের দিকে চেয়েছিল- তারা কোনভাবেই সহজ স্বাভাবিক হতে পারছিল না। ভাবটা যেন অপরাধটা যেন তারা করেছে- তারা মহা অপরাধী,শাস্তি সব তাদের হবে। কয়েক মিনিটের মধ্যে দ্রুত হাতে বাজার করে মা ছেলে সেখানথেকে বেরিয়ে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন যেন।
, এমন বিখ্যাত ব্যক্তির সন্তান হওয়াও যেন পাপ।

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিতাকে পুত্র ছাড়িয়ে যেতেই পারে, তবে শুরুটা পিতাকে দেখে এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মন্তব্যর জন্য ধন্যবাদ...

১০| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০৫

পোড়া বেগুন বলেছেন:
নুহাশ আর হুমায়ূন দূজন দূজনার।
হুমায়ূন আহমদের ছেলে বলেই এত সম্মান!
ফুটানি করে লাভ নাই!

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফুটানি আরো পরে করলেই ভাল হত। এখনো হুমায়ুনকে ভোলার মত সময় আসেনি...

১১| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: মুরুব্বীরা বলেন, বীজ ভালো হলে ফল ভালো হবেই।

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পজিটিভ না নেগেটিভ বুঝলাম না...

১২| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০৭

কালো যাদুকর বলেছেন: ১৭ বা ১৮ টি গ্রামি এ্যাওয়ার্ড পাওয়া নোরা জোন্স কে সাংবাদিকরা একই প্রশ্ন করেছিল। নোরা জোন্স সেতারা বাদক "রাভী সংকর" এর মেয়ে | নোরা এর থেকেও কঠিন উত্তর দিয়েছিল ৷ আমি নোরাকে বাহাবা দিচ্ছি, নুহাশকেও ৷ মানুষ তার নিজের কাজের মাধ্যমে বেঁচে থাকে, নিজের বংশের পরিচয়ের বিষয়টি গৌণ ৷

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১৩| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৯

ঢাবিয়ান বলেছেন: পোস্টে মাইনাস। একজন লেখক হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের ইতিহাসে কিংবদন্তি হিসেবে বেঁচে থাকবেন চিরকাল। তার ব্যক্তিগত জীবনের কাটাছেড়া আমরা পাঠকরা না করাটাই মঙ্গল।

নুহাশ পিতাকে মুছে ফেলতে চাইলে , তার নামের সাথে হুমায়ুন মুছে ফেলত।তবে নুহাসের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে যেসব হলুদ সাংবাদিক ভাইরাল সংবাদ বানাতে চায় তাদের ধিক। আর যারা মানুষের ব্যক্তিগত দুঃখ কষ্ট দেখে বিকৃত আনন্দ লাভ করতে চায় তাদেরো ধিক।

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১৪| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: নুহাশের এত অহংকারী হয়ে লাভ নেই, বাবা ছাড়া সে শূণ্যই থেকে যেত।

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোনটা অহংকার কোনটা আত্মসম্মান সেটা মনে হয় এখনো নুহাশ বুঝতে পারছে না...

১৫| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই নিজের কর্মেই নিজের নাম খুঁজতে চায়, নুহাসও তাই। সাফল্য আসুক

সাংবাদিকরা কাঁটা গায়ে নুনেরর ছিটা দেয় এই মন্তব্য ভালো লাগছে #তপন ভাইয়ার

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সত্যি বলতে কী, বাংলাদেশী সাংবাদিকদের আমি প্রায় লেখা ও মন্তব্যে সাংঘাতিক বলে থাকি। এরা তিলকে তাল করে। তবে হুমায়ুন আহমেদ এত তাড়াতাড়ি নুহাশের পিছু ছাড়বে না...

১৬| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৪

অর্ক বলেছেন: আপনার নাম দেখে লেখাটি পড়লাম। ভীষণভাবে হতাশ হলাম। অন্যের নেহাতই ব্যক্তিগত জীবন নিয়ে এরকম গসিপিং মার্কা লেখা আপনার থেকে সত্যি আশা করিনি। দুনিয়ায় সবই ঠিক আছে, আপনি শুধু নিজের স্তরকে এভাবে নামিয়ে আনবেন না।

সবাই আলদা আলাদা মানুষ। বাপকে মাকে বা অন্য কাওকেও মুছে ফেলার কিছু নেই। আসলে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে চর্চা করতে রুচি হচ্ছে না। জনগুরুত্বপূর্ণ সিরিয়াস বিষয়ে লেখা চাই।

ধন্যবাদ।

১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। আমার মূল বিষয় দেশ, রাজনীতি নিয়ে আমি হতাশ। অনেকদিন ধরে তাই লিখিও না্। ভাল থাকবেন...

১৭| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১০

মুক্তা নীল বলেছেন:
নুহাশের জায়গা থেকে নুহাশ এগিয়ে যাক এবং সাফল্য কামনা করি । নুহাশ ক্ষেপে গেছে এটা অস্বাভাবিক কিছু না বরঞ্চ এটাই স্বাভাবিক ।

১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১৮| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০৮

নতুন বলেছেন: হুমায়ুন আহমেদের ছেলে না হলে, তাকে মিডিয়াতে কেউ সুযোগ দিত? নতুন কয়জন পরিচালককে কেউ সুযোগ দেয়? নাটক/সিনেমা-তে সিন্ডিকেটের কথা সবাই জানে...


লেখক বলেছেন: নির্মাতা। বেশ কয়েকটা ভাল টিভি সিরিজ বানিয়েছে...



এমন না যে বাবার পরিচয় না থাকলে মিডিয়াতে সফল হতে পারেনা।

এই বিতর্কটা সম্ভবত ইচ্ছে করেই উঠিয়েছে কারন নুহাশ তার বাবার প্রতি নাখোশ এবং সেটা খুবই সাভাবিক।

সাংবাদিকরা সম্ভবত বিতর্ক ইচ্ছাকরেই বাধায় যাতে মানুষ সমালোচনা করে।

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্টের মূল ফোকাস হল, সে এখনো নবীন। তাই গুণী পিতার কথা আসতেই পারে...

১৯| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২০

অপ্‌সরা বলেছেন: মায়ের কথা আসতেই পারে। মা হয়ত তার কাছে বাবার থেকেও বেশী মূল্যবান। তাকে হয়ত মাইই বেশি উৎসাহ দিয়েছেন।

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা। কিন্তু বাবার কথা আসতেই রাগ করল কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.