নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

দলছুটদের কেউ মনে রাখেনা, গুরুত্বও দেয় না...

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১



১. বিএনপি’র মধ্যে যে কয়েকজন কে স্মার্ট মনে হত তাদের মধ্যে নাজমুল হুদা অন্যতম। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি-তে ১ম স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। জনপ্রিয় ও দাপুটে একজন নেতা হওয়া সত্ত্বেও নিজের ইগো ও পাগলামীর কারণে শেষ বয়সে সমালোচনা নিয়েই মরতে হল। এখন তেনার মৃত্যুতে কোন শোক সভা হবে না, (অপ্রিয় হলেও) পারিবারিক রাজনীতির সুবিধা নিয়ে ভবিষ্যতে কোন সুবিধা করতে পারবে না তেনার মেয়েরা...
২. বহুদলীয় গণতন্ত্রের একটা সমস্যা হল চাইলেই যে কেউ দল গঠন করতে পারে। যেটা গণতান্ত্রিক পরিবেশের জন্য সুখকর নয়। এখন নুরা পাগলার একটা দল আছে, যে প্রতিদিন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলছে। শুনলাম হিরো আলমও দল করতে চায়। (.)দু জনতার জন্য এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?
৩. একটা দল করলে যা যা পাওয়ার কথা একজন নেতার তার সবগুলোই পেয়েছেন নাজমুল হুদা (প্রধানমন্ত্রী/প্রেসিডেন্ট ভাগ্যের ব্যপার)। তারপরও তেনার শখ মিটেনি। দলের নীতি অনেকের কাছে ভাল নাও লাগতে পারে। কিন্তু তার সমাধান নতুন দল গঠন করা নয়। তেনার মত বুদ্ধিমান লোক কীসের আশায় বা লোভে বিএনএফ বা তৃণমূল বিএনপি গঠন করেছেন কে জানে?
৪. বাংলাদেশের প্রেক্ষাপটে মূল দল থেকে বের হয়ে আলাদা দল করে কেউ সাফল্য পায়নি, পাওয়ার কথাও নয়। বি চৌধুরী, অলি আহমদ, কাদের সিদ্দিকী, আন্দালিব রহমান এরা মূল দলে থেকেই সাফল্য পেতে পারতেন। এখন তেনাদের নিজের ১টা আসন নিয়ে খুশী থাকতে হয় আর টক শো-তে চেয়ার গরম করা ছাড়া তেমন ইমপ্যাক্ট নেই তেনাদের...
৫. তৃণমূল বিএনপি নিবন্ধন পেয়েছিল ৩ দিন আগে। অথচ আজ নাজমুল হুদা নেই। এই বিষয়টা আরো একবার মনে করিয়ে দিল জীবন কত অল্প দিনের! এত ইগো, লোভ, উচ্চাকাঙ্খা পুষে না রেখে অবসর জীবনে গেলে কিংবা দলের মধ্যে থেকে গেলেও উনার শেষ পরিণতিটা সুখকর হতে পারত...

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৪

জুল ভার্ন বলেছেন: সুবিধাবাদী মোনাফেকদের কেউ ঘৃণায়ও মনে রাখেনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেহুদা হুদা বলে অনেকে তাকে মনে করেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। আরো বর্নাঢ্য হতে পারত রাজনৈতিক ক্যারিয়ার...

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: এক সময় তার অনেক দাপট ছিলো। কিন্তু মৃত্যু কোনো দাপটকে পরোয়া করে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মৃত্যু চিরন্তন সত্য...

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯

রানার ব্লগ বলেছেন: তার নতুন দল তৃনমুল বিএনপি কিছুদিন আগে নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। মাত্র ৩ দিন আগে। এটাই নির্মম বাস্তবতা...

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



ড. কামাল হোসেন সাহেব, নাজমুল হুদা সাহেব, বেরিস্টার মুওদুদ সাহেব, বি চৌধুরী সাহেব থেকে শুরু করে যারা দলছুট হয়েছেন তাঁদের পরিচয় পাওয়া গিয়েছে তারা সুবিধাবাদী ছিলেন। সত্যি বলতে, বাংলাদেশের জন্মের পর থেকে একজনও রাজনীতিবিদ পাওয়া যায়নি যিনি দেশের জন্য নূন্যতম সামান্য কাজ করেছেন। এরা সব নিজেদের স্বার্থ দেখেছেন। সবগুলো অপদার্থ লোক। এই দেশের সবগুলো রাজনীতিবিদ চালবাজ মিথ্যাবাদী।

বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের বিষয়টি ভিন্ন। তিনি দলে বার বার অবমূল্যায়ন হয়েছেন। তাঁকে বাধ্য করা হয়েছে দল থেকে দূরে সরে যেতে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মাত্র পাঁচজন সংসদে থাকলে সংসদ পাল্টে যেতো। রাজনীতি পাল্টে যেতো। দেশ পাল্টে যেতো। এখনও বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে দাড়াবার মতো যোগ্যতা বাংলাদেশের রাজনীতিতে ২য় কোনো ব্যক্তি খোঁজে পাওয়া যাবে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারপরও কাদের সিদ্দিকীর দাপট টাঙ্গাইলে ২/১ টা আসন ছাড়া আর কোথাও নেই। এগুলো দিয়ে জাতীয়ভাবে দেশের জন্য কিছু করা যায় না। দিন শেষে মূল দলই আসল...

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

নীল আকাশ বলেছেন: সুবিধাবাদী বেইমান, ধান্দাবাজ, দলীয় প্রতারক ও দলীয় মুনাফেকদের কেউ ঘৃণায়ও মনে রাখে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ থেকে যদি অন্যরা কিছু শেখে...

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি তাই লিখেছি - বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের বিষয়টি ভিন্ন। তিনি দলে বার বার অবমূল্যায়ন হয়েছেন। তাঁকে বাধ্য করা হয়েছে দল থেকে দূরে সরে যেতে।

বাংলাদেশের প্রতিটি রাজতৈকি দলের ভেতর গ্রুপিং আছে, লবিং আছে। প্রতিটি রাজনৈতিক দলের ভেতর কমপক্ষে আরো পঞ্চশটি দল আছে। কার কার সাথে আপা’র ভালো যোগাযোগ আছে, কার কার সাথে ম্যাডাম’এর ভালো যোগযোগ আছে। কার কার সাথে দুই অযোগ্য আংকলের ভালো যোগাযোগ আছে, কে কে কার কান ভারী করতে পারে।

বঙ্গবীর চাটুকার ছিলেন না। ফলাফল = দলছুট।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



জিয়া যখন দল গঠন করেছিলো, তখন কোন ধরণের লোকজন উনার দলে গিয়েছিলো? ১৯৭০ সালের ভোটে এদের পজিশন কি ছিলো, স্বাধীনতা যুদ্ধে এদের ভুমিকা কি ছিলো?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্তিযোদ্ধা ও যুদ্ধ ফেরত আর্মি অফিসারদের সংখ্যা তুলনামূলকভাবে বিএনপি তে বেশী। জিয়া ভেদাভেদের রাজনীতি ভুলে গিয়ে বঙ্গবন্ধুর করে সাধারণ ক্ষমার আওতা অনুসরণ করে দালাল আইন বাতিল করে মুক্তিযোদ্ধা, রাজাকার সবাইকে নিয়ে দল গঠন করেছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন শর্ষিনার পীরকে...

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১২

হাসান জামাল গোলাপ বলেছেন: উনি অনেকদিন ধরে দাবরানির উপর ছিলেন, নতুন দল গঠন তার সেসবের ছুটাছুটি, Rest in peace.

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের পায়ে কুড়াল মারলে যা হয়...

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: নাজমুল হুদা সম্ভবত সালমান এফ রহমানের ভাতিজা হন। উনি এক সময় কবিতাও লিখেছেন শুনেছি।

বাংলাদেশে মুসলিমলীগ ভেঙে আওয়ামী লীগ হয়েছে। মুসলিমলীগের খবর না থাকলেও আওয়ামীলীগ সুপ্রতিষ্ঠিত হয়েছে। অন্য কোন দল সম্ভবত এরকম প্রতিষ্ঠা পায়নি যে দলগুলি অন্য দল ভেঙে হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রেক্ষাপট ভিন্ন ছিল...

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপির দলটাই তৈরি হয়েছে দলছুট চোর চোট্টটাদের নিয়ে

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই কথা আওয়ামী লীগের ক্ষেত্রেও খাটে...

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:২৭

নেওয়াজ আলি বলেছেন: উনি কেনো বুড়া বয়সে পাগলামি করলো কি জানি

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভীমরতি, শয়তানের লাড়া...

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৩

অক্পটে বলেছেন: নাজমুল হুদাকে কেউ মনে রাখবেনা।
@ হাসানকালবৈশাখী- আওয়ামীলীগে চোরের সংখ্যা অনেক বেশি। ইতিহাসের সেরা চোরের খনির পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামীলীগ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাদ দেন, আওয়ামী লীগ...

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: একজন ভুল করতেই পারেন। বা দল ত্যাগ করতেই পারেন। তবে সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিৎ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি দল ত্যাগ করে অপরাধ করেননি, উনি বি এন পির নাম, প্রতীক নিয়েও কুট কৌশল করেছেন...

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনাও একদিন মারা যাবে। আমিও একদিন মারা যাবো। আপনিও।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জন্মিলে মরিতে হবে...

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

এম ডি মুসা বলেছেন: কি করবে আর বিএনপি নিয়ে গবেষণা এখানে শেষ

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। অনেক চেষ্টা করেছিল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.