নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. দেশে যে কয়েকটি বিষয় নিয়ে সবসময় ক্ষোভের মধ্যে থাকি তার মধ্যে অন্যতম হল ছাত্র রাজনীতি। এই ব্লগে ইনিয়ে, বিনিয়ে ছাত্র রাজনীতি বিষয়ক কোন পোস্ট আসলেই আমি এর বিপক্ষে অবস্থান নেই। আমি রাজনীতিবিদদের চেয়ে বেশী দোষ দেই ’নপুংসক’ উপাচার্যদের। এরা কীভাবে এলাউ করে এটা তাদের ক্যাম্পাসে? কোন যুক্তিতে একজন সমবয়সী ছাত্র তার বন্ধুর গায়ে হাত তোলে? কীভাবে সম্ভব একজন ছাত্র তার শিক্ষকের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, তাঁকে অবরুদ্ধ করে রাখে, তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেয়?
২. আমার ছোট ভাই পড়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকতাম। কারণ, ওখানে শাটল ট্রেনের বগিতে বসা নিয়েও মারামারি হয়। স্বাভাবিকভাবে সেও কোন এক গ্রুপের সাথে মানিয়ে নিয়ে বড় ভাইদের সমীহ করে সমমনাদের সাথে নিয়ে বগিতে চলাফেরা করত। সেটা অনেক আগের কথা। ইদানিং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির কুপ্রভাব আরো বেশী বিস্তার লাভ করেছে...
৩. র্যাগিং যারা করে তারা কী আসলেই মানুষ? আমার মনে হয় না। তারা হল, animal in human's form (এটা আমার এক বড় ভাইয়ের ডায়ালগ)। যে র্যাগিং করছে তার ছোট ভাই বোন না থাকলেও, নিজের সন্তানও তো কখনো এর শিকার হতে পারে। এই বোধ তাদের মধ্যে কেন আসে না? শুধু বহিস্কার করলে শাস্তি হয়ে গেল? জেল, জরিমানা, ছাত্রত্ব বাতিল না হলে এটা কখনোই বন্ধ হবে না...
৪. ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলতে গেলেই ব্লগ ও ব্লগের বাইরে তথাকথিত সুশীল সমাজের লোকজন ’গৌরবজ্জ্বল অতীত’ নামের একটা ফালতু বিশেষণ জুড়ে দেয়। মাথা ব্যথার জন্য নাকি মাথা কাটা যাবে না! কী অদ্ভূত! এমন কোন অপকর্ম নেই সরকারী দলের ছাত্র সংগঠন করে না, অথচ তেনারা এখনো বসে আছেন তাদের সুপথে ফেরানোর জন্য...
৫. বাংলাদেশের দুই পরিবারের রাজনীতি একটা জঘন্য গণতন্ত্রের মধ্যে আছে। এদের সাইজ করতে হলে ‘ঐ পাড়ার’ লোকেরা ছাড়া কেউ পারবে না। আগেও বলেছি, আবারও বলছি - ল্যান্ড ফোনের কার্যকারিতা কমে গিয়ে মোবাইল ফোন চলে এসেছে। ছাত্র রাজনীতি বর্তমান সভ্য সমাজে দরকার নেই। প্রাপ্ত বয়স্করা দলের সদস্য হয়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করুক কোন সমস্যা নেই। ছাত্র রাজনীতি নিপাত যাক, র্যাগিং বন্ধ হোক...
০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অল্প বয়সে ক্ষমতা পেলে কারো মাথা ঠিক থাকে না। যায় পড়তে, বের হয় সন্ত্রাসী হয়ে...
২| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিসিরা কোনোদিনই নিজে থেকে কোনো কঠিন অ্যাকশনে যেতে পারবে না।
বর্তমানে দেশে নৈরাজ্যের প্রধানতম কারণ হলো দল ভিত্তিক বা লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি। মূল দলের প্রভাবে বা ছত্রছায়ায় এরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। এদেশে ছাত্রদের গৌরবোজ্জ্বল অতীত আছে, সন্দেহ নাই। কিন্তু দেশের মঙ্গলের জন্যই এখন সেই ট্রেন্ডের পরিবর্তন দরকার। উন্নত অনেক দেশেই দল ভিত্তিক ছাত্র রাজনীতি নাই। জাতির প্রয়োজনে দলীয় রাজনীতি না করেও ছাত্ররা এগিয়ে আসবে।
০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিসিরা যদি এক যোগ হয়ে বলে, ক্যাম্পাসে রাজনীতি চলবে না, তাহলে পরিবর্তন হতে বাধ্য। কিন্তু ভিসিরাও তো দলীয় নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। বুয়েট, খুবি-র ছাত্ররা নির্ভার থাকবে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও নিশ্চিন্তে পড়ালেখা করবে অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধু বন্ধুর কাছে মার খাবে - এটা মানা যায় না। । আপনার শেষ কথাটাই তো আসল। সময়ের প্রয়োজনে ছাত্ররা চুপ করে থাকবে না। কিন্তু এখন তাদের শুধুই পড়ালেখা করা উচিত...
৩| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
নতুন বলেছেন: ছাত্ররাজনিতি = লাঠিয়াল বাহিনি
রাজনিতিক দল গুলি তাদের লাঠিয়াল বাহিনি হিসেবে ছাত্রদের ব্যবহার করছে।
দেশে ছাত্ররাজিনি বন্ধ করতে হবে।
০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা নিয়ে সুশীল সমাজের বেশী বেশী কথা বলা উচিত...
৪| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
এম ডি মুসা বলেছেন: আরে ভাই বাংলাদেশ টা মন মানসিকতার দিকে উন্নত হবে যে দিন সেই দিন কারো নামে কারো নালিশ হবে না
মিডিয়া প্রচার যদি না হতো এটার এত খোঁজ এত আলোচনা হতো না ভুক্তভোগি বিচার পেত না আসলে আমাদের উচিত.িআমি আরব আমিরাতে ৩মাস ছিলাম সেখানে দুু পাকিস্তানি মারামারি বেজেছে কেউ পুলিশ খবর দেয় নাই অটোমিটিক পুলিশ এসে হাজির তবে আমাদের দেশটা এমন কবে হবে
০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই রাজনীতিবিদরা থাকলে কখনোই এরকম দিন আসবে না। এরা লোভী জাতির বংশ...
৫| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
কামাল১৮ বলেছেন: এদেশের অনেক অর্জন ছাত্রদের মাধ্যমে।ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত।১৮ বছরের পর যে কোন বিষয়ে মতামত দেয়া তার মৌলিক অধিকার।
০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্যাম্পাসের ভেতর কেন? অন্য ছাত্রদের সাথে বিশৃঙ্খলা করে কেন? শিক্ষকের সাথে বেয়াদবি কেন?
৬| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
বিষাদ সময় বলেছেন: ছাত্র রাজনীতি কেন উঠবে না তার উত্তর কিন্তু আপনার লেখায়ই আছে.........কে নিজের পায়ে কুড়াল মারতে চায় বলেন? .....অনেকদিন পরে আপনার লেখা পেলাম।
০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই যুগে ছাত্ররা পড়ালেখা বাদ দিয়ে অস্ত্র নিয়ে হল, ক্যাম্পাস দখল করবে, ভিন্নমতাবলম্বীদের টর্চার করবে - ভাবা যায় না...
৭| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
ছাত্র রাজনীতিবিদরা এ পোস্ট পড়লে খবর ছিলো আপনার।
০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছদ্মনামের এটাই ফায়দা...
৮| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:০০
কামাল১৮ বলেছেন: এক হাতে তালি বাজে না।শিক্ষকরা আদব শিখাতে পারে নাই।
০২ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাতে যখন অস্ত্র চলে আসে তখন বাপকেও গোনায় ধরে না অমানুষরা...
৯| ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১০:৪৫
বিটপি বলেছেন: যেসব গৌরবোজ্জল আন্দোলনের কথা বলা হয় - সেসব আন্দোলন করতে দেবার জন্য তৎকালীন ক্ষমতাসীন দলের কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ যে তারা ছাত্রদেরকে আন্দোলন করতে দিয়েছে।
- ভাষা আন্দোলন যদি এখন হত, তাহলে পুলিশের দরকার ছিলনা, ছাত্রলীগের পান্ডারাই মেডিকেলের গেটে দাঁড়িয়ে আন্দোলনকারীদেরকে সাইজ করে ফেলত।
- উনসত্তরের গণ আন্দোলনের মত কোন আন্দোলন হলে ছাত্রলীগের সোনারা হলে হলে তল্লাশী চালিয়ে আন্দোলনরত ছাত্রদের কাপড় চোপর খুলে কানে ধরে উঠবস করাতো।
- একাত্তরের মুক্তিযুদ্ধ প্রতিরোধ করতে কোন সেনা নামানোর প্রয়োজন হত না। আওয়ামী ঠোলা লীগ ঘরে ঘরে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে থানায় নিয়ে বাণিজ্য করে তাঁদের সর্বসান্ত করত।
- নব্বইয়ের গণ অভ্যত্থানে ছাত্রলীগ পুলিশ প্রহরায় মাঠ দখল করে সরকারের গদি সিকিউরড করত।
০২ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে তো বোঝাই গেল এ যুগে ছাত্র রাজনীতির দরকার নেই...
১০| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আমার পছন্দ হয়েছে।
ছাত্র রাজণীতি আমি ঘৃণা করি।
ছাত্রলীগ খুব ভয়ঙ্কর। এরা জঙ্গীদের চেয়েও খারাপ।
শেখ হাসিনা কেন ছাত্রলীগদের অফ করছেন না আমি বুঝি না।
০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে কোন দলের ছাত্র রাজনীতি আমি ঘৃণা করি...
১১| ০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছাত্র রাজনীতি ভাল দিক পরিহার করে খারাপ দিকটাতেই কেন বেশি ঝুঁকছে যার প্রভাব পড়ছে সব খানে।
০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাজেই এটা বাতিল করা সময়ের দাবি...
১২| ০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
র্যাগিং, র্যাগ দেয়া সিষ্টেমটা সম্পুর্ন বন্ধ হওয়া উচিত।
ছাত্র রাজনীতি বলতে যা বোঝায় সেটা অনেক আগেই (একযুগ আগে) বন্ধ হয়ে গেছে,
প্রাকৃতিক ভাবেই বন্ধ হয়ে গেছে। ঢাবি বাদে ক্যাম্পাসে মিটিং মিছিল নেই বললেই চলে।
এখন যা আছে ক্যাম্পাসের বাহিরে, কিছু পোলাপান (বেশিরভাগই অছাত্র) ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি করে বেড়াচ্ছে।
ছাত্র রাজনীতি যা ছিল -
বিএনপি জামাত আমলে চট্টগ্রাম কলেজ ও মেডিকেল কলেজ ছিল মৃত্যুপুরি। এখানে সেখানে লাশ পড়ে থাকতো, প্রতিরাতে গুলির শব্দ শোনা যেত।
তবে ছাত্ররাজনীতি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে শিবিরকে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ দেয়া উচিত না।
শিবিরকে নিরস্ত্র করাটা অন্যায় মনে করিনা।
ছাত্রশিবির স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ও যুদ্ধপরাধ সমর্থক। নৈতিক ভাবে দেখলেও জামাত শিবির স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে না।
ইতিমধ্যে জামাতও নিবন্ধন বাতিল, নির্বাচনে নিষিদ্ধ। আদালতে সম্পুর্ন নিষিদ্ধের পথে। ৭২এও জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল।
স্বাধীনতার পর শিবির কখনোই ঢাবিতে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। এমনকি বিএনপি-জামাত ক্ষমতায় থাকার সময়কালেও পারে নি।
স্বনামে হোক বেনামে হোক শিবিরকে দেশে রাজনীতি করতে দেয়া উচিত নয়।
০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন ফরমেটেই ছাত্র রাজনীতি করার সুবিধা দেয়া উ্চিত নয়। অনেক আগের এক পোস্টে আমি লিখেছিলাম, বিএনপি'র সহযোগী হিসেবে আমি জামায়াতকে সমর্থন করলেও ছাত্র শিবিরকে পছন্দ করি না...
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
সোনাগাজী বলেছেন:
ছাত্র ডাক্তার, ছাত্র ইন্জিনিয়ার, এই ধরণের কিছু নেই; ছাত্র রাজনীতিবিদ বলে কিছু থাকার কথা ছিলো না, এরা মাফিয়া।