নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সিরিয়াস কিছু না...

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২০



ছোট বেলা থেকেই লেখালেখির শুরু। প্রায় প্রতি মাসেই বিভিন্ন কিশোর পাতা, পত্রিকা, সাময়িকীতে লেখা ছাপা হত। চৌদ্দ গুষ্টি ও পরিবারের মধ্যে আমিই একমাত্র লেখক ছিলাম এবং আছি। তারুণ্যের শুরুতেই প্রবাসে চলে যাওয়ায় আর লেখালেখি চালু রাখা যায়নি। তবে প্রবাসে থেকে ডিসকাশন ফোরাম ও পরবর্তীতে ব্লগে লেখালেখি চলতে থাকল। যদিও বিষয় আর ছোটদের ছড়া, কবিতা, গল্প থাকল না। হয়ে গেল রাজনীতি, সমাজ, খেলাধূলা ও অন্যান্য কিছু...

বড় বোন সেদিন জিজ্ঞেস করল, এখন আর লেখালেখি করি কিনা। আমি বললাম, এখন ব্লগ লিখি রাজনৈতিক বিষয় নিয়ে
: কী বলিস! কোন ব্লগ? নাম কি? লিংক দে।
: না, দেয়া যাবেনা। আমি হিডেন থাকতেই পছন্দ করি।
: এখন তো বিরোধী কাউকে পেলেই গুম করে ফেলে।
: আমি ছদ্মনামে লিখি, কেউ চিনে না।
: তারপরও সাবধানে থাকিস!
: নাহ! ওরকম সিরিয়াস কিছু না। তাছাড়া আমি তেনার বিরুদ্ধে কিছু লিখি না। লিখি কিম জং উন-এর বিরুদ্ধে...

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৩

বিটপি বলেছেন: এক লোক গণভবনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যা না তাই গালাগালি করছে। তো গণভবনের সিকিউরিটি তাকে পাকড়াও করে ভেতরে নিয়ে উদুম কেলানি দিতে শুরু করল। মার খেয়ে মাথা ঠিক হয়ে গেলে পাবলিক বলে,
"ভাই, বিশ্বাস করেন, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরে কোন গালাগালি করিনাই"
"তো কারে করেছিস?"
"করেছি জাপানের প্রধানমন্ত্রীরে"
"আমাদেরকে গাধা পেয়েছিস? তুই যেগুলো বলেছিস - এসব কাজ কি জাপানের প্রধানমন্ত্রী করে? আমরা বুঝিনা?"

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা! এই জোকসটার কথা আমার মাথায় ছিল...

২| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:


প্রতিটি টকশোতে বলা হয় সরকার কথা বলতে দেয় না। সালাউদ্দিন কে গুম দাবি করা হয়।

সালাউদ্দিন কি সত্যই গুম?
সালাউদ্দিন তো পলাতক গুমই ছিল, পরিবার থেকে আলাদা হয়ে প্রতিদিন অজ্ঞাত স্থান থেকে লাদেন বা আইএস জঙ্গিদের মত ভিডিও বার্তা দেয়া অবরোধ হরতালের অগ্নিসন্ত্রাসের ঘোষনা দিত। পুলিশই তাকে খুজছিল।
এর অনেক পরে একসময় পাবলিক অতিষ্ট হয়ে হরতাল অগ্নিসন্ত্রাস অবোরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফুলস্কেলে গাড়ীঘোড়া চালানো শুরু করলো, সব দোকানপাট স্কুল কলেজ খুলে গেলে সালাউদ্দিনের ভিডিও বার্তা হাস্যকর অর্থহীন কৌতুক হয়ে যায়, একটা লোকও গুরুত্ব দেয় না, জামাত-শিবিরও ক্লান্ত হয়ে থেমে গেছে। বিএনপিও আর কোন প্রেসবৃফিং করে না অগ্নিসন্ত্রাস নামক আন্দলোন ভেস্তে গিয়ে স্বাভাবিক, দেশ কর্মমুখর, বিএনপি নেতা মেজর সমসের মবিন চৌ রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষনা করল। সালাউদ্দিনের বার্তা কেউ শুনেও না।

হটাত একদিন একটি বার্তায় সালাউদ্দিন নিজেকে নিখোজ (গুম) ঘোষনা করে, বিএনপির তরফ থেকেও বলা হয়েছিল পুলিশ সালাউদ্দিন গুম করেছে। যে বহু আগে থেকে পরিবারের বাইরে থেকে গা ঢাকা দিয়ে ভিডিও বার্তা মিডিয়ার অফিসে পাঠাচ্ছিল, তাকে পুলিশ খুজেই পায় না গুম করে কেমনে?
যে নিজেকে নিখোজ (গুম) ঘোষনা করে সে কেমনে গুম হয় শুনি? পরিবার তো জানে আগেই গাঢাকা দিয়ে আছে, নতুন করে আবার কি বলবে?

আসলে উনি গুম ঘোষনা করার আগেই সিলেট সীমান্তে উলফা ও মেঘালয়ে থাকা শশুরবাড়ীর সহায়তায় সীমান্ত অতিক্রম করেন শিলং শহরে পৌছে পুলিশের কাছে আত্নসমর্পন করে, ইন্ডিয়ান মিডিয়াকে বলে আমি জ্ঞান হারিয়েছিলাম জ্ঞ্যান ফিরে দেখি এখানে এসে গেছি। আর কিছু মনে নেই।
সরকার কি এতই গাধা যে নিরাপদে শিলং শহরে পৌছে দিয়ে বিশ্ব মিডিয়ার কাছে যা ইচ্ছে তা বলতে দিবে?
সরকার প্রকৃতই গুম করার ইচ্ছে থাকলে পেটে পাথর বেঁধে বঙ্গপোসাগরে ফেলে দিত, মাছেই খেয়ে ফেলতো।

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু ফেরত আসাতে, কিছু নিজে আত্মগোপন করে পরে ধরা খাওয়াতে, কিছু বিশেষ বাহিনী ছেড়ে দেয়াতে - এখন সত্যিকারের গুম ওয়ালাদের বক্তব্যকে হালকা করে দেখা হচ্ছে। তবে আপনিও স্বীকার করবেন, আসলেই কিছু গুম হয়েছে...

৩| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজনীতি নিয়ে লিখতে ভয় পাই। আমার স্কুলের বন্ধুরা সবই প্রায় রাজনীতির সাথে জড়িত। দেশে পিতা একলা থাকেন। তার উপর প্রেসার আসতে পারে বলে ফেসবুকে টু-শব্দটি করি না!

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার রিয়েল ফেসবুক আইডিতে ১০/১১ বছর আগে কিছু সরকার বিরোধী লেখা ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই সরকারকে স্বাভাবিক ভাবে কেউ সরাতে পারবে না। তখন একদিন বসে বসে সব পুরোনো লেখা মুছে ফেলেছি...

৪| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: আপনি কি আমাদের সরকারকে নিয়ে বলছেন?
এসব বলবেন না । আমাদেরটার মত ভাল আর কেউ নেই । কেউ না ! :D

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাথা খারাপ? উন্নয়নের মাঝে থেকে আবার সরকারের সমালোচনা? এত বড় অকৃতজ্ঞা নই। আমাদেরটার মত ভাল আর কেউ নেই...

৫| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: আমি যদি বলি, আমি আপনাকে চিনি। খুব ভালো করেই চিনি, জানি। বিশ্বাস করবেন?

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না...

৬| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে কিম জং উনের বিরুদ্ধে লিখুন। কিন্তু ব্যাটা ক্ষেপনাস্ত্র মারলে প্রাণ আপনার সাথে আমাদেরটাও যাবে। সেটা কি একবার ভেবেছেন? তবে তথাপি আপনি যা লিখেছেন সেটার ওজন কয়েক টন। যাদের বুঝার তারা ঠিক আপনার কথা বুঝে গেছে।

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উকিলরা যাতে আমার জন্য লড়াই করতে পারে, সে জন্য কিম জং-ই ভরসা। ওরা কিছু বুঝবে না!!!

৭| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৮

ঢাবিয়ান বলেছেন: হা হা হা । না না কিম জং উন এর বিরুদ্ধেও লিখবেন না সেটাও খুব রিস্কি , সবচেয়ে নিরাপদ আমারিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখা। আরো নিরাপদে থাকতে চাইলে ব্লগার কালবৈশাখীর পোস্ট, কমেন্টে রেগুলার লাইক দিবেন ।

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন, আমরা কি আমেরিকাকে গোনায় ধরি? সেদিন তথ্যবাবা আমেরিকাতে বসে আমেরিকার নীতির বিরুদ্ধে স্ট্যাটাস প্রসব করেছেন। আর উনি ও উনার মন্ত্রীরা তো প্রায়ই বলে থাকেন, আমেরিকার গণতন্ত্র, মানবাধিকারও প্রশ্নবিদ্ধ, আগে তারা ঠিক হউক...

৮| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


কিম ব্লগারদের পছন্দের পাত্র হয়ে উঠছে দেখছি।

১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি বাঁচলে বাপের নাম...

৯| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০০

তানভির জুমার বলেছেন: দেশটা নয়তো কারোর বাপের ভিটা। অন্যায়ের বিরোদ্ধে প্রতিবাদই জীবন। ৭১''রে দেশের মানুষ প্রতিবাদ না করলে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে আমরা একটা স্বাধীন দেশ পেতাম না। প্রতিবাদ না করলে বর্তমানের ফ্যাসিবাদ আরো ভয়ংকর রুপ নিয়ে আপনার পার্সোনাল জীবনেও আরো ব্যাপকভাবে আগাত করবে। ব্লগার হাসান কালবৈশাখীদের মত দলকানা হলে, আর মিথ্যা তথ্য দিয়ে অন্যায়ের পক্ষ নিলে চলবে না।

১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবন যুদ্ধে যেখানে নিজের পরিবার নিয়েই সবাই দিশেহারা সেখানে রাজনীতি নিয়ে মাতামাতি করার আগ্রহ নেই অনেকেরই। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধেও মানুষ বোবা হয়ে যাচ্ছে...

১০| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি একসময় চট্টগ্রামে থাকতেন

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জন্ম থেকে দীর্ঘ সময় চট্টগ্রামে ছিলাম...

১১| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না...

ইয়েস। আপনিও আমাকে চিনেন। কিন্তু জানেন না। দুই একটা ঘটনা বললে পুরোপুরি চিনতে সক্ষম হবেন।

১২| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: আপনাকে আমি কিছু হিন্টস দিতে পারি। তাহলে আপনার মনে পড়ে যাবে? কি হিন্টস দিবো?

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন লাভ হবে না। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই আপনার সাথে দেখা হওয়ার কোন কারণই নেই...

১৩| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৫

কিরকুট বলেছেন: কিম জং উন কে জিজ্ঞাসা করেন তো কবে তার বাপের দেনা শোধ করবে । বেশি না মাত্র ৯০ কোটি টাকা ।

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেনা কোনদিন শোধ হবে না...

১৪| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৩

কিরকুট বলেছেন: তাহলে তাকে এই হাদিস টা শুনিয়ে দেবেন ঋন খেলাপি জাহান্নামে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.