নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফাইনাল - ২০২২ যখন মোটিভেশনাল স্পিচের কাজ করে...

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১


১. যতই বলা হোক, খেলাকে উপভোগ করা উচিত। জয় পরাজয় থাকবেই। বাড়াবাড়ির কিছু নেই। কিন্তু বিশ্বকাপ ফুটবল আসলেই এই কথাটা আর মনে থাকে না অনেকের(আমার নিজেরও)। ৪ বছর পর পর কী পরিমাণ উত্তেজনা দিয়ে যায় তা যারা খেলা দেখে তারাই জানে। তবে এবার সব কিছুর অবসান হয়ে গেল। আর্জেন্টিনার সাপোর্টার বিশেষ করে মেসির জন্য দুর্বলতা থাকার কারণে ৩২ বছরের অবসাদ থেকে মুক্তি মিলল...
২. আমার ঘোর এখনো কাটছে না। আমি এখনো আর্জেন্টিনার গোল দেখছি, টাইব্রেকার দেখছি, ফাইনাল জেতার সময় কার কী প্রতিক্রিয়া হয়েছিল সেগুলো দেখছি। বারবার দেখছি। বিরক্তি আসছে না। এই একটা কাপের জন্য সেই ১৯৯০ সাল থেকে অপেক্ষায় ছিলাম। একটা সময় মেনেও নিয়েছিলাম এই জীবনে আর আর্জেন্টিনার বিশ্বকাপ হয়তো দেখা হবে না...

৩. কিন্তু রুপকথাকেও হার মানিয়ে মেসি ঠিকই সিনেমার হিরো দের মত শেষ দৃশ্যে বিশ্বকাপ জিতল। আমার অপেক্ষাও ফুরালো। সেই সাথে ফুরালো আর্জেন্টিনার ফুটবল নিয়ে সিরিয়াসলি মনস্তাত্বিক ভাবে যুক্ত থাকা। আগামী ৩৬ বছর না জিতলেও আর কোন আফসোস নেই...
৪. এর মধ্যে ছোট ভাই কানাডার জন্য এপ্লাই করে রিজেক্ট হয়েছে। তার মন খারাপ। আমি সান্ত্বনা দেয়ার জন্য তাকে মার্টিনেজের শেষ মিনিটের (আসলে সেকেন্ডের হিসাব হবে) সেভ এর ছবি পাঠালাম। বোঝালাম, এই একটা সেভ কোটি কোটি ফ্রান্সবাসী, তাদের সমর্থক, বিশেষ করে মাঠের ১১ জনের স্বপ্ন ভেঙে দিয়েছে। তোমার ভিসা রিজেকশানের চেয়েও এটা বেশী কষ্টদায়ক...

৫. একই সাথে যারা বার বার ব্যর্থ হয় তাদের জন্যও এটা অনুপ্রেরণা দায়ক দৃষ্টান্ত যে একজন লোক (মেসি) বার বার পরাজয়ের পরও ভেঙে না গিয়ে তার চূড়ান্ত গন্তব্যে একদিন ঠিকই পৌঁছাতে পারে...

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০

অপু তানভীর বলেছেন: মেসি যদি এই বিশ্বকাপটা না জিততো তাহলে বলা যেত একজন মানুষ সেরা হওয়ার পরেও সব কিছু অর্জন করতে পারে না। কিছু না কিছু অপূর্ণতা রয়েই যায় ।
এখন বিশ্বকাপ জেতার পরে বলা যাবে যে তুমি যদি ধৈর্য্য ধরে নিজের সেরা দিয়ে যেতে থাকো তাহলে সফলতা আসবেই ।

এটাই এখন মোটিভেশন । সত্যিই এই বিশ্বকাপ হাল ছেড়ে না দেওয়ার পক্ষে সেরা মোটিভেশন ।

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রকৃতপক্ষে, সবাই মেনেই নিয়েছিল বিশ্বকাপ জেতা ছাড়াও মেসি সেরাদের সেরা হয়েই থাকবে। ঠিক ব্রাডম্যানের শেষ ম্যাচে ৪ রানের জন্য ১০০ গড় করতে না পারার মত। প্রাইম টাইমে না জেতাতে এটা সবাই মনে করেছিল। কিন্তু এই বয়সে এসে এত বার ব্যর্থতার কাপ নেয়াতে এখন আরো বেশী পাকাপোক্ত হল শ্রেষ্ঠত্বের বিষয়টা। আপনার কথাও ঠিক - হারলেও ঐ কথা(সেরা হওয়ার পরও সব কিছু অর্জন করা যায় না) বলা যেত...

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ এক ফাইনাল ছিল।

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বলা হচ্ছে সর্বকালের সেরা ফাইনাল। যে ক্লাইমেক্স আর চিত্রনাট্য ছিল...

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


মোটিভেশন সম্ভবত বায়বীয় পদার্থ ' এই আছে এই নেই।যারা মোটিভেশন বিলিয়ে পৃথিবীককে জীবিত রাখে, তারা ব্যাপারটা কিভাবে দেখে?

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওরা ১ জনের সফলতার উদাহরণ দেয়। বাকী ৯৯৯৯৯ জনের ব্যর্থতার কথা বলে না। এটা যে যেভাবে নেয়...

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: দীর্ঘ দিনের আটকে রাখা দীর্ঘশ্বাসটা ছেড়ে আরামে-আবেশে চোখ বুজে আনন্দের আতিশয্যে চিৎকার করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী'র নায়ক অপুর মত করে (মেসি) বললাম, " পাইলাম ;) অবশেষে তাকে আমি আমার করে পাইলাম " ।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক্সেক্টলি সেই রকম অনুভূতি...

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা বিষয়ে নিজেকে বেশ হালকা মনে হচ্ছে।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদম মনের কথা...

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনা জয়ী হওয়ার দরকার ছিলো। পৃথিবীর বেশির ভাগ মানুষ চেয়েছে বলেই আর্জেন্টিনা জয়ী হতে পেরেছে। কথায় বলে দশ জন যেদিকে ঈশ্বরও সেদিকে।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমনকি ফ্রান্সের লোকজনও নাকি চেয়েছিল মেসির হাতে বিশ্বকাপ উঠুক...

৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: এই বিশ্বকাপে বারবার ব্যর্থ হবার পর লক্ষ্যে পৌছে গেছে। বিতর্কিত রেফারিং খেলার সৌন্দর্য হানি করেছে অনেক খানি। মেসি অনুপ্রেরণা হতে পারে ।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছু ইতিহাসের অংশ হয়ে গেল। ভাগ্য বলে কিছু একটা আছে তাও ভুলে গেলে চলবে না...

৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



মনে রাখার মতো একটি খেলা ছিলো

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজীবন মনে রাখার মত...

৯| ০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

জগতারন বলেছেন:
চির দিন মনে রাখার মতো খেলেছিল মেসি'রা।
সেমীফাইনালে ক্রোয়েশিয়া'কে ৩ গোলে হারানো এবং
ফাইনালে ফ্রান্স'কে হারানো এখনও আমার মনে আনন্দ পাই।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এখনও ঘোরের মধ্যে আছি...

১০| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এমনকি ফ্রান্সের লোকজনও নাকি চেয়েছিল মেসির হাতে বিশ্বকাপ উঠুক...

মেসি আগামী বিশ্বকাপ খেলবে না। তাই সারা বিশ্ব চেয়েছে মেসিই জিতুক।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম একজন গ্রেট প্লেয়ার বিশ্বকাপ ছাড়া থাকলে বিশ্বকাপের অপমান হয়...

১১| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৯

নেওয়াজ আলি বলেছেন: কোনো ঝামেলাবিহীন সুন্দর সমাপ্তি করতে পেরেছে কাতার। খেলা মন দিয়ে উপভোগ করাই শ্রেয়।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাতার আর মেসি দুইজনই বিশ্বকে দেখিয়ে দিয়েছে...

১২| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফাইনাল খেলাটা আসলেই দেখার মত ছিল। ফাইনালে এত গোল সাধারণত হয় না। টাইব্রেকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিলো।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বলা হচ্ছে সর্বকালের সেরা ফাইনাল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.